26/03/2023
শাহজাদপুরে নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাঃপন
সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা প্রশাসন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, উপজেলা আওয়ামী লীগ ও সাংসাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানা অনুষ্ঠানমালা মধ্যদিয়ে উদযাপন করেছে ।
গতকাল রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্ত¡রে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পূস্পস্তবক অর্পণ, শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুজকাওয়াজ ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান । বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়রমনির আক্তার খান তরুলোদী, সহকারি কমিশনার ভ‚মি লিয়াকত সালমান প্রমূখ ।
এদিন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে রবি উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, বাঙালি জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। বিগত বাহান্ন বছরে তারই সুযোগ্য কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছি এবং ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের পথে এগিয়ে যাচ্ছি। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। ক্ষুধা-দারিদ্রমুক্ত সুখী-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে জননেত্রী শেখ হাসিনাকে সর্বতো সমর্থন অব্যাহত রাখতে হবে। এক্ষেত্রে, রাষ্ট্রের পাশাপাশি শিক্ষার্থীদেরদেরকেও মানবিক মূল্যবোধ ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের জন্য মনোনিবেশ করতে হবে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য শাহ্ আজম সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করার আহŸান জানান। এ সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ সোহরাব আলী, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
এছাড়াও এদিন সকাল থেকে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদভ‚ক্ত সংগঠন বর্ণমালা আবৃত্তি সংগঠন, উচ্চারণ আবৃত্তি সংগঠন ও অক্ষর আবৃত্তি শিক্ষা একাডেমি পৌরসদরের ফখরুল মেমোরিয়াল কিন্ডার গার্টেন চত্ত¡রে ‘চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস পায়ে উর্বর পলি’ এই প্রতিপাদ্য নিয়ে কবিতায় স্বাধীনতা দিবস উদযাপন করে । এসময় নৃত্য রং নৃত্য একাডেমি ও অভিজ্ঞা নৃত্য একাডেমি নৃত্য পরিবেশন করে । # #