Nahid on the way

Nahid on the way Love to travel

|| Apple এর ইতিহাসের সবচেয়ে স্লিম ফোন হিসেবে লঞ্চ হলো IPhone Air.🔥||
10/09/2025

|| Apple এর ইতিহাসের সবচেয়ে স্লিম ফোন হিসেবে লঞ্চ হলো IPhone Air.🔥||

iPhone 17 series launching event summary17 Pro/Pro max storage 2TB!V***r Chamber.Aluminum body and no glass back. Replac...
10/09/2025

iPhone 17 series launching event summary

17 Pro/Pro max storage 2TB!
V***r Chamber.
Aluminum body and no glass back. Replaced with ceramic sheild and front glass is protected by ceramic sheild.
iPhone plus model is replaced by iPhone Air model.





ফেসবুকে সবাই বলাবলি করছে - শিবির নিয়ে পোস্ট দিলে নাকি খালি রিচ আর রিচ! তাই একটা লিটমাস টেস্ট করতে এলাম।সাদিক কায়েমকে ভাল...
09/09/2025

ফেসবুকে সবাই বলাবলি করছে - শিবির নিয়ে পোস্ট দিলে নাকি খালি রিচ আর রিচ! তাই একটা লিটমাস টেস্ট করতে এলাম।

সাদিক কায়েমকে ভালোবাসলে, বি এন পিতে যোগ দিন। 💙

ঢাকা শহরের নতুন কাপোল কাপোলীরা সবচেয়ে বেশি যে সমস্যায় ভোগে সেটা হলো ডেটিং প্লেসের সংকট। রেস্টুরেন্টে গেলে প্রচুর টাকা খর...
05/09/2025

ঢাকা শহরের নতুন কাপোল কাপোলীরা সবচেয়ে বেশি যে সমস্যায় ভোগে সেটা হলো ডেটিং প্লেসের সংকট। রেস্টুরেন্টে গেলে প্রচুর টাকা খরচ হয়, ক্যাম্পাস, মাঠ-ঘাট, পার্কে নিরাপত্তা সংকট৷ তাহলে কোথায় যাবে তারা? এই তিন কোটি মানুষের ঢাকা শহরে প্রেম করার স্বাধীনতাও কি নেই? সেইসব কাপলদের কথা ভেবেই আমি আজ নিয়ে এসেছি নিরাপদে প্রেম করার কয়েকটি অসাধারণ প্লেসের ঠিকানা।

১. আগারগাও পাসপোর্ট অফিসে চলে যাবেন দুজন মিলে সকাল সকাল। একটু ঘুরলেই দেখতে পাবেন এনআইডি ভেরিফিকেশনের বিশাল লাইন। লাইনে আবার দাঁড়িয়ে থাকা লাগে না, বসার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। একদম লাইনের শেষে গিয়ে দুজন বসে পড়ুন আর যতক্ষণ ইচ্ছা গল্প করুন। হাত ধরে কচলাকচলি বা কাধে মাথাও রাখতে পারেন৷ কেউ কিছু মনে করবে না৷ সবাই ভাববে হাজবেন্ড ওয়াইফ। কারণ পাগল না হলে কোন প্রেমিক প্রেমিকা পাসপোর্ট অফিসে প্রেম করতে যাবে?
লাইন শেষ হতে দুই ঘন্টা লাগবে কমপক্ষে। আপনাদের সিরিয়াল আসার আগে উঠে চলে আসুন বা আবার পেছনে গিয়ে বসুন।

২. সোহরাওয়ার্দী, পঙ্গু, পিজি হসপিটালের বহির্বিভাগে গিয়ে ১০ টাকার টিকেট কেটে ভালো কোনো কর্ণারের বেঞ্চ দেখে বসে পড়ুন। এখানে চাইলে কাধে মাথা রাখার পাশাপাশি একজন আরেকজনকে জড়িয়েও ধরতে পারেন, একজনের কোলে আরেকজন শুয়েও থাকতে পারেন৷ কেউ দেখলে ভাববে খুব অসুস্থ, এজন্য বসতে পারছে না। কেউ কোনো সন্দেহই করবে না। মনের আনন্দে চিল করুন৷

৩. মিরপুর বা মোহাম্মদপুর থেকে গুলিস্তানগামী বাসে উঠে পড়ুন সন্ধ্যার আগে আগে। এই টাইমেই প্রচন্ড জ্যাম পাবেন ইনশাআল্লাহ। অন্তত তিন চারঘন্টা আরামে পাশাপাশি বসে প্রেম করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। মাঝে বিজয় সরনী বা নীলক্ষেত পড়লে তো আরো ভালো৷ ভাড়াও লাগবে সিএনজি উবার থেকে অনেক কম।

৪. একটু আরামদায়কভাবে বা এসিতে প্রেম করতে চাইলে চলে যাবেন নিকটস্থ পপুলার, ইবনেসিনা বা ল্যাবএইডের মত কোনো প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে। দেখবেন কোন ডাক্তারের কাছে রোগী সবচেয়ে বেশি। সেই ডাক্তারের সিরিয়াল দিবেন। (কেউ কিছু জিজ্ঞেস করলে যাতে ঝামেলা এড়াতে পারেন)
তারপর পেছনের দিকে বা কর্ণারে বসে পড়ুন আর এসির বাতাস খেতে খেতে প্রেম করুন নিশ্চিন্তে। বিকালে গেলে আপনাদের সিরিয়াল আসতে আসতে কমপক্ষে রাত আটটা নয়টা বাজবে। নাম ডাকার আগেই কেটে পড়ুন।

