
17/07/2025
ইন্না-লিল্লাহী ওয়াইন্নািলাইহী রজীঊন।
আমার ছোটবেলার মক্তব এর শিক্ষক,তিনি আমাকে অনেক আদর করতেন,শাসনও করতেন,
শুধু আমার নয় তিনি একাধারে আমার মায়ের ও আমার মামাদেরও মক্তব এর শিক্ষক ছিলেন,
পরবর্তীতে ওনার কাছে আমার মক্তব ও হিফজ কিছু পড়ার সৌভাগ্য হয়েচিলো আলহামদুলিল্লাহ
তিনি মধ্য পিংড়া এমদাদুল উলুম হাফেজিয়া ও এতিম খানা মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও শিক্ষক ছিলেন
তার আগে তিনি মধ্য দিঘলদী মাদ্রাসা প্রতিষ্ঠা করেন
ওনার বাড়ি লাক সাম, আমি কখনো যাইনি,
তবে তিনি এই এলাকায় প্রায় ওনার জীবনের পুরোটাই কাটিয়ে দিয়েছেন
ইসলামের খেদমতে কর্ম জীবনের প্রায় এই ৫০-৭০ বছর এর মত সময় কখনোই কারো মুখে ওনার নামে কটুকথা শুনতে দেখা যায়নি,
সম্প্রতি ওনার একজন সন্তান ৫ই মে শাপলা চত্বরে ইসলামের জন্য ও দেশের জন্য শহীদ হয়েছিলো,
তখনও ওনার উদার মানসিকতা দেখা গিয়েছে।
মহান রাব্বুল আলামিন ওনার জীবনের ইসলামের প্রতি যে ত্যাগ তা কবুল করুন, আমিন।
সেই সাথে আল্লাহ যেনো ওনার শহীদ সন্তান সহ হজরতকে জান্নাতের উচু মাকাম দান করেন, আমিন।