F.M Music

F.M Music সুস্থ সংস্কৃতি চর্চাই হোক সুন্দর সমাজ গঠনের হাতিয়ার This page Only for entertainment. Welcome to the page all of yours.

17/07/2025
একজন শিশুর জন্য সংগীত শিক্ষা কেন জরুরি বিষয় !!!হাতে সময় থাকলে পড়ুন !!মানুষ তার জীবনের মূল ভিত গঠন করে ছোটবেলা থেকেই। একজ...
16/07/2025

একজন শিশুর জন্য সংগীত শিক্ষা
কেন জরুরি বিষয় !!!

হাতে সময় থাকলে পড়ুন !!

মানুষ তার জীবনের মূল ভিত গঠন করে ছোটবেলা থেকেই। একজন শিশুর শৈশব কেমন কাটছে এবং তার শিক্ষা ও শিক্ষার পরিবেশ কেমন, আসলে এটাই ঠিক করে দেয় যে, একজন শিশুর ভাবিভবিষ্যত কী? আর একারণেই বলা হয় "আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ।" শিশুর সঠিক বিকাশ ও সফল ভবিষ্যৎ গঠনের জন্য যেমন একাডেমিক ও পারিবারিক সুশিক্ষা স্বরুপ নৈতিকতা, শিষ্টাচার, মানবিকতা শেখা জরুরি, তেমনি সাংগীতিক শিক্ষাও শিশুর জীবনে অনন্য ও গুরুত্বপূর্ণ বিষয়।

সাংগীতিক শিক্ষা বলতে শুধু গান শেখাকে বোঝায় না। এর মধ্যে বিভিন্ন বাদ্যযন্ত্র, তাল-লয়, সুর, রাগ, রিয়াজ, শ্রবণশক্তি, অনুভূতি এবং সাংস্কৃতিক বোধ অন্তর্ভুক্ত রয়েছে। এটি শিশুর হৃদয় ও মস্তিষ্ককে একযোগে জাগ্রত করে। সংগীত শেখার মাধ্যমে শিশুরা শুধুমাত্র গান গাওয়া শিখে না, বরং জীবনের সৌন্দর্য, রুচি, সংবেদনশীলতা এবং আত্মনিয়ন্ত্রণের পাঠও শিখে যায়। তাছাড়া গবেষণায় দেখা গেছে, যারা ছোটবেলা থেকে সংগীত শিক্ষা পায়, তাদের স্মরণশক্তি, মনোযোগ এবং শেখার ক্ষমতা অন্যদের তুলনায় অনেক বেশি হয়। আরেক গবেষণায় দেখা গেছে, সংগীত শিক্ষা শিশুর মস্তিষ্কের ডান ও বাম অংশের সক্রিয়তাকে বাড়িয়ে তোলে। এর ফলে শিশুদের স্মরণশক্তি, বিশ্লেষণ ক্ষমতা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ে। সংগীত শেখার সময় তাল, লয় ও সুরের প্রতি মনোযোগ দিতে হয়, যা শিশুদের একাগ্রতা বাড়ায়।

সঙ্গীত শিশুদের মনকে প্রশান্ত করে এবং আবেগকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। একজন শিশু যখন সংগীতের সঙ্গে যুক্ত হয়, তখন তার মনে এক ধরনের স্থিরতা ও আনন্দ অনুভব হয়। এটি তার দুঃখ অবসাদ দূর করে এবং মনোবলকে দৃঢ় করে।

সাংগীতিক বিষয়াদি মুখস্থ করা, সুর ও লয় মেনে চলা শিশুর স্মৃতিশক্তি বাড়ায়। বিশেষজ্ঞদের মতে, যারা সংগীত চর্চা করে, তাদের একাডেমিক পারফরম্যান্সও অনেক ভালো হয়।

