
29/04/2025
আজ ২৯ এপ্রিল, বিশ্ব ইচ্ছা পূরণ দিবস (World Wish Day)। আপনার যে ইচ্ছেগুলো পূরণ হয়নি, তা আপনি আজ পূরণ করতে পারেন। তবে কোনো জোরাজুরি নেই। যেমন-ভোরবেলা রমনা পার্কে সবাই যখন ব্যায়াম করছে বা হাঁটাহাটি করছে, আমি তখন বৃক্ষতলে পার্কের বেঞ্চে বসে পাখিদের কোলাহল শুনছি! বলবেন, কেন? ঐযে আমার ইচ্ছে হলো তাই! বাকিটা ইতিহাস!😛
যুক্তরাষ্ট্রভিত্তিক ‘মেইক অ্যা উইশ ফাউন্ডেশন’-এর উদ্যোগে বিশ্ব ইচ্ছা পূরণ দিবস নামে এই দিনটি চালু হয়। লিউকোমিয়ায় আক্রান্ত সাত বছরের ক্রিস গ্রেসিয়াস বড় হয়ে পুলিশ কর্মকর্তা হতে চেয়েছিল। এটি জানতে পেরে স্থানীয় পুলিশ বিভাগ ক্রিসকে এক দিনের জন্য পুলিশ বানিয়ে তার স্বপ্ন পূরণ করে। দিনটি ছিল ১৯৮০ সালের ২৯ এপ্রিল। এর বেশ পরে, ২০১০ সাল থেকে দিনটি উইশ ডে হিসেবে আনুষ্ঠানিকভাবে পালিত হতে থাকে।
ইচ্ছা, স্বপ্ন, শখ, আকাঙ্ক্ষা, যা-ই বলি না কেন, মূলত এটিই জীবনের জ্বালানি। ব্যক্তিভেদে ইচ্ছাটা হতে পারে বিশাল কিংবা খুব ছোট্ট। কিন্তু এর গুরুত্ব কোনোভাবেই কম কিছু নয়। নক্ষত্রের রাত নাটকের সেই সংলাপ নিশ্চয়ই মনে আছে, শখ কোনো তুচ্ছ করার বিষয় নয়!
সকলের ইচ্ছেগুলো ডানা মেলুক বাস্তবে, নয়তো স্বপ্নে!