26/10/2025
গ্রামের ছুটি শেষে চলে যেতে হচ্ছে সেই কর্মের সন্ধানে ছাগড়াছড়ি তে। যেতে কবু দিবো হায়,তবু চলে যেতে হয়🥹।এভাবেই প্রতিটি ডিফেন্সের ভাইদের তাদের গ্রাম কে ত্যাগ করতে হয়। তারা নিজের জন্য কিছু রাখে না,রাখে সব পরিবারের কথা চিন্তা করে।তাদের মধ্যে রাব্বি ভাইও কম না।চলে যাচ্ছে গ্রামের সেই চিরচেনা পরিবেশ কে ত্যাগ করে🥰।আমরা আপনাকে অনেক মিস করবো রাব্বি ভাই।