Akash Dth-Shyampur Kadamtoli

Akash Dth-Shyampur Kadamtoli Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Akash Dth-Shyampur Kadamtoli, Broadcasting & media production company, Plot #47, Road #1 Shyampur Kadamtoly Rajuk Abashik Society, Dhaka.

AKASH is the first ever Direct To Home (DTH) service launched in Bangladesh by BEXIMCO, with an aim to win the hearts of millions with its commitment to quality services that will revolutionize the entertainment industry in the country.

আকাশ ডিটিএইচ এখন আরো সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে । আকাশ সংযোগে ১০০০ টাকা ছাড়। তাই দেরি না করে চলে আসুন ঝকঝকে দুনিয়ায...
28/06/2020

আকাশ ডিটিএইচ এখন আরো সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে । আকাশ সংযোগে ১০০০ টাকা ছাড়। তাই দেরি না করে চলে আসুন ঝকঝকে দুনিয়ায়

30/03/2020

জরুরী বার্তা:

আমরা এবার করোনা মহামারীর ৩য় ধাপ এ প্রায় পৌঁছে গেছি। এটি সর্বাধিক আগামী ৬-১০ দিন অতিবাহিত করবে। এ সময় মোট সংক্রমিতদের ৪০-৫০ শতাংশ কোনও লক্ষন ছাড়াই ভাইরাসটি বহন করবে এবং অন্যকে নীরবে-নিভৃতে সংক্রমিত করবে। রোগটি আক্রান্ত হওয়ার পর সবারই সাধারন সর্দিকাশি, গলাব্যাথা আর জ্বর থাকবে।

**করোনার অস্বাভাবিক বিস্তার ঠেকাতে সবার জন্য এটিই চুড়ান্ত আর শেষ সময়।

এর পর আর সাবধানতার কোনও সুযোগ নেই।
এর পর আর সাবধান হয়েও কোনও লাভ নেই।
এর পর আর সাবধান হবার প্রয়োজনও নেই।

ডাঃ মোহাম্মদ জামাল ঊদ্দিন,
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও ভাইরোলজিস্ট।

Please stay safe and clean at home...

25/03/2020
 #আগামীকাল_২৬_ডিসেম্বর_সারাবিশ্বে_সূর্যগ্রহণ-আগামী ২৬ ডিসেম্বর সারাবিশ্ব এমন এক সূর্যগ্রহণ দেখবে যা শেষবার পৃথিবীর মানুষ...
25/12/2019

#আগামীকাল_২৬_ডিসেম্বর_সারাবিশ্বে_সূর্যগ্রহণ-

আগামী ২৬ ডিসেম্বর সারাবিশ্ব এমন এক সূর্যগ্রহণ দেখবে যা শেষবার পৃথিবীর মানুষ দেখেছিল ১৭২ বছর আগে।এ সূর্য গ্রহণের সময় সূর্যের চারপাশে থাকবে এক আগুনের বলয়। বিজ্ঞানীরা যাকে বলেন ‘রিং অব ফায়ার’।তাই এ সূর্য গ্রহণ দেখার জন্য অনেকে প্রস্তুতি নিচ্ছে। কেউ কেউ বিশেষ গ্লাস কিনে রাখছে।মনে হচ্ছে যেন ঈদের সূর্য উঠবে।অধিকাংশ সময়েই আমাদের দেশের মানুষেরা অত্যন্ত আনন্দ আর কৌতুহল নিয়ে সূর্যগ্রহন এবং চন্দ্রগ্রহন প্রত্যক্ষ করে থাকে।

সূর্য ও চন্দ্র যখন গ্রহনের সময় হয় তখন আমাদের নবী (সা.) এর চেহারা ভয়ে বিবর্ণ হয়ে যেতো।তখন তিনি সাহাবীদের নিয়ে জামাতে নামাজ পড়তেন।কান্নাকাটি করতেন। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন।আরবীতে সূর্যগ্রহণকে ‘কুসূফ’ বলা হয়। আর সূর্যগ্রহণের নামাজকে ‘নামাজে কুসূফ’ বলা হয়। দশম হিজরীতে যখন পবিত্র মদীনায় সূর্যগ্রহণ হয়, ঘোষণা দিয়ে লোকদেরকে নামাজের জন্য সমবেত করেছিলেন। তারপর সম্ভবত তার জীবনের সর্বাধিক দীর্ঘ নামাজের জামাতের ইমামতি করেছিলেন। সেই নামাজের কিয়াম, রুকু, সিজদাহ মোটকথা, প্রত্যেকটি রুকন সাধারণ অভ্যাসের চেয়ে অনেক দীর্ঘ ছিলো।

