MD Ni Had

MD Ni Had – সময় আমাদের জীবনের কোনো কিছু নষ্ট করে না..��

– শুধু শিখিয়ে দিয়ে যায় বাস্তবতা কি।��

01/07/2025
30/10/2024

দীর্ঘদিন একই জুতা পড়ার পর হুবহু আরেকটা জুতো ভুলবশত পায়ে দিলেও দেখার আগেই টের পাওয়া যায় অনুভব করা যায় জুতা জোড়া অন্য কারো।
কিন্তু বহুবছর ধরে মার্বেল আকৃতির দুইটা চোখের দিকে তাকাবার পর সাথে চলাফেরা এবং কথা বলার পরও মানুষ চেনা যায় না।
মানুষ চেনা অসম্ভব; একেবারেই অসম্ভব 🖤

রিয়াল মাদ্রিদ এর মাঠে যাইয়া রিয়াল মাদ্রিদ রে হালি গোল দেওয়া এদের পক্ষেই সম্ভব!রাত জাগা স্বার্থক! সেইইইইইই!❤️
26/10/2024

রিয়াল মাদ্রিদ এর মাঠে যাইয়া রিয়াল মাদ্রিদ রে হালি গোল দেওয়া এদের পক্ষেই সম্ভব!
রাত জাগা স্বার্থক! সেইইইইইই!❤️

26/10/2024

বাপ্পী ভাই খালি ওয়েবসাইট করে...

14/10/2024

আপনার ভাই/বোন, আশেপাশে থাকা, কিংবা পরিচিত এইচএসসি পরীক্ষার্থী মানুষ টা কে মনে করিয়ে দেন 'কালকে রেজাল্ট দিবে!' 🤧

16/08/2024

'আহনাফ' নামের ছেলেটা কে চিনি না, গতোকাল থেকেই তার ছোট ভাই এর একটা ভিডিও বারবার ফিড এ আসতেসে। ছেলেটা কানতে কানতে বলতেসে ওর ভাই যাওয়ার আগে মা*রা*মা&রি করসে, বের হওয়ার আগে বলসে বাসায় এসে গেইম খেলবে। এরপর আর আসে নাই।
অনেকবার দেখলাম ভিডিওটা আর একটা জিনিস ভাবলাম,এই ভিডিওটা সামনে না আসলে আমি মনে হয় জানতামই না 'আহনাফ' নামে এমন কেউ আছে।অথচ এরকম কতশত শহীদ আছে যাদের নাম আমাদের কারো জানা নাই- কারণ এই কয়েকশত মানুষের মধ্যে শুধু কয়েকজন এর নামই আশেপাশে বেশি উচ্চারণ হয়েছে,হচ্ছে।
তো ভাই আপনারা যারা ওই দুই-একজন কে নিয়ে গ্রাফিতি করে, পোস্ট দিয়ে ফুটেজ খাইতেসেন, খাওয়াইতেসেন, মাজার বানায় ইতিহাসের পুনরাবৃত্তি করতেসেন- একটু সময় করে বাকিদের দিকেও নজর দিয়েন। লিস্ট কিন্তু অনেক লম্বা।।

16/08/2024

রিজিক শুধু খাবার বা টাকা নয়। একজন আন্তরিক বন্ধুও রিজিকের একটি রূপ। একজন প্রেমময় জীবনসঙ্গী, সময়ে বারাকাহ, হৃদয়ের শান্তি এবং একটি সুখী পরিবার। এই সব-ই রিজিকের একটি অংশ।

12/08/2024

আমাদের আসলেই 'যুদ্ধবিরতি' ছিলো এতোদিন! যুদ্ধ এখনো শেষ হয়নাই! শত্রু রা ফিরে ফিরে আসবে,আমরা আবার প্রতিরোধ করবো!
দেশ এখনো 'স্বাধীন' হয়নাই, এখনো মানুষের মন থেকে 'ভয়' দূর হয়নাই৷ এখনো যারা চলে গিয়েছিলো,তারা ফিরে আসার চেষ্টা চালাচ্ছে৷ সেটা ১৫ আগষ্ট হতে পারে বা অন্য কোনো দিন ও হতে পারে৷
আমাদের প্রস্তুত থাকতে হবে, দেশের জন্য,নিজেদের স্বাধীনতার জন্য!
'যুদ্ধ এখনো শেষ হয়নাই!'

03/08/2024

রাতারাতি একটা জেনারেশন কেমনে পাল্টে গেলো, তাইনা!
প্রায় এক মাস থেকে কেউ মিম শেয়ার দেয়না, কেউ গান বাজনা পোস্ট করেনা, কেউ খেলাধুলা নিয়ে ভাবেনা, প্রিয়জনের ছবি স্টোরি দেয়না, কেউ ছেঁকা খাওয়া পোস্ট দেয়না, বিকেলে খেলতে যায়না, কেউ পড়তে বসে না, ঠিক মত ঘুমায় না!

সবার কেবল একটাই চিন্তা নিজের দেশ!

Address

Chittagong, Sandwip
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when MD Ni Had posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD Ni Had:

Share