Mohammad Safkat Rana

Mohammad Safkat Rana Please Like My Page, Comment & Share to Others. Please Drop a Review
Thank you very Much
(32)

22/08/2025

Never blame anyone in your life.
Good people give you happiness.
Bad people give you experience.
The worst people give you a lesson, and the best people give you memories.

22/07/2025

উত্তরায় বিমান বিধ্বস্ত: রাষ্ট্রীয় শোকে দেশ

21/07/2025

উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘ*টনা

আজ স্কুল ছুটির ঠিক মুহূর্তে দিয়াবাড়ি মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের একটি ভবনের উপর বিমান বি*ধ্বস্ত হয়েছে। ভবনটিতে ছোট ছোট শিশুদের ক্লাস হতো। ক্লাস শেষে ছুটির সময়ে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘ*টনায় অনেক নিরীহ শিশু ও শিক্ষক পুড়ে মারা*ত্মকভাবে আহত হয়েছেন।

এই সন্তানরা আমাদেরই সন্তান। আমাদের সবার দায়িত্ব এখন তাদের পাশে দাঁড়ানো।
রক্তের প্রচণ্ড প্রয়োজন হতে পারে, আপনার একটি রক্তদান একটি প্রাণ বাঁচাতে পারে।

📍 রক্তদান করতে পারেন এই হাসপাতালগুলোতে:
✅ ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
✅ কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
✅ উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
✅ কুয়েত মৈত্রী হাসপাতাল
✅ উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
✅ মনসুর আলী মেডিকেল কলেজ

দয়া করে দুর্ঘটনাস্থলে ভিড় না করে উদ্ধারকাজে সহযোগিতা করুন।

কেউ চিনে থাকলে প্লিজ বাচ্চার বাবা- মাকে ইনফর্ম  করুন বাংলাদেশ মেডিকেলে এডমিটেড 😪
21/07/2025

কেউ চিনে থাকলে প্লিজ বাচ্চার বাবা- মাকে ইনফর্ম করুন
বাংলাদেশ মেডিকেলে এডমিটেড 😪

21/07/2025

রেড এলাট 🛑⛔
উওরার বিমান দুর্ঘটনা
মাইলস্টোন স্কুলের ক্লাস রুমে এসে বিমান ব্লাস্ট হয়
১০০+ ছাত্রছাএী পুরো শরির পুড়ে গেছে। যার যার ছোট ভাই বোন ওই খানে পড়া লেখা করে খবর নিন
উওরার সকল হসপিটালে ব্লাড প্রয়োজন
শতশত ব্যাগ রক্ত লাগবে।
সবাই এগিয়ে আসেন প্লিজ

রক্ত দিতে চাইলে বা লাগলে যোগাযোগ:
০১৭৫৩৮৪৭৮০৮
০১৯৫৬৫৮৫৯৩৯
০১৬১৯৩৮৬১৮৪

21/07/2025

উত্তরায় মাইলস্টোন স্কুলের এক ভবনে বিমান বিধ্বস্ত, বার্ন ইউনিটে ভর্তি ১৩
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সোমবার বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে।

ঘটনাস্থলে থাকা প্রথম আলোর ফটোসাংবাদিক খালেদ সরকার জানান, বিমান বিধ্বস্ত হওয়ার পর মাইলস্টোন স্কুলের ভবনটিতে আগুন ধরে যায়। ভবনটির নাম হায়দার হল বলে তিনি জানান।

এ ঘটনায় মোট কতজন হতাহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে অন্তত একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ বেলা দুইটার কিছু পরে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান প্রথম আলোকে বলেন, আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ মাঠে FT7 BG1 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এই বিমানের দায়িত্বে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মো...
21/07/2025

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ মাঠে FT7 BG1 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এই বিমানের দায়িত্বে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মো: তৌকির ইসলাম। তিনি মৃত্যুবরণ করছেন। ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

এই পেশেন্ট কে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। কোন অভিভাবক পাওয়া যায়ন...
21/07/2025

এই পেশেন্ট কে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। কোন অভিভাবক পাওয়া যায়নি। যদি কেউ চিনে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন
০১৮১১৬৯৬০৩৩

21/07/2025

পরকীয়া: একটি আত্মঘাতী প্রতারণার নাম-

একটি সম্পর্ক গড়ে উঠতে সময় লাগে—বিশ্বাস, সহানুভূতি, দায়িত্ব আর ভালোবাসার ভিত্তিতে গড়ে ওঠে একটি সংসার। কিন্তু সেই সম্পর্ক ধ্বংস হতে সময় লাগে না। কখনো সেটা হয় চিৎকারে, কখনো নীরব বিশ্বাসঘাতে। পরকীয়া ঠিক তেমনই এক বিশ্বাসঘাতকতা, যা আসলে কোনো হঠাৎ ঘটে যাওয়া “ভুল” নয়। এটা একটি সম্পূর্ণ সচেতন সিদ্ধান্ত, যা কেউ ইচ্ছা করেই নেয়। অনেকে এটাকে আবেগের নাম দিয়ে ঢাকতে চায়, কেউ বলে ভুলে হয়েছে—কিন্তু আসলে এটি নিজের লালসা ও স্বার্থপরতার নগ্ন প্রকাশ।

প্রথমে আসে অজুহাত। "আমার স্ত্রী স্মার্ট না", "স্বামী সময় দেয় না", "বিয়েটা জোর করে হয়েছে", "মানসিক মিল নেই", "আমি ভালোবাসা পাচ্ছি না"—এসব কথা নিজের অন্তরের সান্ত্বনার জন্য বলা হয়, কিন্তু বাস্তবতা হলো, সম্পর্ক শুরুতে সেই মানুষটিকেই তো ভালোবেসে ঘর বেঁধেছিলেন। তার সাথেই কাটিয়েছেন অনেক সুন্দর মুহূর্ত, হয়তো একটি সন্তানও এসেছে এই সম্পর্কের ফসল হিসেবে। তাহলে এখন হঠাৎ কেন সেই মানুষটিকে অসহনীয় মনে হচ্ছে? সত্যি বলতে কি, এটি সম্পর্কের সমস্যা নয়, এটি নিজের মনের দুর্বলতা আর বিবেকের অসুস্থতা।

আধুনিক যুগে পরকীয়া এখন শুধু শারীরিক সম্পর্কেই সীমাবদ্ধ নেই। সামাজিক যোগাযোগমাধ্যম, ইনবক্স, গোপন চ্যাট, ভার্চুয়াল মেসেজ—এসবের মাধ্যমে শুরু হয় এক ধরনের ডিজিটাল পরকীয়া। অনেক সময় একজন মানুষ ঘরে তার সঙ্গীর সঙ্গে হাসিমুখে সংসার করছে, সন্তান নিয়ে ছবি দিচ্ছে, অথচ গোপনে তৃতীয় কারো সঙ্গে গড়ে তুলছে এক গভীর, অথচ অশুভ সম্পর্ক। এটি শুধু প্রতারণা নয়, এটি নিষ্ঠুরতা। কারণ আপনি তখন সেই মানুষটিকে ঠকাচ্ছেন, যে চোখ বন্ধ করে আপনাকে বিশ্বাস করে যাচ্ছে।

সবচেয়ে ভয়াবহ দিক হলো, এই মানুষগুলো দ্বিচারিতা করে—একদিকে সংসার বাঁচিয়ে রাখার মুখোশ পরে, অন্যদিকে নিজের সুবিধামতো গোপন আনন্দ খুঁজে বেড়ায়। অথচ যে জীবনসঙ্গী আপনাকে প্রতিদিনের রুটিনে সময় দেয়, যিনি অসুস্থ হলে রাত জাগেন, যিনি সংসার টিকিয়ে রাখেন, তাকে আপনি তার অজান্তে বিশ্বাসঘাতকতার চরম শাস্তি দিচ্ছেন। ভাবুন, যদি উল্টোটা হতো? আপনি সেই অবস্থানে থাকতেন, তখন কেমন লাগত?

