Noakhali Today নোয়াখালী টুডে

Noakhali Today নোয়াখালী টুডে Stay connected to get update news on different issues of Bangladesh and world.

সেই সমস্ত যোগ্যতম প্রার্থীরা নমিনেশন পাননি তারা হতাশ হওয়ার কারণ নেই৷  দল ক্ষমতায় আসলে আপনাদের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী...
03/11/2025

সেই সমস্ত যোগ্যতম প্রার্থীরা নমিনেশন পাননি তারা হতাশ হওয়ার কারণ নেই৷ দল ক্ষমতায় আসলে আপনাদের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী হওয়ার সুযোগ আছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর কমিটমেন্ট আছে, একজনকে একাধিক সুযোগ দিবেন না।

কভিনন্দন কালা মাগুর....🤣🤣🤣
03/11/2025

কভিনন্দন কালা মাগুর....🤣🤣🤣

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোটো ভাই মির্জা ফয়সাল আমিনকে বিএনপির মনোনয়ন দেওয়া হয় নাই,মির্জা আব্বাসের ওয়াইফ আফরোজা আব্বাস...
03/11/2025

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোটো ভাই মির্জা ফয়সাল আমিনকে বিএনপির মনোনয়ন দেওয়া হয় নাই,
মির্জা আব্বাসের ওয়াইফ আফরোজা আব্বাসকে বিএনপির মনোনয়ন দেওয়া হয় নাই।

খন্দকার মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মারুফ হোসেনকেও বিএনপির নমিনেশন দেওয়া হয় নাই,
গয়েশ্বর চন্দ্র রায়ের মেয়ে অর্পণা রায়কে বিএনপির নমিনেশন দেওয়া হয় নাই।

ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী রুমানা মাহমুদকেও বিএনপির নমিনেশন দেওয়া হয় নাই,
সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদকেও বিএনপির নমিনেশন দেওয়া হয় নাই।

নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায় চৌধুরীকেও বিএনপির নমিনেশন দেওয়া হয় নাই,
আমান উল্লাহ আমানের ছেলে ইরফান ইবনে আমানকেও নমিনেশন দেওয়া হয় নাই,
আব্দুস সালাম পিন্টুর ভাই সুলতান সালাউদ্দিন টুকুকেও বিএনপির মনোনয়ন দেওয়া হয় নাই।

এক পরিবার থেকে একাধিক ব্যাক্তিকে নমিনেশন দেওয়া হবে না,সে যে-ই হোক;বহু আগে ঘোষণা দিয়েছেন তারেক রহমান তথা বিএনপি।

তারেক রহমান এবং বিএনপি কথা দিয়ে কথা রেখেছেন,এই ঐতিহাসিক মুভমেন্ট নেওয়ার জন্য বিএনপিকে মনের অন্তস্তল থেকে ধন্যবাদ।

সে-ই সঙ্গে মিসিং গেছেন সেলিমা রহমান, শামসুজ্জামান দুদু, মোয়াজ্জেম হোসেন আলাল,আসলাম চৌধুরী,মেসবাহুর রহমান,হোসনেয়া মওদুদ,হাবিব উন নবী খান সোহেল,নাজিম উদ্দিন আলম,ফজলে আজিম সহকারে অনেকেই তবে নিরাশ হওয়ার কিছু নাই;রাজনীতিতে শেষ বলতে কিছু নাই,ইনশাআল্লাহ আপনাদের জন্যও ভালো কিছু আসছে অচীরেই...

জয় হোক বাংলাদেশী জাতীয়তাবাদের....

