মহুয়া

মহুয়া 🌸 Daily life, deep thoughts & soft rebellion – through Mohua's eyes. ☕ Feeling, thinking, living – one post at a time.

A personal blog where everyday life meets quiet thoughts. From coffee moments to soul reflections — this is Mohua’s world. Stories, feelings, and glimpses of a woman’s journey — one post at a time.

আজকের দুপুরের খাবার ভাত,পটল ভাজা,ফুলুরি দিয়ে ইলিশ মাছ।ফুলুরি তৈরী হয় বেসন দিয়ে সাথে থাকে কালোজিরার একটা ফ্লেভার,আমিতো এম...
25/08/2025

আজকের দুপুরের খাবার ভাত,পটল ভাজা,ফুলুরি দিয়ে ইলিশ মাছ।
ফুলুরি তৈরী হয় বেসন দিয়ে সাথে থাকে কালোজিরার একটা ফ্লেভার,আমিতো এমনি এমনি ৮-১০ টা খেয়ে ফেলতে পারি তবে এটা ভর্তা খাওয়া যায়।
পেঁয়াজ, কাঁচামরিচ আর সরিষার তেলে ভর্তা করলে একপ্লেট ভাত সাবাড় করা যায়।
আমার আব্বু ফুলুরি রান্না ছিলো বেস্ট,বেস্ট,আমি এরকম পারিনা।
ফুলুরি ইলিশ মাছ বা রুই মাছ বা এমনি ঝোল করে খাওয়া যায় তার সাথে একটু তেতুল দিলে পুরা অমৃত লাগে।
রাজশাহী ছাড়া আমি চিটাগং এর মানুষকে এটা খেতে দেখেছি।
আপনারা কেও চিনেন এটা?

24/08/2025

নতুন,নতুন রান্না করতে বেশ ভালোই লাগে আর রান্নাটা যখন ভালো হয়, সবাই খেয়ে খুশি হয়, প্রশংসা করে তখন কিন্তু ভালোই লাগে।
ইদানীং কিন্তু মিট বক্স খুবই জনপ্রিয় একটা খাবার,আমরা প্রায় রেস্টুরেন্টে খায়। অনেকদিন থেকে ভাবছিলাম বাসায় বানাবো তো শেষমেশ বানিয়ে ফেললাম প্রথমবারের মতো মিট বক্স। আপনরাও অব্যশই বাসায় বানিয়ে খাবেন 🥰
゚viralシfypシ゚

Urgent Adoptionবাচ্চাগুলো একটা স্ট্রে ক্যাটের। আমার বাসার সামনে দিয়েছিলো। আমি বাসায় এনে রেখেছিলাম। এখন ওরা এডপশনে দেয়ার ...
23/08/2025

Urgent Adoption
বাচ্চাগুলো একটা স্ট্রে ক্যাটের। আমার বাসার সামনে দিয়েছিলো। আমি বাসায় এনে রেখেছিলাম। এখন ওরা এডপশনে দেয়ার যোগ্য হয়েছে। ভাত, মাছ ক্যাটফুড সবই খেতে পারে, পটি ট্রেইনড লিটারে। দুইজনই ফিমেল ক্যাট। প্রচুর ফ্রেন্ডলি আর খেলাধুলো করে।

মোহাম্মদপুরের আসেপাশে হলে সুবিধা হবে দিতে

পূর্বে বিড়াল পালার অভিজ্ঞতা থাকলে ভাল। বাচ্চাগুলো নিয়ে পালতে না পারলে জানালে আমি আবার ফেরত নিয়া আসবো। বাচ্চাগুলোকে নিয়ে ফেলে দেয়া কিংবা কষ্ট দেয়া যাবে না। এতটুকুই শর্ত।

22/08/2025

মিক্সড ডালের খিচুড়ি, বাদাম ভর্তা,আলু ভর্তা,মুরগী ভুনা,শসা এইতো আলহামদুলিল্লাহ।
゚viralシfypシ゚

বাগান থেকে তোলা আজকের ফুল।টগর, এরোমেটিক জুঁই, গোলাপি রঙ্গন,অপরাজিতা,নয়নতারা।আরো কিছু গাছ আছে কিন্তু ফুলের কলি আছে,ফুল আজ...
21/08/2025