পরকীয়া আসলে একটি মানসিক দুর্বৃত্ততা। এটি বোঝার মতো নয়, অনুভব করার মতো নয়—এটি প্রতিরোধ করার মতো। যদি একজন মানুষ সত্যিকার অর্থে তার সঙ্গীকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তাহলে তিনি কখনোই এমন পথে হাঁটেন না। কারণ সম্পর্ক মানে শুধু ভালো লাগা নয়, এটি ত্যাগ, বোঝাপড়া, সংকটে পাশে থাকার অঙ্গীকার। আপনি যদি সেই অঙ্গীকার রাখতে না পারেন, তাহলে আপনিও সম্পর্কের যোগ্য নন।

সম্পর্ক পুরনো হয়ে গেলে ফেলে দেওয়া যায় না, যেমন পুরনো হয়ে যাওয়া মা-বাবা, ভাই-বোন, কিংবা শৈশব ফেলে দেওয়া যায় না। ভালোবাসা মানে "নতুন কাউকে খোঁজা" নয়, বরং "পুরোনোকে নতুনভাবে ভালোবাসা শেখা"। পরকীয়া সেই ভালোবাসাকে অসম্মান করে, সম্পর্কের পবিত্রতাকে কলুষিত করে। তাই পরকীয়াকে কোনো আবেগ দিয়ে ঢাকবেন না। এটিকে দেখুন যেমনটি এটি আসলে—একটি চরিত্রহীন আত্মঘাতী পাপ, যা একসময় নিজেকেই ধ্বংস করে দেয়।

পরকীয়া কারো জীবনে ‘হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনা’ নয়—এটি একটি ‘ইচ্ছাকৃত অপরাধ’। যদি ভালোবাসতে না পারেন, তাহলে অন্তত ঠকাবেন না। কেউ যদি আপনাকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে দেখেন, তার সেই বিশ্বাসের মূল্য দিতে না পারলে আপনি শুধু একজন প্রতারক নন, আপনি একজন বিশ্বাসঘাতক। সম্পর্ক গড়ে তুলুন বিশ্বাসে, ভাঙবেন না নিজের খামখেয়ালিতে।

৯০ দশকের টেলিভিশন নাটকের পরিচিত মুখ এ চলচিত্র অভিনেতা সমু চৌধুরী আজ বৃহস্পতিবার মুখী শাহ্ মিসকিন (র.) মাজারের ঐতিহ্যবাহী...
12/06/2025

৯০ দশকের টেলিভিশন নাটকের পরিচিত মুখ এ চলচিত্র অভিনেতা সমু চৌধুরী আজ বৃহস্পতিবার মুখী শাহ্ মিসকিন (র.) মাজারের ঐতিহ্যবাহী গাব গাছের নিচে এভাবেই শুয়ে থাকেন। অনেকে বলছেন উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।
তবে এমনটাও হতে পারে শেষ বয়সে শহরের আভিজাত্য, সংসার জীবনের মানুষিক অশান্তি থেকে মুক্তি লাভের প্রত্যাশায় তিনি সন্যাস জীবন গ্রহণ করেছেন।
উল্লেখ্য - ময়মনসিংহের গফরগাঁও এর মুখী গ্রামে অবস্থিত হযরত শাহ মিসকিন (র.) মাজার শরীফে প্রতি বছর আষাঢ় মাসের শেষ বুধবার বাৎসরিক ওরস শরীফ অনুষ্ঠিত হয়ে থাকে, যে জন্য প্রতিবছর জৈষ্ঠ মাসের শেষ সময় থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংসার ত্যাগী নানান মানুষ এখানে অবস্থান নিয়ে থাকে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Safkat Rana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share