Biswas Media

Biswas Media সম্মানিত বন্ধুগন সকলের রাতুল চরনে আমার প্রনাম নিবেন। সনাতন ধর্মের ভিডিও ও তথ্য পেতে লাইক ও ফলো করুন।

10/07/2022

জয় মা কালী ||

25/02/2022

যারা অন্য ধর্মে কে ঘৃণা করে তাদের বিরুদ্ধে এভাবেই হোক প্রতিবাদ। ভিডিওটি শেয়ার করে অন্য কে দেখার সুযোগ করে দিন।

07/12/2021

কৃষ্ণ কথা আলাপন // রাহুল কৃষ্ণ দাস // বরিশাল ভোলা // Biswas Media

বিশ্বরেকর্ড গড়ে ৯ লাখ ৫১ হাজার প্রদীপে সেজে উঠেছে রাম জন্মভূমি অযোধ্যা...!!! গ্রিনিজ বুকে নাম লিখে স্থান করে নিয়েছে
05/11/2021

বিশ্বরেকর্ড গড়ে ৯ লাখ ৫১ হাজার প্রদীপে সেজে উঠেছে রাম জন্মভূমি অযোধ্যা...!!! গ্রিনিজ বুকে নাম লিখে স্থান করে নিয়েছে

04/11/2021

💗সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা 💗

29/10/2021

ফেইসবুক আমাদের জন্য দীপাবলির শুভেচ্ছা নিয়ে এসেছে।
লিখে দেখুন কত সুন্দর 😱

21/10/2021
প্রতিবাদ হোক।হ্যাশ ট্যাগে বিশ্বকে দেখিয়ে দাও বাংলাদেশের শান্তিপ্রিয় হিন্দুরা কেমন আছে? আর কত হিন্দুদের অত্যাচারিত হতে হব...
16/10/2021

প্রতিবাদ হোক।
হ্যাশ ট্যাগে বিশ্বকে দেখিয়ে দাও বাংলাদেশের শান্তিপ্রিয় হিন্দুরা কেমন আছে? আর কত হিন্দুদের অত্যাচারিত হতে হবে?
Target 50,000 #
প্যালেস্টাইন কে ফ্রী করার জন্য বাংলাদেশের মুসলিম রা ৩০ লাখ হ্যাশট্যাগ দিতে পারলো আমরা হিন্দুরা কি এতোটাই আত্মকেন্দ্রিক?? নিজের কোন ক্ষতি হয়নি বলে মুখ বুজে থাকবো??এতোটাই স্বার্থপর আমরা?














২০২১ দুর্গাপূজা, বাংলাদেশ১. কুমিল্লার নানুয়া দীঘিরপাড়। ( তারপর কুমিল্লার কথা না বলাই ভালো ) ২. নোয়াখালীর হাতিয়া উপজেলা...
16/10/2021

২০২১ দুর্গাপূজা, বাংলাদেশ

১. কুমিল্লার নানুয়া দীঘিরপাড়। ( তারপর কুমিল্লার কথা না বলাই ভালো )

২. নোয়াখালীর হাতিয়া উপজেলার ৫ টি মন্দিরে হামলা, ভাংচুর ও লুটপাট।

৩. চট্টগ্রামের বাঁশখালীতে ১৫ টি পূজা মণ্ডপে হামলা।

৪.মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি মণ্ডপের মূর্তি ও প্যান্ডেল এবং পাঁচটি মণ্ডপের গেট ভাঙচুর ।

৫.কুলাউড়া মণ্ডপে হামলা।

৬.লক্ষ্মীপুরের রামগতিতে পূজা মণ্ডপে হামলা ।

৭.কুড়িগ্রামের উলিপুর: তিন ইউনিয়নের সাত মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগ ।

৮.কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া: ৪ টি ইউনিয়নে ২০০+ হিন্দু পরিবারের উপর হামলা।

