Zamidul Rakib

Zamidul Rakib Entrepreneur | Fashion Designer | Motivational Speaker

07/04/2025

আমরা ভাংচুর না করি।
আমাদের প্রতিবাদে আগুন নয়, সচেতনতা জ্বলে উঠুক।
বয়কট মানেই ভাংচুর নয়—এটা একটি ন্যায়সংগত প্রতিরোধ।
আমাদের আন্দোলন শান্তিপূর্ণ, যুক্তিপূর্ণ, আর মর্যাদাপূর্ণ হোক।

From the river to the sea,
PALESTINE WILL BE FREE

23/03/2025

Gen-Z জেনারেশন এর 60% মেয়ে টাকার কাছে বিক্রিত!

কিছু কিছু জিনিসের জন্য ব্রিটিশ ঢঙের আইনি স্টাইল না রেখে মধাযুগীয় কায়দায় শাস্তি অনেক বেশি এফেক্টিভ। ধর্ষণ এরকম একটা জিনিস...
09/03/2025

কিছু কিছু জিনিসের জন্য ব্রিটিশ ঢঙের আইনি স্টাইল না রেখে মধাযুগীয় কায়দায় শাস্তি অনেক বেশি এফেক্টিভ।

ধর্ষণ এরকম একটা জিনিস।

নতুন ল টা হতে হবে এমনঃ

ধর্ষণের আলাদা একটা ট্রাইব্যুনাল হবে যেটা ৩০ দিনের মধ্যে মামলা শেষ করবেই।

ঈদ হোক, বসন্ত হোক, নির্বাচন হোক - যা মন চায় হোক - ৩০ দিনেই ধর্ষণের মামলার রায় আসতে হবে।

যদি প্রমাণ হয় অপরাধ, প্রকাশ্যে ফাঁসি দেয়া হবে।

মানুষ দেখতে আসবে। ভিডিও করবে ফাঁসি টা ইচ্ছামত। লাইভ করবে, টিকটক করবে - দুনিয়া দেখবে ধর্ষণ করলে আমরা কিভাবে শাস্তি টা দেই।

সহজ ব্যপার।

01/03/2025

SnkrrA

এ জাতি কখনো ভালোকে প্রাধান্য দিতে জানে না😡যদি ওরা ঐদিন আপোষ করত তাহলে মনে করেন কোটি কোটি টাকা ক্যারিয়ার সবই পেয়ে যেত আর ...
03/02/2025

এ জাতি কখনো ভালোকে প্রাধান্য দিতে জানে না😡

যদি ওরা ঐদিন আপোষ করত তাহলে মনে করেন কোটি কোটি টাকা ক্যারিয়ার সবই পেয়ে যেত আর অন্যদিকে খালেদা জিয়া ও তাদের নেতাকর্মীরা ক্ষমতা তো দূরের কথা একটা স্লোগান দেওয়ার হিম্মত ছিলনা। কারণ ইতোমধ্যে বিএনপি, জামায়াত উভয় দলই পুরোপুরি অস্তিত্বহীনই হয়ে পড়েছিল বলা যায়........
অথচ কতবড় অকৃতজ্ঞ হলে মানুষ ৫ মাসের মধ্যে তাদের কথা ভুলে ওদের পিছনে লেগে যায়!

01/02/2025

চট্টগ্রাম টাইগার পাস নেভী কনভেনশন হলে দলে দলে যান ভাইয়েরা। নজিবুল বাশার মাইজভান্ডারিরে আটকানো হইছে। সাথে আছে ফটিকছড়ির সাবেক এমপি খদিজাতুল আনোয়ার সনি সহ উত্তর জেলা আওয়ামী লীগের বিপুল নেতা কর্মী। সব কয়টা হত্যা মামলার আসামী। ছাত্রদের অভিযোগ নেভী গ্রেপ্তার করতে দিতেছে না লুকায়ে রাখছে টয়লেটে আর রান্নাঘরে।

মাইজভান্ডারির মামলায় সাঈদি সাহেবকে সাজা দেয়া হইছে।

লাখে লাখে জনতা এখুনি যান ভাইয়েরা। এই খুনিদের পলাইতে দিয়েন না।

এখুনি দৌড় লাগান নেভী কনভেনশন সেন্টারে। বীর চট্টলাবাসী জাগেন, আগান।

#চট্টগ্রাম

05/01/2025

Challenge Accepted - Day5

05/01/2025

আপনি যা হারাবেন তার পরবর্তী আরও ভালো কিছু পাবেন শুধু নিজেকে তৈরি করার পিছনে সময় দিন।
-Zamidul Rakib

26/12/2024

বড় হওয়ার সাথে সাথে আমরা আমাদের ইচ্ছা শক্তি হারিয়ে পেলি, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা এখন নিজের থেকে অন্যে কি বলছে তার দিকে নজর দেই।

#এগিয়ে_যাক_সবার_স্বপ্ন

25/12/2024

Ajke naki "Christmas" but আজকের দিনটাই আমার কাছে সবচেয়ে ছোট মনে হলো😕

Believe in Yourself.               #এগিয়ে_যাক_সবার_স্বপ্ন
22/12/2024

Believe in Yourself.

#এগিয়ে_যাক_সবার_স্বপ্ন

21/12/2024

নেগেটিভ মানুষ থেকে নিজেকে দূরে রাখুন।

#এগিয়ে_যাক_সবার_স্বপ্ন

Address

Dhaka
1238

Alerts

Be the first to know and let us send you an email when Zamidul Rakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category