The CakeBake

The CakeBake Cake and Bakery
Assalamuwalaikum
(1)

সুন্দর বিদায় হলো,ক্ষতি না করে বিদায় নেয়া,সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা,সুন্দর ধৈর্য হলো অভিযোগ না রেখে ধৈর্যধার...
04/11/2025

সুন্দর বিদায় হলো,ক্ষতি না করে বিদায় নেয়া,সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা,সুন্দর ধৈর্য হলো অভিযোগ না রেখে ধৈর্যধারণ করা!🌸

01/11/2025

যেদিন নিজের সমস‍্যা অন‍্যকে বলার আগে দুইবার চিন্তা করবেন, বলতে যেয়েও থেমে যাবেন, সেদিন বুঝবেন জীবন বুঝে গেছেন ।

That's exactly meeee wooo 🫣🫣🫣
22/10/2025

That's exactly meeee wooo 🫣🫣🫣

20/10/2025

After many days I did my favorite work. Alhamdulillah। অনেক দিন পর আমার ভালো লাগার কাজ করলাম। আলহামদুলিল্লাহ ।🎉♥️🎉

19/10/2025

এক সময়ের ভালো লাগার গান, এখনো খুব ভালো লাগে।

19/10/2025

ভালো কিছু করার সবচেয়ে বড় উপায় হলো অন্যের দোষ নয় বরং নিজের দোষ খুঁজে নিজেকে সংশোধন করা

17/10/2025

"Allahumma salli wa'sallim aa'la Nabiyiana Muhammad" (ﷺ)

সবকিছুই কেমন যেন এলোমেলো? মন খারাপ? অসহায় লাগে? সহজ জীবনটাকে 😊 কঠিন বানিয়ে ফেলেছি🙄, তাহলে একটু ভেবে দেখুন,,,🤔🤔🤔কখনও কখন...
15/10/2025

সবকিছুই কেমন যেন এলোমেলো? মন খারাপ? অসহায় লাগে? সহজ জীবনটাকে 😊 কঠিন বানিয়ে ফেলেছি🙄, তাহলে একটু ভেবে দেখুন,,,🤔🤔🤔

কখনও কখনও জীবন এমন এক জায়গায় এসে দাঁড়ায়, যেখানে সবকিছুই অন্ধকার মনে হয়। মনে হয় কেউ যেন নেই পাশে, কেউই বুঝতে চায় না, আর পৃথিবীটা কেমন যেন অর্থহীন। কিন্তু ঠিক তখনই দরকার হয় একটু থেমে নিজের চারপাশে তাকানো।🙄

আপনার মাথার উপর একটা ছাদ আছে, শরীরে কাপড় আছে, টেবিলে আজও খাবার আছে, আর রাতে ঘুমানোর মতো একটা নিরাপদ জায়গা আছে — এই সাধারণ জিনিসগুলোই আসলে অমূল্য আশীর্বাদ।🩷 পৃথিবীর ৬০-৭০% মানুষ এই মৌলিক চাহিদাগুলোও দিনান্ত সংগ্রাম করে মেটাতে পারে না।
তবুও আমরা কৃতজ্ঞ না হয়ে শুধু অভিযোগ করতে শিখেছি — "আমার নেই, আমি পারছি না, আমার জীবন কেন এমন?"

আপনার পকেটে যদি কিছু টাকা থাকে, আপনি যদি নিজের ইচ্ছামতো কোথাও যেতে পারেন, পছন্দের কাপড় কিনতে পারেন বা প্রিয় কাউকে ছোট্ট একটা উপহার দিতে পারেন, তাহলে আপনি পৃথিবীর ২০-৩০% ধনী মানুষের মতোই ভাগ্যবান! কিন্তু তবুও আমরা ভাবি— “আমি তো ততটা সফল না " আসলে আমরা সাফল্যের সংজ্ঞাটা বুঝতে ভুল করছি।

জীবন কখনওই বড় কিছু পাওয়ার নাম নয়। জীবন আসলে ছোট ছোট আনন্দের সমষ্টি। যেমন :

☕ শান্ত সকালের এক কাপ চা
🌿 নিরিবিলি বিকেলের একটা বাতাস
🧕ওপাশ থেকে আসা মায়ের ফোনের শব্দ
😍 বন্ধুর অকৃত্রিম নির্মল হাসি
❤️ আশপাশে প্রিয় মানুষগুলোর উপস্থিতি

এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের জীবনের আসল সুখ। তবুও আমরা সুখ খুঁজি দূরে— ভবিষ্যতের কোনও অজানা একদিনে, কোনও এক বড় ঘটনার মাঝে।

যদি আপনি আজ সুস্থ শরীর নিয়ে বেঁচে থাকেন, নিজের পায়ে হেঁটে বাইরে যেতে পারেন, হাসতে পারেন, নিঃশ্বাস নিতে পারেন— তাহলে আপনি পৃথিবীর লাখ লাখ, কোটি কোটি অসুস্থ মানুষের তুলনায় অনেক বেশি ভাগ্যবান নন কি? তারা প্রতিদিন শুধু একটা স্বাস্থ্যকর নিঃশ্বাসের অপেক্ষায় থাকে, আর আপনি ওপরওয়ালার সেই আশীর্বাদ বিনামূল্যেই পাচ্ছেন।

