Ridisha's Noor

Ridisha's Noor আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য।

06/08/2025

একটি খুবই শক্তিশালী দোয়া –

❝رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةًۭ وَفِي الْآخِرَةِ حَسَنَةًۭ وَقِنَا عَذَابَ النَّارِ❞

উচ্চারণ: Rabbana Atinā fid-dunyā ḥasanah, wa fil-Ākhirati ḥasanah, wa qinā ‘adhāban-nār

বাংলা অনুবাদ:
❝হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন।❞ ♡

এই দোয়াটি কুরআনের অন্যতম সুন্দর ও পূর্ণাঙ্গ দোয়া — ইহকাল ও পরকাল উভয়ের জন্য কল্যাণ চাওয়া হয় এতে। 💖

দেশে যাওয়ার প্রস্তুতি সবকিছু রেডি✈️তারপরও পরিবারের সদস্যদের মন ভরাতে পারি নাই😢আমি দুই বছর পরে দেশে যাচ্ছি সবাইকে দেখবো ...
06/08/2025

দেশে যাওয়ার প্রস্তুতি সবকিছু রেডি✈️
তারপরও পরিবারের সদস্যদের মন ভরাতে পারি নাই😢
আমি দুই বছর পরে দেশে যাচ্ছি সবাইকে দেখবো বলে
আর সবাই আমার দিকে তাকিয়ে আছে কার জন্য কি নিচ্ছি🇧🇩🇸🇦
একজনের মোবাইল লাগবে আরেকজনের ল্যাপটপ লাগবে আরেকজনের স্বর্ণ লাগবে
ভাই আমরাও তো মানুষ?

©এক প্রবাসী ভাইয়ের ওয়াল থেকে নেওয়া। এরকম প্রায় আমাদের অনেকের সাথেই হয়। যারা যতটা সেক্রিফাইস করবে তারাই ঠকবে।।তাদের শুধু নিজেদের প্রয়োজনে ব্যাবহার করা ছাড়া কাজ নাই।

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত রোববার মৃ*ত্যু হয় তরুণ চিকিৎসক তাহসিন আজমীর। তিনি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ইপিজ...
05/08/2025

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত রোববার মৃ*ত্যু হয় তরুণ চিকিৎসক তাহসিন আজমীর। তিনি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ইপিজেড) ইয়ংওয়ান লিমিটেডে চিকিৎসা কর্মকর্তা হিসেবে চাকরি করতেন। স্বামী তৌহিদুল ইসলাম একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা।

এই সেই কাল সাপ,  পিতার কাঁধে সন্তানের লাশ উপহার দিলো, মায়ের বুক খালি করলো, মাত্র ৮ মাসের দাম্পত্য জীবন শেষে প্রিয়তমা স্ত...
05/08/2025

এই সেই কাল সাপ, পিতার কাঁধে সন্তানের লাশ উপহার দিলো, মায়ের বুক খালি করলো, মাত্র ৮ মাসের দাম্পত্য জীবন শেষে প্রিয়তমা স্ত্রীকে বিধবা বানালো। গতকাল রাত ৮ টার দিকে জাহাঙ্গীর তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে বসা ছিলো। হঠাৎ করে এই সাপটি তার ডান পায়ে কামড় দিয়ে ধরে রাখে। পরে সে টের পেয়ে পায়ে জোরে ঝাঁকুনি দিলে সাপটি ছিটকে পড়ে যায়। এরপর ডোর বেধে প্রাইভেট কারযোগে তাকে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে আসার পথে মাত্র ৫০ মিনিটের ব্যবধানে বিষের তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আজ সকাল ১০ টায় জানাজার নামাজ শেষ তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিকেলে তাঁর বন্ধুরা মিলে স্থানীয় এক ওঝাকে নিয়ে তার দোকানঘর পরিষ্কার করতে গেলে এই বিষধর গোখরো সাপটিকে ঘরের ভিতরেই দেখতে পায়। পরে ওঝা সাপটিকে ধরে প্লাস্টিকের পাত্রে ভরে রাখে। হে মাবুদ!
জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।

