Israt Muntaha

Israt Muntaha Assalamu Alaikum everyone, please follow, like and share my page.

20/12/2024

Trending dance 🤗

আসসালামু আলাইকুম সবাইকে 🥰💞
17/10/2024

আসসালামু আলাইকুম সবাইকে 🥰💞

কেমন আছেন সবাই 🥰💞
16/10/2024

কেমন আছেন সবাই 🥰💞

29/08/2024

এক সময় শিক্ষকদের ভয়ে শিক্ষার্থীরা নীরবতা পালন করত🤭
আর এখন শিক্ষার্থীদের ভয়ে শিক্ষকরা নীরবতা পালন করছেন🫢😥
আখেরি যামানায় পৌছে গেছি,
তাতে কোন সন্দেহ নেই 😔😥🥺

এটাই বুঝি কারবালার আকাশ। সেই রক্তাক্ত স্মৃতি তার বুক জুড়ে ধারণ করেছে।
15/07/2024

এটাই বুঝি কারবালার আকাশ। সেই রক্তাক্ত স্মৃতি তার বুক জুড়ে ধারণ করেছে।

সুবাহান আল্লাহ। আল্লাহ তায়ালার কি অপরূপ মহিমা 💞
15/07/2024

সুবাহান আল্লাহ। আল্লাহ তায়ালার কি অপরূপ মহিমা 💞

02/07/2024

লাইভটা কেটে গেল 😥

এর সৌন্দর্যের প্রেমে না পড়ে পারা যায় না 💞🫶
02/07/2024

এর সৌন্দর্যের প্রেমে না পড়ে পারা যায় না 💞🫶

কুরবানী সমাচার 🙂এক পরিচিত জনের বাসা থেকে কোরবানির গরুর গোশত পেলাম। তার ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। এর প্রধান উদ্দেশ্য...
25/06/2024

কুরবানী সমাচার 🙂

এক পরিচিত জনের বাসা থেকে কোরবানির গরুর গোশত পেলাম। তার ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। এর প্রধান উদ্দেশ্য হল, এইরকম পরিস্থিতিতে কম বেশি আমরা অনেকেই পরি। কিন্তু এই বিষয়গুলো আমরা চক্ষু লজ্জা অথবা ব্যক্তিত্বের দিকে তাকিয়ে কখনোই বোঝাতে পারিনা। যদিও বিষয়টা এড়িয়ে যাওয়া যায়। এবার আসি আসল কথায়। এই যে ছবির মধ্যে দেখতে পাচ্ছেন কোরবানির গোশত গুলো। একটা প্যাকেটের মধ্যে প্রায় তিন কেজি পরিমাণ গোশত ছিল। যেহেতু ঈদের অনেকদিন হয়ে গেছে এই সময় অনেকের ফ্রিজেই জায়গা সংকট। আমারও তাই একই অবস্থা। আর প্যাকেটটা ছিল ফ্রোজেন করা সে ক্ষেত্রে কিছুতেই ফ্রিজে রাখা যাচ্ছিল না। তাই ভাবলাম গোস্ত গুলো নরমাল করে আবার পুনরায় প্যাকেজিং করে রাখবো। যেই ভাবা সেই কাজ। নরমাল হওয়ার পর যখন আমি প্যাকেজিং করতে গেলাম ৩ কেজির মধ্যে ৮০০ গ্রামের মতো গোশত ছিল, আর বাকি সম্পূর্ণটাই ছিল তেল চর্বি উচ্ছিষ্ট। যা কোন ভাবেই খাওয়ার উপযুক্ত নয়। এখন কথা হল। আমাদের সমাজে এমন অনেকেই আছে যারা কিনা কোরবানি কে একটি উৎসবের মতো উদযাপন করি। আবার অনেকেই আছি যারা কোরবানি কে কোরবানির মতই পালন করি। কথাটা এজন্য বললাম কাউকে কতটুকু পরিমান গোশত বিতরণ করলেন সেটা আল্লাহর কাছে কোরবানির মূল বিষয় না আপনি কতটুকু সৎ উদ্দেশ্যে কোরবানি করলেন সেটাই মূল বিষয়। আপনি যদি লোক দেখানোর উদ্দেশ্যে কোরবানি করেন সেক্ষেত্রে তো আপনার কোরবানি হবেই না। আপনি গোশতের পরিমাণ যত বেশি বিতরণ করেন না কেন। আবার যদি আপনি আল্লাহর জন্য কোরবানি করেন, সেক্ষেত্রে আপনার গোশতের পরিমান কতটুকু হইলো সেটা দেখার বিষয় না সেটা হোক ২-৪ পিস গরুর গোস্ত। যারা বোঝার তারা আপনার মানসিকতা দেখেই বুঝবে। আর যারা বুঝবে না তারা আপনার বড় প্যাকেট দেখেও বুঝবে না। আপনি নিজে যেই খাবারটা খাবার উপযুক্ত মনে করবেন সেটাই অন্যকে দিবেন। যেটা আপনি নিজে খেতে পারবেন না সেটা অন্যকে দেয়ার উদ্দেশ্য কোরবানি না। পশু কোরবানির আগে আপনার ভেতরের পশুত্বকে কুরবানী করবেন এটাই কোরবানির মূল উদ্দেশ্য। আর এই কথাটা বোঝানোই আমার মূল উদ্দেশ্য। তাই কেউ ভুল বুঝবেন না। আল্লাহ তাআলা যেমন কুরবানির জন্য হালাল চতুষ্পদ পশুকে নির্ধারণ করেছেন ঠিক তেমনভাবে ওই পশুর জন্য হালাল উপার্জন কেউ নির্ধারণ করেছেন। আপনার হারাম উপার্জন দ্বারা যদি আপনি হালাল কাজ সম্পন্ন করেন তাহলে সূত্র অনুযায়ি ফলাফলটা মাইনাস দাঁড়াবে। তাই কত বড় প্যাকেট করলেন সেটা মোক্ষম বিষয় নয়। কত বড় গরু কিনলেন সেটাও মোক্ষম বিষয় নয়। আপনি আল্লাহ তাআলার একটি হুকুম পালন করছেন সেটাই বড় কথা। আর সেই কাজটা কতটুকু হালাল উদ্দেশ্যে করলেন এটাই মুখ্য বিষয়।

আসুন কোরবানি কে আমরা কোরবানির মতই উদযাপন করি। কোন লোক দেখানো উৎসবের মত না।

20/06/2024

বাবার পরিচয় আর সততার চেয়ে বড় আভিজাত্য, দুনিয়াতে আর একটাও নাই। মানে কিচ্ছু নাই।এটাই চিরন্তন সত্য। অন্তত এই বয়সে এসে এটা বোঝার শতভাগ ক্ষমতা আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ।

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Samir Mahmud
18/06/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Samir Mahmud

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my peers!
11/06/2024

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my peers!

09/06/2024

মেয়েদের দের অবশ্যই স্বাধীনতা থাকা দরকার। তবে স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা নয়। স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতার মধ্যে, অনেক তফাৎ।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Israt Muntaha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Israt Muntaha:

Videos

Share

Category