Bartatv18

Bartatv18 Bartatv18 is a 24 hour news provider all over the world.
(13)

আজকের পর বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম
30/10/2025

আজকের পর বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম

ফেসবুকে হঠাৎ হ্যাঁ-না পোস্টের প্রতিযোগিতা, ঘটনা কী?...
30/10/2025

ফেসবুকে হঠাৎ হ্যাঁ-না পোস্টের প্রতিযোগিতা, ঘটনা কী?...

30/10/2025



ফুটপাতে খাবার বিক্রি করছেন যুক্তরাষ্ট্রের সরকারি কর্মচারী
25/10/2025

ফুটপাতে খাবার বিক্রি করছেন যুক্তরাষ্ট্রের সরকারি কর্মচারী



হাতে পিস্তল ও সামুরাই নিয়ে হামলা করা সেই সন্ত্রাসী গ্রেপ্তার
24/10/2025

হাতে পিস্তল ও সামুরাই নিয়ে হামলা করা সেই সন্ত্রাসী গ্রেপ্তার

চট্টগ্রামে গাঁজা-ফেনসিডিলসহ তিন মাদক কারবারি গ্রেপ্তারচট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকা থেকে ৫০ কেজি গাঁজা ও ১৯৮ বোতল...
24/10/2025

চট্টগ্রামে গাঁজা-ফেনসিডিলসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকা থেকে ৫০ কেজি গাঁজা ও ১৯৮ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৭ ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সরফতউল্লাহ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রামের পাহারতলীর ঈদগাঁ বৌবাজার এলাকার মো. মিজানুর রহমান (৩৭), ফেনীর ছাগলনাইয়ার মো. শহিদুল ইসলাম (২৫) এবং বান্দরবানের লামা উপজেলার মো. জসিম উদ্দিন (২৮)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চান্দগাঁও থানার সরফতউল্লাহ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি সিএনজিতে করে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার জন্য অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের দেখানো স্থানে অটোরিকশার সিটের পেছনে রাখা তিনটি প্লাস্টিকের বস্তা ও দুটি কাপড়ের ব্যাগ থেকে ১৯৮ বোতল ফেনসিডিল ও ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় নয় লাখ টাকা।

র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তার আসামি, জব্দ করা মাদকদ্রব্য এবং সিএনজি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউইয়র্কে মতবিনিময় সভায়  জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই, তাহলে ভারতের ...
24/10/2025

নিউইয়র্কে মতবিনিময় সভায়
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই, তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে। মানুষ নিজের জায়গা বদলাতে পারে, কিন্তু প্রতিবেশী বদলাতে পারে না। আমরা আমাদের প্রতিবেশীকে সম্মান করতে চাই এবং একইভাবে প্রতিবেশীর কাছ থেকেও সম্মান প্রত্যাশা করি।’

২২ অক্টোবর (বুধবার) স্থানীয় সময় সন্ধ্যায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সপ্তাহব্যাপী যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিন নিউইয়র্কে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশগ্রহণকালে ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আমীরে জামায়াত আরও বলেন, ‘বাংলাদেশের চেয়ে ভারত আয়তনে ২৬ গুণ বড় দেশ। তাদের সম্পদ, জনশক্তি আমাদের চেয়ে অনেক বেশি। আমরা তাদের অবস্থান বিবেচনায় সম্মান করি। তবে আমাদের ছোট ভূখন্ড ও প্রায় ১৮ কোটি মানুষের অস্তিত্বকেও তাদের সম্মান করতে হবে। দিস ইজ আওয়ার ডিমান্ড। যদি তা হয়, তাহলে দুই প্রতিবেশী শুধু ভালোই থাকব না; বরং এক প্রতিবেশীর কারণে অন্য প্রতিবেশীও বিশ্ব দরবারে সম্মানিত হবে।’

ভিন্ন ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গত প্রায় দেড় বছরে আমাদের কার্যক্রমের মধ্য দিয়েই আমরা এর জবাব দিয়েছি। একটা বিষয় একেবারে পরিস্কার করতে চাই, গত ৫৪ বছরে বাংলাদেশ থেকে বিভিন্ন ধর্মের মানুষের অভিবাসন ঘটেছে, মুসলমানদেরও। আমরা জোর করে কোনো কিছু বন্ধের পক্ষে নই, আবার জোর করে কাউকে দেশ থেকে তাড়ানোর পক্ষেও নই।’

