05/05/2025
রাত এখন প্রায় সাড়ে বারোটা। চোখে ঘুম নেই—কিন্তু ক্লান্তি আছে, অস্থিরতা আছে। মনের অজান্তে বারবার ভাবনায় চলে আসে অগোছালো এই জীবনটা। সব কিছু যেন ঠিক আছে, অথচ কোথাও কিছু একটা মেলে না… চেষ্টার পর চেষ্টা, হাসির আড়ালে জমে থাকা না-পাওয়া, আর কিছু অপূর্ণতা—সবই নীরব রাতে একটু বেশি শব্দ করে। জীবনটা বুঝি গুছিয়ে নেওয়ার চেষ্টায় আরও বেশি এলোমেলো হয়ে যাচ্ছে। আর আমি… আমি শুধু তাকিয়ে থাকি রাতের অন্ধকারে, যদি সেখানে নিজের কোনো উত্তর খুঁজে পাই।