Lata's vlog

Lata's vlog Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Lata's vlog, Video Creator, Mirpur, Dhaka.

মহান আল্লাহ সকলের মনের পুণ্যবাসনা এই পবিত্র হাজ্জের মাধ্যমে পূরণ করে দিবেন ইনশাহআল্লাহ।
05/06/2025

মহান আল্লাহ সকলের মনের পুণ্যবাসনা এই পবিত্র হাজ্জের মাধ্যমে পূরণ করে দিবেন ইনশাহআল্লাহ।

সব সময় আলহামদুলিল্লাহ, ইনশাহআল্লাহ,  বলা মানুষগুলোকে আল্লাহ অনেক পছন্দ করেন।আল্লাহর রহমত তাদের উপর থাকে।
16/05/2025

সব সময় আলহামদুলিল্লাহ, ইনশাহআল্লাহ, বলা মানুষগুলোকে আল্লাহ অনেক পছন্দ করেন।আল্লাহর রহমত তাদের উপর থাকে।

আমি নারী, আমি একজন মেয়ে,সহধর্মিণী ও একজন  মা।আমি প্রতিদিন  প্রতিটা রূপেই নিজেকে আবিষ্কার করি নতুন ভাবে🤍🤍🤍🤍🤍
15/05/2025

আমি নারী, আমি একজন মেয়ে,সহধর্মিণী ও একজন মা।আমি প্রতিদিন প্রতিটা রূপেই নিজেকে আবিষ্কার করি নতুন ভাবে🤍🤍🤍🤍🤍

বাবা মায়ের ব্যক্তিত্তে গড়ে উঠে  সন্তানের ভাগ্যযে বাবা মায়ের সম্পর্ক যতো সুমধুর  মজবুত, সেই সন্তানের ভবিষ্যত ততো সুন্দর। ...
06/05/2025

বাবা মায়ের ব্যক্তিত্তে গড়ে উঠে সন্তানের ভাগ্য

যে বাবা মায়ের সম্পর্ক যতো সুমধুর মজবুত, সেই সন্তানের ভবিষ্যত ততো সুন্দর। যে বাবা মা ব্যক্তি হিসেবে যতটা শালীন,ব্যক্তিত্ববান তাদের সন্তান ততোটাই উন্নত মানসিকতার, চরিত্রবান ও সুন্দর মনের অধিকারী হয়ে গড়ে উঠে।

বাচ্চারা অনুকরণ, অনুশীলন প্রিয় হয়।আর তাদের জীবনের প্রথম শিক্ষক তাদের বাবা মা।সন্তান তার বাচনভঙ্গি, কাজ করার কৌশল সবকিছুই শিখে বাবা মায়ের কাছ থেকে।বাবা মায়ের আচরণের প্রভাব সন্তানের ব্যক্তিত্বের উপর প্রধান প্রভাব বিস্তার করে।
বাবা মা একে অপরের উপর কতটা শ্রদ্ধাশীল, বিনয়ী, যত্নশীল, তারা কতটা নীতিবান,ও সামাজিক তা একজন সন্তানের ভালো মানুষ হয়ে উঠার প্রধান উপাদান হিসেবে কাজ করে।

যদি কোনো সন্তান দেখে তার বাবা মা অনৈতিক কর্মকান্ডের সাথে লিপ্ত, তাদের বাচনভঙ্গি অশালীন তাহলে সন্তানের মাঝে ও সেই আচরণ প্রভাব বিস্তার
করে। আস্তে আস্তে সন্তান বাবা মায়ের অবাধ্য হতে শুরু করে, অনেতিক কাজে লিপ্ত হয়। সমাজিক আচরণ ও সৌজন্যতা থেকে দূরে সরে যায়।

সন্তানকে শুধু দামী পোশাক আর বিলাশবহুল জীবন যাপনে অভ্যস্ত করলেই সে ভদ্র সভ্য হবে না।
সে তাই করবে যা সে তার বাব মাকে করতে দেখবে।সে যদি দেখে তার বাবা মা সবার সাথে উচ্চবাচ্য করে, অভদ্রতা করে, তাদের মধ্যে উদারতা নেই,অন্যের কাছ থেকে সুযোগ সুবিধা নিচ্ছে কিন্তু নিজে কাউকে সাহায্য করে না,তাহলে সন্তান তাই শিখবে।স্বার্থপর হয়ে গড়ে উঠবে।

নিজে দ্বিচারিতা করে আশা করতে পারেননা, আপনার সন্তান চরিত্রবান হবে। কারণ বাবা মায়ের চারিত্রিক বৈশিষ্ট্য সন্তানের মাঝে প্রকাশ পাবেই।

সন্তান বাবা মায়ের কাছ থেকেই শিখে। আপনার ব্যক্তিত্ব আপনার সন্তানের ভাগ্য গড়বে।
জানেনতো গোবরে সবসময়ই পদ্মফুল ফোটে না।তাই ভাববেন না আপনি খারাপ তবুও আপনার সন্তান ভালো চরিত্রের হবে।

সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাতে নামীদামী শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশুনা শিখালেন কিন্তু মন্যুষ্যত্ব শিখালেন না,তাহলে শেষ জীবনে বিপদ আপনারই হবে।

আপনি অসুস্থ হলে সন্তান ডাক্তার না ডেকে উকিল ডাকবে সম্পত্তি ভাগাভাগির জন্য।

আপনার নৈতিকতা নির্ধারণ করবে, আপনার সন্তান শেষ বয়সে আপনার সেবা করবে নাকি বৃদ্ধাশ্রমে পাঠাবে।

সন্তানকে অফিসার বানানোর আগে ভালো
মানুষ বানান,যেনো আপনি অসুস্থ হলে ডাক্তার ডাকে উকিল নয়।

সংগৃহিত:
আশা করছি আমার মতো অনেকেরই লিখাটা কাজে আসবে।

জুম্মারদিন বেশি বেশি দরূদ পাঠ করুন।
25/04/2025

জুম্মারদিন বেশি বেশি দরূদ পাঠ করুন।

22/04/2025

হঠাৎ করেই আল্লাহ আপনাকে
এতোটা খুশি করবেন যে,
আলহামদুলিল্লাহ বলতে গিয়ে খুশিতে আপনি কেঁদে ফেলবেন।

কিছু মন খারাপের কোন কারণ আমি নিজেই খুজেও পাই না।শুধু বুঝতে পারি মনটা ভালো নাই🤔🤔🤔🤔🤔🤔
21/04/2025

কিছু মন খারাপের কোন কারণ আমি নিজেই খুজেও পাই না।শুধু বুঝতে পারি মনটা ভালো নাই🤔🤔🤔🤔🤔🤔

18/04/2025

জুম্মার দিনের পাঁচটি আমল
১. জুম্মার দিন উত্তমভাবে গোসল করা
২.জুম্মার নামায পড়া
৩.জুম্মার নামাযের আগে ও পরে বেশি বেশি দোয়া করা
৪.সূরা কাহফ তিলাওয়াত করা
৫. বেশি বেশি দুরূদ পড়া।

17/04/2025

ঝড়ের সময় যে দোয়া পড়তে হয়
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা
ওয়া খাইরা মা- ফীহা
ওয়া খাইরামা উরছিলাত বিহী
ওয়া আউযুবিকা মিন শাররিহা
ওয়া শাররি মা - ফীহা
ওয়া শাররি মা উরছিলাত বিহ।

Address

Mirpur
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lata's vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lata's vlog:

Share

Category