
17/05/2023
একজন দেশপ্রেমিক কখনও দূর্নীতিবাজ হতে পারে না বা দূর্নীতিবাজেরা কখনো দেশপ্রেমিক হতে পারে না। যার দেশপ্রেম নাই তার কোন ধর্মও নাই। যার ধর্ম নাই তার কিইবা দাম আছে জগতে।
তবুও কোন সৎ কৃষকের বা অর্থনৈতিকভাবে কম স্বাবলম্বী (যদি সে সৎ ও পরোপকারী ব্যক্তিও হয়) তবু তাঁর ‘মা’কে রত্নগর্ভা হিসেবে আমরা বা রাষ্ট্র স্বীকৃতি দেই না।
এটা নিশ্চয়ই আমাদের অক্ষমতা।
মালিক জাতি হিসেবে আমাদের আরও সক্ষম ও ধ্যর্যশীল করে তুলুন।