৯.বান্দরবানের লামা হরি মন্দির হামলা , ভাংচুর ,লুটপাট ।

১০.সিলেটের জকিগঞ্জে পূজামণ্ডপে হামলা ।

১১.চাঁদপুরের হাজীগঞ্জে পূজামণ্ডপে হামলা ।

১২. চাঁদপুর রামকৃষ্ণ মিশন ।

১৩.নোয়াখালী ইসকন মন্দিরে হামলা । ( ২ জন সাধুকে হত্যা )

১৪. রামঠাকুরের আশ্রম , চৌমুহুনী , নোয়াখালী। ( যেখানে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার রাও হামলা করেনি )

১৫. চট্টগ্রামের জে. এম হল ( যাত্রা মোহন হল ) মণ্ডপে হামলা ।

১৬. কুমিল্লা সদরের কালীবাড়িতে ।

১৬.চকবাজার থানার অধীন করুনাময়ী কালীমন্দিরে ।

১৭. ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে , হামলার চেষ্টা ও নসাৎ ।

১৮. খুলনার রূপসায় মহাশ্মশান ঘাটের প্রবেশদ্বার থেকে ১৮ টি বোমা উদ্ধার ।

এছাড়াও নোয়াখালীতে : ত্রিশূল , মঙ্গলা , নবদূর্গা , বিজয়া প্যান্ডেল, কোটবাড়ি মন্দির সম্পূর্ণ আগুনে জ্বালিয়ে দেয়া হয়েছে। বারগ্রাম, ছয়ানীবাজার ,বেগমগঞ্জ, সোনাইমুড়ীতে হিন্দুদের বাড়ি বাড়ি ঢুকে আক্রমণ করা হয়েছে , ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে ।

#হত্যা_ধর্ষণ : ১.চাঁদপুরের হাজীগঞ্জে ধর্ষিতা হয়েছেন একই পরিবারের মা, মেয়ে, বোনের মেয়ে। মেয়েটির বয়স দশ বছর,সে মারা গেছে।

২.মানিক সাহা (নিহত)-- হাজীগঞ্জ,চাঁদপুর

৩.যতন সাহা (মন্ডপ পুজারী) -- নোয়াখালি

৪. নোয়াখালি ইস্কন মন্দিরের পুরোহিত সাধু নিমাই কৃষ্ণ ও প্রান্ত দাস।

৫. ৩ জন পুরোহিত (নাম জানা যায় নি)-- রাম ঠাকুরের আশ্রম , চৌমুহিনী

৬.রামু সার্বজনীন মন্দির (গত কাল আশঙ্কাজনক একজনের মৃত্যু।
















27/09/2021

একাদশীর দিনে বৈষ্ণব কেলেঙ্কারি ফাঁস || পার্ট ২ || যতি গোস্বামী গুরুমহারাজ || সিটিএস মন্দির সিলেট

23/09/2021

কৃষ্ণ কথা আলাপন || সিদ্ধার্থ কৃষ্ণ দাস || শিশ্য রাহুল কৃষ্ণ দাস | Biswas Media ||

 #যুবসমাজ_ওঠো_জাগো_আর_ঘুমিওনা.৩১ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ/১৭ সেপ্টেম্বর ২০২১ খ্রিস্টাব্দ; রোজ শুক্রবার #শ্রী_পার্শ্ব_একাদশী এ...
16/09/2021

#যুবসমাজ_ওঠো_জাগো_আর_ঘুমিওনা.

৩১ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ/১৭ সেপ্টেম্বর ২০২১ খ্রিস্টাব্দ; রোজ শুক্রবার

#শ্রী_পার্শ্ব_একাদশী এবং ভগবান শ্রীবামন দেবের আবির্ভাব তিথি!

#পারণ- পরদিন অর্থাৎ শনিবার - সকাল ০৭.৩৩ মিনিটের মধ্যে!

