শ্রমিকের বিপদের বন্ধু

শ্রমিকের বিপদের বন্ধু Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from শ্রমিকের বিপদের বন্ধু, Video Creator, Dhaka.
(4)

পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিকদের জীবন মান উন্নয়ন, শ্রম আইন শিক্ষা ও আইনানুগ পরামর্শ সহ সকল সহযোগিতা করাই আমার মূল লক্ষ🤟
আপনাদের দোয়া ও সহযোগিতা আমার একান্ত কাম্য। চাকুরীচ্যুত শ্রমিকদের সকল আইনগত পাওনা উত্তলনে আমাকে মেসেজ করুন অথবা মোবাইল = ০১৯৭৫-৪৯৩৮৫৮

কথা কি ঠিক আছে?
06/10/2025

কথা কি ঠিক আছে?

আশুলিয়ায় পলমল গ্রুপের পোশাক কারখানায় অগ্নিকাণ্ডঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় পলমল গ্রুপের আওতাধীন আয়েশা ক্লোদিং লি...
06/10/2025

আশুলিয়ায় পলমল গ্রুপের পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় পলমল গ্রুপের আওতাধীন আয়েশা ক্লোদিং লিমিটেড পোশাক কারখানায় আজ (৬ অক্টোবর) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

ছবি: সংগৃহীত

একজন গার্মেন্টস শ্রমিকের উপর হা*মলা হলে সারা বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক রাস্তায় নামে, একজন রাজনীতিবিদের উপর হা*মলা হল...
04/10/2025

একজন গার্মেন্টস শ্রমিকের উপর হা*মলা হলে সারা বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক রাস্তায় নামে,
একজন রাজনীতিবিদের উপর হা*মলা হলে সারা বাংলাদেশের রাজনৈতিক নেতাকর্মী রাস্তায় নামে,
একজন শিক্ষার্থীর উপর হাম*লা হলে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা রাস্তায় নামে,
তাহলে আজকে যে নরসিংদীতে চাঁদা*বাজকে গ্রেফ*তার করার কারণে একজন সৎ পুলিশ অফিসার এর উপর হাম*লা হল, এর প্রতিবাদে কে রাস্তায় নামবে?
পুলিশ সদস্যের এত বড় একজন কর্মকর্তা, এ,এস,পি Shamim Anwar ভাই এর উপর এই ন্যা*ক্কার জনক হাম*লার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আমি মনে করি, এই হা*মলা শুধুমাত্র আনোয়ার ভাইয়ের উপর নয়, এই হাম*লা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক উজ্জ্বল নক্ষত্রের উপরও করা হয়েছে। (তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী)
অবিলম্বে নরসিংদীর সকল চাঁদা*বাজকে গ্রেফ*তার করার জোর দাবি জানাচ্ছি।

চাঁদাবাজের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও,
যে হাত শ্রমিকের কাছে চাঁদা নেয়, সেই হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও।
দুনিয়ার মজদুর এক হও লড়াই কর।

চাদাবা*জদের বিরুদ্ধে যু/দ্ধ ঘোষণা করে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার, প্রতিবাদ করায় চাঁ'দাবাজদের হাম'লায় আজ আহত হন তিনি😢অ...
04/10/2025

চাদাবা*জদের বিরুদ্ধে যু/দ্ধ ঘোষণা করে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার,
প্রতিবাদ করায় চাঁ'দাবাজদের হাম'লায় আজ আহত হন তিনি😢

অটোরিক্সা থেকে চাঁ'দা তুলার সময় ২ জনকে আটক করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার।
এরপর তার উপর হা'মলা করে আটক ২ জনকে ছিনিয়ে নেয়া হয়।
তাকে বেধরক মার*ধর করে ২০/২৫ জনের গ্রুপ। এসময় পুলিশ সুপার আনোয়ার হোসেন (সদর সার্কেল) কে এভাবে রাস্তায় পরে থাকতে দেখা যায়।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, সেই সাথে দোষীদের আইনের সর্বোচ্চ ধারায় সাজা দেওয়ার জোর দাবি জানাচ্ছি।

শ্রমিকের ঘাম ঝরানো শ্রমের টাকা আত্মসাৎ করা সহজ নয়, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে দীর্ঘদিন আগে বন্ধ হয়ে যাওয়া ময়মনস...
04/10/2025

শ্রমিকের ঘাম ঝরানো শ্রমের টাকা আত্মসাৎ করা সহজ নয়, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে দীর্ঘদিন আগে বন্ধ হয়ে যাওয়া ময়মনসিংহের রোর ফ্যাশন এর শ্রমিকরা তাদের আইনগত পাওনাদি বুঝিয়া পেলেন।
এ থেকে সারা বাংলাদেশের সকল গার্মেন্টস এর মালিকদের শিক্ষা নেওয়া উচিত, শ্রমিকের আইনগত পাওনাদি না দিয়ে পৃথিবীর যে স্থানেই চলে যান না কেন টাকা আপনাকে দিতেই হবে।
আমার মনে আছে ২০২৩ সালে এই রোর ফ্যাশন এর ৫০ জন গর্ভবতী নারী শ্রমিকের নাম লিস্ট করা হয়েছিল, অফিস থেকে বের করে দেওয়ার জন্য, তাদের মধ্যে একজন আমার কাছে অভিযোগ করলে আমরা তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করি, সেই সুবাদে প্রত্যেকটি নারী শ্রমিক প্রসূতি কল্যাণ সুবিধা গ্রহণ করেছিল।

গতকাল নিউজ করেছে কালের কন্ঠ- ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও ময়মনসিংহে ২৪৫ টি কারখানা বন্ধ,আর আজকে নিউজ করেছে সমকাল...
02/10/2025

গতকাল নিউজ করেছে কালের কন্ঠ- ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও ময়মনসিংহে ২৪৫ টি কারখানা বন্ধ,
আর আজকে নিউজ করেছে সমকাল- তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানিতে পিছিয়েছে চীন, এগোচ্ছে বাংলাদেশ।
আপনার মতে কোনটি সঠিক হতে পারে?