“ক্যান্সার” শব্দটা যতটা ভয়াবহ শোনায়, তার পেছনের গোপন খেলা তার চেয়েও ভয়ংকর। এটা কেবল একটা রোগ না, বরং একটি বহুজাতিক চিকিৎ...
05/08/2025

“ক্যান্সার” শব্দটা যতটা ভয়াবহ শোনায়, তার পেছনের গোপন খেলা তার চেয়েও ভয়ংকর। এটা কেবল একটা রোগ না, বরং একটি বহুজাতিক চিকিৎসা ও ফার্মাসিউটিক্যাল দানবের আখড়া, যেখানে মানুষকে রোগী বানিয়ে আজীবন শোষণ করা হয়।

ক্যান্সারের প্রকৃত কারণ গোপন করা হয় কেন জানেন?

কারণ ক্যান্সার হচ্ছে “দেহের প্রাকৃতিক প্রতিক্রিয়া”ক্যান্সার কোষ অনেক সময় শরীরের ডিটক্স বা টক্সিন বের করে দেওয়ার প্রক্রিয়া হিসেবেও তৈরি হয়।
টক্সিন, রেডিয়েশন, হরমোনাল ইমব্যালেন্স, এবং বিষাক্ত খাদ্য শরীরের কোষগুলোকে মিউটেট করে তোলে।
কিন্তু এই root cause গুলো তারা সরিয়ে না দিয়ে শুধু লক্ষণ (symptoms) কন্ট্রোল করে।

ফার্মাসিউটিক্যাল কোম্পানি ট্রিলিয়ন ডলার ব্যবসা করে এই ক্যান্সার দিয়ে-

এক কথায় ক্যান্সার ট্রিটমেন্ট = ট্রিলিয়ন ডলার ব্যবসা।

একবার ক্যান্সার ধরলে রোগী অন্তত ১০–৫০ লাখ টাকায় শেষ হয়ে যায়। কেমো, রেডিওথেরাপি, ওষুধ, হসপিটাল বিল… সবই লাভের খনি।
তাদের দরকার ক্যান্সার সারানো না, রোগীকে বাঁচিয়ে রেখে ধীরে ধীরে শেষ করা।

এখন প্রশ্ন হচ্ছে বড় বড় তারকারা, বিলিওনিয়ার, রাজনীতিকেরা ক্যান্সার হলে কেন তারা বেশিরভাগ সময় বেঁচে যায়? অথচ সাধারণ মানুষের ক্ষেত্রে ক্যান্সার মানেই প্রায় মৃত্যু?

এর পেছনে ৩টা স্তরে লুকানো সত্য আছে

১-তারা মুলত Alternative গোপন চিকিৎসা পায় যা সাধারণ মানুষ জানে না।

বিশ্বের এলিটদের জন্য রয়েছে
Gerson Therapy > শরীরকে ডিটক্স করে, লিভার রিকভার করে, ক্ষারীয় খাবার দিয়ে ক্যান্সার কোষকে মারে।

Ozone Therapy > শরীরে অতিরিক্ত অক্সিজেন ঢুকিয়ে ক্যান্সার কোষ ধ্বংস করে।

High-dose Vitamin C IV therapy > IV এর মাধ্যমে শরীরে বিশাল মাত্রার ভিটামিন C ঢুকিয়ে কোষকে শক্তিশালী করে।

Hyperbaric Oxygen Chamber > বায়ুচাপ ও অক্সিজেন দিয়ে ক্যান্সার কোষের পরিবেশ নষ্ট করে

Alkaline therapy + raw food > শরীরের pH এমন জায়গায় নিয়ে যায়, যেখানে ক্যান্সার টিকতেই পারে না।