তিনি আরও বলেন, ‘আমরা মেজরিটি ও মাইনোরিটি ধারণায় বিশ্বাস করি না। আমরা বলি ‘উই নিড ইউনিটি’। মেজরিটি-মাইনোরিটি বলা মানেই বিভাজন তৈরি করা, যা একদল অন্য দলের মুখোমুখি দাঁড় করায়। গত ৫৪ বছর ধরে আমরা এর ভয়াবহতা দেখেছি-আমরা আর তা দেখতে চাই না।’

তিনি বলেন, ‘আমাদের কৃষ্টি, সংস্কৃতি ও সভ্যতার ভিত্তিতে যুগের পর যুগ আমরা মিলেমিশে বসবাসের যে ঐতিহ্য গড়ে তুলেছি, সেটিকেই পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। যে কয়েকটি কালো দাগ পড়েছে, সেগুলো উপড়ে ফেলব ইনশাআল্লাহ, যাতে দল ও ধর্মের বিভাজনে জাতি আর বিভক্ত না হয়।’

আমীরে জামায়াত বলেন, ‘আমরা অনুভব করি, কেউ যদি গত ৫৪ বছরে অন্য কারও সম্পত্তি অবৈধভাবে দখল করে থাকে এবং তার প্রমাণ থাকে, তবে আমরা সেই সম্পত্তি ফেরত দেওয়ার পক্ষে- এটিই আমাদের অবস্থান।’

যুক্তরাষ্ট্র সফরে দেশটির কোনো শীর্ষ রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা আছে কি না- এমন প্রশ্নের জবাবে আমীরে জামায়াত বলেন, ‘এই প্রশ্নটির উত্তর বৃহত্তর স্বার্থে আপাতত এড়িয়ে যাচ্ছি।’

সভায় নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশি সাংবাদিকরা উপস্থিত ছিলেন



দাদিকে খু'ন করে নাতির ফেসবুক স্ট্যাটাস–‘একটাও ছাড় পাবে না’সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৮৫ বছর বয়সি দাদিকে নৃশংসভাবে জ'বা'ই ...
24/10/2025

দাদিকে খু'ন করে নাতির ফেসবুক স্ট্যাটাস–‘একটাও ছাড় পাবে না’

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৮৫ বছর বয়সি দাদিকে নৃশংসভাবে জ'বা'ই করে হ'ত্যা'র পর ফেসবুকে দুটি চমকপ্রদ স্ট্যাটাস দেন নাতি সজিব হাসান (২২)।

একটিতে তিনি লিখেছেন ‘আল্লাহু আকবার’, আর পরের স্ট্যাটাসে ছিল চরম ঔদ্ধত্যের প্রকাশ–‘ইনশাআল্লাহ, একটাও ছাড় পাবে না’। এ ঘটনায় অভিযুক্ত নাতিকে আটক করেছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চকবরু গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নি'হ'ত মোছা. সন্দেস খাতুন (৮৫) ছিলেন মৃ'ত নওশের মোল্লার স্ত্রী এবং ঘা'ত'ক নাতি সজিব হাসান একই এলাকার আহম্মাদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে সজিব তার দাদির ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে বৃদ্ধা সন্দেস খাতুনকে জ'বা'ই করে হ'ত্যা করেন। হ'ত্যা'কা'ণ্ডের পরপরই তিনি নিজের ফেসবুক আইডিতে প্রথমে ‘আল্লাহু আকবার’ লিখে স্ট্যাটাস দেন। এর কিছুক্ষণ পরই তিনি আরেকটি পোস্টে লেখেন: ‘ইনশাআল্লাহ, একটাও ছাড় পাবে না।

ফেসবুক স্ট্যাটাস এবং হ'ত্যাকা'ণ্ডের বিষয়টি সজিবের বাবা আহম্মাদ আলীর নজরে এলে তিনি সলঙ্গা থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের ম'র'দে'হ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ঘা'তক নাতি সজিবকে আটক করে। স্থানীয়রা জানান, সজিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং তার মানসিক সমস্যা রয়েছে।

সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, নি'হ'ত সন্দেস খাতুনের ম'র'দে'হ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সজিব নে'শাগ্রস্ত এবং মানসিক সমস্যার কারণেই সে এই হ'ত্যাকা'ণ্ড ঘটিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নাতিকে আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।



বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে বিতর্কিত ভূমিকার পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে বর্তমানে প্রভাবশালী দ...
23/10/2025

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে বিতর্কিত ভূমিকার পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে বর্তমানে প্রভাবশালী দলগুলো।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে বিএনপি সুনির্দিষ্ট কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছে।

সেই সাক্ষাতের পরদিন বুধবার জামায়াতে ইসলামী প্রধান উপদেষ্টার সঙ্গে আলাদাভাবে দেখা করে কিছু উপদেষ্টার ব্যাপারে আপত্তি জানিয়েছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেতারাও তাদের অভিযোগ জানিয়েছেন।





গ্রিক সাইপ্রাসে বৈধ চাকরিই হতে পারে আপনার ইউরোপে স্থায়ী হওয়ার প্রথম ধাপ।দেশের সীমাবদ্ধতা পেছনে ফেলে এবার সময় ইউরোপের আধু...
23/10/2025

গ্রিক সাইপ্রাসে বৈধ চাকরিই হতে পারে আপনার ইউরোপে স্থায়ী হওয়ার প্রথম ধাপ।
দেশের সীমাবদ্ধতা পেছনে ফেলে এবার সময় ইউরোপের আধুনিক জীবনের পথে হাঁটার। নিরাপদ প্রসেস, নিশ্চিত ইনকাম আর ভবিষ্যতে স্থায়ী হবার সুযোগ - সবই এখন আপনার নাগালে।
✅ নবায়নযোগ্য ২ বছরের চুক্তি
✅ ইউরোপে দীর্ঘমেয়াদী সুযোগ
✅ কোম্পানির সরাসরি কনফার্মেশন
হোটেল, রেস্টুরেন্ট, ফ্যাক্টরি ও কনস্ট্রাকশন সেক্টরে চলছে নিয়োগ। নিরাপদ প্রসেসিং আর বৈধ ভিসার মাধ্যমে এগিয়ে যান আপনার ইউরোপের স্বপ্নপূরণের পথে।
UNITED TRAVEL & TRADE শুধু একটি এজেন্সি নয়, এটি আপনার স্বপ্নের বিদেশযাত্রার বিশ্বস্ত সঙ্গী। আমাদের অভিজ্ঞ দল শুরু থেকে ফ্লাইট পর্যন্ত প্রতিটি ধাপে আপনার পাশে থাকবে।
তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করে আপনার ইউরোপ যাত্রার প্রথম ধাপ শুরু করুন।
বিস্তারিত জানতে ভিজিট করুন, ইউনাইটেড ট্রাভেল এন্ড ট্রেড ইন্টারন্যাশনাল,মুরাদপুর, চট্টগ্রাম।
করিম আইকন টায়ার,লিফট ০৪,।

মতিঝিল ঢাকা ব্রাঞ্চ /হাটহাজারী বাস স্ট্যান্ড ব্রাঞ্চ /মুরাদপুর ব্রাঞ্চ
বিস্তারিত ভিজিট করুন

Office Wapp- 01825-042669
Shahaalam- 01817-647341
Helal Uddin -01736-867119
Simon - 01825-742506
Mamun- 01891-678510
Shahed2- 01751-627559






-

নোয়াখালীতে শিবির-বিএনপি সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলা
23/10/2025

নোয়াখালীতে শিবির-বিএনপি সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলা





পালিয়ে যাননি শেখ হাসিনা, যেতে বাধ্য হয়েছেন
23/10/2025

পালিয়ে যাননি শেখ হাসিনা, যেতে বাধ্য হয়েছেন



Address

Dhaka

Website

http://www.youtube.com/channel/UCAb1Nb4itmBFTK2OjAPMPSg, http://bartatv18.blogspot.com/, https:/

Alerts

Be the first to know and let us send you an email when Bartatv18 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bartatv18:

Share