মিম্মি - সুন্দরী বিলাই

মিম্মি - সুন্দরী বিলাই Its about life style, health and beauty
(1)

পি করে করে সোফার বারোটা তেরোটা বাজায় দিছে।ক্লিন করেও গন্ধ যেতে চায় না।লোক দিয়ে পরিষ্কার করার সময় পাহাড়া দিচ্ছে কাজ ...
12/08/2025

পি করে করে সোফার বারোটা তেরোটা বাজায় দিছে।
ক্লিন করেও গন্ধ যেতে চায় না।
লোক দিয়ে পরিষ্কার করার সময় পাহাড়া দিচ্ছে কাজ ঠিক মত হচ্ছে কিনা।
মুতবে নিজে আবার ঠিক মত পরিষ্কার ও করা লাগবে।🤣🤣🤣
মিম্মি - সুন্দরী বিলাই

বলেন দেখি এর পলির ভেতরে কি আছে???
10/08/2025

বলেন দেখি এর পলির ভেতরে কি আছে???

01/08/2025

বিলাই নাকি ঘাস খায়। আমার মিম্মি ও খাইতো।
কিন্ত ভাই এ যেনতেন বিলাই না।মহা জমিদার।
ঘাস মুখের সামনে ধরে অনেক অন্যায় করে ফেলেছি।।২জনের রিয়্যাকশন টা শুধু দেখেন।
এখন আমার এই অপরাধের কি শাস্তি হওয়া উচিত ?
🙄🙄🙄
মিম্মি - সুন্দরী বিলাই

হিউম্যানের বাচ্চা খাবার না দিয়া ফটোশুট করতেছে।আমার লাগছে ক্ষুধা।মনডায় চায় ক্যাটফুড না খাইয়্যা ওর ঘাড় মটকায়ে খাই।
31/07/2025

হিউম্যানের বাচ্চা খাবার না দিয়া ফটোশুট করতেছে।আমার লাগছে ক্ষুধা।
মনডায় চায় ক্যাটফুড না খাইয়্যা ওর ঘাড় মটকায়ে খাই।

গুড নাইট গাইচচচ। রাতের খাবার এইতু বেশিই মজা ছিল। আপনারা আবার অন্য কিছু ভাইবেন না।আমরা ঘুমাই।
30/07/2025

গুড নাইট গাইচচচ।
রাতের খাবার এইতু বেশিই মজা ছিল।
আপনারা আবার অন্য কিছু ভাইবেন না।আমরা ঘুমাই।

বাংলাদেশের বিলাই জাতির সুদর্শন পুরুষের একজন। অ্যাওয়ার্ড টা কুট্টুস কে দিলেও পারতো। হেতির থেকে লক্ষ্য গুন ভাল দেখতে 😁😁😁😁...
30/07/2025

বাংলাদেশের বিলাই জাতির সুদর্শন পুরুষের একজন।
অ্যাওয়ার্ড টা কুট্টুস কে দিলেও পারতো। হেতির থেকে লক্ষ্য গুন ভাল দেখতে 😁😁😁😁।
চিল্লাই বলেন কথা ঠিক কিনা??
মিম্মি - সুন্দরী বিলাই

মাশাআল্লাহ মাশাআল্লাহ। নজর দিয়েন না কেউ।

কুট্টুস :আম্মা এত বড় বিছানায় তো আমার  একা ঘুম আসে না।।।এখন আম্মা ৩ টা পাশ বালিশ এনে দিয়েছে ঘুমানোর জন্য। কি আর বলবো গ...
29/07/2025

কুট্টুস :আম্মা এত বড় বিছানায় তো আমার একা ঘুম আসে না।।।
এখন আম্মা ৩ টা পাশ বালিশ এনে দিয়েছে ঘুমানোর জন্য।

কি আর বলবো গাইচচচ জীবনটা মনে হয় পাশ বালিশ নিয়েই কেটে যাবে 😭😭😭।।।
কারো বাসায় ছুন্দরি মেয়ে থাকলে আমাকে নিয়ে যাও পিলিজ।
মিম্মি - সুন্দরী বিলাই

মাইলস্টোনের উপর বিমান বিধ্বস্তের ঘটনায় যাদের পাওয়া যাচ্ছে  না-১। সাইবা জাহান (ক্লাস ফোর, আইডি- ২২৭৬)২। সাজিদ আহমেদ সানি ...
22/07/2025

মাইলস্টোনের উপর বিমান বিধ্বস্তের ঘটনায় যাদের পাওয়া যাচ্ছে না-

১। সাইবা জাহান (ক্লাস ফোর, আইডি- ২২৭৬)
২। সাজিদ আহমেদ সানি (এইচএসসি ক্যান্ডিডেট)
৩। মাহতাব রহমান (ক্লাস সেভেন, আইডি- ১০১৪)
৪। নুসরাত জাহান আনিকা (ক্লাস থ্রি, মারা গেছে বাবুটা)
৫। এরিকসন (জাতীয় বার্ন ইন্সটিটিউটে আছে)
৬। নাজিহা (ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আছে)
৭। মোনতাহা তোয়া কর্নো (ক্লাস থ্রি, আইডি- ২০৩১)
৮। আফিয়া উম্মে মরিয়ম (ক্লাস থ্রি, বিভাগ- আকাশ)
৯। সোহান হাসান নিহাদ (খোঁজ পাওয়া গেছে, সুস্থ আছে)
১০। মুহতাসিম হক ফুয়াদ (ক্লাস এইট, সুস্থ আছে পাওয়া গেছে)
১১। আসমাউল হুসনা জায়রা (ক্লাস থ্রি, সুস্থ তবে অভিভাবক খোঁজা হচ্ছে)
১২। সাদ সালাহউদ্দিন (ক্লাস থ্রি)
১৩। লামিয়া আক্তার সোনিয়া (পোড়া রোগীর পকেট থেকে আইডি কার্ড পাওয়া গেছে)
১৪। রাফসি আক্তার রাফি (ক্লাস ফোর, আইডি- ২৩৫৭ ওর বাবা-মা'কে খুঁজছি)
১৫। সায়মা আক্তার (ক্লাস থ্রি, বিভাগ- ক্লাউড, সিএমএইচে মারা গেছে)
১৬। এমডি জিহাদ (কলেজ শিক্ষার্থী, সুস্থ আছে পাওয়া গেছে)
১৭। মেহনাজ আফরিন হুমাইরা (ক্লাস টু, আইডি-১৮২৫ বাবুটা মারা গেছে)
১৮। রাইসা (ক্লাস থ্রি, বার্ন ইনস্টিটিউটে পাওয়া গেছে)