এই থেরাপিগুলোকে FDA / WHO কখনো অনুমোদন দেয় না কারণ ফার্মা মাফিয়ারা এতে টাকা কামাতে পারে না। তাই এসব পদ্ধতি “unscientific” বলে দমন করা হয়।

২-তাদের Chemotherapy-ও হয় “customized & cleaner version”

আমরা যেটা পাই-
Toxic chemo যা ভালো কোষও ধ্বংস করে দেয়। চুল পড়ে যায়, ইমিউন সিস্টেম ভেঙে পড়ে।

তারা যা পায়-
Ultra-high tech personalized chemo + targeted therapy + stem cell support
Supplement + ইমিউন সিস্টেম বুস্টার দিয়ে side effect কমিয়ে ফেলে

৩. তারা জানে ক্যান্সার হলো “Metabolic Disease”Genetic না!
তারা বিশ্বাস করে না যে ক্যান্সার হলো “দুর্ভাগ্যজনিত জেনেটিক রোগ”।

তাদের চিকিৎসকরা জানে:
“ক্যান্সার কোষ = অস্বাভাবিকভাবে গ্লুকোজ খাওয়া কোষ”
তাই চিনি বন্ধ করে, ক্ষারীয় খাবার দিয়ে, শরীর ডিটক্স করে ফলে ক্যান্সার কোষ না খেয়ে মারা যায়।

অথচ সাধারণ মানুষকে শেখানো হয়:
“এটা কপাল, জেনেটিক, কেমো ছাড়া উপায় নাই।ক্যান্সার মানেই মৃত্যু। আপনাকে হতাশ করে তুলবে। আপনাকে চিন্তিত করে তুলবে। এবং এই সুযোগে ক্যান্সার আপনার শরীরে আরও ভয়ানক রুপ ধারন করে।”

তাহলে ক্যান্সার কি আসলেই “অপরিবর্তনীয় মৃত্যুদণ্ড?

না। প্রচলিত মেডিকেল সিস্টেম যে চিত্র তুলে ধরে ক্যান্সার মানেই মৃত্যু সেটা অনেকাংশে মিথ্যা।

ক্যান্সার থেকে বেঁচে যাওয়ার প্রকৃত পথ হচ্ছে

Alkaline Diet (pH ব্যালেন্স করে):
ক্যান্সার কোষ এসিডিক পরিবেশে বাড়ে, আলকালাইন খাদ্য এটা বন্ধ করে।
Dr. Sebi নামে এক হোলিস্টিক হিলার ছিলেন যিনি শুধু alkaline food খাইয়ে হাজারো ক্যান্সার রোগীকে সারিয়ে তুলেছিলেন। কিন্তু তাকে পরে “ভুয়া চিকিৎসক” বলে হঠাৎ করে May 2016 এ গ্রেফতার করে মেরে ফেলা হয়।

Vitamin B17 (Laetrile):
প্রাকৃতিক অ্যান্টি-ক্যান্সার উপাদান, যা FDA নিষিদ্ধ করেছে।
Vitamin B17 নামে পরিচিত এই জিনিসটা আসলে একটুও ভিটামিন না।
এটি হলো একটি প্রাকৃতিক ক্যান্সার-নাশক যৌগ যার প্রকৃত নাম Amygdalin, এবং প্রক্রিয়াজাত রূপ হলো Laetrile।
এটি প্রাকৃতিকভাবে কিছু নির্দিষ্ট ফলের বীজ থেকে নেওয়া হয়। বিশেষ করে আপেল, খেজুর, তেঁতুল, আঙ্গুর, বিশেষ করে আবেগ বিচি (Apricot kernel) এ।
এটা শরীরে গিয়ে সায়ানাইড (cyanide) ছাড়ে। কিন্তু শুধু ক্যান্সার কোষের মধ্যেই।
তাই স্বাভাবিক কোষ ক্ষতিগ্রস্ত না হয়ে শুধু ক্যান্সার কোষ ধ্বংস হয়।

