10/06/2024
"পড়া" নিয়ে কিছুকথা
বিহারিণী এক ভদ্র মহিলা গিয়েছেন বাজারে,স্বামীর জন্মদিনের জন্য উপহার কিনতে।দোকানদার এটা দেখায়,সেটা শোঁকায়, এটা নাড়ে, সেটা কাড়ে, কিন্তু গরবিনি ধনীর কিছুই আর মন মত হয়না।সব কিছুই তার স্বামীর ভান্ডারে রয়েছে।শেষটায় দোকানদার নিরাশ হয়ে বললেন, "তবে একখানা ভালো বই দিলে হয় না?"
গরবিনি ভদ্র মহিলা নাসিকা কুঞ্চিত করে বললেন, "সে -ও তো ওঁর একখানা রয়েছে।"
অজ্ঞ অশিক্ষিত মানুষের কথা থাক - আমাদের দেশের বহু শিক্ষিত মানুষের ব্যাপারটা আসলেই কি এমন নয়? শো - হিসেবে একটা কিংবা দুটো বইয়ে জীবন পার। অনেকের অবস্থাতো এর চাইতেও ভয়াবহ। বহু বহু ডিগ্রিধারী নাক উঁচু শিক্ষিত জনাবদের বাড়ি-বাসা তন্ন তন্ন করে খুঁজেও হয়তো পড়ার মত একটা বই পাওয়া যাবে না।অ্যাকাডেমিক বইয়ের কথা আলাদা। অনেকে অবশ্য শিক্ষা জীবনের সমাপ্তীর পর বস্তা ভরে তা- ও স্বল্প মূল্যে বিক্রি করে দেয়।
অথচ একজন মসুলমান - যার জীবন বিধানের প্রথম আদেশ "পড়ো" তার পড়াশোনার, জানাশোনার ব্যাপ্তি হওয়ার কথা ছিলো কত ব্যাপক ও বিস্তৃত।জ্ঞান ও বিজ্ঞানে ছাড়িয়ে যাওয়ার কথা ছিলো সকল জাতিকে।একবার ছাড়িয়েছিল।
কিন্তু যখন থেকে এ জাতি পড়াশোনা ও জানা শোনা ত্যাগ করেছে, তখন থেকেই নিজের আত্নশক্তি হারিয়ে অন্যের মুখাপেক্ষী হয়েছে। আল্লাহ আমাদের আরো বেশি জানা ও আমল করার তৌফিক দান করুন,,আমীন❤️