সংগীত শিশুদের সৃজনশীল করে তোলে। তারা নতুন নতুন সুর ভাবতে শেখে, নিজের মত করে গান গাইতে শেখে, যা তাদের কল্পনা শক্তিকে আরও প্রসারিত করে। এর ফলে ভবিষ্যতে তারা উদ্ভাবনী চিন্তাশক্তি নিয়ে কাজ করতে সক্ষম হয়।

সংগীত শিশুদের সঠিক উচ্চারণ ও বাক্য গঠনের দক্ষতা বাড়ায়। বিশেষ করে যারা ছোটবেলা থেকেই কবিতা আবৃত্তি ও গান গায়। তারা দ্রুত নিজ ভাষাসহ অন্য ভাষা রপ্ত করতে পারে।

সংগীত শিক্ষা একটি ধৈর্যের কাজ। প্রতিদিন রিয়াজ করতে হয়, নিয়ম মেনে চলতে হয়। এটি শিশুর মধ্যে শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ ও স্থায়িত্ব গড়ে তোলে। শিশুরা এই অভ্যাস থেকে জীবনের অন্যান্য দিকেও নিয়ম মেনে চলতে শেখে।

সংগীত চর্চার মাধ্যমে যখন একজন শিশু স্টেজে গান গায় বা অন্যদের সামনে পারফর্ম করে, তখন তার সাহস, আত্মবিশ্বাস বেড়ে যায়। সে নিজের প্রতিভাকে প্রকাশ করতে শেখে। এটা ভবিষ্যতে কথা বলা, উপস্থাপনা করা, কিংবা কোনো জনসম্মুখে নেতৃত্ব দেওয়ার সময় কাজে আসে।

যখন কোনো শিশু সংগীত দলের সঙ্গে অনুশীলন করে, তখন সে অন্যদের সঙ্গে মিলেমিশে চলতে শেখে। এতে তার সামাজিকতা, সহযোগিতা এবং সহমর্মিতা তৈরি হয়।

সংগীত একটি জাতির সংস্কৃতির পরিচায়ক। শিশু যখন সংগীত শেখে বা করে, তখন সে তার মাতৃভাষা, ঐতিহ্য, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ সম্পর্কে সচেতন হয়। সে গানের মাধ্যমে সমাজের সমস্যা, প্রকৃতির সৌন্দর্য সম্পর্কেও শিক্ষা পায়।

মানসিক চাপ দূর করতে সংগীত অত্যন্ত কার্যকরি ভূমিকা রাখে। তাছাড়া শিশুরা ভবিষ্যতে সংগীতের মতো সৃষ্টিশীলতায় দক্ষ হয়ে জীবন গড়তে পারে। তাই সংগীতকে পেশা হিসেবেও নেওয়া যায়। যেমন: গায়ক, সুরকার, সংগীত শিক্ষক, সাউন্ড ইঞ্জিনিয়ার ইত্যাদি।

তাই শিশুদের মধ্যে সুস্থ মন, সুন্দর চিন্তা, সৃজনশীলতা ও মানবিক গুণাবলি গড়ে তোলার জন্য সাংগীতিক শিক্ষা অপরিহার্য বিষয়। তাই আমরা যদি সত্যিকার অর্থেই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যুগোপযোগী মানুষ, ভালো নাগরিক ও সফল মানুষ হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে একাডেমিক ও পারিবারিক সুশিক্ষার পাশাপাশি সাংগীতিক শিক্ষাকেও গুরুত্ব দিতে পারি। শিশুদের সংগীত চর্চার জন্য অনুকূল পরিবেশ ও সুযোগ তৈরি করতে পারি। কারণ, আজকের এই শিশু-ই একদিন হবে আমাদের সমাজের নেতা, শিক্ষক, শিল্পী কিংবা সেবক। আর তাদের হাত ধরেই নির্মিত হবে এক সুন্দর ভবিষ্যৎ।