#ফেসবুক_কৃষ্ণভক্ত_বন্ধুরা,

🙏শ্রীশ্রী পার্শ্ব একাদশী তিথি এবং ভগবান শ্রীবামন দেবের আবির্ভাব তিথি উপলক্ষে আমাদের কৃষ্ণকথা আলাপন পরিবারের প্রত্যেক একাদশীর নিয়মিত আয়োজন #অষ্টপ্রহর_ব্যাপি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ, ভজন কীর্ত্তন এবং কৃষ্ণকথামৃত আস্বাদন!

#অনুষ্ঠান_মঞ্জুষাঃ-

🌷ভোর ৫ ঘটিকা থেকে সকাল ৬ ঘটিকাঃ-
শ্রীমতি দুর্গা দেবী দাসী; ব্রাহ্মণবাড়িয়া জেলা!

🌷সকাল ০৬ ঘটিকা থেকে সকাল ০৭ ঘটিকাঃ-
শ্রীমতি সুদেবী দাসী; ব্রাহ্মণবাড়িয়া জেলা!

🌷সকাল ০৭ ঘটিকা থেকে সকাল ০৮ ঘটিকাঃ-
শ্রীযুক্ত শিপন কৃষ্ণ দাস; আগরতলা, ভারত!

🌷সকাল ০৮ ঘটিকা থেকে সকাল ০৯ ঘটিকাঃ-
শ্রীযুক্ত অনিক পাল; হবিগঞ্জ জেলা!

🌷সকাল ০৯ ঘটিকা থেকে সকাল ১০ ঘটিকাঃ-
শ্রীমতি প্রাণেশ্বরী দেবী দাসী; মৌলভীবাজার জেলা!

🌷সকাল ১০ ঘটিকা থেকে সকাল ১১ ঘটিকাঃ-
শ্রীযুক্ত কামন কৃষ্ণ দাস; মৌলভীবাজার জেলা!

🌷সকাল ১১ ঘটিকা থেকে দুপুর ১২ ঘটিকাঃ-
শ্রীমতি পারমিতা কুণ্ডু; যশোর জেলা!

🌷দুপুর ১২ ঘটিকা থেকে দুপুর ১ ঘটিকাঃ-
শ্রীযুক্ত মিঠন পাল; ব্রুনাই প্রবাসী!

🌷দুপুর ১ ঘটিকা থেকে দুপুর ২ ঘটিকাঃ-
শ্রীযুক্ত জীবন কৃষ্ণ দাস; হবিগঞ্জ জেলা!

🌷দুপুর ২ ঘটিকা থেকে বিকাল ৩ ঘটিকাঃ-
শ্রীযুক্ত ববিতা রানী ধর; ভোলা জেলা!

🌷বিকাল ৩ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকাঃ-
শ্রীযুক্ত জয় কৃষ্ণ দাস; শরীয়তপুর জেলা!

🌷বিকাল ০৪ ঘটিকা থেকে সন্ধ্যা ০৬ ঘটিকাঃ-
শ্রীযুক্ত রাজীব দেবনাথ; ব্রাহ্মণবাড়িয়া জেলা!

🌷সন্ধ্যা ৬ ঘটিকা থেকে সন্ধ্যা ৭ ঘটিকাঃ-
শ্রীমতি অঞ্জনা দত্ত এবং শ্রীমতি রুনা দত্ত; ইংল্যাণ্ড!

🌷সন্ধ্যা ০৭ ঘটিকা থেকে রাত ০৮ ঘটিকাঃ-
শ্রীমতি মণি সাহা; নেত্রকোনা জেলা!

🌷রাত ০৮ ঘটিকা থেকে রাত ০৯ ঘটিকাঃ-
শ্রীযুক্ত বাপ্পী কৃষ্ণ দাস! ব্রাহ্মণবাড়িয়া জেলা!

🌷রাত ০৯ ঘটিকা থেকে রাত ১০ ঘটিকাঃ-
শ্রীমতি সুবর্ণা চৌধুরী; ঠাকুরগাঁও জেলা!

🌷রাত ১০ ঘটিকা থেকে রাত ১২ ঘটিকাঃ-
★শ্রীযুক্ত সিদ্ধার্থ কৃষ্ণ দাস; মৌলভীবাজার জেলা!
★ শ্রীযুক্ত আশিস কৃষ্ণ অনু দাস; শরীয়তপুর জেলা!

