KKR TWO

KKR TWO Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from KKR TWO, News & Media Website, Shahzadpur, Dhaka.

27/11/2023
30/05/2023

শাহজাদপুরে বিএনপি নেতার দুস্থদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে জিয়াউর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম সরোয়ার দুস্থ্যদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন।

গতকাল মঙ্গলবার সকালে গালা ইউনিয়নের বর্নিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শাড়ি, লুঙ্গি বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও জেলা বিএনপির সদস্য গোলাম সরোয়ার, জেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক ও শিক্ষক আবু শামীম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস। এ সময় আরও উপস্থিত ছিলেন, গালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস সোবহান, ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্ববায়ক মোঃ ইউনুছ আলী, বিএনপি নেতা মোঃ গোলাম মোস্তফা, শাকিল আহমেদ প্রমূখ।

আলোচনা শেষে ৫শত জন দুস্থ্য ও অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। #

https://youtu.be/DWm0qUQBO1U
24/04/2023

https://youtu.be/DWm0qUQBO1U

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোছাঃ শিল্পী খাতুনের ...

24/04/2023

শাহজাদপুর রুপবাটি ইউনিয়ন আওয়ামীলীগ নেত্রী শিল্পী খাতুনের চাঁদাবাজী ও অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে গ্রামবাসীর বিক্ষোভ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোছাঃ শিল্পী খাতুনের বেপরোয়া চাঁদাবাজী, মাদক ব্যাবসা, বিভিন্ন কার্ড করে দেওয়ার কথা বলে গ্রামের সরল মানুষদের থেকে টাকা নিয়ে প্রতারণা, এলাকার যুবসমাজকে বিপথগামী করতে বাড়িতে ডেকে নিয়ে দেহ ব্যবসাসহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে শিল্পী খাতুনকে গ্রাম থেকে উচেছদের দাবীতে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। সোমবার (২৪ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলার রূপবাটি ইউনিয়নের রামখাড়ুয়া গ্রামে এ কর্মসূচী পালন করে এলাকাবাসী। ঘন্টাব্যাপী এ বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সভায় ৫ শতাধিক নারী পুরুষ অংশ নিয়ে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি শিল্পী খাতুনের অসমাজিক কাজের প্রতিবাদ জানায় এবং তাকে গ্রাম থেকে উচ্ছেদের দাবী জানায়।

11/04/2023

সিরাজগঞ্জ শাহজাদপুরের গালা ইউনিয়নে, পানি উন্নয়ন বোর্ডের যোগসাজশে ঠিকাদার প্রতিষ্ঠান কামনা কনস্ট্রাকশন এর বালু লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন। এছাড়াও নৌ পুলিশের অভিযান চলার সময় সাংবাদিকদের কাছে দেয়া বক্তব্যে ভূল বশত রাজিব শেখের নাম নেয়ার কথাও স্বীকার করেন চেয়ারম্যান আব্দুল বাতেন ।

30/03/2023

অপরিকল্পিত ড্রেজিংয়ে নদীগর্ভে বিলীন ফসলী জমি, প্রতিকার চেয়ে কৃষকদের মানববন্ধন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পশ্চিম সীমান্ত এবং পাবনার ফরিদপুর উপজেলার পুংগলী ইউনিয়নের বিলচান্দক গ্রামের পূর্ব সীমান্ত দিয়ে বয়ে গেছে গোহালা নদী। এই নদীর দু’পাড় দিয়ে বিশাল গোচারণ ভূমিতে লাখ লাখ গরু চরে বেড়ায় সারাবছর। বিশাল সংখ্যক গরুর খাদ্য যেমন জোগান দেয় গোহালা নদী পাড়ের হাজারো একর গোচারণ ভূমি তেমনি খাবার পানির সর্বরাহ করে এই নদীটি। এছাড়া হাজার হাজার একর কৃষি জমিতে সেচ দেওয়া হয় এই নদীর পানি দিয়েই। কিন্ত কালের বিবর্তনে নদীতে পলি জমে অগভীর হয়ে পড়লে নাব্যতা ফেরাতে বালুমহল ঘোষণা করে গতবছর ইজারা দেয় সরকার। কিন্ত এই এজারাই কাল হয়ে যায় নদী পাড়ের কৃষকদের। অপরিকল্পিত ড্রেজিং এবং নির্ধারিত পয়েন্ট ছেড়ে অন্য স্থান থেকে গভীর করে বালু উত্তোলন করায় নদী পাড়ের ফসলী জমিতে তীব্র ধস নেমেছে। ইতোমধ্যে কৃষকের অন্তত ৫০ বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং শতশত বিঘা ফসলী জমি নদীগর্ভে চলে যাওয়ার আশংকা করছেন স্থানীয় কৃষকেরা। ভরা বর্ষায় বালু উত্তোলন করায় তাৎক্ষণিক কিছু বোঝা না গেলেও পানি কমে যাওয়ায় জেগে উঠেছে ক্ষত। এদিকে পুরানো ক্ষত শেষ না হতেই একই জায়গায় পুনরায় বালুমহাল ইজারা দেওয়ার গুঞ্জনে কৃষকদের চোখেমুখে এখন আতঙ্কের ছাপ।