তাই আজ একটু ভেবে দেখুন— অভিযোগ নয়, উপভোগ করুন জীবনকে। জীবন কোনও হিসাব নয়, এটা এক রঙিন অভিজ্ঞতা। আপনি যা হারিয়েছেন, তা আপনাকে শিখিয়েছে; আর যা পেয়েছেন, তা আপনাকে বাঁচিয়ে রেখেছে। প্রতিদিন সকালে আয়নায় নিজের দিকে তাকিয়ে বলুন—
“আমি ভাগ্যবান, আমি কৃতজ্ঞ, আমি বেঁচে আছি।” দেখবেন, জীবনের ভার যেন একটু হালকা হয়ে গেছে। কখনও কখনও সুখ কোনও বড় প্রাপ্তিতে নয় বরং এক মৃদু হাসিতে, এক কাপ কফিতে, অথবা কারও “তুমি ভালো আছো তো?” প্রশ্নের মধ্যেই লুকিয়ে থাকে...

জীবন হয়তো নিখুঁত নয় কিন্তু এটা এখনও সুন্দর। প্রতিটি নিঃশ্বাস এক নতুন সুযোগ, প্রতিটি সকাল এক নতুন শুরু। তাই আজ থেকে অভিযোগ নয়— জীবনজুড়ে থাকুক কেবল কৃতজ্ঞতা। তুলনা নয় থাকুক উপলব্ধি। ভয় নয় থাকুক ভালোবাসা।

জীবনকে ভালোবাসুন কারণ জীবনটাই এক আল্লাহর দেয়া অলৌকিক উপহার আলহামদুলিল্লাহ। 💚

14/10/2025

মনে রাখবেন নিজেকে উচ্চ আর অপরকে তুচ্ছ মনে করার নামই হলো অহংকার।

গীবত থেকে বাঁচার কার্যকরী কিছু কৌশল : আল্লাহ আমাদের মুখের হেফাজতে করুন। আমীন।১. হুটহাট করে কিছু বলে ফেলবেন না। কথা বলার ...
12/10/2025

গীবত থেকে বাঁচার কার্যকরী কিছু কৌশল : আল্লাহ আমাদের মুখের হেফাজতে করুন। আমীন।

১. হুটহাট করে কিছু বলে ফেলবেন না। কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলুন। এমনকি যতটুকু সম্ভব কম কথা বলাই ভালো, চুপ থাকাও একটা ইবাদত।

২. আপনার বন্ধু অথবা কাছের আত্নীয়র অনুপস্থিতিতে তাদের নামে ভালো কথাও বলবেন না। কারণ ভালো কথা বলতে গিয়ে শয়তান আপনাকে দিয়ে কখন যে গীবত করিয়ে নিবে আপনি টেরই পাবেন না।

৩. অতি প্রয়োজন ছাড়া লোকসমাগম জায়গা এড়িয়ে চলুন। কেননা যেখানে মানুষ বেশি থাকে সেখানে গীবত ও বেশি হয়।

৪. আপনার কাছে কেউ গীবত করলে তাকে থামিয়ে দিবেন। সম্ভব হলে বুঝিয়ে বলবেন।কারণ গীবত করা ও গীবত শোনা দুই টাই হারাম।
নিজেও যখন কথা বলতে বলতে গীবত করে ফেলবেন এবং হঠাৎ খেয়াল হবে আরে আমি তো গীবত করে ফেলতেছি সাথে সাথে থেমে যাবেন এবং তওবা করবেন।

৫. অমুক কেমন জানি পোশাক পরে, অমুকের রান্না ভালো না,অমুক মোটা,অমুক কালো, দেখতে একদম ভালো না ইত্যাদি এই ধরনের কথা বলাও এক ধরনের গীবত। তাই এই ধরনের কথা বলা থেকে বিরত থাকতে হবে।

৬. অমুক এই এই কাজ গুলো ভালো করেনি।অমুকের এই এই স্বভাব ভালো না। অমুকের নামে এই এই বদনাম আছে।ওমুক আমার এই এই ক্ষতি করছে। এগুলো বলা মানে মানুষের দোষ নিয়ে কথা বলা যে টা গীবতের অন্তর্ভুক্ত।

৭. এর পরেও যদি গীবত হয়ে যায়, তাহলে সাথে সাথে আস্তাগফিরুল্লহ্ অথবা দুই রাকাত নফল নামাজ পরে ফেলতে পারেন।

কাউকে নিয়ে কোন অভিযোগ থাকলে সেটা আমরা আল্লাহর কাছে বলব। পারলে তাকে ক্ষমা করে দিব, মানুষের কাছে এগুলো নিয়ে আলোচনা করে উল্টা আরো গোনাহ কামানো কোনো বুদ্ধিমানের কাজ হতে পারেনা। অন্যের দোষ ঢেকে রাখলে আল্লাহ তার দোষ ঢেকে রাখবেন ইনশাআল্লাহ

মনে রাখবেন গীবত আমাদের নেক আমল গুলো ধ্বংস করে দিবে। মহান আল্লাহ তায়ালা আমাকে এবং আপনাদেরকে আমল গুলো করার তাওফিক দান করুক, আল্লাহুম্মা 🤲আমীন।

Address

Moghbazar
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when The CakeBake posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category