🌷রাত ১২ ঘটিকা থেকে রাত ০১ ঘটিকাঃ-
শ্রদ্ধাস্পদেষু শ্রীপাদ পুরুষোত্তম দাস; কলকাতা, ভারত!

🌷রাত ০১ ঘটিকা থেকে রাত ০২ ঘটিকাঃ-
শ্রীযুক্ত তন্ময় কৃষ্ণ দাস; নোয়াখালী জেলা!

🌷রাত ০২ ঘটিকা থেকে রাত ০৩ ঘটিকাঃ-
শ্রীযুক্ত বিশ্বম্ভর দাস; নোয়াখালী জেলা!

🌷রাত ০৩ ঘটিকা থেকে ভোর ০৪ ঘটিকাঃ-
শ্রীযুক্ত গৌরসুন্দর দাস; সুনামগঞ্জ জেলা!

🌷ভোর ০৪ ঘটিকা থেকে ভোর ০৫ ঘটিকাঃ-
শ্রীযুক্ত হৃষিকেশ দাস; গাইবান্ধা জেলা!

ভক্তবৃন্দঃ- আসুন আমরা #নিজে_প্রতিটি_একাদশী_ব্রত নির্জলা পালন করি, কৃষ্ণকথা শ্রবণের মাধ্যমে রাত জাগরণ করি, এবং অন্যকেও উৎসাহিত করি!

#মনেরাখা_আবশ্যকঃ- একাদশী তিথিতে কৃষ্ণকথা শ্রবণের মাধ্যমে রাত জাগরণ ব্যতিত কখনো একাদশী পূর্ণ হয়না!

যুক্ত হোন আত্মার টানে, কৃষ্ণকথা আলাপনে!
থাকবো মোরা চিরকাল; সৌহার্দ্যের বন্ধনে!!

09/09/2021

Krisna Khatha Alapon

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৭ তম আবির্ভাব তিথি উপলক্ষ্যে  #কৃষ্ণ_কথা_আলাপন_৪র্থ_দিন ‎ Media ..------------------------...
02/09/2021

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৭ তম আবির্ভাব তিথি উপলক্ষ্যে #কৃষ্ণ_কথা_আলাপন_৪র্থ_দিন ‎ Media ..

------------------------------------------------------------------------------------------------------------------------------------------

#অত্যন্ত_গুরুত্বপূর্ণ_সন্দেশঃ-
-----------------------------------------

[সবাই অনুগ্রহ করে প্রবন্ধটি নিজে পড়ুন; এবং অন্যকে জানাতে প্রবন্ধটি বেশিকরে শেয়ার করুন]

১৩ ভাদ্র/৩০ আগস্ট সোমবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৭ তম শুভ আবির্ভাব তিথি!

রাত ১২ ঘটিকা পর্যন্ত নির্জলা উপবাস! অতঃপর অভিষেক অন্তে অসমর্থ হলে জল,ফল অনুকল্প রুপে গ্রহণ করা যাবে!

#পারণ- মঙ্গলবার সকাল ৯.৫৪ মিনিট থেকে সকাল ১০.০৩ ঘটিকার মধ্যে!

#ভক্তবৃন্দঃ-

এই বছরের কৃষ্ণের জন্মাষ্টমী উপবাস একাগ্রচিত্তে পালন করার মাধ্যমে আমাদের #কোটিকুল_উদ্ধারের_সুযোগ রয়েছে!