অবিশ্বাসী বিজ্ঞানীরা প্রথমে যখন মহানবী (সা.) এর এ আমল সম্পর্কে জানতে পারলো, তখন তারা এটা নিয়ে বিদ্রুপ করলো (নাউযুবিল্লাহ)। তারা বললো, এ সময় এটা করার কি যৌক্তিকতা আছে? সূর্যগ্রহণের সময় চন্দ্রটি পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে বলে সূর্যগ্রহণ হয়। ব্যাস এতটুকুই! এখানে কান্না কাটি করার কি আছে? মজার বিষয় হলো,বিংশ শতাব্দীর গোড়ায় যখন এ বিষয় নিয়ে গবেষণা শুরু হলো, তখন মহানবী (সা.) এই আমলের তাৎপর্য বেরিয়ে আসলো।

আধুনিক সৌর বিজ্ঞানীদের মতে, মঙ্গল ও বৃহস্পতি গ্রহ দু’টি কক্ষপথের মধ্যবলয়ে রয়েছে এস্টিরয়ে(Asteroid), মিটিওরিট (Meteorite) ও উল্কাপিন্ড প্রভৃতি ভাসমান পাথরের এক সুবিশাল বেল্ট, এগুলোকে এককথায় গ্রহানুপুঞ্জ বলা হয়। গ্রহানুপুঞ্জের এইবেল্ট (Belt) আবিষ্কৃত হয় ১৮০১ সালে।এক একটা ঝুলন্ত পাথরের ব্যাস ১২০ মাইল থেকে ৪৫০ মাইল।বিজ্ঞানীরা আজ পাথরের এই ঝুলন্ত বেল্ট নিয়ে শঙ্কিত।কখন জানি এ বেল্ট থেকে কোন পাথর নিক্ষিপ্ত হয়ে পৃথিবীর বুকে আঘাত হানে, যা পৃথিবীর জন্য ধ্বংসের কারণ হয় কিনা? গ্রহানুপুঞ্জের পাথর খন্ডগুলোর মাঝে সংঘর্ষের ফলে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পাথরখন্ড প্রতিনিয়তই পৃথিবীর দিকে ধেয়ে আসে। কিন্তু সেগুলো পৃথিবীর বায়ুমন্ডলে এসে জ্বলে ভস্ম হয়ে যায়। কিন্তু বৃহদাকার পাথর খন্ডগুলো যদি পৃথিবীতে আঘাত করে তাহলে কি হবে? প্রায় ৬৫ মিলিয়ন বছর আগে পৃথিবীতে এমনই একটি পাথর আঘাত হেনেছিলো। এতে ডাইনোসরসহ পৃথিবীর তাবৎ উদ্ভিদ লতা গুল্ম সব ধ্বংস হয়ে গিয়েছিলো। আপনজনের (Arizon) এ যে উল্কাপিন্ড এসে পড়েছিলো তার কারণে পৃথিবীতে যে গর্ত হয়েছিলো তার গভীরতা ৬০০ ফুট এবং প্রস্থ ৩৮০০ ফুট। বিজ্ঞানীরা বলেন, সূর্য অথবা চন্দ্রগ্রহণের সময় ঝুলন্ত পাথরগুলো পৃথিবীতে ছুটে এসে আঘাত হানার আশংকা বেশী থাকে। কারণ হচ্ছে,এসময় সূর্য,চন্দ্র ও পৃথিবী একই সমান্তরালে,একই অক্ষ বরাবর থাকে ।ফলে তিনটির মধ্যাকর্ষণ শক্তি একত্রিত হয়ে ত্রিশক্তিতে রুপান্তরিত হয়। এমনি মুহূর্তে যদি কোন পাথর বেল্ট থেকে নিক্ষিপ্ত হয় তখন এই ত্রিশক্তির আকর্ষণের ফলে সেই পাথর প্রচন্ড শক্তিতে, প্রবল বেগে পৃথিবীর দিকে আসবে,এ প্রচন্ড শক্তি নিয়ে আসা পাথরটিকে প্রতিহত করা তখন পৃথিবীর বায়ুমন্ডলের পক্ষে অসম্ভব হয়ে দাড়াবে। ফলে পৃথিবীর একমাত্র পরিণতি হবে ধ্বংস।একজন বিবেকবান মানুষ যদি মহাশূন্যের এ তত্ব জানে, তাহলে তার শঙ্কিত হবারই কথা।

এই দৃষ্টিকোন থেকে সূর্য বা চন্দ্রগ্রহণের সময় মহানবী (সা.) এর সেজদারত হওয়া এবং সৃষ্টিকূলের জন্য পানাহ চাওয়ার মধ্যে আমরা একটি নিখুঁত বাস্তবতার সম্পর্ক খুঁজে পাই। মহানবী (সা.) এর এ আমলটি ছিলো যুক্তিসঙ্গত ও একান্ত বিজ্ঞানসম্মত। তাই এটিকে উৎসব না বানিয়ে আল্লাহকে ভয় করুন।সালাত আদায় করুন।

