সন্মানিত দর্শক,
আস-সালামু আলাইকুম,সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম শীর্ষ সংবাদ ফেসবুক পেইজে।
একবিংশ্ব শতাব্দীর এই আধুনিক যুগে স্ম্যার্টফোন,ট্যাবলেট,কম্পিউটার এখন আর আশ্চর্যের বিষয় নয়। আর যোগাযোগ ব্যবস্থায় ইন্টারনেট কানেকশন এতোবড় পৃথিবীটাকে অনেকখানি ছোট করে এনেছে। ডিজিটাল এ যুগে ফেসবুক এমন-ই একটি মাধ্যম। পুরো দুনিয়াজুড়ে বিচিত্র সব রঙ-বেরঙের মানুষের মিলনস্থল এই ফেসবুক। পৃথিবীর এপ্রান্ত থেকে ও
প্রান্ত সাদা-কালো, মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খৃস্টান, নানা জাতের নানান ভাষাভাষি, খ্যাত অখ্যাত প্রচুর মানুষের বিচরনভূমি এখানে.... আর এই ফেসবুকের সাথে আমাদের পেইজের সখ্যতা খুব বেশীদিনের নয়। ০৪ ডিসেম্বর ২০২১ সালে শীর্ষ সংবাদ নামে ফেইসবুক পেইজে আমাদের অগ্রযাত্রা।
প্রিয়দর্শক, আপনারা নিশ্চয় জানেন সোশ্যাল এমন একটি মাধ্যম যেখানে খুব সহজেই সবাইকে একত্রিত করা যায়। আমাদের পেইজের এডমিনরা নিরলস ভাবে সোশ্যাল মিডিয়ায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন যাতে সকল পেশার সব ধরণের মানুষের নিজস্ব কথা বা তাদের বিভিন্ন ধরণের সমস্যা যা সাধারণ মানুষের কাছে একেবারেই অজানা তা তুলে ধরা এবং দেশের আনাচে কানাচে এবং প্রবাসে বাংলাদেশী কমিউনিটিতে সচেতনতার বীজ ছড়িয়ে দেয়া। যা মানুষের পরিবর্তনে সহায়ক হবে। আমরা কতটুকু সফল হবো তা জানি না, তবে এটি আমাদের ছোট্ট একটি প্রয়াস মাত্র। আপনাদের অনুপ্রেরণা আমাদের এগিয়ে যাবার প্রত্যয়। অনুগ্রহ করে আমাদের ফেইসবুক পেইজর ভিডিও ও আমাদের লাইভ সম্প্রচার দেখার জন্য আমন্ত্রণ রইলো। এই নেটওয়ার্ক সম্পূর্ণ রাজনীতি মুক্ত বিশ্বের সকল বাংলা ভাষাভাষি মানুষের জন্য।
⚠️ কপিরাইঠ সংক্রান্ত আমাদের নীতিমালা ⚠️
প্রিয়দর্শক,আমাদের পেইজে অসংখ্য ভিডিও এবং স্যাটাষ্ট নিঊজ লিংক রয়েছে যা কন্টেন্টের প্রকাশক ও প্রযোজক এবং নিবন্ধগুলির লেখকদের কাছ থেকে অনুমতি নিয়ে পেইজে প্রকাশ করা হয়েছে। অরিজিনাল কন্টেন্টের সোর্স আমাদের পেইজের দর্শকদের জানাতে এবং বিশ্বাসযোগ্য কিনা তা দেখাতে আমাদের পেইজে প্রদর্শিত ভিডিও বা খবরের সোর্সে স্পষ্টভাবে লিংক এবং তারিখ, লেখকের নাম ছাড়াও তার সম্পর্কে তথ্য, প্রকাশনা, প্রকাশক, কোম্পানি বা যে নেটওয়ার্ক সেটি পরিচালনা করে এবং যোগাযোগের তথ্য লিংকসহ উল্লেখ করে (আপলোড) প্রকাশ করে থাকি। তারপরও কোন কন্টেন্ট নিয়ে অভিযোগ থাকলে আমাদের পেইজে ইনবক্স অথবা ইমেইল করুন। অনুগ্রহ করে আপনার সদয় দৃষ্টি কামনা করছি।
Email: [email protected]
আমরা কখনো বিনা অনুমতিতে কোনও ব্যক্তির মেধা ও প্রতিষ্ঠান এবং সম্পত্তির অধিকার লঙ্ঘন করে এমন কন্টেন্ট প্রকাশ করতে চাইনা।