09/11/2023
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া , বার্কলে ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী গণিতের লেক্চার ক্লাসে ঘুমিয়ে পড়েছিলেন। ঘুম থেকে উঠে ছাত্র টি দেখতে পায় প্রফেসরের লেকচার ইতোমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং তিনি ব্ল্যাকবোর্ডে দুটি problems লিখে গিয়েছেন।
ছাত্রটি মনে করলো "এগুলো সম্ভবত home work" ।
তাই সে বাড়িতে সেগুলি সমাধান করার জন্য তার নোটবুকে লিখে নিলো।
সমস্যাগুলি চেষ্টা করার সময়, সে দেখতে পেলো যে সেগুলি খুব কঠিন ছিল...
কিন্তু
সে চেষ্টা চালিয়ে যেতে থাকে এবং লাইব্রেরিতে গিয়ে অনেক অনেক রেফারেন্স এবং গবেষণা করে যতক্ষণ না সমস্যা গুলো সমাধান করতে সক্ষম হয়।
তার পরের লেকচারে সে লক্ষ্য করলো, প্রফেসর "Home Work "এর কথা জিজ্ঞেসই করলেন না !
তাই ছাত্রটি উঠে তাকে জিজ্ঞাসা করলো: "প্রফেসর, আপনি কেন আগের লেকচারের অ্যাসাইনমেন্ট সম্পর্কে জিজ্ঞাসা করলেন না?"
প্রফেসর বললেনঃ “এটা বাধ্যতামূলক ছিল না কারন ওই গাণিতিক সমস্যার প্রকৃত সমাধান বিজ্ঞান ও বিজ্ঞানীরা আজও করতে পারেনি!”
ছাত্রটি বিস্মিত হয়ে বলল: "কিন্তু আমি এর একটি সমাধান করেছি!"
সেই সমস্যার সমাধানটি ছিল নিখুঁত এবং ক্যালিফোর্নিয়া , বার্কলে বিশ্ববিদ্যালয়ে রেকর্ড করা হয়েছিল এবং আজও সেটি তাঁর নামে পরিচিত। এই সমস্যাটি, তার চারটি গবেষণাপত্র সহ, আজও বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়ে আসছে ৷
ওই ছাত্রের নাম ছিল জর্জ ডান্টজিগ ৷
ধারণা করা হয়...
এই ছাত্রটি একটি কারণেই সমস্যার সমাধান করতে পেরেছিলো, কারণ সে প্রফেসর কে বলতে শোনেননি: "কেউ গনিত দুটির সমাধান খুঁজে পায়নি।"
আমাদের দেশের প্রফেসর/ শিক্ষক গণ কি ছাত্রদের পড়ানোর সুযোগ পান নাকি সবাই রাজনীতি নিয়ে ব্যাস্ত..... আপনার কি মনে হয়???? 🤔
(বিঃদ্রঃ বাংলার ঢাকা বিশবিদ্যালয়ের অবস্থান এখনো তলানিতে😢)
#ঢাকা_বিশ্ববিদ্যালয় #গনিত #সমাধান #শিক্ষক #ঘুম #প্রফেসর #ক্লাস #শিক্ষা