Mohammed shah

Mohammed shah I think if you want to grow in life, you need help from others. (মানুষ মানুষের জন্য,আমি একজন প্রবাসী )
(2)

14/11/2025
Big shout out to my newest top fans! 💎 Mehedi Hasan, Karim Rohim, Cecelia Alojado
24/10/2025

Big shout out to my newest top fans! 💎 Mehedi Hasan, Karim Rohim, Cecelia Alojado

19/10/2025

Good morning everyone

28/09/2025

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন। কে বা কারা আমার এই পেজটি হ্যাক করার জন্য অনেক চেষ্টা করতেছে ।
ভাই আমি তো কারো ক্ষতি করি নাই ।
আর আমি একজন প্রবাসী।
আর প্রবাসী কি রকম কষ্ট সেটা অনেকেই জানে সুতরাং সব বাদ দিয়ে আমার পিছে লাগার কারণটা বুঝতে পারলাম না। দয়া করে অনুরোধ রইলো এই কাজটি করবেন না। আমার পেজটি নষ্ট করবেন না।

14/09/2025

Good morning 🌞

13/09/2025
13/09/2025

মানুষের স্বপ্ন এঅববেই নষ্ট হয়ে যায়

গরুটার বর্তমান বাজার মূল্য অনায়াসেই ১৪০/১৫০ হাজারে যেত।
গরুটা ছিল একেবারে শান্ত, খাবারে রুচিও ভালো, কোনদিন পাগলামি করতে দেখিনি।

কিন্তু হঠাৎ করেই তিন-চার দিন আগে থেকে খাবার খাওয়া বন্ধ করে দেয়। শরীর ঠান্ডা হয়ে আসে।
ডাক্তার আনলাম, প্রথমে বললেন নিউমোনিয়া—ইনজেকশন দিলেন, কোন লাভ হলো না।
আরেক ডাক্তার এলেন, তিনি বললেন পেটে পয়জন।
বেশ কিছু ইনজেকশন, ওষুধ দেওয়া হলো, কিন্তু অবস্থার কোনো উন্নতি নেই।

দু’দিন পার হয়ে গেলো, গরু দাঁড়িয়ে থাকতে পারছিল না।
পেট ফুলে যাচ্ছিল।
রাতে গিয়ে দেখি চার পা চারদিকে ছড়িয়ে কাতরাচ্ছে—চোখে পানি এসে গেলো।

কি করবো বুঝতে পারছিলাম না।
কসাই ডাকলাম, তারা বললো অবস্থা ভালো না। দাম বললো ৭০ হাজার, পরে ৮০ হাজার।
কিন্তু ভাবলাম—একটা গরু তো শুধু গরু না, মধ্যবিত্ত পরিবারের কাছে এটা একটা বড় পুঁজি, একটা স্বপ্ন।
যেটার দাম কোরবানির সময় হয়েছিল ১২০ হাজার, সেটা কি শুধু ৮০ হাজারে ছেড়ে দেবো?
ভাবলাম—যদি মরে যায়, যাক। তবুও বিক্রি করবো না।

কিন্তু গরুটার কষ্ট দেখে বুক ফেটে যাচ্ছিল।
ভিডিওতে দেখেছিলাম পাইপ দিয়ে ভুরি পরিষ্কার করা যায়, চেষ্টা করলাম।
কিছুটা বের হলো, গরু দাঁড়িয়ে গেলো, পানি খেলো।
সেই মুহূর্তে মনে হলো—আবার হয়তো বেঁচে উঠবে।

রাত পেরিয়ে সকাল হলো, কিন্তু গরু কোনোভাবেই পায়খানা করলো না।
আবার ডাক্তার আনলাম, বললেন—সব ঠিক আছে, শুধু অপেক্ষা করতে হবে।
কিন্তু বিকেল নাগাদ গরুর কষ্ট আর সহ্য করা যাচ্ছিল না।

শেষমেশ কসাই আনলাম। নিজেই জবাই করলাম।
হৃদয়টা যেন ছিঁড়ে যাচ্ছিল, তবুও গরুর কষ্ট দেখে আর কোনো উপায় ছিল না।
জবাই করার সময়ও সুস্থ গরুর মতোই বেগ পেতে হলো।
তারপর ৬০০ টাকা দরে বিক্রি করে দিলাম। মুহূর্তেই শেষ হয়ে গেলো সব।

কিন্তু আসল ধাক্কাটা খেলাম যখন ভুঁড়ি পরিষ্কার করতে গেলো।
দেখি—একটা লোহার জিআই তার শক্ত করে বিদ্ধ হয়ে আছে ভেতরে।
বুঝতে পারলাম—এই অভাগা টুকরো তারের জন্যই হারিয়ে গেলো আমাদের গরু, আমাদের স্বপ্ন, আমাদের পুঁজি

©©

13/09/2025

Good afternoon 🌅

Big thanks to Mehedi Hasan, Karim Rohim, Cecelia Alojadofor all your support! Congrats for being top fans on a streak 🔥!
13/09/2025

Big thanks to Mehedi Hasan, Karim Rohim, Cecelia Alojado

for all your support! Congrats for being top fans on a streak 🔥!

13/09/2025

Alhamdulillah for everything

07/09/2025

Inshaallah

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Mohammed shah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share