Brainless Squad

Brainless Squad Welcome To Brainless World

গরু কিনলেন—সোশ্যাল মিডিয়ায় ছবি দিলেন। জ*বাই করলেন, মাংস কাটলেন, সেটাও দেখালেন। কিন্তু ফ্রিজে ভরে রাখার দৃশ্যটা কেন গোপন ...
07/06/2025

গরু কিনলেন—সোশ্যাল মিডিয়ায় ছবি দিলেন। জ*বাই করলেন, মাংস কাটলেন, সেটাও দেখালেন। কিন্তু ফ্রিজে ভরে রাখার দৃশ্যটা কেন গোপন রাখলেন?
সেটাও তো দেখানো উচিত ছিল!!!

সমাজে ২০০+ পরিবার। আগে দেখেছি যারা কুরবানী দেয় তারা সবাই তাদের মাংসের ৩ ভাগের ১ ভাগ একটা নির্দিষ্ট জায়গায় জমা করতো। সেখান থেকে কিছু মাংস ফকির মিসকিনদেরকে দিয়ে বাকীগুলো প্রতিবেশীদের সবার মধ্যে সমান ভাবে বন্টন করে দিতো। কেউ কুরবানী না দিলেও তার পরিবারের ছেলে-মেয়েদের মাংসের আশায় তাকিয়ে থাকতে হতো না। ৭৫০ টাকা কেজি গরুর মাংস! কয়জনের সামর্থ্য আছে কিনা খাওয়ার বলুন তো?

অথচ এখন কি দেখছি? বাপ দাদারা এই সুন্দর নিয়ম ভালো ভাবে পালন করে আসলেও, আমাদের আমলে এসে আমরা মানতে পারছি না। আসলে আমাদের মেনে নিতেই কষ্ট হচ্ছে। "টাকা দিয়ে কিনে অন্যদের খাওয়াবো কেন?"—এই সংকীর্ণ চিন্তা যেন আমাদের বিবেককে ঝিমিয়ে দিয়েছে। মসজিদের মিম্বারে বারবার সতর্কতা দেওয়া সত্ত্বেও, কীভাবে আপনারা নিশ্চিন্তে প্রতিবেশীর ক্ষুধাকে ফ্রিজের তালাবন্দি করলেন?
বিবেকে বাধলো না?

ফ্রিজ ভর্তি হলো, কিন্তু মানুষের প্লেট ফাঁকা রইলো—এটাই কি কুরবানীর শিক্ষা?
কুরবানী দিয়ে গরীবকে বঞ্চিত করা—এটা কী ইসলাম সমর্থন করে?

যেই কুরবানী প্রতিবেশীর মনে কষ্ট দেয়, সেই কুরবানী আল্লাহর দরবারে পৌঁছাবে কিনা সেটা আল্লাহই ভাল জানেন।

যাই হোক। সব কুরবানী দাতারাই যে এমনটা করেছে তা নয়। তবে যারা করেছেন আপনাদের সবাইকে এলাকার গরীব প্রতিবেশিদের পক্ষ থেকে....
"ফ্রিজ মোবারক" ।

#গরু #ফ্রিজ_মোবারক ার_জন্য #কুরবানীর_হক








চেনা যায়??কোথায় সেই দম্ভ ! কোথায় সেই অহংকার ! কোথায় সেই ক্ষমতা ! আহারে দুনিয়া! সবই ধোকা 😅                          ゚v...
30/05/2025

চেনা যায়??
কোথায় সেই দম্ভ ! কোথায় সেই অহংকার !
কোথায় সেই ক্ষমতা ! আহারে দুনিয়া! সবই ধোকা 😅











゚viralシfypシ゚

Address

Thugs Of Dhaka, Lane 420
Dhaka
1213

Website

Alerts

Be the first to know and let us send you an email when Brainless Squad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share