14/06/2023
ফেইসবুকে ঢুকেই একটি জিনিস খুব বেশি চোখে পড়ছে আর সেটি হল ভাগ্য পরীক্ষা নামে "
ই*হু*দি*দের একটি কুফরি চক্রান্ত যেটি অনেকেই আনন্দের সাথে উপভোগ করছে।
অথচ, গণকের কাছে এসে তাকে কোনো কিছু জিজ্ঞাসা করা এবং তার কথায় বিশ্বাস করা, এটা আল্লাহর সাথে কুফুরী করার অন্তর্ভুক্ত। কারণ, সে ইলমে গায়েবের দাবীতে গণককে বিশ্বাস করেছে। মানুষ ইলমে গায়েব জানে বলে বিশ্বাস করলে আল্লাহর কথাকে অবিশ্বাস করা হবে। কারন আল্লাহ নিজেই পবিত্র কোরআনে বলেন,,,
﴿قُل لَّا يَعۡلَمُ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ ٱلۡغَيۡبَ إِلَّا ٱللَّهُۚ﴾ [النمل: ٦٥]
“বলুন, আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া গায়েবের সংবাদ অন্য কেউ জানে না।” ~~সূরা আন-নামল, আয়াত: ৬৫~~
অন্য একটি হাদিসে রাসূল(স.) বলেন,,,
مَنْ أتَى عَرَّافًا فَسَألَهُ عَنْ شَيْءٍ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أرْبَعِيْنَ يَوْمًا ....رواه مسلم
অর্থাৎ:যে ব্যক্তি কোন গণকের কাছে গিয়ে কোন বিষয়ে জানতে চাইবে তার চল্লিশ দিন পর্যন্ত নামাজ কবুল হবে না।..
~~মুসলিম শরীফ~~
আল্লাহ সবাইকে বুঝার এবং এসব কুফরি কাজকর্ম থেকে বেচে থাকার তৌফিক দান করুন।
আমীন🌸
👉এই ভাবে ভাগ্য পরিক্ষা গণকের ডিজিটাল ভার্সন।
আকিদা ঠিক করুন।
মনে রাখবেন গায়েবের(ভবিষ্যৎ) খবর আল্লাহ ছাড়া কেউ জানে না।
সকলকে বলছি মজা করার ছলে পাপ করবেন না।
👉এসব ইমান ধ্বংসকারী ট্রেন্ড হতে নিজেদের বিরত রাখুন।
ইব্নু ‘উমর (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ গায়েবের চাবি হল পাঁচটি, যা আল্লাহ্ ছাড়া কেউ জানে না।
(১) কেউ জানে না যে, আগামীকাল কী ঘটবে।
(২) কেউ জানে না যে, আগামীকাল সে কী অর্জন করবে।
(৩) কেউ জানে না যে, মায়ের গর্ভে কী আছে।
(৪) কেউ জানে না যে, সে কোথায় মারা যাবে।
(৫) কেউ জানে না যে, কখন বৃষ্টি হবে।
সহিহ বুখারী, হাদিস নং ১০৩৯
হাদিসের মান: সহিহ
©