সাধারণত কোন উপবাসে এককোটি কুল উদ্ধারের কোন সুযোগ নেই, এমনকি জন্মাষ্টমী উপবাসেও। কিন্তু আগামীকালের জন্মাষ্টমী তিথিটি আমাদেরকে সেই সুযোগ দিচ্ছে।

কারণ #পদ্মপুরানের_ব্রহ্মখন্ডে বর্ণনা করা হয়েছে, "সোমবারে বা বুধবারে রোহিণী নক্ষত্রযুক্তা অষ্টমী হলে, সেই জন্মাষ্টমী পালনে কোটিকুল উদ্ধার হয়ে থাকে। আর এবছর জন্মাষ্টমী তিথিটি আগামীকাল সোমবারে পড়েছে, তাই আমরা সচরাচর এরকম দুলর্ভ সুযোগ পাবোনা।

আমরা এরকম সুবর্ণ সুযোগ আবার পাবো আরো ১০৯২ দিন পর। অর্থাৎ ২৬শে আগস্ট, ২০২৪ সালে। তবে নিশ্বাসের বিশ্বাস নেই, তখন কে বাঁচবো; কে বাঁচবোনা, তার কোন নিশ্চয়তা নেই।

তাই আমাদের উচিত এই সুবর্ণ সুযোগ গ্রহণ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপার করুণা প্রাপ্ত হওয়া; এবং আমাদের কোটিকুলকে উদ্ধার করতে প্রয়াসী হওয়া!

#ভক্তবৃন্দ;
কায়মনোবাক্যে এই জন্মাষ্টমী পালন করুন। রাত দিন উপবাস থেকে কৃষ্ণ চিন্তনে কাটানো কোন ব্যাপার-ই নয়, যদি ভগবানের প্রতি আমাদের প্রীতি থাকে। অবশ্যই কৃষ্ণকথা শ্রবণের মাধ্যমে রাত জাগরণ করার চেষ্টা করবেন। রাত জাগরণ ব্যতিত উপবাস পূর্ণতা হয়না!

ভগবানকে ভালোবাসার নাম ভগবৎ প্রেম। মানবকে ভালোবাসার নাম মানব-প্রীতি।
উভয়ের মধ্যে গভীর ঘনিষ্ঠতা রয়েছে।
মানব-প্রীতি কখনো দাঁড়াতে পারেনা ভগবৎ প্রেমের সুদৃঢ় ভিত্তিভূমি ছাড়া। মানব প্রীতি,
বিশ্বপ্রেম এসব সম্পূর্ণ অসম্ভব শ্রীভগবানের সঙ্গে প্রেমের সম্পর্ক না হলে।

#ভগবানের_সঙ্গে_প্রেমের_সম্পর্ক_যার_যত_গভীর,
#সে_ভগবানের_তত_নিকটের_খুব_সহজে_ভগবানের #অতি_নিকটের_জন_হতে_হলে_হৃদয়ের_শুদ্ধ #ভালোবাসাটুকু_তাকে_অর্পন_করতে_হবে।

এবার জানতে হবে-

#শুদ্ধ_ভালোবাসা_বলতে_কি_বুঝায়?

শুদ্ধ ভালোবাসা বলতে বুঝায়, যে ভালোবাসার মধ্যে স্বার্থপরতা নেই, কোন মতলব বা অভিসন্ধি নেই। যাকে ভালোবাসি তার সুখ বিধান ছাড়া অন্য কোন বাঞ্চা নেই। এখন অনেকের মাঝে প্রশ্ন জাগতে পারে-

ুদ্ধ_ভালোবাসা_কি_সকলের_আছে?

নিশ্চই আছে। আমাদের প্রত্যেকের হৃদয়েই শুদ্ধ ভালোবাসা রয়েছে, কিন্তু কর্তব্য কর্মে বিস্মৃত হওয়ার কারনে এই ভালোবাসায় মলিনতা এসে প্রবেশ করেছে। মালিন্য ভালোবাসার ধর্ম নয়। মালিন্য আগুন্তক, তা সরিয়ে দিলেই স্বাভাবিক শুদ্ধতা ব্যক্ত হবে। কোন সরোবরের জল যদি মলিন হয়ে অপেয় হয়, তাহলে ফুটিয়ে, ডিস্টিল করে কিংবা ফিল্টার করে জলকে নির্মল করে পান করার উপযোগী করা হয়।

আমাদের চিত্তের ভালোবাসাও শুদ্ধই, বিভিন্ন কারনে মলিন হয়ে গেছে। এই মলিনতা অপসারণ করা যায়, মার্জন করে দূর করা যায়। এবার জানা আবশ্যক মার্জন করবো কি করে?