গতকালের একটা নিউজে দেখলাম, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও ময়মনসিংহে ২৪৫টি কারখানা বন্ধ, সূত্রঃ কালের কষ্ট।আর আজ ...
02/10/2025

গতকালের একটা নিউজে দেখলাম, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও ময়মনসিংহে ২৪৫টি কারখানা বন্ধ, সূত্রঃ কালের কষ্ট।
আর আজ সমকাল প্রকাশ করেছে, তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানিতে পিছিয়েছে চীন, এগুচ্ছে বাংলাদেশ, কাকে বিশ্বাস করব আপনারাই বলেন?
আমি শুধু জানি বর্তমান বাংলাদেশের ১ লক্ষের অধিক পোশাক শ্রমিক বেকার হয়ে পড়েছে৷ অবিলম্বে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক।

ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও ময়মনসিংহে ২৪৫টি কারখানা বন্ধ। সূত্রঃ কালের কষ্ট
01/10/2025

ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও ময়মনসিংহে ২৪৫টি কারখানা বন্ধ।
সূত্রঃ কালের কষ্ট

আমাদের পেজে একটি কমেন্ট করে আইনগত পাওনা বাবদ ২৮ হাজার টাকা বুঝে পেলেন আব্দুল মোমেন নামের একজন ভুক্তভোগী শ্রমিক।তিনি হামী...
29/09/2025

আমাদের পেজে একটি কমেন্ট করে আইনগত পাওনা বাবদ ২৮ হাজার টাকা বুঝে পেলেন আব্দুল মোমেন নামের একজন ভুক্তভোগী শ্রমিক।
তিনি হামীম গ্রুপের হামীম ডিজাইন লিঃ কারখানায় কর্মরত ছিলেন। হঠাৎ চাকুরী ছেড়ে চলে যাওয়ায় তার ম্যানেজমেন্ট এর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়, পরবর্তীতে আমরা আইনগত পাওনা বাবদ ডাকযোগে নোটিশ করলে তার আইনগত পাওনা কোম্পানি বুঝিয়ে দেন।
আইনগত পাওনাদি ও পরামর্শ পেতে যোগাযোগ করুন- ০১৯৭৫-৪৯৩৮৫৮

হারানো চাকরি ফিরে পেলেন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার, সুহিলা গ্রামের নজরুল ইসলাম। এই ভদ্রলোককে নিয়ে বিভিন্ন মিডিয়ায় নিউ...
28/09/2025

হারানো চাকরি ফিরে পেলেন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার, সুহিলা গ্রামের নজরুল ইসলাম।
এই ভদ্রলোককে নিয়ে বিভিন্ন মিডিয়ায় নিউজ প্রকাশ হয়েছিল।
কার অবদান কি হইছে জানিনা।
শুধু বলবো আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।
ধন্যবাদ জানাই উক্ত কোম্পানির ম্যানেজমেন্ট কে।

সকল শ্রমিক কর্মচারী ভাই ও বোনদের অবগতির জন্য জানানো যাইতেছে এই যে- আপনারা আজকেই যার যার অফিস আই ডি কার্ড আছে, অফিস আই ডি...
27/09/2025

সকল শ্রমিক কর্মচারী ভাই ও বোনদের অবগতির জন্য জানানো যাইতেছে এই যে-
আপনারা আজকেই যার যার অফিস আই ডি কার্ড আছে, অফিস আই ডি কার্ড এর ২ টা করে ফটোকপি করে বাসায় খুব যত্নসহকারে রেখে দিবেন,
কারণ আল্লাহ না করুন, যদি কোন সময় কোন সমস্যার কারণে কোম্পানির ম্যানেজমেন্ট আপনার অফিস আই ডি কার্ড কেড়ে নেয়,
সে ক্ষেত্রে আপনি সকল প্রকার আইনগত সহযোগিতা থেকে বঞ্চিত হতে পারেন।
লক্ষ টাকার আইনগত পাওনা উত্তলন করা সম্ভব হচ্ছেনা শ্রমিকের অফিস আই ডি কার্ড এর ফটোকপি না থাকার কারনে।
একটি অফিস আই ডি কার্ড এর ফটোকপি ফিরে দিতে পারে আপনার আইনগত অধিকার।
আইনগত সহযোগিতা পেতে- ০১৯৭৫-৪৯৩৮৫৮

26/09/2025

জুমুয়ার খুতবা কবরের জীবন -

Address

Dhaka
1203

Alerts

Be the first to know and let us send you an email when শ্রমিকের বিপদের বন্ধু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category