বাগান থেকে তোলা আজকের ফুল।
টগর, এরোমেটিক জুঁই, গোলাপি রঙ্গন,অপরাজিতা,নয়নতারা।
আরো কিছু গাছ আছে কিন্তু ফুলের কলি আছে,ফুল আজকে ফোটেনি।
এত শান্তি লাগে,যখন দেখি নিজের হাতে লাগানো গাছে ফুল,ফল এসেছে।
ফুল গুলো দেখেন পাঁচটা পাঁচ রকম ডিজাইন, রঙ,প্যার্টান ইস আল্লাহর কি অপরূপ সৃষ্টি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 🥰

আলু পরোটা,আমার বানানো সুজির মিস্টি, ধনিয়াপাতা সস আর টমেটো সস। ছোট বেলায় আমি পরোটা কে পওরাটা বলতাম,আম্মুকে বলতাম পওরাটা ভ...
20/08/2025

আলু পরোটা,আমার বানানো সুজির মিস্টি, ধনিয়াপাতা সস আর টমেটো সস।
ছোট বেলায় আমি পরোটা কে পওরাটা বলতাম,আম্মুকে বলতাম পওরাটা ভেজে দাও আর পরোটা আমার সবচেয়ে প্রিয় খাবার ছিলো। কোন তরকারি বা ডিম ভাজা কিছু লাগতো না এমনি খেয়ে ফেলতাম গরম গরম তবে এখন পরোটা আলু ভাজি দিয়ে খেতে ভালো লাগে, অনেকে দেখি দুধ চা দিয়ে পরোটা খুব মজা করে খায় কিন্তু আমার ভালো লাগে না, ভালো না লাগার আরেকটা কারণ হলো গ্যাসট্রিকের সম্যসা,দুধ চা আর তেলে ভাজা পরোটা গ্যাসের ড্রাম হাহাহাহা।
যাই হোক কিছু কথা লিখলাম,এখন থেকে মনে যা আসে লিখে ফেলবো 🥰

রোদেলা সকাল,ছেলের সাথে বারান্দায় বসে রোদ পোহাচ্ছি 🥰
19/08/2025

রোদেলা সকাল,ছেলের সাথে বারান্দায় বসে রোদ পোহাচ্ছি 🥰

প্রথমবার বানালাম,রাজশাহীতে আমরা এটাকে ঝুরি বলি যেমন গুড়ের ঝুরি,চিনির ঝুরি।আমার কিন্তু গুড়ের টা সবচেয়ে পছন্দ, আদার একটা ফ...
18/08/2025

প্রথমবার বানালাম,রাজশাহীতে আমরা এটাকে ঝুরি বলি যেমন গুড়ের ঝুরি,চিনির ঝুরি।
আমার কিন্তু গুড়ের টা সবচেয়ে পছন্দ, আদার একটা ফ্লেভার থাকে,বাসায় যেহেতু গুড় নাই তাই চিনিই ভরসা।
আব্বু এই ঝুরি অনেক আনতো,বানাতেও পারতো,এখন আব্বু নাই তাই ভাই আনে আলহামদুলিল্লাহ।
আপনারা কে কি নামে চিনেন এটা?

Address

Mohammodpur
Dhaka
1207

Telephone

+8801749717477

Website

Alerts

Be the first to know and let us send you an email when মহুয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

আমাদের লক্ষ্য

🎁উপহার যেমনি হোক না কেনো, তা সবসময় দামী। কাউকে সৎ কাজে সাহায্য করা,বিপদে পাশে দাড়ানো এক প্রকারের বিশেষ 💝উপহার। মুলত Surprise Box এর উপহার দিয়ে,আপনার প্রিয় মানুষটার মুখে হাসি ফুটিয়ে তোলাই আমাদের মুল লক্ষ্য। এছাড়াও বন্ধুরাও উপহার পাওয়ার যোগ্যতা রাখে,তাই তাদের কে কিছু সুন্দুর মুহুর্ত উপহার দিতে “Surprise Box” বদ্ধপরিকর। ♻ “Surprise Box” এক্সক্লুসিভ উপহার বক্স এবং উপহার সামগ্রির সাথে সাথে হোম মেইড ক্যাক সেই সাথে বিভিন্ন শপের কেক ডেলিভারি দিয়ে থাকি। ইনশাআল্লাহ সবার পছন্দ হবে বলে আমরা আশাবাদী। সারা বাংলাদেশ কুরিয়ারে ডেলিভারি। ডেলিভারি চার্জঃ ঢাকা সিটির মধ্য ৬০ টাকা এবং ঢাকার বাহিরে ১২০ টাকা।যে কোন প্রশ্নের জন্য আমাদের ইনবক্স করার জন্য অনুরোধ করা হচ্ছে।

📠যোগাযোগঃ 01718-248464 📧Gmail: [email protected]