হুমায়ূন আহমেদের ভুবনে

হুমায়ূন আহমেদের ভুবনে এখানে শুধু হুমায়ূন আহমেদকে পাওয়া যায়!

08/12/2022

হুমায়ুন আহমেদের একটি দূর্লভ ভিডিও।

06/12/2022

হিমু এবং রাশিয়ান পরী

20/10/2022

প্রিয় মানুষদের সাথে মাঝেমাঝে ঝগড়া হওয়া ভালো। ঝগড়া হচ্ছে ঝড়ের মতো! ঝড়ে যেমন ধুলা ময়লা উড়ে যায়, তেমনি ঝগড়াতে মনের ধুলা ময়লা উড়ে যায়।
—হুমায়ূন আহমেদ (মীরার গ্রামের বাড়ী)

15/10/2022

সব মৃত্যুই কষ্টের, সুখের মৃত্যু তো কিছু নেই।
—হুমায়ূন আহমেদ (কোথাও কেউ নেই)

14/10/2022

ভুলে যাওয়াই ভালো।
পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ কারা জানো?
যারা দ্রুত সব ভুলে যেতে পারে তারা। যারা কিছুই ভুলতে পারে না তারা দারুণ অসুখী ||

___________হুমায়ূন আহমেদ

13/10/2022

“কিছুকিছু মানুষের মনের বয়স বাড়ে না।”
—হুমায়ূন আহমেদ (মৃন্ময়ী)

12/10/2022

যে মানুষ নিঃশব্দে হাসে তাহার বিষয়ে খুব সাবধান। দুই ধরনের মানুষ নিঃশব্দে হাসে- অতি উঁচু স্তরের সাধক এবং অতি নিম্নশ্রেণীর পিশাচ চরিত্রের মানুষ।
—হুমায়ূন আহমেদ (তোমাদের এই নগরে)

11/10/2022

দুনিয়াতে খুব অল্প কিছু মানুষ আছে, যারা আসলেই আলাদা, সারা জীবনেও তারা কারও আপন হতে পারে না, তাদের কেউই বুঝে না, তাদের সব থেকেও আসলে শূন্যতা ছাড়া কিছুই থাকে না, তারা একা আসে, একা ঘুরে, একাই থাকে, একাই চলে যায়!
—হুমায়ূন আহমেদ

08/10/2022

❝ভালোবাসা বটগাছের মত, ক্ষুদ্র বীজ থেকে শুরু হয়, তারপর হঠাৎ একদিন ডালপালা মেলে দেয়।❞
—হুমায়ূন আহমেদ (নবনী)

- ‘মতি মিয়া নিজের ইচ্ছায় চলে, অন্যের ইচ্ছার ধার ধারে না’ - ‘গাঞ্জা খাইয়াই কূল পাই না, পড়ালেখা করমু কখন’ - ‘ধুর ছাতা দলই ...
30/09/2022

- ‘মতি মিয়া নিজের ইচ্ছায় চলে, অন্যের ইচ্ছার ধার ধারে না’

- ‘গাঞ্জা খাইয়াই কূল পাই না, পড়ালেখা করমু কখন’

- ‘ধুর ছাতা দলই করমু না, আমি বিখ্যাত ঢোল বাদক তৈয়ব আলী, অতি উচ্চবংশ’

- ‘তোমারেতো আইজ অত্যাধিক সুন্দর লাগতেছে। ঘটনা কি? ছিনান করেছো নাকি?’

- ‘ঢং ঢাং কিছু করিনা কৈতরী, গতরাতে একটা খোয়াব দেইখা মন অস্থির হৈছিল বইলা তোমার কাছে ছুইটা আসছি!’

- ‘ধরছো ঠিক ১০/১০ পাইছো, তোমার বুদ্ধির কুলকিনারা নাই!’

- ‘কখন কারে ত্যাক্ত করলাম? কৈতরী তোমারে ত্যাক্ত করেছি?’

- ‘গানবাজনা নিয়া থাকি, ঝামেলায় যাইতে চাইনা বইলা চুপ কইরা থাকি, আইজ তার খবর ছিল! উল্টা থাপ্পড় খাইয়া চিৎ হইয়া পড়তো!’

- ‘খামাখা একটা ভালো মানুষ নিয়া অন্দমন্দ কথা, ভাল্লাগেনা কিচ্ছু ভাল্লাগেনা!’

হুমায়ূন আহমেদের নাটকের এই আইকনিক ডায়লগগুলো শুনলে যার ছবি চোখের সামনে ভেসে ওঠে তিনি ফারুক আহমেদ। আমাদের সবার অতি প্রিয় অভিনেতা। চরিত্রের পাশাপাশি এই সংলাপগুলো ফারুক ভাইয়ের কণ্ঠে এতটাই মানিয়ে গেছে যে, নাটকে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় না করেও তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন সবসময়।

হুমায়ূন আহমেদ “লিলুয়া বাতাস” বইটি ফারুক ভাইকে উৎসর্গ করে লিখেছেন-

”দীর্ঘদিন কেউ আমার পাশে থাকে না, একসময় দূরে সরে যায়। হঠাৎ হঠাৎ এক আধজন পাওয়া যায় যারা ঝুলেই থাকে, যেমন অভিনেতা ফারুক। লিলুয়া বাতাস বইটি তার জন্যে। পরম করুণাময় তার হৃদয়ে লিলুয়া বাতাস বইয়ে দেবেন, এই আমার শুভ কামনা।
ফারুক আহমেদ সুকনিষ্ঠেষু”❤️

28/09/2022

সুখ কোনো অলীক বস্তু নয়। এর জন্য জীবনব্যাপী কোনো সাধনার প্রয়োজন নেই। প্রভাতের সূর্যকিরণ বা রাতের জোসনার মতোই সুখ আপনাতেই আসে।
—হুমায়ূন আহমেদ (কল্যাণীয়াসু)

27/09/2022

কাজল নামের একটি কালো রঙ কি করে মেয়েদের চোখ এতো সুন্দর করে? কে জানে?
—হুমায়ূন আহমেদ (সেদিন চৈত্রমাস)

21/09/2022
21/09/2022

স্বামী গরীব হওয়া ভাল, কারণ তারা অর্থের অভাব ভালবাসা দিয়ে পুষিয়ে দিতে চেষ্টা করে!
—হুমায়ূন আহমেদ

17/09/2022

মন ভালো থাকলে, সব কিছুই ভালো লাগে। আর মন খারাপ থাকলে, ভালোটাও খারাপ লাগে। এটাই মনে হয় প্রকৃতির নিয়ম।
—হুমায়ূন আহমেদ

16/09/2022

"মেয়ে হয়ে জন্মানোর অনেক সমস্যা। কুৎসিত ইঙ্গিত এবং কুৎসিত রসিকতা সব সময় মেয়েদের নিয়েই করা হয়, পুরুষদের নিয়ে নয়।"
—হুমায়ূন আহমেদ (জনম জনম)

15/09/2022

``একমাত্র বোকারাই সারাক্ষন জ্ঞানীর মতো কথা বলে''
---হূমায়ুন আহমেদ

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when হুমায়ূন আহমেদের ভুবনে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category