#মার্জন_হয়_ভজনের_দ্বারা

ভজনের দ্বারা সুমার্জিত হলে সকলের হৃদয়ের ভালোবাসা শুদ্ধ হয়। এই ভালোবাসা ভগবানকে দান করলেই আমাদের সমস্ত ত্রিতাপ দুঃখের সমাপ্তি ঘটবে।

শুদ্ধ ভালোবাসার বন্ধনে ষড়ৈশ্বর্যময় ভগবান আত্মবিস্মৃত। তিনি কত বড় অথচ ভালোবাসার শক্তিতে তিনি কত ছোট হয়ে যান। মুনি ঋষিগণ সহজে যে ভগবানকে ধ্যানে পর্যন্ত উপলব্দি করতে পারেন না, সেই ভগবানকে ব্রজের এক গোয়ালিনী দড়ি দ্বারা বাঁধতে সমর্থ হয়ে যান।

#এটিই_ভালোবাসার_মাধুর্য

*** ালোবাসার_মাধুর্য_জগতের_বুকে
#প্রদর্শন_করার_মনোরথে_এবং_নিজে_আস্বাদন_করে #জগতবাসীকে_আস্বাদন_করানোর_আকিঞ্চনে_তিনি #আবির্ভুত_হন***

তাই আসুন- সর্বস্বাক্ষী, সর্ববিরাজমান, সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে আমরা ভগবানের শ্রীচরণে এই প্রার্থনা জ্ঞাপন করি-

#হে_গোবিন্দ, আমাদের এই কৃপা করো, আমরা যেন আমাদের হৃদয়ের মলিনতা মিশ্রিত ভালোবাসাকে ভজনের মাধ্যমে নির্মল করে, শুদ্ধ ভালোবাসাটুকু তোমার শ্রীচরণে অর্পণ করে, তোমার দাস হয়ে এই মনুষ্য জীবনকে ধন্য করতে পারি।

[ #রাহুল_কৃষ্ণ_দাস]

**Most Popular Video's Link Below**
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
কৃষ্ণ কথা আলাপন ১৭-০২-২১
https://youtu.be/Ocpe8AYwo64
কৃষ্ণ কথা আলাপন ১৮-০২-২১
https://youtu.be/pg4s1AUFUB8
দাতা কর্ণ
https://youtu.be/PnBdUNpgKBs
নিমাই সন্ন্যাস
https://youtu.be/-5Xsai57lQI
অসীম সরকারের মজার গল্প
https://youtu.be/jy2ZsJ3R_Q8
কোথায় দান করলে সঠিক পূর্ণ লাভ হয়?
https://youtu.be/BFuIlIX7Ehw
ভোগ আরতি
https://youtu.be/vrWMrhy__4I
কবি গান
https://youtu.be/emW6UBIVsp8
কৃষ্ণ_কথা_আলাপন ২৩-০১-২১
https://youtu.be/xyQJpEAViao
কৃষ্ণ কথা আলাপন ০১-০৩-২১
https://youtu.be/htXbHCx9t6g
সুখী হওয়ার উপায়
https://youtu.be/XD8Q6SyTg24
লাইভ কুশল বিনিময় ও প্রশ্নোত্তর পর্ব
https://youtu.be/Kl1hPwMsnm8
গৌরকথাআস্বাদন ৭ম রজনী
https://youtu.be/cLbvM7foR-4

30/08/2021

#কৃষ্ণ_কথা_আলাপন - ভাটিনগর, অষ্টগ্রাম উপজেলা, কিশোরগঞ্জ জেলা __ রাহুল কৃষ্ণ দাস Media

 #অত্যন্ত_গুরুত্বপূর্ণ_সন্দেশঃ------------------------------------------[সবাই অনুগ্রহ করে প্রবন্ধটি নিজে পড়ুন; এবং অন্যক...
29/08/2021

#অত্যন্ত_গুরুত্বপূর্ণ_সন্দেশঃ-
-----------------------------------------
[সবাই অনুগ্রহ করে প্রবন্ধটি নিজে পড়ুন; এবং অন্যকে জানাতে প্রবন্ধটি বেশিকরে শেয়ার করুন]
১৩ ভাদ্র/৩০ আগস্ট সোমবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৭ তম শুভ আবির্ভাব তিথি!
রাত ১২ ঘটিকা পর্যন্ত নির্জলা উপবাস! অতঃপর অভিষেক অন্তে অসমর্থ হলে জল,ফল অনুকল্প রুপে গ্রহণ করা যাবে!
#পারণ- মঙ্গলবার সকাল ৯.৫৪ মিনিট থেকে সকাল ১০.০৩ ঘটিকার মধ্যে!
#ভক্তবৃন্দঃ-
এই বছরের কৃষ্ণের জন্মাষ্টমী উপবাস একাগ্রচিত্তে পালন করার মাধ্যমে আমাদের #কোটিকুল_উদ্ধারের_সুযোগ রয়েছে!
সাধারণত কোন উপবাসে এককোটি কুল উদ্ধারের কোন সুযোগ নেই, এমনকি জন্মাষ্টমী উপবাসেও। কিন্তু আগামীকালের জন্মাষ্টমী তিথিটি আমাদেরকে সেই সুযোগ দিচ্ছে।
কারণ #পদ্মপুরানের_ব্রহ্মখন্ডে বর্ণনা করা হয়েছে, "সোমবারে বা বুধবারে রোহিণী নক্ষত্রযুক্তা অষ্টমী হলে, সেই জন্মাষ্টমী পালনে কোটিকুল উদ্ধার হয়ে থাকে। আর এবছর জন্মাষ্টমী তিথিটি আগামীকাল সোমবারে পড়েছে, তাই আমরা সচরাচর এরকম দুলর্ভ সুযোগ পাবোনা।
আমরা এরকম সুবর্ণ সুযোগ আবার পাবো আরো ১০৯২ দিন পর। অর্থাৎ ২৬শে আগস্ট, ২০২৪ সালে। তবে নিশ্বাসের বিশ্বাস নেই, তখন কে বাঁচবো; কে বাঁচবোনা, তার কোন নিশ্চয়তা নেই।
তাই আমাদের উচিত এই সুবর্ণ সুযোগ গ্রহণ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপার করুণা প্রাপ্ত হওয়া; এবং আমাদের কোটিকুলকে উদ্ধার করতে প্রয়াসী হওয়া!
#ভক্তবৃন্দ;
কায়মনোবাক্যে এই জন্মাষ্টমী পালন করুন। রাত দিন উপবাস থেকে কৃষ্ণ চিন্তনে কাটানো কোন ব্যাপার-ই নয়, যদি ভগবানের প্রতি আমাদের প্রীতি থাকে। অবশ্যই কৃষ্ণকথা শ্রবণের মাধ্যমে রাত জাগরণ করার চেষ্টা করবেন। রাত জাগরণ ব্যতিত উপবাস পূর্ণতা হয়না!
ভগবানকে ভালোবাসার নাম ভগবৎ প্রেম। মানবকে ভালোবাসার নাম মানব-প্রীতি।
উভয়ের মধ্যে গভীর ঘনিষ্ঠতা রয়েছে।
মানব-প্রীতি কখনো দাঁড়াতে পারেনা ভগবৎ প্রেমের সুদৃঢ় ভিত্তিভূমি ছাড়া। মানব প্রীতি,
বিশ্বপ্রেম এসব সম্পূর্ণ অসম্ভব শ্রীভগবানের সঙ্গে প্রেমের সম্পর্ক না হলে।
#ভগবানের_সঙ্গে_প্রেমের_সম্পর্ক_যার_যত_গভীর,
