Thought's of Najmun

Thought's of Najmun ❑আমাদের মতো মানুষরা একদিন মানসিক যন্ত্রণা
সূখ-দূঃখ হাসি-কান্নার মাথা ব্যঁথা নিয়েই মারা যাবেʼ🎋✨

24/12/2024

- এই পোস্ট মনখোলা মানুষের জন্য। যা ইচ্ছে হয় বলুন,যা জানতে ইচ্ছা করে জিজ্ঞেস করুন (জানা থাকলে বলবো),যা মন্তব্য করার;করুন। আমি দেখছি এবং মনের গহীনে নিচ্ছি। 🤍

24/12/2024

- অভিমান আর অভিযোগ থাকবেই ,ভালোবাসাটাও থেকে যায়। সব সময় তো চিৎকার করে বলা সম্ভব না যে,' তোমাকে ভালোবাসি' কিছু সময় বুঝে নিতে হয়। অভিমানের মধ্য কতটা ভালোবাসা লুকিয়ে থাকে! আমার অভিমানগুলো যদি নাই বুঝতে পারো তবে তুমি কেমন প্রেমিক? মেয়েরা সব সময় টাকা -পয়সা ,গাড়ি- বাড়ি এসবে আকৃষ্ট হয় না। শুধু চায় তাকে বোঝার মতন একটা মানুষ, যে তাকে ভালোবাসা দিয়ে সারাজীবন আগলে রাখবে। শাসন করবে তবে সেটা কড়া ভাষায় না বুঝিয়ে বলবে, খুব কি দরকার তখন দু'চারটে কথা শোনানো? ধৈর্য ধরে না চুপ করে থাকবে! আর যদি রাগ ভাঙ্গাতেই হয় তবে শুধু একটু হাতটা ধরে কাছে টেনে নেবে দেখবে সব রাগ শেষ। সম্পর্কটা ঠিক রাখতে সময় সময় খেয়াল রাখতে পারো কিন্তু সন্দেহ করবে না। আর তুমি আমাকে কতটা ভালোবাসো? সেটা বোঝাতে সোশ্যাল মিডিয়াতে আমাকে ট্যাগ করে আপডেট দিতে হবে না, শুধু আমার সাথে কথা বলার সময়টা বের করে নিও তবেই হবে। মাঝেমধ্যে যদি ক্লান্ত হয়ে যাই বলবে,' চলো ঘুরে আসি!' আর যখন সাথে থাকবে তখন আমার চুল খুলে কপালে আলতো করে একটা চুমু দেবে! এতে লজ্জার কি আছে? আমি তো অন্য কারো না 'মনে-প্রাণে শুধু তোমার ' বুঝলে প্রিয় !আবদার শুধু এতোটুকুই!'🖤

06/12/2024

- ঘৃণার চেয়েও আগ্রহ হারানো টা বেশি ভয়ংকর!

06/12/2024

- আমরা মানুষরা আসলে অদ্ভুত! কেউ আগলে রাখতে চাইলে আমরা তাকে উপহার দেই নিদারুণ উপেক্ষা। আবার দিনশেষে তার জন্য অপেক্ষার অনলে একলা একা চাঁদের মতো বিষন্নতায় ডুবে যাই। আমরা আসলে ভালোবাসি অভিমানকে উপেক্ষা করার জন্য, অবসরে আফসোস করার জন্য, আরও খানিকটা ব্যক্তিগত দুঃখ জমে থাকার জন্য। কখনো কখনো সেই পাওয়া- না পাওয়ার, চাওয়ার মাঝেই সুখ। বিষন্নতাটুকুই ভীষণরকম স্বস্তি।

21/05/2024

- একটা মানুষের উছিলায় যেমন জীবনটা রঙিন হয়ে উঠে,ঠিক এক'ই ভাবে একটা মানুষের জন্য জীবন আর জীবন থাকে না,জীবন হয়ে উঠে নরকের মত।😊💛

21/05/2024

- ইচ্ছাকৃত ভাবে যারা হারায়, তারা একদিন পাওয়ার জন্য ছটফট করে।😌

25/04/2024

- একজন মানুষের সবচেয়ে ব্যক্তিগত মুহূর্ত হচ্ছে যখন সে কাঁদে,
এবং সবার আড়ালে কাউকে বুঝতে না দিয়ে কাঁদে।

28/03/2024
24/10/2023

❤️‍🩹🌼

03/10/2023

- পুরুষ সব সময় তার পছন্দের নারী'কে হারায়!'💔

03/05/2023

😌❤️‍🩹

Address

Kamrangir Char
Dhaka
1211

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thought's of Najmun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thought's of Najmun:

Share