Sabr & Lilac

Sabr & Lilac It's a "শখের বাক্স"
We are focused on creating wearable exceptional art pieces

09/10/2025

"মেয়েদের মা লাগে কদমে কদমে মা লাগে,
শেষ নিঃশ্বাস পর্যন্ত মা লাগে দুনিয়ায় মা ছাড়া মেয়ে মানুষ মেরুদন্ডহীন!" 💔

Rabbir Ham Huma k**a Rabbayajni Sagira

"যে জীবন ফড়িংয়ের, দোয়েলের— মানুষের সাথে তার হয় নাকো দেখা"।
06/10/2025

"যে জীবন ফড়িংয়ের, দোয়েলের— মানুষের সাথে তার হয় নাকো দেখা"।

ওই ঘটনায় তিন ফায়ার ফাইটার ও এক দোকান কর্মচারী দগ্ধ হয়ে মারা যান।

একজন নারীর জন্য ট্রমা মানে কেবল শারীরিক নির্যাতন নয়, তা হতে পারে মানসিক নিপীড়ন, প্রতিদিন তাঁর অধিকার কেড়ে নেওয়া, অন্য না...
04/10/2025

একজন নারীর জন্য ট্রমা মানে কেবল শারীরিক নির্যাতন নয়, তা হতে পারে মানসিক নিপীড়ন, প্রতিদিন তাঁর অধিকার কেড়ে নেওয়া, অন্য নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে সেই সম্পর্কের পবিত্রতা নষ্ট করা, তার ভালোবাসার প্রতি অবমাননা, এসব কিছু। এসব কিছুর আঘাত একজন মানুষকে ভেতর থেকে চূর্ণবিচূর্ণ করে দিতে পারে। মেরুদণ্ড ভেঙে দিতে পারে, আত্মবিশ্বাস ভেঙে যায় এক্ষেত্রে অনেকের, অনেক সময় মানুষ মানসিক রোগী পর্যন্ত হয়ে যায়।

কেউ কি কল্পনা করতে পারে, যখন একজন নারী জানেন তাঁর সঙ্গী অন্যের সঙ্গে সম্পর্কে লিপ্ত, তখন তাঁর ভেতরে কী প্রচন্ড ঝড় শুরু হয়? কী অসহ্য মানসিক যন্ত্রণার মধ্যে তাঁকে বাঁচতে হয়? বিশেষ করে যখন তিনি আর্থিকভাবে সেই পুরুষের ওপর নির্ভরশীল হয় তখন তো আরো অমানবিক হয় সেই অত্যাচার। সেই অমানবিক যন্ত্রণা কতটা নির্দয় নিস্ঠুর তা কেবল ভুক্তভোগীই জানে।

গুলতেকিন যখন লেখা শুরু করেছেন তাঁর ট্রমার কথা, তখন হুমায়ুন আহমেদ অনেক বছর আগেই প্রয়াত। হুমায়ুন আহমেদ দিনের পর দিন গুলতেকিনকে বঞ্চিত করেছেন - ভালোবাসার দিক থেকে, দায়িত্ব নেওয়ার দিক থেকে, স্ত্রী হিসেবে তার প্রাপ্য সম্মান ও অধিকার থেকে। এমন একজন স্বার্থপর, অবিবেচক মানুষকে ঘৃণা করা ছাড়া আর কিছুই মনে আসে না আমার। হ্যা ব্যাক্তি হুমায়ুনকে লেখক হুমায়ুনের মত ভালোবাসা যায় না। এজন্যই হয়তো হুমায়ুন আহমেদ বিয়ে করার পর তার আর কোন বই কেনা হয়নি আমার।

আমি মনে করি আমার পার্টনার যখন অন্য কাউকে আমার জায়গায় বসায়, তার দায় সম্পুর্ন তার। যে আমার জায়গায় আসে, সে তো আসতেই পারতোনা যদি আমার পার্টনার তার বাউন্ডারি বজায় রাখতো। কারো কাছে অপশন হবার মতো অপমান, কস্ট আর কিছুতে নেই। হিন্দিতে একটা কথা আছে, মেরে সিক্কা হি খোটা নিকলা থা। এর মানে আমার পয়সাই ফুটো বের হয়েছে।

হুমায়ুন সন্তানদের দায়িত্বও পুরোপুরি নেননি। আমি মনে করি সন্তান জন্ম দিলেই কেউ বাবা হয়ে যায় না; বাবা হতে হলে দায়িত্ব নিতে হয়, পাশে থাকতে হয়। এই কথাটা কেউ কেউ জীবনের তিক্ত অভিজ্ঞতা থেকে জানেন।

