Zahid's Insights

Zahid's Insights We create happiness �
(1)

১০০ টাকায় ৩০ মিনিট।যে পরিবেশ, ১০০% টাকা উসুল।উত্তরা দিয়াবাড়িতে শেষ বিকেলে কায়াকিং করলে দারুণ একটা অভিজ্ঞতা হয়।ঢাকার খুব ...
19/09/2025

১০০ টাকায় ৩০ মিনিট।
যে পরিবেশ, ১০০% টাকা উসুল।

উত্তরা দিয়াবাড়িতে শেষ বিকেলে কায়াকিং করলে দারুণ একটা অভিজ্ঞতা হয়।
ঢাকার খুব কাছে এমন পরিবেশ দ্বিতীয় নাই, ট্রাই করতে পারেন।

19/09/2025

মাঝে মাঝে মন চায়, বাইক বিক্রি করে রিকশা কিনি 🙄

18/09/2025

চিল বা দারুণ মোমেন্টের জন্য গার্লফ্রেন্ড বা বউ মেন্ডোটারি না, ভাই-ব্রাদারকে নিয়েও দারুণ সময় কাটানো যায়।

15/09/2025

টাকার অভাবে না খেয়ে ডায়েট করি 😬

15/09/2025

বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় যেভাবে নির্ধারণ করা হয় 😬

14/09/2025

আজ আমার রক্তের উছিলায় বাঁচবে কোনো অচেনা প্রাণ – এই অনুভূতিই আলাদা 😊💞

A simple smile can change everything 😊
14/09/2025

A simple smile can change everything 😊

ব্লাড ডোনেট! একটা ছোট্ট কাজ, কিন্তু বিশাল প্রভাব। আজ আমার দেওয়া রক্ত হয়তো কোনো অচেনা মানুষকে জীবনের দ্বিতীয় সুযোগ দেবে। ...
13/09/2025

ব্লাড ডোনেট! একটা ছোট্ট কাজ, কিন্তু বিশাল প্রভাব। আজ আমার দেওয়া রক্ত হয়তো কোনো অচেনা মানুষকে জীবনের দ্বিতীয় সুযোগ দেবে। তুমিও পারো হিরো হতে, কেবল এক ব্যাগ রক্ত দিয়েই।

শাওন খান বললো আর কত শাক-পাতা খাইবা, আসো মিষ্টি আর দই খাওয়াই 🧑‍🤝‍🧑ধন্যবাদ খান সাহেব।
11/09/2025

শাওন খান বললো আর কত শাক-পাতা খাইবা, আসো মিষ্টি আর দই খাওয়াই 🧑‍🤝‍🧑

ধন্যবাদ খান সাহেব।

এই ঢাকায় আমার একটা ভাই ছিলো, যারে আমার মাস্টার কপি মনে করতাম।যার কাছে দুঃখের কথা বলা যাইতো, সুখের কথা বলা যাইতো।যে কথাগু...
10/09/2025

এই ঢাকায় আমার একটা ভাই ছিলো, যারে আমার মাস্টার কপি মনে করতাম।
যার কাছে দুঃখের কথা বলা যাইতো, সুখের কথা বলা যাইতো।
যে কথাগুলো দুনিয়ার কারো কাছে বলা যাইতো না, সেই কথা ভাইয়ের কাছে বলা যাইতো।

১০-৬ টার অফিস শেষ করে ভাইয়ের সাথে গভীর রাত পর্যন্ত কত আড্ডা দিয়েছি পল্টনে, ফকিরাপুল কিংবা রাজউক ভবনের আশেপাশে।
বইমেলায় যতদিন গিয়েছি শুধু ভাইয়ের সাথে, ভাইয়ের জন্যই গিয়েছি।
সারাদিনের মাত্রাতিরিক্ত পরিশ্রম করে কত টিএসসি, ভিসি চত্তরে সময় কাটিয়েছি।
দুনিয়ার যত পরিশ্রম হোক, ভাইয়ের সাথে সময় কাটানো ছিলো আমার ভালো মোমেন্ট।

সেই ভাই সবকিছু ছেড়ে চলে গেলেন। লন্ডনে নিজের একাডেমিক ক্যারিয়ারের জন্য চলে গেলেন।

কোনকিছু লিখতে চাইছিলাম না, বাস্তবতা নাকি মেনে নিতে হয়।
বিমানবন্দরে এগিয়ে দেওয়ার পর কয়েক ঘন্টা হয়ে গেলো, ভাই বাংলাদেশ থেকে বহু দূরে এখন।
সময় যত যাচ্ছে, খারাপ লাগার অনূভুতি আরো বেশি হচ্ছে।
অফিস শেষ করে বাসায় এসে রুমের লাইট বন্ধ করে শুয়ে আছি, মনে হচ্ছে ভাই অল্প অল্প করে দূরে চলে যাচ্ছে।
চোখ বন্ধ করলে অনুধাবন করতে পারতেছি, এই শহরে আমার
বলতে আর কেও রইলো না।

জানিনা কোনদিন আগের মতো সময় কাটাতে পারবো কিনা।
তবে ভাইয়ের ভবিষ্যৎ ভালো হোক৷ স্বপ্ন পূরন হোক।
আপনারা যারা আমাকে আর জাহিদ ভাইকে চেনেন, প্লিজ দোয়াতে ভাইকে রাইখেন।

08/09/2025

টাকার অভাবে না খেয়ে ডায়েট করি 😬

07/09/2025

টাকার অভাবে না খেয়ে ডায়েট করি 😬

Address

Dhanmondi
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Zahid's Insights posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zahid's Insights:

Share