29/10/2022
"দুর্ভিক্ষ নিয়ে রাজনীতি"
দুর্ভিক্ষ নিয়ে রাজনীতিতে কার লাভ? রাজনৈতিক বিবেচনায় কি বাংলাদেশে সকল অর্থনৈতিক সিদ্ধান্ত নেয়া হয়? শুধু ইউক্রেন যুদ্ধ নয়, সমন্বয়হীনতার কারণেও কি দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়েছে? দুর্বল গণতন্ত্র ও জবাবদিহিতার অভাব কি দেশের সংকটকে আরো ঘনীভূত করেছে?
‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো-তে এবারের আলোচনার বিষয়: দুর্ভিক্ষ, রিজার্ভ ও রাজনীতি৷ অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে রয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি৷ দেখুন এবং জানান আপনার মতামত৷