29/03/2025
মানুষের সাথে অমানুষের বিয়ে!!!!
৪৩তম বিসিএসের গেজেট থেকে বাদ পড়া একজনের নাকি বিয়ে ভেঙে গেছে, প্রাইমারি ৩য় ধাপের রেজাল্ট আটকে থাকায় নাকি বহু মেয়ের বিয়ের কথাবার্তা অগ্রসর হয়নি, অনেকের বিয়ে ভেঙেছে। আমার পরিচিত এক ব্যাংক কর্মকর্তার চাকরি চলে যাওয়ার পর Engagement হয়ে থাকা বিয়ে ভেঙেছে। ভয়ংকর একটা চিত্র দেখতে পেয়েছি আরেকটা ঘটনায়। আমার ব্যাচের এক স্টুডেন্ট প্রাইমারিতে জয়েন করার পর ৫/৭টা বিয়ের প্রস্তাব আসে, ওই ছেলে বিসিএস ও নবম গ্রেডের জবের প্রস্তুতির জন্য চাকরি ছেড়ে দেয় কারণ পরিবারের আর্থিক অবস্থা ভালো কিন্তু চাকরি ছেড়ে দেওয়ার পর বিয়ের কোন প্রস্তাবই পায়নি!!!
এখন আর মানুষের সাথে মানুষের বিয়ে হয়না, বিয়ে হয়......আমি!
অমানুষরা সুখি হয়😭