১৯৭০ দশকে Dr. Ernst Krebs নামে একজন গবেষক বলেন:
“B17 হচ্ছে প্রকৃত ক্যান্সার প্রতিরোধক। ক্যান্সার আসলে B17 ঘাটতির রোগ।”
তিনি Laetrile দিয়ে বহু ক্যান্সার রোগী সুস্থ করেছিলেন।কিন্তু পরে FDA এটাকে নিষিদ্ধ করে।
কারণ:
ক্যান্সার একটি ট্রিলিয়ন ডলারের ব্যবসা।
তারা ক্যান্সার সারাতে চায় না। চায় রোগীকে চিরস্থায়ী খদ্দর বানাতে।

-সংগৃহীত

04/08/2025

আগামীকাল ৫ আগস্ট সরকারি ছুটি।
ব্যাংকসহ, সকল স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস আগামীকাল বন্ধ থাকবে।

বিড়ালের গায়ে কখনো পা দিয়ে লাথি কিংবা লাঠি দ্বারা আঘাত করবেন না এমন কি পা লাগিয়ে আদর করবেন না।মনে রাখবেন বিড়াল একমাত্র মা...
04/08/2025

বিড়ালের গায়ে কখনো পা দিয়ে লাথি কিংবা লাঠি দ্বারা আঘাত করবেন না এমন কি পা লাগিয়ে আদর করবেন না।
মনে রাখবেন
বিড়াল একমাত্র মাংসাসী প্রানী যাকে আমাদের নবী (সাঃ) তার গায়ে হাত বুলিয়েছেন কোলে বসিয়েছেন।
বিড়াল সেই প্রানী যে
পবিত্র গিলাফে পা লাগিয়ে ঘুমায়।

বিড়াল সেই প্রানী যার জন্য মক্কায় মুসল্লিগণ কাতার ভেঙে দাড়ায়।তাও তাকে স্থান থেকে উঠায় না।

বিড়াল সেই প্রানী যাকে পানি পান করানোর জন্য মক্কায় আলাদা লোক নিয়োগ দেওয়া হয়।

বিড়াল সেই প্রানী যার মুখ লাগানো এটো খাদ্য মা আয়েশা মুখে নিয়েছেন।

বিড়াল সেই প্রানী যার জ্বিহা দ্বারা চাটা পানিতে আল্লাহর
হাবীব নবী কারিম (সাঃ) ওযু করেছেন।

বিড়াল কে সরাসরি হত্যা করা কিংবা অনাহারে রেখে মেরে ফেলা হারাম কারণে জাহান্নামে যেতে হবে
📖(সহীহ মুসলিম - ৫৭৪৫)

রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ) বলেছেন বিড়াল অপবিত্র (প্রানী) নয় বিড়াল তো সর্বদা তোমাদের আশেপাশেই ঘুরাফেরা করে থাকে।
📖(সুনানে আবু দাউদ-৭৬)

04/08/2025

লাইফের একটা পর্যায়ে এসে সম্ভবত সব মানুষই এটা ফিল করে, তিন বেলা খাবার, মাথার উপর এক টুকরো ছাদ আর পারিবারিক শান্তি ছাড়া বাকী সব চাওয়া-পাওয়ার আকাঙ্ক্ষাগুলোই ছিল এক অর্থহীন বিলাসিতা___

২০০৯ সালের ২৪শে নভেম্বর, ২৬ বছর বয়সী মেডিকেল ছাত্র জন এডওয়ার্ড জোনস তার ভাই ও বন্ধুদের সাথে যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্...
03/08/2025

২০০৯ সালের ২৪শে নভেম্বর, ২৬ বছর বয়সী মেডিকেল ছাত্র জন এডওয়ার্ড জোনস তার ভাই ও বন্ধুদের সাথে যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের “নাটি পাটি” (Nutty Putty) গুহা অন্বেষণে যান। গুহার ভেতরের “বার্থ ক্যানেল” নামক একটি সরু পথ অতিক্রম করার সময় তিনি ভুল করে আরেকটি অনাবিষ্কৃত সুড়ঙ্গে ঢুকে পড়েন।