গুলতেকিনের ট্রমা কয়েক বছরের নয়, এটি বহু বছরের সঞ্চিত ক্ষত। যখন তাঁদের বিবাহবিচ্ছেদ হয়, তখন তো সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না। তখন তিনি হয়তো সাহিত্যচর্চাতেও ততটা যুক্ত ছিলেন না। আলাদা হওয়ার পর তাঁর জীবনের একদম নতুন অধ্যায় শুরু হয়েছিল। একজন সারাজীবনের গৃহিণীকে তখন নিজের টিকে থাকার লড়াই শুরু করতে হয়েছিল, শুধু আর্থিকভাবে নয়, মানসিকভাবেও।

অনেকে বলেন, তিনি কেন মুখ খুললেন না তখন। মনে রাখবেন মানুষ সবসময় সবকিছু পারে না। তখন তাঁর সংগ্রাম ছিল অন্য জায়গায়: সন্তানদের বড় করা, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা। অনেক সময় অনেক কিছু বলা যায় না, শুধু বেঁচে থাকাটাই তখন এক যুদ্ধ হয়ে ওঠে। অনেকে আছেন জীবনের প্রতি বহু কস্ট, পার্টনারের অবহেলার জন্য জীবন থেকে দূরে সরে যান। মা'রা তা পারে না। বেচে থাকেন তার সম্তানের জন্য। সেই বেচে থাকা প্রতি মুর্হুতের জন্য হয় মানসিকভাবে সাংঘর্ষিক।

গুলতেকিনের সন্তানরা ক্রমে বড় হয়েছে, জীবনের ঝড় ধীরে ধীরে থেমেছে। এখন জীবনের পরিণত বয়সে এসে তিনি হয়তো অনুভব করেছেন, এবার বলা যায়। কারণ তাঁর অভিজ্ঞতা হয়তো অন্য নারীর জন্য শিক্ষার, সাহসের উৎস হবে। হয়ত এখন তার সেই মানসিকতা হয়েছে। পর্দার আড়াল থেকে বের হবার সক্ষমতা আমি বলবো এটাকে। কয়জন পারবে আমাদের নিজেদের উপর হওয়া অবহেলা অনাদর সবার সামনে এভাবে মেলে ধরতে। এটলিস্ট আমরা অনেকেই পারবো না, সামাজিকতার ভয়ে।

কষ্ট, অপমান, অবহেলা, ছোট করা - এসব কখনও মুছে যায় না। ভালোবাসা না থাকলেও সেই তীব্র কস্ট, অপমান, অবহেলা, অবমূল্যায়নের ভার সারাজীবন মানুষ বয়ে বেড়ায়। আমৃত্যু বয়ে বেড়ায়।

Anwar আপা

04/10/2025

Life right now

Gorgeous Diva Sabila Nur apu in our handpainted beauty 💜
02/10/2025

Gorgeous Diva Sabila Nur apu in our handpainted beauty 💜

Sabila Nur apu in our Handpainted Shari 🥹
02/10/2025

Sabila Nur apu in our Handpainted Shari 🥹

02/10/2025

গাজীপুরের সুরাবাড়ী এলাকায় আশ্রয়ণ প্রকল্প পূজামণ্ডপে পূজা অর্চনা চলছিল। এর পাশেই কয়েকজন শিশু খেলা করছিল।

তখন আট বছরের এক মেয়েকে ডেকে ঘরে নিয়ে যায় ভজেন্দ্র সরকার। মেয়েটিকে মুখ বেঁধে ধর্ষণ করা হয়। মেয়েটি মুসলিম।

নবমীতে মন্দিরে যখন নারী প্রতিমার পূজা হচ্ছিল তখন মন্দিরের সহ সভাপতি আরেক মেয়ে শিশুকে ধর্ষণ করছিল।

শিশুটির স্বজন ও বড় ভাইসহ স্থানীয়রা ভজেন্দ্র সরকারের ঘর থেকে গামছা দিয়ে মুখবাঁধা অবস্থায় রক্তাক্ত মেয়েটিকে উদ্ধার করে।

পরে সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে কাশিমপুর থানায় ধর্ষণ মামলা করেন। পুলিশ ভজেন্দ্রকে গ্রেফতার করেছে।

ধর্ষণের প্রতিবাদ করুন। ন্যায় বিচার চান। পূজা দেখতে গিয়ে একই দিন হালুয়াঘাটে এক গারো মেয়ে ধর্ষিত হয়েছে। গাজীপুরে হয়েছে এই শিশু।

নারীর জন্য বসবাস অনুপযোগী, শিশুর জন্য অনুপযুক্ত এই রাষ্ট্র ও সমাজের কাছেই বিচার চান। আওয়াজ না তুললে কিছুই বদলায় না।