৫. শাহবাগ, নির্বাচন অফিস, রাজু ভাস্কর্য কিংবা সচিবালয়ের সামনে চলে যান৷ দেখবেন কোনো না কোনো দল মানববন্ধন, মিছিল, মিটিং কিছু না কিছু করছেই। সেইসব আন্দোলনে দুইজন শামিল হয়ে যান। একসাথে সময় কাটান যতক্ষণ ইচ্ছা। মানববন্ধন বা অনশন হলে সবচেয়ে ভালো। একটা প্লাকার্ড নিয়ে বসে যান। আর বেশিরভাগ সময়ই সিঙ্গারা, খিচুড়ি, কোক, বিরিয়ানি কিছু না কিছু পাবেন। খাওয়ার টেনশনও সলভ। তবে অনশন হলে কিন্তু খাবার পাবেন না।

৬. এভাবেই বিআরটিএ ভবনে গিয়ে গাড়ির লাইসেন্স করানোর ট্রাই করতে পারেন, নির্বাচন অফিসে গিয়ে এনআইডি কার্ড সংশোধন করতে পারেন, ভূমি অফিসে খাজনা দেয়ার লাইনে দাঁড়াতে পারেন, ভ্যাট অফিসে গিয়ে বলতে পারেন ট্যাক্স রিটার্ন জমা দিবেন, সিটি কর্পোরেশনে যেতে পারেন জন্মনিবন্ধন ঠিক করার অজুহাতে। এসব জায়গায় প্রেম করলে কেউ ভুলেও সন্দেহ করবে না। একদমই রিস্ক ফ্রি ব্যবস্থা। পরিচিত কেউ দেখে ফেললেও ভাববে কাজে এসেছেন। রাগ করার বদলে উল্টা প্রশংসা করবে।

তবে শুধুমাত্র গল্পটল্প বা হাত ধরা পর্যন্ত ডেট সীমাবদ্ধ থাকলেই এসব জায়গায় যাবেন, আরো বেশিকিছু চাহিদা থাকলে এগুলোতে কাজ হবে না। তখন বন্ধুর ফ্ল্যাট বা পার্কের চিপাচাপায় যেতেই হবে। নাহয় নির্বাচন অফিস টাইপ জায়গায় গিয়ে অন্যকিছু শুরু করলে ভোট একটাও মাটিতে পড়বে না!

এগুলো ছাড়াও আর কোথায় কোথায় যাওয়া যায় প্রেম করতে? কমেন্টে জানান, এবং কাপল কাপোলীদেরকে আইডিয়া দিয়ে সহায়তা করুন।

04/09/2025

Santosa

04/09/2025
03/09/2025

ব্রেকিং নিউজ
আলহামদুলিল্লাহ বলতে কেউ ভুলবেন না আগামী ৬ ই সেপ্টেম্বর নবীজির জন্মদিন খুশি হয়ে থাকলে আলহামদুলিল্লা

মালয়েশিয়ায় পিকআপ ভ্যান উল্টে ২ বাংলাদেশি নি"হ"তমালয়েশিয়ায় একটি পিকআপ ভ্যান উল্টে দুই বাংলাদেশি শ্রমিক নি"হ"ত হয়েছ...
02/09/2025

মালয়েশিয়ায় পিকআপ ভ্যান উল্টে ২ বাংলাদেশি নি"হ"ত
মালয়েশিয়ায় একটি পিকআপ ভ্যান উল্টে দুই বাংলাদেশি শ্রমিক নি"হ"ত হয়েছেন। রোববার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে মালয়েশিয়ার পাহাং রাজ্যে এ দু"র্ঘ"ট"না ঘটে।
নি"হ"ত"রা হলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোপালনগর গ্রামের শুকুরুদ্দিন কালুর ছেলে তুহিন আলী (২৬) ও একই এলাকার নসিবন্দি নগর গ্রামের মো. কাবিলের ছেলে মো. শামিম রেজা (২৪)। তারা মালয়েশিয়ার একটি পাম বাগানে কাজ করতেন।

জানা গেছে, পাহাং রাজ্যের কুয়ালা লিপিস জেলার লাদাং অ্যাগ্রোপলিটান গাহাই থেকে ৬ জন বাংলাদেশিকে নিয়ে স্থানীয় একজন চালক তানজুং গাহাইয়ে শ্রমিকদের থাকার ঘরের দিকে যাচ্ছিল। এসময় একটি বাঁক ও পাহাড়ি পথে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি উল্টে যায়। গাড়ির পেছনে বসে থাকা দুই বাংলাদেশি যাত্রী চাপা পড়ে ঘটনাস্থলেই মা"রা যান।
লিপিস পুলিশ প্রধান ইসমাইল মান জানিয়েছেন, গাড়ির ৫২ বছর বয়সি চালক এবং বাকি চার যাত্রী অক্ষত রয়েছেন। নি"হ"ত ২ বাংলাদেশির ম"র"দে"হ ময়নাতদন্তের জন্য কুয়ালা লিপিস হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাটি ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারার অধীনে অবহেলামূলকভাবে গাড়ি চালানো এবং প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হওয়ার জন্য তদন্ত করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

©

01/09/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Hussain Kabir

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nahid on the way posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share