Dilara's Snacks & Fashion

Dilara's Snacks & Fashion Dilara's Snacks is a popular homemade food delivery organization based in Dhaka, Serving Healthy Food
(27)

দিলারা স্নাক্স-এ স্বাগতম। আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি হোমমেড খাদ্যসামগ্রী। যেমন : নাগেট, মিনি সমুচা (চিকেন/ভেজিটেবল), অনথন, মম/ডাম্পলিং, ভেজিটেবল রোল, চিকেন-মিক্সভেজিটেবল রোল, চিকেন ফ্রাই, পেটিস (চিকেন উইথ বাটার), পিৎজা, পুডিং, পুডিং উইথ কেক (ডবল লেয়ার), সুইস রোল কেক (ওভাল), জন্মদিনের কেক (স্পেশাল/থিম), ক্রিম রোল, ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই সহ অনেক স্বাস্থ্যকর খাবার।

আমাদের আইটেমগুলো হালাল পদ্ধতিতে,

অভিজ্ঞ জনবল ও ঘরোয়া পরিবেশে প্রস্তুত করা হয় বলে গুণগতমান অটুট থাকে যা একইসাথে সুস্বাদু ও তৃপ্তিকর। কয়েক বছর ধরে আমার পরিবার, আত্মীয়-পরিজন ও বাইরের গ্রাহকদের কাছে সরবরাহকৃত আইটেমগুলো জনপ্রিয়তা পাওয়ায় এই পেজ খুলতে অনুপ্রাণিত হয়েছি।

আপনার ও আপনার পরিবারের মূল্যবান সময় নষ্ট না করে দিলারা স্নাক্স-এ আপনার প্রিয় আইটেমগুলো কল করে অথবা ইনবক্স করে অর্ডার করতে পারবেন। পেজে লাইক দিয়ে ও অর্ডার করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

চমৎকার একটা সকালের শুরু। আলহামদুলিল্লাহ।
29/12/2025

চমৎকার একটা সকালের শুরু। আলহামদুলিল্লাহ।

28/12/2025

কি অদ্ভুত এই শহর, তাই না?
একটা কাগজের নোটের জন্য,
আমরা কেমন খাঁচার মধ্যে বন্দী হয়ে গেছি। কে কি ভাববে, কে কিভাবে থাকবে -
তার সিদ্ধান্ত নেবে এই কাগজের নোট।
আমরা কেবলই ছুটছি - আর ছুটছি।
আহা জীবন, আহারে জনম -
কেবলই একটা নোটের জন্য,
পুরো জীবনটাই বিসর্জন।

28/12/2025

ভালোবেসে কাছে আসার গল্পটা কেমন সুন্দর হতে পারে বাংলা একাডেমিতে গিয়ে দেখলাম।

শীতের সকালে ঝাল ঝাল ভর্তা শুভেচ্ছা। এখানে কি কি ভর্তা আছে বলতে পারলে তাদের ভর্তা খাওয়ার দাওয়াত।
28/12/2025

শীতের সকালে ঝাল ঝাল ভর্তা শুভেচ্ছা। এখানে কি কি ভর্তা আছে বলতে পারলে তাদের ভর্তা খাওয়ার দাওয়াত।

জীবনের বোঝাপড়াটা খুব কঠিন নয়। দীর্ঘ পথ একসাথে চলতে চলতে যে অভ্যাসটা গড়ে ওঠে সেটাই সহজাত।সহজ ও স্বাভাবিকভাবে নিতে পারলেযে...
27/12/2025

জীবনের বোঝাপড়াটা খুব কঠিন নয়।
দীর্ঘ পথ একসাথে চলতে চলতে যে অভ্যাসটা গড়ে ওঠে সেটাই সহজাত।
সহজ ও স্বাভাবিকভাবে নিতে পারলে
যে স্বার্থকতা লাভ করা যায় সেটাই
বোঝাপড়ার নির্যাস থেকে উৎসারিত
একচিমটি আলো। যেখানে আমরা
আলোর তৃষ্ণায় সতত অবগাহন করি।

বাংলা একাডেমির আটচল্লিশতম বার্ষিক সাধারণ সভা ২০২৫ দেখতে গিয়েছিলাম। ওমা যেয়ে দেখি সব টেলিভিশনের লোকজন। কবি লেখক এ জমজমাট। একা আমি অ-লেখক। খুব ভালোলাগলো দেবর ইমরুলের আতিথেয়তা।

27/12/2025

বাংলা একাডেমির ৪৮তম বার্ষিক সভার আয়োজন। আলহামদুলিল্লাহ খাবারটা অসাধারণ ছিল।

জমিয়ে শীত পড়েছে ঢাকায়। উহ্ সব কিছু ভেজা,বরফ ঠান্ডা। যে যাই বলুক আমি কিন্তু কম্বল থেকে বেরোচ্ছি - হুম ঠিক শুনেছেন। আলহামদ...
27/12/2025

জমিয়ে শীত পড়েছে ঢাকায়। উহ্ সব কিছু ভেজা,বরফ ঠান্ডা। যে যাই বলুক আমি কিন্তু কম্বল থেকে বেরোচ্ছি - হুম ঠিক শুনেছেন। আলহামদুলিল্লাহ।

26/12/2025

আমাকে হারাতে দিলে, নিখোঁজ বিজ্ঞপ্তিতে ভরে যাবে তোমার শহর ---🤔

শীতের সকালে পিঠা শুভেচ্ছা ।        #পিঠা  #পাটিসাপটা
26/12/2025

শীতের সকালে পিঠা শুভেচ্ছা । #পিঠা #পাটিসাপটা

Address

House 439, Road 11, Block F Bashundhara R/A
Dhaka
1229

Telephone

+8801711448140

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dilara's Snacks & Fashion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dilara's Snacks & Fashion:

Share