ছবিতে ধর্ষণে অভিযুক্ত ভজেন্দ্র সরকার।

এই ধর্ষণের খবর কেনও সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া তুলতে পারলো না, এই প্রশ্ন জারি রাখাও জরুরি।

Courtesy: Arju Ahmed

গবেষণায় দেখা গেছে, মাত্র ১০০ মিলি কাগজের কফি কাপ থেকে গরম পানিতে প্রায় ২৫,০০০ মাইক্রন আকারের মাইক্রোপ্লাস্টিক কণা মিশে...
01/10/2025

গবেষণায় দেখা গেছে, মাত্র ১০০ মিলি কাগজের কফি কাপ থেকে গরম পানিতে প্রায় ২৫,০০০ মাইক্রন আকারের মাইক্রোপ্লাস্টিক কণা মিশে যায় মাত্র ১৫ মিনিটের মধ্যেই।

ডিসপোজেবল কাগজের কাপের ভেতরের প্লাস্টিক আস্তরণ গরম পানির সংস্পর্শে এসে ভেঙে পড়তে শুরু করে। এটি মূলত কাগজের সমস্যা নয় বরং প্রতিটি ডিসপোজেবল কাপের ভেতরে থাকা গোপন প্লাস্টিক কোটিং-এর সমস্যা।

গবেষণায় দেখা গেছে, কাপের প্লাস্টিক আস্তরণ থেকে তাপের কারণে একাধিক ক্ষতিকর পদার্থ বের হয় যেমন:
মাইক্রোপ্লাস্টিক কণা: মাত্র ১৫ মিনিটে ১০০ মিলি কাপে প্রায় ২৫,০০০ কণা মিশে যায়।
হেভি মেটাল: লেড, ক্রোমিয়াম ও ক্যাডমিয়াম হাইড্রোফোবিক ফিল্মে পাওয়া গেছে।
রাসায়নিক যৌগ: কাপ তৈরির সময় ব্যবহৃত ফথালেট ও অন্যান্য প্লাস্টিসাইজার।
আয়ন: ফ্লোরাইড, ক্লোরাইড ও নাইট্রাইট পানীয়তে মিশে যায়।

স্বাস্থ্যগত উদ্বেগ: সম্পূর্ণ স্বাস্থ্য প্রভাব এখনো গবেষণাধীন, তবে ইতিমধ্যেই মানুষের রক্ত, মস্তিষ্ক ও অঙ্গপ্রত্যঙ্গে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।

এর সমাধান একেবারেই সহজ: এমন বিকল্প ব্যবহার করুন যেখানে প্লাস্টিকের আস্তরণ নেই। পুনঃব্যবহারযোগ্য কাপ: স্টেইনলেস স্টিল, কাচ বা সিরামিক মগ ব্যবহার করুন যাতে মাইক্রোপ্লাস্টিক এক্সপোজার একেবারেই থাকে না। যখন ডিসপোজেবল কাপ ব্যবহার করা ছাড়া অন্য কোনো উপায় নেই তখন গরম পানীয় কিছুটা ঠান্ডা করে তারপর ডিসপোজেবল কাপে ঢালুন, অথবা কফি শপে সিরামিক মগ চাইতে পারেন।

সূত্র : Ranjan VP, et al. "Microplastics and other harmful substances released from disposable paper cups into hot water." J Hazard Mater. 2021;404(Pt B):124118.
PMID: 33050139;

Joseph A, et al. "Drinking hot beverages from paper cups: Lifetime intake of microplastics." Chemosphere. 2023;317:137844.
PMID• 36716899

এই সিম্পল জিনিসটা বাঙালির মাথায় ঢুকবে না কখনো...
28/09/2025

এই সিম্পল জিনিসটা বাঙালির মাথায় ঢুকবে না কখনো...

আমার হাতের এই কাগজের ব্যাগ টার দাম যতদূর মনে পরে ৫০ নিয়েছিলো।
Zudio ইন্ডিয়ার একটা পপুলার ব্রান্ড। ইন্ডিয়ার টা টা গ্রুপের প্রতিষ্ঠান এটা।

সেখানেও আপনি লাখ টাকার শপিং করলেও টাকা দিয়ে কাগজের ব্যাগ কিনে নিতে হয় সেই শপিং ক্যারি করে আনার জন্য।

শুধু ইন্ডিয়াতেই না বিশ্বের অনেক দেশেই আপনি এই নিয়ম দেখবেন।
এই নিয়ম টা অনেক কিছু চিন্তা করেই নাকি শুরু করা হয়েছিলো।
এর মধ্যে একটা বিশেষ কারন হচ্ছে পরিবেশ রক্ষা।

