Rahe Jannat

Rahe Jannat well come to my page and it’s Islamic page and spoking boy molana Tareq Jameel saheb

08/06/2025

কেন মুসলিমরা আজ এতো লাঞ্ছিত, নির্যাতিত। তার মূল কারণ কি??

🎙️মোহাইমিন পাটোয়ারী

২০ বছরের সুদর্শন যুবক, একজন মুসআব ইবনে উমায়ের পরিবর্তন করে দিয়েছেন গোটা মদিনা। রাসুলুল্লাহ সাঃ তাকে মদিনায় হিজরত করতে আদ...
14/05/2024

২০ বছরের সুদর্শন যুবক, একজন মুসআব ইবনে উমায়ের পরিবর্তন করে দিয়েছেন গোটা মদিনা। রাসুলুল্লাহ সাঃ তাকে মদিনায় হিজরত করতে আদেশ করছিলেন, যার জন্য নিজের জীবনের রাজার মতো জীবন ছেড়ে বেঁছে নিয়েছিলো এই সাধারণ জীবন, মক্কার সবচেয়ে উন্নতমানে পোশাক,সুগন্ধি ব্যাবহার করতো কিন্তু ইসলাম গ্রহন করে এমনি দিন পর করতো, একদিন খেতো ২ দিন উপস থাকতো, তিনিই (রাসুলুল্লাহ সাঃ) বলছেন মদিনায় হিজরত করতে,শত আবেক,ভালোবাসা রেখে চলে যেতে হলো মদিনায় ইসলামের দাওয়াতের জন্য, একবার ভাবুন যার জন্য সব ছেরেছেন তাকে ছেড়ে চলে যাওয়া কত কষ্টজনক। মদিনায় তার হাতে ইসলাম গ্রহন করেছেন উসায়দ ইবনে হুযাইর,(যার তেলাওয়াত শোনার জন্য ফেরেস্তা নেমে আসতো), তার হাতে ইসলাম গ্রহন করেছেন মুয়াজ ইবনে জাবাল রাঃ(যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিলো)
তার উওম আদর্শ ও জীবনাচার দেখে দাওয়া কবুল করতে লাগলো। এক পর্যায়ে সেখানে মুসলমানদের শক্তি বৃদ্ধি হলো, জিহাদ হলো তারপর থেকে মুসলমানদের সম্মান বৃদ্ধি পেতে লাগলো,
নিজের দিক তাকান ২০ বছর পার হয়ে গেছে বহু আগেই কিন্তু ইসলামের জন্য কতটুকু করেছি???
এইজন্য আজ আমাকে,আপনাকে মুসআব ইবনে উমাইর হতে হবে, নিজের জীবনের রঙিন সপ্ন,বাদ দিয়ে ইসলামের জন্য নিজেকে বিলিয়ে দিতে হবে,আর দাওয়াতের কোন বিকল্প নেই।

Golam Rabby

26/06/2023
বিয়ে করতে হলে প্রতিষ্ঠিত হতে হবে কেন?মানিয়ে নেয়ার মত একজন হলেই তো জীবন সুন্দর।প্রতিষ্ঠিত করার দায়িত্ব তো আল্লাহর হাতে .!
23/06/2023

বিয়ে করতে হলে প্রতিষ্ঠিত হতে হবে কেন?
মানিয়ে নেয়ার মত একজন হলেই তো জীবন সুন্দর।
প্রতিষ্ঠিত করার দায়িত্ব তো আল্লাহর হাতে .!

গত রমজানের আগে নীলফামারি জলঢাকা গিয়েছিলাম। এক তরুণ মাওলানার সাথে পরিচয় হল। তিনি বিয়ের জন্য মেয়ে দেখতে যাবেন। বললাম, কমপক...
18/06/2023

গত রমজানের আগে নীলফামারি জলঢাকা গিয়েছিলাম। এক তরুণ মাওলানার সাথে পরিচয় হল। তিনি বিয়ের জন্য মেয়ে দেখতে যাবেন।
বললাম, কমপক্ষে ৫ টি বিষয়ে খোঁজ নিবেন। যথা,

১. মেয়ের ঘুমের টাইম। কখন কখন ঘুমায়?
২. মেয়ের নিজের কাজকর্ম কে করে দেয়? যেমন তার কাপর-চোপর কে ধুয়ে দেয়? বিছানা কে ঝেড়ে দেয়। খানা কে বেড়ে দেয়? ইত্যাদি।
৩. মেয়ে তার মা বাবার কী কী খেদমত করে?
৪. মেয়ের ব্যক্তিগত আমল ও আমলের সময়।
৫. দুলাভাই, চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো ভাইদের সাথে কথাবার্তা বলে কিনা? বললে কিভাবে?

তখন সেখানে উপস্থিত এক বৃদ্ধ বললেন, মেয়ের জন্য ছেলে দেখতে গেলে কী দেখব?