বিএনপির নমিনেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক বহুবছর পরে রাজনীতি রাজনীতিবিদদের হাতে ফিরে এসেছে। টাকার কুমির, ডাকসাইটে আমলা, ...
03/11/2025

বিএনপির নমিনেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক বহুবছর পরে রাজনীতি রাজনীতিবিদদের হাতে ফিরে এসেছে। টাকার কুমির, ডাকসাইটে আমলা, দাপুটে মিলিটারি অফিসার, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী অথবা ছক্কা মারা ক্রিকেটার কোটায় কেউ নমিনেশন পায়নি।

আওয়ামী লীগ দেখে অনেকে বিএনপির আরাফাত, মুরাদ, পলক, মমতাজ, রিয়াজ, ফেরদৌস, সাকিব, মাশরাফি, ব্যারিস্টার সুমন হতে উৎসাহিত হবে। বিএনপিতে এই পোস্টগুলো এখনও সৃষ্টি হয় নাই। কিন্তু হওয়ার আশঙ্কা আছে। হওয়ার আগেই অঙ্কুরে দমন করতে হবে।

মাঝখানে একটা শাপলা ফুল ।এ শাপলাকে পাহারা দিচ্ছে ৩২টা নৌকা। শাপলাকে নৌকা পাহারা দিচ্ছে সেটা বুঝলাম কিন্তু নৌকা গুনে গুনে ...
03/11/2025

মাঝখানে একটা শাপলা ফুল ।এ শাপলাকে পাহারা দিচ্ছে ৩২টা নৌকা। শাপলাকে নৌকা পাহারা দিচ্ছে সেটা বুঝলাম কিন্তু নৌকা গুনে গুনে ৩২টা! কেমনে কী!

জাতীয় সংসদ নির্বাচন-২০২৬২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
03/11/2025

জাতীয় সংসদ নির্বাচন-২০২৬
২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।




ভোটের জন্য কি বলল?
03/11/2025

ভোটের জন্য কি বলল?

😂😂😂
03/11/2025

😂😂😂

কথা ঠিক কিনা?
03/11/2025

কথা ঠিক কিনা?

সুন্দরী নারীর তালিকায় ঢাবি শিক্ষি'কা শেহরিন মোনামী...!
03/11/2025

সুন্দরী নারীর তালিকায় ঢাবি শিক্ষি'কা শেহরিন মোনামী...!

ঐ শিক্ষিকাই তাকে নিয়ে সমালোচনা করার কিংবা কল্পনা করার এমন পথ তৈরী করে দিয়েছেন৷
03/11/2025

ঐ শিক্ষিকাই তাকে নিয়ে সমালোচনা করার কিংবা কল্পনা করার এমন পথ তৈরী করে দিয়েছেন৷

02/11/2025

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে নুরুল হক নুর যে বক্তব্য দিয়েছেন, আমি তার বক্তব্যের শতভাগ সমর্থন করছি। তিনি কোন ভুল বলেননি। তিনি বাস্তবতা তুলে ধরেছেন যে, গ্রামগঞ্জের মানুষ যেভাবে ৫০০-১০০০ টাকায় ভোট বিক্রি করে, ঠিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যদি ওয়েলফেয়ার পলিটিক্সের মাধ্যমে বিভ্রান্ত করা, তাহলে এই রাষ্ট্রের গুণগত পরিবর্তন কিভাবে হবে? তিনি প্রশ্ন তুলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে কেন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়া, কারাবরণ করা, ক্যারিয়ার বিসর্জন করা নেতৃত্বরা ভোট পেলো না? নুরুল হক নুর বলেছেন, আমরা একটি সর্বদলীয় ভাইব্রান্ট ছাত্র সংসদ চেয়েছিলাম, যেখানে গণতন্ত্রের চর্চা হবে। কিন্তু হয়েছে কি? পুরো প্যানেল দেখে ভোট দেওয়ার মধ্যে অবশ্যই কোন রহস্য আছে।
পরিচিত সংগ্রামী ছেলেটি, হাসিনার বিরুদ্ধে লড়াকু ছেলেটি, একদমই অপরিচিত অজানা ছেলেটির কাছে হেরে যাবে, এটা বিরাজনীতিকরণ, বিপ্লবে নিরুৎসাহিতকরণ। ছাত্র শিবিরের এই ওয়েলফেয়ার পলিটিক্স বহু ত্যাগী ও জেল-জুলুম রিমান্ডের নির্যাতনের শিকার হওয়া ছেলেদের হতাশ করেছে। অবশ্যই এই অর্থের পলিটিক্স বন্ধ হতে হবে। নতুবা ভবিষ্যৎ কোন বিপ্লবী ও সংগ্রামী তৈরি হবেনা।

