28/07/2025
হাফেজ গড়ার নিপুণ কারিগরের বিদায়!
উস্তাজুল হুফফাজ হাফেজ ক্বারী মুহাম্মাদ তৈয়ব সাহেব (রহ.) ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম ছিলেন কুরআনের একনিষ্ঠ খাদেম এবং হাজারো হাফেজের উস্তাদ।
মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন এবং সকল ছাত্র ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আমরা মরহুমের রুহের মাগফেরাতের জন্য
১ বার সুরায় ফাতেহা
৩ বার সুরায় এখলাস
১ বার সুরায় আত্তা কাসুর
৩ বার দুরুদ শরীফ পড়ি
সকল মু মিনিন ও মুমিনাতের জন্য
দুয়া করি আল্লাহ তায়ালা যেন
সকল গুনাহ মাফ করে দেন এবং
আল্লাহ তা'আলা তাঁর সকল দ্বীনি খিদমতকে কবুল করেন, তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন।