Nahid on the way

Nahid on the way Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nahid on the way, Digital creator, Dhaka.

কবে যাবেন?
24/08/2025

কবে যাবেন?

ঢাকায় নতুন আসছিলোকাল বাসে উত্তরা পার হচ্ছি হঠাৎ হেল্পার ডাকা শুরু করলো এই জসিমউদ্দিন বাইর হন, জসিমউদ্দিন বাইর হন তড়িঘড...
23/08/2025

ঢাকায় নতুন আসছি
লোকাল বাসে উত্তরা পার হচ্ছি
হঠাৎ হেল্পার ডাকা শুরু করলো এই জসিমউদ্দিন বাইর হন, জসিমউদ্দিন বাইর হন
তড়িঘড়ি করে ৮-১০ জন নেমে গেলো
বুজলাম না এতজন জসিম এক বাসে কি করে

পাকশী ❤️
23/08/2025

পাকশী ❤️

22/08/2025
International Or Domestic?  Solution is here..  Asif Mahamud Riyan Hasan 123/ Nannu tower , Panna chattar , Main Road , ...
22/08/2025

International Or Domestic?

Solution is here..

Asif Mahamud
Riyan Hasan

123/ Nannu tower , Panna chattar , Main Road , Rajbari.

আহারে টুরিস্ট ভিসা 🥲🥲
19/08/2025

আহারে টুরিস্ট ভিসা 🥲🥲

এই প্রথম দেখলাম বিদেশি জিনিস খুলার সময় কা-ন্না-কা-টি করতে..আহ কতই না আসা করে সবার জন্য জিনিসপত্র আনলো..কে জানতো হাসি-খুশ...
14/08/2025

এই প্রথম দেখলাম বিদেশি জিনিস খুলার সময় কা-ন্না-কা-টি করতে..আহ কতই না আসা করে সবার জন্য জিনিসপত্র আনলো..কে জানতো হাসি-খুশি ভাবে না খুলে কা-ন্না করে করে খুলতে হবে..আল্লাহ ওনাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক..আমিন..

ওনি বিদেশ থেকে আসছে..আসার পথে তাদের গাড়ি খা-লে প-ড়ে যায় আর ওনার পরিবারের প্রায় সবাই মা-রা যায়...৭ জন মা-রা গেছে..এই গুলো তাদের জন্য বিদেশ থেকে এনেছিলো 🙂

চলছে না আর, অপু বিশ্বাসের কাজের রেট এখন মাত্র ১১ হাজার টাকা
10/08/2025

চলছে না আর, অপু বিশ্বাসের কাজের রেট এখন মাত্র ১১ হাজার টাকা

ওমান ফেরত বাহার বলেন।।আমার বিয়ের ৬ মাস পর-ই ওমান চলে যাই..তখন আমার সন্তান তার মায়ের পে-টে..সেই সন্তানকে আজ মাত্র একবার জ...
07/08/2025

ওমান ফেরত বাহার বলেন।।আমার বিয়ের ৬ মাস পর-ই ওমান চলে যাই..তখন আমার সন্তান তার মায়ের পে-টে..সেই সন্তানকে আজ মাত্র একবার জড়িয়ে ধরার সুযোগ পেয়েছি..এখন মনে হচ্ছে কেন মেয়েটাকে আরেকটু আদর করলাম না..কেন আমার স্ত্রীকে একটু জ-ড়ি-য়ে ধরলাম না..কেন আমার মাকে জ-ড়ি-য়ে ধরলাম না..সবকিছু এতো দ্রুত শে-ষ হয়ে যাবে ভাবতেই পারিনি 🙂

গোল কিপার ভাড়া লাগলে  ইনবক্স।📥
06/08/2025

গোল কিপার ভাড়া লাগলে ইনবক্স।📥

আড়াই বছর পর দেশে ফেরার আনন্দে ফেসবুক অ্যাকাউন্টে ‘স্বপ্ন যাবে বাড়ি আমার’— লিখে স্ট্যাটাস দিয়েছিলেন ওমান প্রবাসী মো. বাহা...
06/08/2025

আড়াই বছর পর দেশে ফেরার আনন্দে ফেসবুক অ্যাকাউন্টে ‘স্বপ্ন যাবে বাড়ি আমার’— লিখে স্ট্যাটাস দিয়েছিলেন ওমান প্রবাসী মো. বাহার উদ্দিন। তাকে বিমানবন্দরে আনতে যান তার স্ত্রী কবিতা, মেয়ে মীম, মা মুরশিদা বেগমসহ স্বজনেরা। কিন্তু বাহার দেশে ফিরলেও মুহূর্তেই তার স্বপ্ন রুপ নিয়েছে ভয়াবহ এক দুঃস্বপ্নে। পথে চালক ঘুমিয়ে পড়ায় তাদের বহনকারী মাইক্রোবাসটি খালে পড়ে প্রাণ হারিয়েছেন বাহারের মা-স্ত্রী-সন্তানসহ পরিবারের সাতজন।

বুধবার (৬ আগস্ট) ভোরে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের জগদীশপুর এলাকায় চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকার কাশারি বাড়ির ওমান প্রবাসী মো. বাহার উদ্দিনের স্ত্রী কবিতা আক্তার (২৪), মেয়ে মীম আক্তার (২), মা মুরশিদা বেগম (৫০), নানী ফয়জুন নেছা (৭০), ভাতিজি রেশমা আক্তার (৯), লামিয়া আক্তার (৮) এবং বড় ভাইয়ের স্ত্রী লাবনী আক্তার (২৫)।

ঘটনার প্রত্যক্ষদর্শী শাহাদাত হোসেন ফাহিম ঢাকা পোস্টকে বলেন, ভোর ৫টা ১৫ মিনিটের দিকে হঠাৎ দ্রুত গতিতে মাইক্রোবাসটি খালের পানিতে নেমে যায়। এরপরই চালক খালের পানি থেকে বের হয়ে পালিয়ে যায়। বাহার উদ্দিনসহ পাঁচজন গ্লাস ভেঙে বের হয়ে আসতে পারলেও বাকি সাতজন গাড়ির ভেতরে আটকা পড়ে। তারা প্রায় দুই ঘণ্টা পানির নিচে ছিল। আমরা ফায়ার সার্ভিসের কাছে ডুবুরি চাইলে তারা জানায়, এখানে ডুবুরি নেই। বেগমগঞ্জ ও মাইজদী থেকে দুটি ইউনিট এলেও হাইওয়ে পুলিশের রেকার দিয়ে গাড়িটি ওঠানোর পর মরদেহগুলো উদ্ধার করা হয়।

বাহার উদ্দিনের আত্মীয় মো. সুমন ঢাকা পোস্টকে বলেন, কীভাবে এ শোক সহ্য করব জানি না। পুরো পরিবারটা শেষ। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া ঢাকা পোস্টকে বলেন, চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। চালকসহ গাড়িটিতে মোট ১৩ জন ছিল। চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে। মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নোয়াখালীর সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ ঢাকা পোস্টকে বলেন, আমাদের মাইজদী ও চৌমুহনী স্টেশন থেকে দুটি ইউনিট উদ্ধার কাজ চালিয়েছে। তারা ডুবুরি চেয়েছিল, কিন্তু আমাদের নিজস্ব ডুবুরি নেই। আমরা চাঁদপুর থেকে ডুবুরি দল আনলেও তার আগেই উদ্ধারকাজ শেষ হয়ে যায়।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nahid on the way posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share