যখন একটা ব্যাগ ফ্রীতে দেওয়া হয় তখন প্রতিটা প্রোডাক্ট এর সাথে কাস্টমার ব্যাগ আশা করে এবং এই ব্যাগ গুলা রিইউজ করা হয় না তাই প্রতিনিয়ত প্রচুর পরিমানে ব্যাগ আমরা ফেলে দেই যা পরিবেশ নষ্ট করে।

যদি টাকা দিয়ে কিনতে হয় সেখেত্রে দুইটার যায়গায় একটা ব্যাগ দিয়েই কাজ চালিয়ে নেওয়া যায় আর পরবর্তিতে ইউজ করার জন্য আমরা যত্ন করে রেখে দেওয়ার চেষ্টা করব যেটা ফ্রিতে নিলে কখনোই করি না।

প্রতিদিন প্রচুর ব্যাগ অপচয় হয় এবং এই গুলা পরিবেশ নষ্ট করে। রাস্তায় পরে থাকে ড্রেনে পরে ড্রেন বন্ধ হয়ে যায় নানাবিধ কারনে বিশ্বের বিভিন্ন দেশে টাকা দিয়ে শপিং ব্যাগ কেনার নিয়ন চালু করা হয়েছে। আমি মালয়েশিয়াতেও তাই দেখেছি।

বাংলাদেশে নিয়ম টা নতুন তাই হয়ত আমাদের মানতে কষ্ট হচ্ছে।

আমার এই ব্যাগে যে পরিমান জিনিস আমি নিয়েছিলাম যদি আলাদা শপিং ব্যাগ দেওয়া হতো মিনিমাম ২০ টা ব্যাগ লাগত। আর এই গুলাতো আমি আসার সময় ফেলেই দিয়ে আসতাম।

আমি যখন শুনলাম টাকা দিয়ে ব্যাগ কিনতে হবে আমি বললাম আমাকে বড় একটা ব্যাগ দেন যেটাতে মোটামুটি সব ধরে যাবে।
দেখেন যখন ব্যাগ ফ্রিতে দেওয়া হলো না আমি কিন্তু ইন্সটেন্ট ডিসিশন নিলাম যে আমাকে একটা ব্যাগই দেওয়ার জন্য যেখানে আমরা আশা করি প্রতিটা প্রোডাক্ট এ আলাদা আলাদা শপিং ব্যাগ থাকবে।

আমার কাছেও বিষয় টা অদ্ভুধ লেগেছিলো কিন্তু যখন কারন জানলাম তখন মন হয়েছে আসলেই তো তাই।🙂
এখন আমার যখন মনে হয় সুপারশপে গেলে ব্যাগ কিনতে হবে তখন মনে থাকলে বাসা থেকেই নিয়ে যাই অযথা ব্যাগ কে কিনবে!

27/09/2025

আমি সেদিন ইন্সটায় একজন শায়েখের ভিডিও দেখসি।

উনি বলতেসিলেন, "হিজাব শুধু চোখ নিচে নামানো অথবা নিজের সৌন্দর্যকে ঢাকা না।ইয়াতীমের সামনে নিজের বাবার আদর নিয়ে কথা না বলা হিজাব।বিধবার সামনে নিজের স্বামীর প্রশংসায় ভেসে না যাওয়া হিজাব।যার সন্তান হয়নাই তার কাছে গিয়ে সন্তান থাকার উপকারিতা বর্ণনা না করা, যার টাকা নাই তার কাছে বিলাসীতার গল্প না করাও হিজাব।"

এরপর তিনি একটা হাদীস বললেন যেখানে রাসূল (সা:) বসে কিছু বাচ্চাদের খেলা দেখতেসিলেন।

এমন সময় বাচ্চাদের মধ্য থেকে একজনের বাবা এসে বললেন, "আমার ছেলেকে নিয়ে যেতে এসেছি।"

তখন রাসূল (সা:) বললেন, তোমার ছেলের নাম কি?

তখন ওই লোক তার সন্তানের নাম বলার পর রাসূল (সা:) বললেন, "তুমি তোমার ছেলেকে আমার ছেলে বলে না ডেকে নাম ধরে ডেকো।"

তখন সেই লোক খানিকটা অবাক হয়েই জানতে চাইলেন কেন?

তখন তিনি বললেন, এখানে খেলারত বাচ্চাদের মধ্যে অনেক ইয়াতীম আছে। তুমি তোমার ছেলেকে "আমার ছেলে" বলে যখন ডাকো, তখন ওদের মন খারাপ হয়।

- শামসুন নাহার প্রিয়া

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sabr & Lilac posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share