29/08/2021
#অত্যন্ত_গুরুত্বপূর্ণ_সন্দেশঃ-
-----------------------------------------
[সবাই অনুগ্রহ করে প্রবন্ধটি নিজে পড়ুন; এবং অন্যকে জানাতে প্রবন্ধটি বেশিকরে শেয়ার করুন]
১৩ ভাদ্র/৩০ আগস্ট সোমবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৭ তম শুভ আবির্ভাব তিথি!
রাত ১২ ঘটিকা পর্যন্ত নির্জলা উপবাস! অতঃপর অভিষেক অন্তে অসমর্থ হলে জল,ফল অনুকল্প রুপে গ্রহণ করা যাবে!
#পারণ- মঙ্গলবার সকাল ৯.৫৪ মিনিট থেকে সকাল ১০.০৩ ঘটিকার মধ্যে!
#ভক্তবৃন্দঃ-
এই বছরের কৃষ্ণের জন্মাষ্টমী উপবাস একাগ্রচিত্তে পালন করার মাধ্যমে আমাদের #কোটিকুল_উদ্ধারের_সুযোগ রয়েছে!
সাধারণত কোন উপবাসে এককোটি কুল উদ্ধারের কোন সুযোগ নেই, এমনকি জন্মাষ্টমী উপবাসেও। কিন্তু আগামীকালের জন্মাষ্টমী তিথিটি আমাদেরকে সেই সুযোগ দিচ্ছে।
কারণ #পদ্মপুরানের_ব্রহ্মখন্ডে বর্ণনা করা হয়েছে, "সোমবারে বা বুধবারে রোহিণী নক্ষত্রযুক্তা অষ্টমী হলে, সেই জন্মাষ্টমী পালনে কোটিকুল উদ্ধার হয়ে থাকে। আর এবছর জন্মাষ্টমী তিথিটি আগামীকাল সোমবারে পড়েছে, তাই আমরা সচরাচর এরকম দুলর্ভ সুযোগ পাবোনা।
আমরা এরকম সুবর্ণ সুযোগ আবার পাবো আরো ১০৯২ দিন পর। অর্থাৎ ২৬শে আগস্ট, ২০২৪ সালে। তবে নিশ্বাসের বিশ্বাস নেই, তখন কে বাঁচবো; কে বাঁচবোনা, তার কোন নিশ্চয়তা নেই।
তাই আমাদের উচিত এই সুবর্ণ সুযোগ গ্রহণ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপার করুণা প্রাপ্ত হওয়া; এবং আমাদের কোটিকুলকে উদ্ধার করতে প্রয়াসী হওয়া!
#ভক্তবৃন্দ;
কায়মনোবাক্যে এই জন্মাষ্টমী পালন করুন। রাত দিন উপবাস থেকে কৃষ্ণ চিন্তনে কাটানো কোন ব্যাপার-ই নয়, যদি ভগবানের প্রতি আমাদের প্রীতি থাকে। অবশ্যই কৃষ্ণকথা শ্রবণের মাধ্যমে রাত জাগরণ করার চেষ্টা করবেন। রাত জাগরণ ব্যতিত উপবাস পূর্ণতা হয়না!
ভগবানকে ভালোবাসার নাম ভগবৎ প্রেম। মানবকে ভালোবাসার নাম মানব-প্রীতি।
উভয়ের মধ্যে গভীর ঘনিষ্ঠতা রয়েছে।
মানব-প্রীতি কখনো দাঁড়াতে পারেনা ভগবৎ প্রেমের সুদৃঢ় ভিত্তিভূমি ছাড়া। মানব প্রীতি,
বিশ্বপ্রেম এসব সম্পূর্ণ অসম্ভব শ্রীভগবানের সঙ্গে প্রেমের সম্পর্ক না হলে।
#ভগবানের_সঙ্গে_প্রেমের_সম্পর্ক_যার_যত_গভীর,
#সে_ভগবানের_তত_নিকটের_খুব_সহজে_ভগবানের #অতি_নিকটের_জন_হতে_হলে_হৃদয়ের_শুদ্ধ #ভালোবাসাটুকু_তাকে_অর্পন_করতে_হবে।
এবার জানতে হবে-
#শুদ্ধ_ভালোবাসা_বলতে_কি_বুঝায়?
শুদ্ধ ভালোবাসা বলতে বুঝায়, যে ভালোবাসার মধ্যে স্বার্থপরতা নেই, কোন মতলব বা অভিসন্ধি নেই। যাকে ভালোবাসি তার সুখ বিধান ছাড়া অন্য কোন বাঞ্চা নেই। এখন অনেকের মাঝে প্রশ্ন জাগতে পারে-
ুদ্ধ_ভালোবাসা_কি_সকলের_আছে?
নিশ্চই আছে। আমাদের প্রত্যেকের হৃদয়েই শুদ্ধ ভালোবাসা রয়েছে, কিন্তু কর্তব্য কর্মে বিস্মৃত হওয়ার কারনে এই ভালোবাসায় মলিনতা এসে প্রবেশ করেছে। মালিন্য ভালোবাসার ধর্ম নয়। মালিন্য আগুন্তক, তা সরিয়ে দিলেই স্বাভাবিক শুদ্ধতা ব্যক্ত হবে। কোন সরোবরের জল যদি মলিন হয়ে অপেয় হয়, তাহলে ফুটিয়ে, ডিস্টিল করে কিংবা ফিল্টার করে জলকে নির্মল করে পান করার উপযোগী করা হয়।
আমাদের চিত্তের ভালোবাসাও শুদ্ধই, বিভিন্ন কারনে মলিন হয়ে গেছে। এই মলিনতা অপসারণ করা যায়, মার্জন করে দূর করা যায়। এবার জানা আবশ্যক মার্জন করবো কি করে?
#মার্জন_হয়_ভজনের_দ্বারা
ভজনের দ্বারা সুমার্জিত হলে সকলের হৃদয়ের ভালোবাসা শুদ্ধ হয়। এই ভালোবাসা ভগবানকে দান করলেই আমাদের সমস্ত ত্রিতাপ দুঃখের সমাপ্তি ঘটবে।
শুদ্ধ ভালোবাসার বন্ধনে ষড়ৈশ্বর্যময় ভগবান আত্মবিস্মৃত। তিনি কত বড় অথচ ভালোবাসার শক্তিতে তিনি কত ছোট হয়ে যান। মুনি ঋষিগণ সহজে যে ভগবানকে ধ্যানে পর্যন্ত উপলব্দি করতে পারেন না, সেই ভগবানকে ব্রজের এক গোয়ালিনী দড়ি দ্বারা বাঁধতে সমর্থ হয়ে যান।
#এটিই_ভালোবাসার_মাধুর্য
*** ালোবাসার_মাধুর্য_জগতের_বুকে
#প্রদর্শন_করার_মনোরথে_এবং_নিজে_আস্বাদন_করে #জগতবাসীকে_আস্বাদন_করানোর_আকিঞ্চনে_তিনি #আবির্ভুত_হন***
তাই আসুন- সর্বস্বাক্ষী, সর্ববিরাজমান, সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে আমরা ভগবানের শ্রীচরণে এই প্রার্থনা জ্ঞাপন করি-
#হে_গোবিন্দ, আমাদের এই কৃপা করো, আমরা যেন আমাদের হৃদয়ের মলিনতা মিশ্রিত ভালোবাসাকে ভজনের মাধ্যমে নির্মল করে, শুদ্ধ ভালোবাসাটুকু তোমার শ্রীচরণে অর্পণ করে, তোমার দাস হয়ে এই মনুষ্য জীবনকে ধন্য করতে পারি।