বললাম, এক্ষেত্রে কমপক্ষে ৭ টি বিষয়ে খোঁজ নিবেন। যথা,
১. ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় পড়ে?
২. আয়ের কতটুকু বাড়িতে দেয়?
৩. সংসারের কোন কোন দায়িত্ব পালন করে?
৪. বাসায় মা বাবা কোন কোন ওষুধ সেবন করেন?
৫. বাসায় কখন ফেরে?
৬. ব্যক্তিগত আমল ও আমলের সময়।
৭. পরিবার ও সমাজের গায়রে মাহরাম নারীদের সাথে তার আচরণ কেমন?

লিখা: আহমাদ ইউসুফ শরীফ (হাফি.)

অনলাইনে নির্দিষ্ট কাউকে মুগ্ধ করার জন্য, দ্বীনদার সাজা— নিকৃষ্টতম রিয়া। রিয়া আমল বাতিল করে দেয়। রিয়া গোপন শিরক।শাইখ আতিক...
18/06/2023

অনলাইনে নির্দিষ্ট কাউকে মুগ্ধ করার জন্য, দ্বীনদার সাজা— নিকৃষ্টতম রিয়া। রিয়া আমল বাতিল করে দেয়। রিয়া গোপন শিরক।

শাইখ আতিক উল্লাহ হাফি.

প্রকৃত বন্ধু সে যে তোমায় পাপে নয়, পূণ্যের দিকে ডাকে। সঠিক সঠিক পথে আগলে রাখে।বই - বিহাইন্ড অফ সুইসাইডলেখক - আদিব সালেহCo...
17/06/2023

প্রকৃত বন্ধু সে যে তোমায় পাপে নয়, পূণ্যের দিকে ডাকে। সঠিক সঠিক পথে আগলে রাখে।
বই - বিহাইন্ড অফ সুইসাইড
লেখক - আদিব সালেহ
Courtesy : Malek's Art Gallery

তিনটা জিনিস (মানুষের মাঝে) বিরল বা অনুপস্থিত হয়ে গিয়েছে। 🧡Courtesy : Abdul Malek
17/06/2023

তিনটা জিনিস (মানুষের মাঝে) বিরল বা অনুপস্থিত হয়ে গিয়েছে। 🧡
Courtesy : Abdul Malek

হারাম দেখায় অভ্যস্ত হয়ে গেলে এবং মন্দ কাজে বাঁধা না দিলে ঈমানি শক্তি ধীরেধীরে নিঃশেষ হতে থাকে।তখন অন্তর গুনাহ কে গুনাহ ম...
17/06/2023

হারাম দেখায় অভ্যস্ত হয়ে গেলে এবং মন্দ কাজে বাঁধা না দিলে ঈমানি শক্তি ধীরেধীরে নিঃশেষ হতে থাকে।
তখন অন্তর গুনাহ কে গুনাহ মনে করে না।
যা খুব বিপদজনক।

শাইখ আহমাদ মুসা জিবরীল হাফি.

সীরাহ

ব্যক্তিজীবনে ইবনু তাইমিয়াহ ছিলেন নিঃসঙ্গ। তাঁর স্ত্রী-সন্তান ছিল না। ছিল না কোনো জমি, বাড়ি, সম্পদ কিংবা প্রশাসনিক মর্যাদ...
16/06/2023

ব্যক্তিজীবনে ইবনু তাইমিয়াহ ছিলেন নিঃসঙ্গ। তাঁর স্ত্রী-সন্তান ছিল না। ছিল না কোনো জমি, বাড়ি, সম্পদ কিংবা প্রশাসনিক মর্যাদা। উমাইয়্যা মসজিদের পাশে এক রুমের ছোট্ট ভাড়া ঘরে থাকতেন। অধিকাংশ সময় মসজিদেই ঘুমাতেন। তাঁর কাছে ভালো খাওয়াদাওয়ার অর্থ ছিল বড় এক টুকরো রুটি। তাঁর পোশাক বলতে ছিল দুটো জোব্বা। এর মধ্যে একটি তিনি এক ভিক্ষুককে দান করে দেন। বাকিটা জীবন তিনি কাটিয়ে দেন মাত্র একটি জোব্বা দিয়েই।
·
তবুও এত দুঃখ-কষ্ট ও দুর্ভোগের পরও, কারাগারের অন্ধকারে নির্যাতনের পরও তিনি বলতেন -

"আমার জান্নাত তো আমার হৃদয়ে। আমাকে যদি হত্যা করো, তাহলে আমি হব শহীদ। বন্দিত্ব আমার জন্য নির্জনে আল্লাহর ইবাদত করার সুযোগ। আর নির্বাসন আমার জন্য ভ্রমণ, আল্লাহর সৃষ্টি দেখার সুযোগ।"
·
সব মিলিয়ে তিনি সাতবার কারারুদ্ধ হন, আর কারাগারে মোট পাঁচ বছর কাটান এবং কারাগারেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই হলো ইবনু তাইমিয়্যাহ। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যাহ। রাহিমাহুল্লাহ।
বই : নবি ইউসুফের (আ.) পাঠশালা। পৃ: ৫৭

