Nate Rasul

Nate Rasul Islamic Music Collection:(Hamd,Naat & Islamic Songs)
ইসলামি সংগীত সংগ্রহঃ(হামদ,নাত এবং ইসলামি সংগীত)

👉 হামাসের প্রতিষ্ঠাতা শায়েখ আহমাদ ইয়াসিন বলেছিলেন যে, আগে জানতাম গাজা ইজরায়েলের দখলে কিন্তু এখন বুঝতে পারছি শুধু গাজা ছা...
19/10/2023

👉 হামাসের প্রতিষ্ঠাতা শায়েখ আহমাদ ইয়াসিন বলেছিলেন যে, আগে জানতাম গাজা ইজরায়েলের দখলে কিন্তু এখন বুঝতে পারছি শুধু গাজা ছাড়া পুরো আরব বিশ্ব ইজরায়েলের দখলে। 🤐😥😭

তাই উনার ভাষ্য দ্বারা প্রতীয়মান হচ্ছে যে, ফিলিস্তিন - ইজরায়েল ইস্যুতে মুসলিম রাষ্ট্র প্রধানদের ঐক্য কামনা নেহাৎ স্বপ্ন ব্যতীত ফলপ্রসু হবে না। 😥😭

অপর দিকে সহীহ্ শায়েখগন প্রত্যক্ষভাবে ইজরায়েলের পক্ষে কথা বলতে না পারলেও পরোক্ষভাবে তাদের গো/লামী করছে তাই জিহাদের বিপক্ষে অবস্থান নিয়েছে।🤐😡

তাই এখন আমাদের আল্লাহর সাহায্য কামনা করা ছাড়া কিছুই করার নেই।🙏🤲

17/10/2023

চলেন একবার সাইয়্যেদুল ইস্তেগফার পড়ি।

اَللّٰهُمَّ أَنْتَ رَبِّيْ لَا إِلٰهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ

وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ

أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوْءُ بِذَنْبِيْ

فَاغْفِرْ لِيْ فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوْبَ إِلَّا أَنْتَ

আল্লাহুম্মা আংতা রব্বী লা ইলা-হা ইল্লা আংতা খলাকতানী ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা তু ও আউজুবিকা মিং শাররি মা সানা'তু আবুউলাকা বিনি'মাতিকা আলাইয়্যা ওয়া আবুউ বিজাম্বি ফাগফিরলি, ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আংতা

পড়া শেষে আলহামদুলিল্লাহ।

12/10/2023

🥀 যে মালিক সারাক্ষণ নিঃশ্বাস 🗣️ চালু রেখেছেন সেই মালিকের শুকরিয়া আদায় করি 🥰🖤

- আলহামদুলিল্লাহ-"💙🫶🌸🥀

🥀🤚 হাজার হাজার হাফেজদের কলিজার টুকরা, কচুয়ার গর্ব, শায়েখ হাফেজ আব্দুল হক সাহেবের নসিহত।হিফজ পড়াতে ইচ্ছুক সম্মানিত অভিভা...
17/05/2023

🥀🤚 হাজার হাজার হাফেজদের কলিজার টুকরা, কচুয়ার গর্ব, শায়েখ হাফেজ আব্দুল হক সাহেবের নসিহত।

হিফজ পড়াতে ইচ্ছুক সম্মানিত অভিভাবকদের প্রতি পরামর্শ।

👉 এক : বাচ্চা মেধাবী হলে হিফজে দিন। মেধা দুর্বল হলে হিফজে না দেওয়াই ভালো ।

👉 দুই : মেধা ভালো। হিফজে দিছেন। কিন্তু সে হিফজে পড়তে বিলকুল আগ্রহী না। অসহ্য লাগে। পালিয়ে আসে। হিফজের চিন্তা বাদ দিয়ে ক্লাসে ভর্তি করে দিন।

👉 তিন : মেধা দুর্বল। তবুও আশা করে হিফজে দিছেন, পারছে না। শত চেষ্টা করেও হচ্ছে না। অতিরিক্ত চাপ না দিয়ে ক্লাসে ভর্তি করে দিন।

👉 চার : নূরানী ৩য় ক্লাস পাশ করে হিফজে দিন। জীবনের শুরুতেই হিফযে দেওয়া চরম ভুল। এতে অনেক সমস্যা দেখা দেয়।

👉 পাঁচ : হাফেজ হওয়া ফরয ওয়াজিব কিছু না। 🚮 অতিরিক্ত আবেগী হয়ে বাচ্চার সময় নষ্ট করবেন না।🚫

👉 ছয় : উস্তাদের দোয়া নিন। উস্তাদকে সর্বোচ্চ সম্মান করুন। উস্তাদের দোয়া ও আন্তরিক প্রচেষ্টা ছাড়া বাচ্চার পড়ার উন্নতি হবে না।

👉 সাত : আল্লাহর খাস রহমত ও বাচ্চার স্বতস্ফুর্ত অবিরাম চেষ্টা সাধনা ছাড়া হাফেজ হওয়া যায় না। এজন্য হালাল হারাম মেনে চলুন। বেশি বেশি দোয়া ও আমল করতে থাকুন।

👉 আট : হাফেজ হওয়া সম্মানের সৌভাগ্যের। তবে বাচ্চার অবস্হা বিবেচনা করতে হবে। অভিভাবকের ভুলের কারণে বাচ্চার জীবন যেন হুমকির মুখে না পড়ে।♿

👉 নয় : হাফেজ হওয়ার পর ভালো আলেম বানানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করুন। শুধু হাফেয হওয়ার মধ্যে পরিপূর্ণ কল্যাণ নেই।

👉 অভিভাবকদের প্রতি ছোট একটি আবেদন 🙏
এই ভুল কেউ করবেন না 🚫⚠️

ইলম আসার জন্য উস্তাদের দোয়া নিন। উস্তাদকে সর্বোচ্চ সম্মান করুন। উস্তাদের দোয়া ও আন্তরিক প্রচেষ্টা ছাড়া বাচ্চার লেখা পড়ার উন্নতি হবে না।
উস্তাদের সাথে যে গার্ডিয়ান যত ভদ্র আচরণ করবে, তার ছেলে উস্তাদকে তত বেশি সম্মান করবে। এমনকি যে গার্ডিয়ান উস্তাদের সাথে খারাপ আচরন করবে, তার সন্তানের ভবিষ্যৎ জীবন নষ্ট করার জন্য নিজে দায়ী থাকবে ।

আল্লাহ আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন।

04/05/2023

🥀 میں قبر اندھیری میں
😥 گھبراؤنگا جب تنہا
🤲امداد میری کرنے
آجانا مرے آقا🤲🥀

🥀আমি যখন কবরে অন্ধকারে ঘাবড়ে কাঁপবো 😥
🤲আমাকে মদদ করার জন্য এসে যাইয়েন হে আমার আক্বা🤲

আমিন বিহুরমাতি সাইয়্যেদিল মুরসালিন।

দৈনিক যুগান্তরের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মহোদয়ের বক্তব্যের আলোকে অনলাইন জরিপে মতামত দিন। লিংকটিতে গিয়ে হ্যাঁ...
16/01/2023

দৈনিক যুগান্তরের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মহোদয়ের বক্তব্যের আলোকে অনলাইন জরিপে মতামত দিন। লিংকটিতে গিয়ে হ্যাঁ অপশনে ক্লিক করুন।
https://www.jugantor.com/online-poll/home/373?page=89

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Nate Rasul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nate Rasul:

Share