অপরদিকে গতবছর বালু উত্তোলন শুরু হলে কৃষকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানালেও প্রতিকার হয়নি। অন্যদিকে নিউজিল্যান্ড খ্যাত জনপদ বিশাল বাথান এলাকা রক্ষার জন্য মিল্কভিটার পক্ষ থেকেও সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানানো হয় অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধের দাবীতে। কিন্তু প্রভাবশালী ইজারাদার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনকিছু কর্ণপাত না করে বালু উত্তোলন অব্যাহত রাখে।

এদিকে নির্ধারিত স্থান থেকে ২৩ লাখ ২৩ হাজার ৫শত ঘনফুট বালু উত্তোলনের জন্য সরকার ইজারা প্রদান করলেও প্রভাবশালী ইজারাদার ৮থেকে ১০ কোটি ঘনফুট বালু নির্ধারিত স্থানের বাইরে থেকে উত্তোলন করায় নদী পাড়ের ফসলী জমি ধ্বসে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয় কৃষকদের । বিষয়টি নিয়ে দফায় দফায় বৈঠক করে ইজারাদার কর্তৃপক্ষকে রিকুয়েস্ট করলেও কাজের কাজ কিছু হয়নি। পরে বাধ্য হয়ে কৃষকেরা জমি রক্ষার জন্য নিজেরাই বাধা প্রদান করে। আর এই বাধা দেওয়াকে কেন্দ্র করে মামলায় পড়েন কৃষকেরা। এতে করে একদিকে যেমন কৃষকের ফসলী জমি চলে গেছে নদীগর্ভে অন্যদিকে মামলার ঘানি টানতে হচ্ছে জমি হারানো কৃষকদের।

এ বিষয়ে প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন করেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ি গ্রামের এবং পাবনার ফরিদপুর উপজেলার পুংগলী ইউনিয়নের বিলচান্দক গ্রামের শতাধিক ক্ষতিগ্রস্থ কৃষক। বুধবার দুপুরে গোহালা নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, রেশমবাড়ি গ্রামের জমির মালিক এনামুল হক নয়ন মাস্টার, সাইফুল ইসলাম মাস্টার, কৃষক আব্দুল খালেক, বিলচান্দক গ্রামের কৃষক রুহুল আমিন প্রমুখ।

এসময় বক্তারা নতুন করে বালু উত্তোলন বন্ধের দাবী জানিয়ে বিশাল গোচারণ ভূমি এবং কৃষকের ফসলী জমি রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

27/03/2023

শাহজাদপুরে বিশ্ব নাট্যদিবস পালিত।

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ব নাট্যদিবস পালিত হয়েছে। বিশ্ব নাট্যদিবস উপলক্ষে শাহজাদপুরের ৫টি নাট্যসংগঠনের উদ্দোগে শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে এ দিবসটি পালন করেছে শাহজাদপুরের নাট্যকর্মীরা। এ অনুষ্ঠানে শাহজাদপুর থিয়েটারের সভাপতি এ এ শহিদুল্লাহ বাবলু'র সভাপতিত্বে বিবর্তন নাট্যগোষ্ঠী'র সভাপতি কাজী শওকতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান।,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শাহজাদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সহকারি অধ্যাপক মাহবুবুর রহমান মিলন,কবি ও সাংবাদিক বাবুল আক্তার খান,মীর বাবুল হোসেন প্রমূখ।