মানুষের মস্তিষ্কে কিছু বিশেষ রাসায়নিক (chemical) তৈরি হয়, যেগুলো আমাদের মনের উপর প্রভাব ফেলে। ডোপামিন (Dopamine) আর সেরোটোনিন (Serotonin) হলো সেই রকম দুটি রাসায়নিক, যাদের বলা হয় "হ্যাপি হরমোন"। মানে এগুলো মন ভালো রাখতে সাহায্য করে। যখন আমরা প্রিয় গান শুনি, তখন আমাদের মস্তিষ্কে একটা সুখের অনুভূতি তৈরি হয়। ঠিক তখনই ডোপামিন বের হয় এবং এটি আমাদের উত্তেজনা, আনন্দ ও তৃপ্তি দেয়। যেমন: নতুন কিছু শিখে খুশি হওয়া, ভালো লাগা, অথবা পছন্দের গান শুনে হাসি আসা।

সেরোটোনিন বের হওয়া মানে আমাদের মাথা ঠান্ডা করে, দুশ্চিন্তা কমায় আর মুড ভালো করে। যেমন: মন খারাপ থাকলে গান শুনে ধীরে ধীরে মন ভালো হয়ে যাওয়া। যে কারণে গান বাজনা করা মানুষ অন্য শ্রেণি পেশার মানুষ থেকে প্রাণচঞ্চল, হাসিখুশি, সদালাপী, মিষ্টিভাষী ও সহজসরল প্রকৃতির হয়।

লেখকঃ মোল্লা মাসুদ রহমান

15/07/2025

সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি
মিলন কুমার রায়

12/07/2025

#এই প্রজন্মের #জনপ্রিয় কন্ঠ শিল্পী ফাতেমা মুক্তার কন্ঠে চমৎকার একটি #আধুনিক গান। #বাংলাদেশ টেলিভিশনে

#এত কাছে আছো তুমি
#মনে হয় কত দূরে
#কন্ঠেঃ
#ফাতেমা-মুক্তা- #আধুনিক গান- #মৌলিক গান

11/07/2025

#বার্ধক্যকে এখন আর ভয় পাইনা,,,,,,,,,,,,,,কি চমৎকার আবৃত্তি,,,,,,,

ববু'র শারীরিক অসুস্থতা'র সর্বশেষ অবস্থা জানালেন তাঁর ছেলে এবং আমি নিজে তাঁর স্বামীর সাথে কথা বলেছি।কিংবদন্তি শিল্পী ফরিদ...
10/07/2025

ববু'র শারীরিক অসুস্থতা'র সর্বশেষ অবস্থা জানালেন তাঁর ছেলে এবং আমি নিজে তাঁর স্বামীর সাথে কথা বলেছি।

কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের সর্বশেষ অবস্থা জানালেন ছেলে

দীর্ঘদিন ধরেই কিডনি ও ডায়াবেটিস সমস্যায় ভুগছেন বাউল সংগীতের জীবন্ত কিংবদন্তি, একুশে পদকপ্রাপ্ত শিল্পী ফরিদা পারভীন। এর আগে দুইবার তাকে আইসিইউতে নেওয়া হয়। ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক জটিলতা তৈরি হওয়ায় আবারও আইসিইউতে নেওয়া হয়েছে এই গুণী শিল্পীকে। এখন শিল্পীর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন শিল্পী ফরিদা পারভীনের একমাত্র ছেলে ইমাম জাফর নোমানি।