যানবাহনের গাড়ীতে, জ্যামে বসে বসে, চলার পথে আমরা অনেকেই কানে Earphone লাগিয়ে গান শুনি বা গান মুখে গুনগুনিয়ে গায়। প্রক...
14/06/2023

যানবাহনের গাড়ীতে, জ্যামে বসে বসে, চলার পথে আমরা অনেকেই কানে Earphone লাগিয়ে গান শুনি বা গান মুখে গুনগুনিয়ে গায়। প্রকৃতপক্ষে এতে আমাদের কোন লাভই হয় না, আর যদি আমরা গান না শুনে Earphone(ইয়ারফোন) এ কুরআন তেলাওয়াত শুনি বা চলার পথে যিকির করি

সুবহানআল্লাহ- আল্লাহ মহান পবিত্র আলহামদুলিল্লাহ- সকল প্রসংশা আল্লাহর • লা ইলাহা ইল্লাল্লাহ- আল্লাহ ছাড়া কোন খোদা নেই •
আল্লাহু আকবার- আল্লাহ সর্বশ্রেষ্ঠ, মহান

তাহলে কতই না উত্তম হবে তা আমাদের জন্য। প্রকৃতপক্ষে আল্লাহর স্মরণেই তো মুসলিমদের অন্তরসমূহ প্রশান্তি লাভ করবে, কোন গান বা বাদ্যযন্ত্রর কারণে না। তাই চলুন আমরা ধীরে ধীরে এই আমলকে অভ্যাসে পরিণত করি এবং এর মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের জন্য উত্তম কিছু বইয়ে আনি। আল্লাহ আমাদের সকলকে এই আমল করার তৌফিক দিন (আমীন)
©

ফেইসবুকে ঢুকেই একটি জিনিস খুব বেশি চোখে পড়ছে আর সেটি হল ভাগ্য পরীক্ষা নামে "ই*হু*দি*দের একটি কুফরি চক্রান্ত যেটি অনেকেই ...
14/06/2023

ফেইসবুকে ঢুকেই একটি জিনিস খুব বেশি চোখে পড়ছে আর সেটি হল ভাগ্য পরীক্ষা নামে "
ই*হু*দি*দের একটি কুফরি চক্রান্ত যেটি অনেকেই আনন্দের সাথে উপভোগ করছে।
অথচ, গণকের কাছে এসে তাকে কোনো কিছু জিজ্ঞাসা করা এবং তার কথায় বিশ্বাস করা, এটা আল্লাহর সাথে কুফুরী করার অন্তর্ভুক্ত। কারণ, সে ইলমে গায়েবের দাবীতে গণককে বিশ্বাস করেছে। মানুষ ইলমে গায়েব জানে বলে বিশ্বাস করলে আল্লাহর কথাকে অবিশ্বাস করা হবে। কারন আল্লাহ নিজেই পবিত্র কোরআনে বলেন,,,

﴿قُل لَّا يَعۡلَمُ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ ٱلۡغَيۡبَ إِلَّا ٱللَّهُۚ﴾ [النمل: ٦٥]

“বলুন, আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া গায়েবের সংবাদ অন্য কেউ জানে না।” ~~সূরা আন-নামল, আয়াত: ৬৫~~

অন্য একটি হাদিসে রাসূল(স.) বলেন,,,

مَنْ أتَى عَرَّافًا فَسَألَهُ عَنْ شَيْءٍ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أرْبَعِيْنَ يَوْمًا ....رواه مسلم
অর্থাৎ:যে ব্যক্তি কোন গণকের কাছে গিয়ে কোন বিষয়ে জানতে চাইবে তার চল্লিশ দিন পর্যন্ত নামাজ কবুল হবে না।..
~~মুসলিম শরীফ~~

আল্লাহ সবাইকে বুঝার এবং এসব কুফরি কাজকর্ম থেকে বেচে থাকার তৌফিক দান করুন।

আমীন🌸

👉এই ভাবে ভাগ্য পরিক্ষা গণকের ডিজিটাল ভার্সন।

আকিদা ঠিক করুন।
মনে রাখবেন গায়েবের(ভবিষ্যৎ) খবর আল্লাহ ছাড়া কেউ জানে না।
সকলকে বলছি মজা করার ছলে পাপ করবেন না।

👉এসব ইমান ধ্বংসকারী ট্রেন্ড হতে নিজেদের বিরত রাখুন।

ইব্‌নু ‘উমর (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ গায়েবের চাবি হল পাঁচটি, যা আল্লাহ্‌ ছাড়া কেউ জানে না।
(১) কেউ জানে না যে, আগামীকাল কী ঘটবে।
(২) কেউ জানে না যে, আগামীকাল সে কী অর্জন করবে।
(৩) কেউ জানে না যে, মায়ের গর্ভে কী আছে।
(৪) কেউ জানে না যে, সে কোথায় মারা যাবে।
(৫) কেউ জানে না যে, কখন বৃষ্টি হবে।

সহিহ বুখারী, হাদিস নং ১০৩৯
হাদিসের মান: সহিহ
©

Address

Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Rahe Jannat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category