26/03/2023

শাহজাদপুরে নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাঃপন

সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা প্রশাসন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, উপজেলা আওয়ামী লীগ ও সাংসাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানা অনুষ্ঠানমালা মধ্যদিয়ে উদযাপন করেছে ।
গতকাল রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্ত¡রে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পূস্পস্তবক অর্পণ, শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুজকাওয়াজ ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান । বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়রমনির আক্তার খান তরুলোদী, সহকারি কমিশনার ভ‚মি লিয়াকত সালমান প্রমূখ ।
এদিন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে রবি উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, বাঙালি জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। বিগত বাহান্ন বছরে তারই সুযোগ্য কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছি এবং ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের পথে এগিয়ে যাচ্ছি। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। ক্ষুধা-দারিদ্রমুক্ত সুখী-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে জননেত্রী শেখ হাসিনাকে সর্বতো সমর্থন অব্যাহত রাখতে হবে। এক্ষেত্রে, রাষ্ট্রের পাশাপাশি শিক্ষার্থীদেরদেরকেও মানবিক মূল্যবোধ ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের জন্য মনোনিবেশ করতে হবে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য শাহ্ আজম সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করার আহŸান জানান। এ সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ সোহরাব আলী, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
এছাড়াও এদিন সকাল থেকে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদভ‚ক্ত সংগঠন বর্ণমালা আবৃত্তি সংগঠন, উচ্চারণ আবৃত্তি সংগঠন ও অক্ষর আবৃত্তি শিক্ষা একাডেমি পৌরসদরের ফখরুল মেমোরিয়াল কিন্ডার গার্টেন চত্ত¡রে ‘চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস পায়ে উর্বর পলি’ এই প্রতিপাদ্য নিয়ে কবিতায় স্বাধীনতা দিবস উদযাপন করে । এসময় নৃত্য রং নৃত্য একাডেমি ও অভিজ্ঞা নৃত্য একাডেমি নৃত্য পরিবেশন করে । # #

21/03/2023

শাহজাদপুরে স্কুলছাত্র শিশু রিদওয়ান হ #ত্যার 1আসা #মীদের ফাঁ #সির দা #বিতে এলাকাবাসীর মান #বব৳ #ন্ধন,বিক্ #ষোভ ও প্রতি #বাদ সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে স্কুলছাত্র শিশু রিদওয়ান হ #ত্যার আসা #মীদের ফাঁ #সির দা #বিতে মান #ববন্ধন,বি #ক্ষোভ মি #ছিল ও প্র #তিবাদ সভা করেছে হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতনকান্দি উত্তরপাড়া গ্রামবাসী।
মঙ্গলবার সকালে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বাচ্চুর নেতৃত্বে ইউনিয়নের রতনকান্দি উত্তরপাড়া গ্রামবাসীদের সাথে নিয়ে একটি বি #'শাল বি #@ক্ষোভ মিছি #ল শাহজাদপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । এসময় শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মান #ববন্ধন ও প্রতি #বাদ সভা করে। এ সময় বক্তব্য রাখেন, হাবিবুল্লাহনগর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বাচ্চু, রিদওয়ানের বাবা, মমিরুল ইসলাম ও মা সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ । বক্তরা বলেন, শিশু রিদওয়ান হ #ত্যাকারী গ্রেফ #তারকৃত ৩ ঘা #তকের ফাঁ #সি চাই। এদের ফাঁ #সি হলে আর কোন বাবা-মায়ের বুক এভাবে খালী হবে না । আর কেউ এই ধরণের অপ #রাধ করতে ভয় পাবে। এ সময় রিওয়ানের পিতা - মাতা আইন বিভাগ ও বিচার বিভাগের কাছে শ্রদ্ধা জানিয়ে তিন খু #নির ফাঁ #সি দাবী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি কামনা করেন।
উল্লেখ্য, গত ১৭ মার্চ শুক্রবার বিকেলে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি উত্তর পাড়া গ্রামের মোঃ মমিরুল ইসলামের দ্বিতীয় শ্রেণিতে পরুয়া ছাত্র মোঃ রিদওয়ান ইসলাম (১১) কে অপ #হরন করে । পরে পিতা মমিরুলকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তি #পন দাবী করে। ঘাত #কদের কন্ঠস্বর পিতা মমিরুল চিনে ফেলায় শিশু রিদওয়ানকে হ #ত্যা করে ফেলে। পিতা মমিরুল শাহজাদপুর থা #নায় একটি অভি #যোগ দায়ের করলে রবিবার রাতে অপহরনকারী তিনজনকে গ্রেফতার করে এবং আসা #মীদের সঙ্গে নিয়ে তাদের দেয়া তথ্য অনুযায়ী উপজেলার পোতাজিয়া ঘাসের ক্ষেত থেকে শিশু রিদওয়ানের লা #শ উদ্ধা #র করে শাহজাদপুর থা #না পুলি #শ। # #