এদিকে, হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যম ও দেশের বেশ কিছু নিউজ পোর্টালে খবর আসে, অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না ফরিদা পারভীন। সত্যিই কী অর্থনৈতিক সংকটে পড়েছেন ফরিদা পারভীন? আবার গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ও দেশের বেশ কিছু নিউজ পোর্টালে খবর আসে শিল্পী মৃত্যু বরণ করেছেন। প্রিয় শিল্পীর এমন খবর শুনে সবাই খুব মর্মাহত হন। তবে বরেণ্য এই শিল্পীর ছেলে ইমাম জাফর নোমানি বলেছেন ভিন্ন কথা। তিনি তার মাকে নিয়ে এমন খবরে অনেকটা বিরক্তই হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে নোমানি বলেন, ‘আপনারা অনেকই অবগত আছেন যে আমাদের আম্মা, কণ্ঠশিল্পী ফরিদা পারভীন বেশ কিছুদিন শারীরিক অসুস্থতায় ভুগছেন। আমরা নানা মাধ্যম থেকে জানতে পেরেছি যে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান তার নাম ব্যবহার করে তার চিকিৎসার জন্য বিভিন্ন সরকারি-বেসরকারি অনুদান সংগ্রহের চেষ্টা করছে। তার চিকিৎসার জন্য কোনো ধরনের আর্থিক সহযোগিতার প্রয়োজন নেই এবং এ-ধরনের কোনো আবেদন আম্মা বা আমাদের পক্ষ থেকে করাও হয়নি। তার প্রয়োজনীয় সকল চিকিৎসা যথাযথভাবে চলছে, আলহামদুলিল্লাহ। সবাইকে এসকল প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।’

নোমানি আরও বলেন, ‘আম্মার (ফরিদা পারভীন) চিকিৎসা যতটা ভালোভাবে করা সম্ভব তা-ই চেষ্টা করা হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়-সহ, বেশ কয়েকজন উপদেষ্টাবৃন্দ আমাদের সাথে যোগাযোগ করেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আম্মা অত্যন্ত সম্মানের সাথে সকল প্রকার অনুদান গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন, তিনি চান সরকারি এইসকল অনুদান আর্থিকভাবে অসচ্ছল মানুষের কাজে আসুক।’

সবশেষে নোমানি বলেন, ‘কিন্তু যেসকল পেজ ও সাংস্কৃতিক সংগঠন ফরিদা পারভীনের নামে যত্রতত্র অনুদান চেয়ে বেড়াচ্ছে, তারা কি বোঝে না এটা তার জন্য কতটা অসম্মানজনক?’

এদিকে সংগীতাঙ্গনে অনন্য অবদান রাখা ফরিদা পারভীনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে ভক্ত ও সহশিল্পীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। সবাই তার সুস্থতা কামনায় প্রার্থনা করছেন।

প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে কিডনি রোগে আক্রান্ত গুণী এ সংগীতশিল্পী। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শ্বাসকষ্টজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। ৭০ বছর বয়সী এই শিল্পী শুধু কিডনি সমস্যা নয়, ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন দীর্ঘদিন ধরে।

লালন সংগীতের প্রচারে ফরিদা পারভীনের ভূমিকা অবিস্মরণীয়। তার গাওয়া ‘নারী আমার জানে দুঃখের ভাষা’, ‘তোমার বাঁশিতে’, ‘ভ্রমর কইও গিয়া’ প্রভৃতি গান মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে।

ক্লাস চলছে
06/07/2025

ক্লাস চলছে

06/07/2025

পবিত্র মোহাররমের করুন কাহিনী অবলম্বনে লেখা
কাজী নজরুল ইসলামের মার্সিয়া সঙ্গীত....

"হায় হোসেনা, হায় হোসেনা, রব উঠিছে কারবালায় ।
ফোরাত নদী, ঘিরে রেখেছে, এজিদের যত সিপাই ।।

শিশু কাঁদে পানি পানি
পানি, পানি, কোথা পানি,
হায়রে পানি, নাই রে পানি, পানি পানি পানি নাই ।।

কাশেম আলী রণে গেলো,
পানি বিনে শহীদ হলো,
সাকিনা কাঁদে এলোচুলে,কেহ নাই রে,হায় রে হায়।।

কন্ঠ: রেহানা পারভীন হাসি

সিদ্ধার্থ গোলদার

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when F.M Music posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to F.M Music:

Share