পথটি এতটাই সংকীর্ণ ছিল যে, জন মাত্র ১০ ইঞ্চি চওড়া ও ১৮ ইঞ্চি উঁচু একটি স্থানে মাথা নিচে ও পা উপরে থাকা অবস্থায় আটকে যান। প্রায় ৪০০ ফুট গভীরে, এক ভয়ংকর ফাঁ/দে আটকা পড়েন তিনি।

খবর পেয়ে উদ্ধারকারীরা দ্রুত চলে আসেন। প্রায় ২৮ ঘন্টা ধরে চলে শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান। রশি এবং পুলির সাহায্যে একটি জটিল সিস্টেম তৈরি করে তাকে বের করার চেষ্টাও করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত, একটি পুলি ছিঁড়ে গেলে সব প্রচেষ্টা ব্যর্থ হয়।

বিজ্ঞানের চোখে এই মৃ/'ত্যু কতটা ভয়াবহ?

দীর্ঘ সময় ধরে উল্টো অবস্থায় ঝুলে থাকায় জনের শরীরের সমস্ত রক্ত মাথায় জমা হতে শুরু করে। এর ফলে মস্তিষ্কে প্রচণ্ড চাপ সৃষ্টি হয় এবং হৃদপিণ্ড স্বাভাবিকভাবে রক্ত সঞ্চালন করতে পারছিল না। সোজা কথায়, তার হৃদপিণ্ড এবং ফুসফুস ধীরে ধীরে অকেজো হয়ে পড়ছিল। এই অবস্থাকে বিজ্ঞানের ভাষায় বলে ‘কম্প্রেশনাল অ্যাসফিক্সিয়া (Compressional Asphyxia)’। টানা ২৮ ঘন্টা এই অসহনীয় যন্ত্রণা সহ্য করার পর জন হৃদরোগে আক্রান্ত হয়ে মা/রা যান।

উদ্ধারকাজ এতটাই ঝুঁ'কিপূর্ণ ছিল যে, তার মৃ/তদেহ বের করে আনা সম্ভব ছিল না। পরিবারের সাথে আলোচনা করে এক হৃদয়বিদারক সিদ্ধান্ত নেওয়া হয়। গু/হাটিকেই জনের স/মাধি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

পরবর্তীতে, বি/স্ফোর/ক ব্যবহার করে গুহার ওই অংশটি ধসি/য়ে দেওয়া হয় এবং প্রবেশমুখ কংক্রিট দিয়ে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে এমন ম'র্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। সেই থেকে নাটি পাটি গুহা একাধারে একটি সমা/ধি এবং এক অব্যক্ত বেদনার স্মৃ/তিস্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছে।

অনুবাদ: AH Abubakkar Siddique
রিপোস্ট Nusrat Mehzabin

শাকিব বুবলিকে দিনের বেলায় তারা দেখাচ্ছে ⭐😯কিন্তু কথা হলো এই রোমান্টিক ছবিগুলো দেখে অপু আর মিষ্টি জান্নাতের ভেতর কি চলছে...
03/08/2025

শাকিব বুবলিকে দিনের বেলায় তারা দেখাচ্ছে ⭐😯
কিন্তু কথা হলো এই রোমান্টিক ছবিগুলো দেখে অপু আর মিষ্টি জান্নাতের ভেতর কি চলছে 🤷‍♀️
Ridisha's Noor fans

03/08/2025

আদা শুখিয়ে গেলেও ঝাল থাকে । বড়লোক গরিব হয়ে গেলেও বড়লোকি স্বভাব থাকে।
তেমনি ছোটলোক বড় হলেও তারমধ্যে ছোটলোকি স্বভাব থেকেই যায়।

Address

Dhanmondi
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ridisha's Noor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share