Riya Official

Riya Official ❤️Digital Marketer

This is a Freelancing related page.Here will give update about Freelancing.❤️

25/04/2024

"Heat Wave" আসছে

তাই সাবধান হোন।

স্বভাবিক পানি পান করুন। ধীরে ধীরে। ঠান্ডা পানি পান পরিহার করুন। বরফ/বরফ পানি পুরোপুরিই পরিহার করুন।

বর্তমানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরে এই HEAT WAVE চলছে।

করণীয় ও পরিত্যজ্য--------

১) যখন তাপমাত্রা ৪০°সে-এ পৌঁছে তখন খুব ঠান্ডা পানি পান করতে নিষেধ করেন চিকিৎসকগণ। কারণ এতে রক্তনালী হঠাৎই সঙ্কুচিত হয়ে হঠাৎই স্ট্রোক হতে পারে।

২) যখন বাহিরের তাপমাত্রা ৩৮°সে অতিক্রম করে তখন ঘরে চলে আসুন বা ছায়ায় অবস্থান করুন। ঠান্ডা পানি পান করবেন না। স্বভাবিক তাপের পানি পান করুন বা ঈষৎ গরম পানি। তাও ধীরে ধীরে।

৩) ঘরে এসেই হাত-পা-মুখ ধুবেন না। হাত-মুখ ধোয়ার আগে একটু অপেক্ষা করুন। দেহকে ঘরের তাপের সাথে খাপ খেতে দিন। অন্ততঃ আধা ঘন্টা অপেক্ষা করুন হাত-মুখ ধোযার আগে বা গোসলের আগে।

৪) অল্প অল্প করে বারে বারে স্বাভাবিক পানি পান করুন। জ্যুস বা এজাতীয় পানিয় পরিহার করুন। স্বাভাবিক শরবত, ডাব বা লবণ পানির শরবত পান করতে পারেন যদি তা আপনার জন্য অন্য কারণে নিষিদ্ধ না হয়ে থাকে। তবে তাও স্বল্প পরিমানে।

✪✪ প্রচন্ড গরমে বা যদি আপনি খুবই ক্লান্ত থাকেন তবে ভুলেও বরফ মিশ্রিত পানি বা ফ্রিজের পানি পান করবেন না, যদিও ওইসময় ঠান্ডা পানি খুব ভালো লাগে। এটা শরীরে প্রশান্তি ভাব এনে দেয়। কিন্তু এতে হঠাৎই দুর্ঘটনা ঘটতে পারে।

নিজে জানুন। অন্যকে জানান। সংগৃহীত।

13/04/2024

"রমাদান মাসের সিয়াম পালন করার পরে শাওয়াল মাসে ছয়দিন সিয়াম পালন করা সারা বছর সিয়াম পালন করার সমতুল্য!

(সহীহ মুসলিম, হাদীস: ১১৬৪)

10/04/2024

ঝড়েের পরে আমার গাছেের অবস্থা 🧐🧐 #

28/03/2024

মাসজিদ আল-হারামের ইমাম শাইখ আব্দুর রহমান আল রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন।

১. প্রতিদিন এক দিরহাম (এক টাকা) দান করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর বা ১০০০ মাস পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার সাওয়াব পাবেন।

২. প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করার সাওয়াব পাবেন।

৩. প্রতিদিন তিনবার সূরা ইখলাস পাঠ করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন এক খতম ক্বুর'আন পাঠের সাওয়াব পাবেন।

তিনি আরো বলেন, এ কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার এ কথা শুনে আমল করবে, আপনিও তাদের আমলের সমপরিমাণ সাওয়াব পাবেন ইনশাআল্লাহ্। কারণ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "ভালো কাজের পথপ্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।" (মুসলিম, ২৬৭৪)

আল্লাহ্ সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।🕋🕋

🤔🌍🌐🌏🤔
26/03/2024

🤔🌍🌐🌏🤔

🌎🌐🌏
25/03/2024

🌎🌐🌏

Diya Bari 🌳🌳🌳
20/03/2024

Diya Bari 🌳🌳🌳

My love is an orange tree 🍊🍊🍊
20/03/2024

My love is an orange tree 🍊🍊🍊

12/03/2024
রমাদানের চাঁদ দেখা গেছে। শুরু হলো সিয়াম সাধনা ও তাকওয়ার মাস।🌙🌙🌙আপনার রমাদান হোক ওদের পণ্যমুক্ত রমাদান। হোক সেটা ফাস্ট ফু...
11/03/2024

রমাদানের চাঁদ দেখা গেছে। শুরু হলো সিয়াম সাধনা ও তাকওয়ার মাস।🌙🌙🌙

আপনার রমাদান হোক ওদের পণ্যমুক্ত রমাদান। হোক সেটা ফাস্ট ফুড, কোল্ড ড্রিংস কিংবা প্রসাধনী বা অন্য কিছু। দেশি পণ্য দামে বেশি এবং মানে দুর্বল হলেও অসহায় শিশু ও মজলুম ভাইদের প্রতি সহমর্মিতা জানাতে সেগুলোই ব্যবহার করুন।

আমাদের ঘর রাখব ওদের পণ্য থেকে পবিত্র-এটা হোক এই রমাদানের অঙ্গীকার।🌙🌙🌙

মুক্তির বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হতে চলেছে মাহে রমাদান। এ মাসের প্রস্তুতি হিসেবে আজই শুরু করে দিন ১২টি কাজ।
05/03/2024

মুক্তির বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হতে চলেছে মাহে রমাদান। এ মাসের প্রস্তুতি হিসেবে আজই শুরু করে দিন ১২টি কাজ।

বর্ষিয়ান আলেমে দীন ও দায়ী ইলাল্লাহ মাওলানা লুতফুর রহমান সাহেব ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মহা...
03/03/2024

বর্ষিয়ান আলেমে দীন ও দায়ী ইলাল্লাহ মাওলানা লুতফুর রহমান সাহেব ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাঁর নেক আমলগুলো কবুল করে নিন, ত্রুটি-বিচ্যুতি মার্জনা করে জান্নাতুল ফিরদাউস দান করুন। তাঁর শোকার্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দিন।😥😥

Address

Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Riya Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Riya Official:

Share