(এই পোস্টটি আপডেট হতে থাকবে)

বার্ণ ইন্সটিটিউট, ঢাকা মেডিকেল কলেজ
– এ সর্বশেষ দগ্ধ রোগীদের ভর্তির তালিকা-

তালিকাভুক্ত দগ্ধরা হলেন:
1. শামীম ইউসুফ (১৪)
2. কাব্য (বয়স অনির্দিষ্ট)
3. আবিদূর রহমান (১০)
4. রুফিয়া বড়ুয়া (১০)
5. সায়েম ইউসুফ (১৪)
6. তানভির (বয়স অনির্দিষ্ট)
7. মুনতাহা (১০)
8. নাফি (৯)
9. মেহেনুর (১২)
10. আয়ান (১৪)
11. জায়মা (১৩)
12. লোরিন (৩০)
13. রোহান (১৪)
14. আবিদ (৯)
15. আশরাফ (৩৭)
16. ইউশা (১১)
17. পায়েল (১২)
18. আলবেরা (১০)
19. তাসমিয়া (১৫)
20. মাহিয়া (বয়স অনির্দিষ্ট)
21. সায়েবা (৯)
22. ফয়েজ (১৪)
23. মাসুমা (৩৮)
24. মাহাতাব (১৪)
25. শামীম (১৪)
26. জাকির (৫৫)
27. নিলয় (বয়স অনির্দিষ্ট)
28 . সায়রা (১০)
29. নাফিজ (বয়স অনির্দিষ্ট)
30. তৌফিক (১৩)
31. নিশি (২৮)
32. নুসরাত (১২)
33. আরিয়ান (১৩)
34. বাপ্পি (১০)
35. জুনায়েদ (১২)
36. তাসনুবা মাহবিন (১১)
37. ফারজানা ইয়াসমিন রিনা (৪৫)
38. মাকিন (১৫)
39. শ্রেয়া (৯)
40. ইরিকশন (১৩)
41. রাইসা (১১)

এই ৪২ জন রোগী বর্তমানে ভর্তি রয়েছেন। যাদের সন্তান নিখোঁজ, অনুগ্রহ করে নাম দেখে মিলিয়ে নিন এবং যত দ্রুত সম্ভব হাসপাতালের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো।

বিঃদ্রঃ- বিস্তারিত জানতে ও সহযোগিতার জন্য বার্ণ ইনস্টিটিউটে যোগাযোগ করুন।
Copy post


আর সকালে উঠার তাড়া নেই।আর ঘুম ভাঙবে না কোন দিন।আর জোর করে ঘুম থেকে ওঠাতে হবে না ওদের।🥺🥺ওরা যে চিরতরে ঘুমিয়ে গেছে।ঘর জু...
21/07/2025

আর সকালে উঠার তাড়া নেই।আর ঘুম ভাঙবে না কোন দিন।আর জোর করে ঘুম থেকে ওঠাতে হবে না ওদের।🥺🥺
ওরা যে চিরতরে ঘুমিয়ে গেছে।
ঘর জুড়ে আর ছুটাছুটি দুষ্টুমী করে বেড়াতে না কেউ।আর কোন নিষেধ নেই।
ওপারে ভাল থাকিস তোরা।
এই দেশ তোদের জন্য না। জান্নাতের পাখি।
এই বাবা মা কিভাবে বাচবে?কিভাবে ঐ ঘরে বসবাস করবে আল্লাহ।
আমাদের ক্ষমা করুন। আমাদের ভুলের শাস্তি আমাদের
কেই দিন।আমাদের সন্তানদের না🙏🙏।

21/07/2025

কি বলবো?
দোষটা কাকে দিয়ে নিজের মনকে শান্ত করবো?

হতভাগ্য পাইলটকে যার গ্রাউন্ড অফিসার হয়তো ঠিকভাবে প্লেন চেকই করে নাই!?

সরকারকে? যারা কিনা আজও অন্যের ফেলে দেওয়া প্লেন দিয়ে ট্রেনিং করায় জনবসতিপূর্ণ এলাকায়।

নাকি খোদারে দিবো এই জাহান্নামে নিয়তি ঠিক করার জন্য?

তার উপর আছে কিছু অমানুষের বাচ্চা যাদের চোখের সামনে গলে যাওয়া চামড়া নিয়ে ছোটাছুটি করছে অবুঝ শিশুরা আর তারা করে যাচ্ছে ভিডিও।
Copy post
Video :collected

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when মিম্মি - সুন্দরী বিলাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মিম্মি - সুন্দরী বিলাই:

Share