মূলত রাষ্ট্রকে কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু কোন দল যদি প্রচুর টাকা বা কোম্পানি গড়ে তুলে বৃত্তি দেওয়া, পানির ফিল্টার দেওয়া, রুমে রুমে সেহরি ইফতার দেওয়া, কুরবানির মাংস দেওয়া, হাসপাতালে ডিসকাউন্ট করে দেওয়া ইত্যাদি ওয়েলফেয়ার পলিটিক্স করে, তবে বাংলাদেশ কখনোই কল্যাণ রাষ্ট্র হবেনা। বরং জামায়াতে ইসলামী কল্যাণ দল হিসেবে অভাবগ্রস্থ মানুষকে সবসময় বিভ্রান্ত করে যাবে। এতে দল হিসেবে জামায়াতে ইসলামী উপকৃত হলেও, বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা না পাওয়ায় দেশ ক্ষতিগ্রস্ত হবে। বরং জামায়াত যদি নিজেকে কল্যাণ দল ( দানখয়রাত করার দল বা প্রতিষ্ঠান হিসেবে) হিসেবে প্রতিষ্ঠা না করে একটি পিউর রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্রকে কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার রাজনৈতিক পলিসি গ্রহণ করে, তবে দল ও দেশ দুটোই উপকৃত হবে। মনে করেন, আমার অর্থ ছিটিয়ে রাজনীতি করার সামর্থ্য নাই, মানসিকতাও নাই। তাহলে যে অর্থ ছিটাচ্ছে, জনগণের কাছে তার ওয়েলফেয়ার পলিটিক্সের প্রভাব ও আমার বা আপনার আর্থিক অভাবগ্রস্থ পলিটিক্সের প্রভাব কি সমান হবে? যেহেতু দল হিসেবে জামায়াত শিবির কালাটাকার রাজনীতির বিরুদ্ধে। সুতরাং ওয়েলফেয়ারের নামে অর্থ ছড়ানোর রাজনীতি করে দেশের রাজনীতির সৌন্দর্য ও ভারসাম্য নষ্ট করা থেকেও তাদের বিরত থাকতে হবে। ওয়েলফেয়ারের নামে টাকার ছড়াছড়ি করে মানুষের নৈতিকতা ধ্বংস করার রাজনীতি বন্ধ হওয়া জরুরি। যদি বন্ধ না করে, তবে আমি ধরেই নিবো জামায়াত শিবির মূলত মানুষের আর্থিক দুর্বলতা, অসহায়ত্ব ও অভাবকে পুঁজি করে রাজনীতি করাকেই দলীয় এজেন্ডা বা হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। এটা আর গোপন নয় যে, ছাত্র সংসদগুলো ওয়েলফেয়ার পলিটিক্সের নামে অর্থের ব্যাপক ছড়াছড়ি হয়েছে। একটি ইসলামি মূল্যবোধসম্পন্ন সংগঠন হিসেবে তারা বলুক যে, তারা এর কোনকিছু করে নাই? পলিটিক্সে অর্থের ব্যবহার বন্ধ হলেই রাজনীতি ও রাষ্ট্রের সংস্কার হবে। অন্যথায় হেরে যাবে রাজনীতি, জিতে যাবে অর্থ।

© Rashed Khan

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Noakhali Today নোয়াখালী টুডে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Noakhali Today নোয়াখালী টুডে:

Share