ঢাকায় সূর্যগ্রহণটি শুরু হবে সকাল ৯টা ১মিনিট ১৬ সেকেন্ডে। ১০টা ২৮মিনিট ৯ সেকেন্ডের সময়ে সর্বোচ্চ সূর্যগ্রহণ হবে; ওই সময়েই সূর্য সবচেয়ে বেশি ঢাকা পড়বে চাঁদের আড়ালে এবং সূর্যকে একটি অগ্নিবলয়ের মতো দেখাবে ।সর্বোচ্চ দুপুর ১২টা ৮মিনিট ২৫ সেকেন্ড পর্যন্ত চলবে। তাই এ সময় সালাতে দাড়িয়ে যান।অন্যদেরও বলুন প্রার্থনায় নিমগ্ন হতে যাতে এর ফলে মানুষের কোন ক্ষতি কোথাও না হয়,আল্লাহ সবাইকে হিফাযত রাখুন।

#সংগ্রহীত

15/12/2019
New channel added to Akash dth
12/12/2019

New channel added to Akash dth

Store Locator
23/11/2019

Store Locator

Price & Charges
23/11/2019

Price & Charges

এখন BRAC Bank-এর Visa অথবা Mastercard দিয়ে অনলাইন থেকে AKASH DTH সংযোগ কিনলেই ১ মাসের সাবস্ক্রিপশন একদম ফ্রি!বিস্তারিত জ...
20/11/2019

এখন BRAC Bank-এর Visa অথবা Mastercard দিয়ে অনলাইন থেকে AKASH DTH সংযোগ কিনলেই ১ মাসের সাবস্ক্রিপশন একদম ফ্রি!

বিস্তারিত জানতে কল করুন ১৬৪৪২ এ!
আকাশ কিনতে ক্লিক করুন: 01611553220, 01715220925

*অফারটি চলবে ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত।

আকাশ উৎসব এখন আরও জমজমাট! আকাশ কিনে জিতে নিন গ্র্যান্ড প্রাইজ মিশর, মালয়েশিয়া অথবা থাইল্যান্ডে ২ জনের ট্যুর প্যাকেজ! এছা...
18/11/2019

আকাশ উৎসব এখন আরও জমজমাট! আকাশ কিনে জিতে নিন গ্র্যান্ড প্রাইজ মিশর, মালয়েশিয়া অথবা থাইল্যান্ডে ২ জনের ট্যুর প্যাকেজ! এছাড়াও প্রতি সপ্তাহে থাকছে ঢাকা-কলকাতা-ঢাকা ২ জনের বিমান টিকেটসহ ২৫০ টি পুরস্কার! সর্বমোট ১,০০০ টিরও বেশি পুরস্কার জিতে নিতে আজই চলে আসুন আকাশ-এর ঝকঝকে টিভি দেখার নতুন দুনিয়ায়

AKASH is the first ever Direct To Home (DTH) service launched in Bangladesh by BEXIMCO. With an aim to win the hearts of millions, AKASH will redefine TV viewing experience completely. Rest assured, your TV will never be the same again!

18/11/2019

মেতে উঠুন জমজমাট সেলিব্রেশনে!
আকাশ উৎসব-এ চলে আসুন ঝকঝকে টিভি দেখার নতুন দুনিয়ায় মাত্র ৫,৪৯৯ টাকায়!

আকাশ কিনতে কল করুন: 01611553220, 01715220925

18/11/2019

মেতে উঠুন জমজমাট সেলিব্রেশনে!
আকাশ উৎসব-এ চলে আসুন ঝকঝকে টিভি দেখার নতুন দুনিয়ায় মাত্র ৫,৪৯৯ টাকায়!

আকাশ কিনতে কল করুন: 01611553220, 01715220925

18/11/2019

মেতে উঠুন জমজমাট সেলিব্রেশনে!
আকাশ উৎসব-এ চলে আসুন ঝকঝকে টিভি দেখার নতুন দুনিয়ায় মাত্র ৫,৪৯৯ টাকায়!

আকাশ কিনতে কল করুন: 01611553220, 01715220925

18/11/2019

মেতে উঠুন জমজমাট সেলিব্রেশনে! আকাশ উৎসব-এ চলে আসুন ঝকঝকে টিভি দেখার নতুন দুনিয়ায় মাত্র ৫,৪৯৯ টাকায়! আকাশ কিনতে .....

18/11/2019

Address

Plot#47, Road#1 Shyampur Kadamtoly Rajuk Abashik Society
Dhaka
1204

Telephone

+8801611553220

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akash Dth-Shyampur Kadamtoli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akash Dth-Shyampur Kadamtoli:

Videos

Share