#সে_ভগবানের_তত_নিকটের_খুব_সহজে_ভগবানের #অতি_নিকটের_জন_হতে_হলে_হৃদয়ের_শুদ্ধ #ভালোবাসাটুকু_তাকে_অর্পন_করতে_হবে।
এবার জানতে হবে-
#শুদ্ধ_ভালোবাসা_বলতে_কি_বুঝায়?
শুদ্ধ ভালোবাসা বলতে বুঝায়, যে ভালোবাসার মধ্যে স্বার্থপরতা নেই, কোন মতলব বা অভিসন্ধি নেই। যাকে ভালোবাসি তার সুখ বিধান ছাড়া অন্য কোন বাঞ্চা নেই। এখন অনেকের মাঝে প্রশ্ন জাগতে পারে-
ুদ্ধ_ভালোবাসা_কি_সকলের_আছে?
নিশ্চই আছে। আমাদের প্রত্যেকের হৃদয়েই শুদ্ধ ভালোবাসা রয়েছে, কিন্তু কর্তব্য কর্মে বিস্মৃত হওয়ার কারনে এই ভালোবাসায় মলিনতা এসে প্রবেশ করেছে। মালিন্য ভালোবাসার ধর্ম নয়। মালিন্য আগুন্তক, তা সরিয়ে দিলেই স্বাভাবিক শুদ্ধতা ব্যক্ত হবে। কোন সরোবরের জল যদি মলিন হয়ে অপেয় হয়, তাহলে ফুটিয়ে, ডিস্টিল করে কিংবা ফিল্টার করে জলকে নির্মল করে পান করার উপযোগী করা হয়।
আমাদের চিত্তের ভালোবাসাও শুদ্ধই, বিভিন্ন কারনে মলিন হয়ে গেছে। এই মলিনতা অপসারণ করা যায়, মার্জন করে দূর করা যায়। এবার জানা আবশ্যক মার্জন করবো কি করে?
#মার্জন_হয়_ভজনের_দ্বারা
ভজনের দ্বারা সুমার্জিত হলে সকলের হৃদয়ের ভালোবাসা শুদ্ধ হয়। এই ভালোবাসা ভগবানকে দান করলেই আমাদের সমস্ত ত্রিতাপ দুঃখের সমাপ্তি ঘটবে।
শুদ্ধ ভালোবাসার বন্ধনে ষড়ৈশ্বর্যময় ভগবান আত্মবিস্মৃত। তিনি কত বড় অথচ ভালোবাসার শক্তিতে তিনি কত ছোট হয়ে যান। মুনি ঋষিগণ সহজে যে ভগবানকে ধ্যানে পর্যন্ত উপলব্দি করতে পারেন না, সেই ভগবানকে ব্রজের এক গোয়ালিনী দড়ি দ্বারা বাঁধতে সমর্থ হয়ে যান।
#এটিই_ভালোবাসার_মাধুর্য
*** ালোবাসার_মাধুর্য_জগতের_বুকে
#প্রদর্শন_করার_মনোরথে_এবং_নিজে_আস্বাদন_করে #জগতবাসীকে_আস্বাদন_করানোর_আকিঞ্চনে_তিনি #আবির্ভুত_হন***
তাই আসুন- সর্বস্বাক্ষী, সর্ববিরাজমান, সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে আমরা ভগবানের শ্রীচরণে এই প্রার্থনা জ্ঞাপন করি-
#হে_গোবিন্দ, আমাদের এই কৃপা করো, আমরা যেন আমাদের হৃদয়ের মলিনতা মিশ্রিত ভালোবাসাকে ভজনের মাধ্যমে নির্মল করে, শুদ্ধ ভালোবাসাটুকু তোমার শ্রীচরণে অর্পণ করে, তোমার দাস হয়ে এই মনুষ্য জীবনকে ধন্য করতে পারি।

Address

Bashaboo
Dhaka
1214

Alerts

Be the first to know and let us send you an email when Biswas Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Biswas Media:

Share