20/03/2023

সিরাজগঞ্জের শাহজাদপুরে অপ #হর #ণের পর এক স্কুল ছাত্রকে হ #ত্যা ॥ তিন ঘা #তক আটক ।।

সিরাজগঞ্জের শাহজাদপুরে স্কুল ছাত্রকে অপ #হর #নের পর মুক্তি #পন দা #বী করার তিন দিন পর ঘাসের ক্ষেত থেকে লা #শ উ #দ্ধার। এ ঘটনায় তিন ঘাতককে আটক করেছে থা #না #পুলি #শ।
জানা যায়, গত শুক্রবার (১৭ মার্চ) উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি উত্তর পাড়া গ্রামের মোঃ মমিরুল ইসলামের দ্বিতীয় শ্রেনীতে পরুয়া পুত্র মোঃ রেদোয়ান ইসলামকে (১১) বাড়ির পিছন থেকে অপ #হর #ন করে নিয়ে যায়। এ দিন রাতে অপ #হর #ণকা #রীরা শিশুটির পিতা মমিরুলকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তি #পন দাবী করে এবং তা না দিলে তাকে হ #ত্যার হু #মকি দেয়। ঐ দিন রাতেই পিতা মমিরুল ইসলাম পুত্র রেদোয়ানকে বাঁচা #তে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা পঠানোর পর থেকেই অপ #হর #নকারীদের ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন শনিবার সকালে পিতা মমিরুল স #ন্দেহ #ভাজন তিনজনকে আ #সামী করে শাহজাদপুর থা #নায় একটি অভিযোগ দায়ের করে। পরদিন রবিবার (১৮ মার্চ) রাতে অপ #হর #নকারী তিনজনকে গ্রেপ্তার করে শাহজাদপুর থা #না পুলি #শ। আসা #মীদের ব্যাপক জিজ্ঞা #সাবাদের পর তাদের দেওয়া ত #থ্য অনুযায়ী ২০ মার্চ সোমবার সকালে আসা #মীদের সঙ্গে নিয়েই শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া দহবিল ঘাসের ক্ষেত থেকে শিশুটির লা #শ উদ্ধার করা হয়। এ ঘটনায় আসামীদের বিরু #দ্ধে অপ #হরণ ও হ #ত্যা আইনে মামলা হয়েছে। আসামীরা হলো, উপজেলার রতনকান্দি গ্রামের আলাউদ্দিনের পুত্র সাগর (২৬), আব্দুল জলিল ভক্তের পুত্র নাঈম (১৯), জিগারবাড়িয়া গ্রামের হালিমের পুত্র হালিমের সাকোয়াত (১৬)।
এদিকে পুলি #শ লা #শ উদ্ধার করে সোমবার সকালে ময় #না #তদ #ন্তের জন্য লা #শ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাস #পাতাল ম #র্গে পাঠিয়েছে ।
এ ব্যাপারে শাহজাদপুর থা #নার পরিদর্শক (অপারেশন) আব্দুল মজিদ বলেন, শিশুটি অপ #হর #নের পর গত শনিবার আমরা অভি #যোগ পাই এবং রবিবার রাতে তিনজনকে গ্রে #প্তার করে তাদের দেয়া তথ্য অনুযায়ী আমরা লা #শ উদ্ধার করি। এ ঘটনায় শাহজাদপুর থা #নায় একটি হ #ত্যা মা #মলা দায়ের করা হয়েছে। #

17/03/2023

সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় গান পরিবেশন করেন ইউএনও সাদিয়া আফরিন, ওসি নজরুল ইসলাম মৃধা ও সাংস্কৃতিক কর্মী মীর বাবুল হোসেন।

06/03/2023

সিরাজগঞ্জের শাহজাদপুরে রংধনু মডেল স্কুল ও কোচিং থেকে ৭৮ জন শিক্ষার্থী প্রাথমিকে বৃত্তি পাওয়ায় শিক্ষার্থীদের হেলিকপ্টারে ভ্রমন করালেন স্কৃল কর্তৃপক্ষ ।

Address

Shahzadpur
Dhaka
6770

Website

Alerts

Be the first to know and let us send you an email when KKR TWO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KKR TWO:

Share