Mohammad Abu Saleh

Mohammad Abu Saleh আমার অফিসিয়াল পেইজে আপনাকে আন্তরিক অভিনন্দন৷
(3)

অবাক হবেন ছবিগুলো দেখলে। এই কিশোরদের কাঁধে যা দেখছেন তা কিন্তু স্কুল কলেজের বই বা শিক্ষা সামগ্রী নয়। দেশ মাতৃকার জন্য যু...
26/07/2025

অবাক হবেন ছবিগুলো দেখলে।
এই কিশোরদের কাঁধে যা দেখছেন তা কিন্তু স্কুল কলেজের বই বা শিক্ষা সামগ্রী নয়।

দেশ মাতৃকার জন্য যুদ্ধে শত্রুকে আঘাত করার জন্য বোমা সাদৃশ্য কোনো বস্তুও নয় ।

অথবা পরিবারের কষ্ট লাঘব করতে কিশোর বয়সেই কাঁধে কোন বোঝা বয়ে দিন মজুরের কাজও নয়।

এটি কুমিল্লা সদর দক্ষিণের কনেশতলা গ্রাম নামক একটি জায়গার বিভিন্ন বাড়ির ভিতর দিয়ে কাঁধে করে নিয়ে যাচ্ছে গাঁজা।

এই গাঁজা ছড়িয়ে দেয়া হবে আশপাশের বিভিন্ন এলাকায়।

ভিতরে হয়তো ইয়াবা সহ অন্যান্য মাদক সামগ্রী।

এদেরকে পুলিশে ধরলে থানায় চলে আসে রাজনৈতিক দালালরা।

এদের এসব বিক্রির ভাগ পায় রাজনৈতিক দলের নেতা নামক চামচাগুলো।

সারা দেশের একই অবস্থা।

এসব দেখলে বুক ফেটে যায়।

অথচ রাজনৈতিক নেতাদের সন্তানদের নিজেদের এলাকাতেও রাখেনা এবং দেশেও রাখেনা।

ভালোবাসা 💖 সুন্দরএই হাঁসটার বয়স ২২ বছর+, আম্মু একদম বাচ্চার মতো করে পালে। আম্মুর আদরের হাঁস। গুগলে দেখলাম, সর্বোচ্চ বেঁচ...
26/07/2025

ভালোবাসা 💖 সুন্দর

এই হাঁসটার বয়স ২২ বছর+, আম্মু একদম বাচ্চার মতো করে পালে। আম্মুর আদরের হাঁস। গুগলে দেখলাম, সর্বোচ্চ বেঁচে থাকার রেকর্ড ১৮+.
কিন্তু বাংলাদেশে কোথায়ও হাঁসের ডিএনএ টেস্ট করেনা, সেজন্য আমরাও করতে পারিনি।
এখন একটু অসুস্থ আছে, দোয়া করো সবাই, আরো অনেক বছর বেঁচে থাকুক, যে যেটা পোষে সে জানে, এই ভালোবাসাটা কেমন 🤗
২০১৫ সালের পর থেকে চোখে দেখেনা, হাতে ধরেই খাওয়ায় দিতে হয়।
লোকেশন: বেদগ্রাম,গোপালগঞ্জ সদর

এ আত্মঘাতী সিদ্ধান্ত নিলে ১৮ দেশের মতই বাংলাদেশের অবস্থা হবে। ইতিহাসের এক কালো অধ্যায়ের সূচনা হবে।
25/07/2025

এ আত্মঘাতী সিদ্ধান্ত নিলে ১৮ দেশের মতই বাংলাদেশের অবস্থা হবে। ইতিহাসের এক কালো অধ্যায়ের সূচনা হবে।

বান্দার হক মাইরা এরা এতো সুস্থ কিভাবে.? বাংলাদেশের ওলিকে দেখা গেলো দুবাইয়ে।দুবাই শেখ জায়েদ মসজিদ,আজমান
25/07/2025

বান্দার হক মাইরা এরা এতো সুস্থ কিভাবে.?
বাংলাদেশের ওলিকে দেখা গেলো দুবাইয়ে।

দুবাই শেখ জায়েদ মসজিদ,আজমান

25/07/2025

কখন বুঝবেন আল্লাহ আপনার উপর খুশি না৷
আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট৷

টানা ২৫ টা দিন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, পাহাড় থেকে সমতলে পদযাত্রা করছে এনসিপি। মানুষের ব্যাপক সাড়াও পাচ্ছে। আজকে সিলেট...
25/07/2025

টানা ২৫ টা দিন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, পাহাড় থেকে সমতলে পদযাত্রা করছে এনসিপি। মানুষের ব্যাপক সাড়াও পাচ্ছে। আজকে সিলেটে এনসিপির জুলাই পদযাত্রায় মানুষের উপস্থিতি দেখে মনে হচ্ছে, এনসিপির ভবিষ্যৎ আশাব্যঞ্জক।

২৫ জুলাই ২০২৫, শুক্রবার, সিলেট

25/07/2025

চন্দ্রনাথ পাহাড়৷ ব্লগ নং - ৩

25/07/2025

বাংলাদেশের মুসলমান জাতিসংঘের অফিস মেনে নিবে না। আজকেই বজ্রকন্ঠে আওয়াজ তুলুন
দিল্লি না ঢাকা?
ওয়াশিংটন ঢাকা?

দিল্লি না ঢাকা‌? ঢাকা ঢাকা আমরিকা না ঢাকা? ঢাকা ঢাকা  #ডঃ_ইউনুস_সাহেব_শুনে_রাখুন_এই দেশের জনগন জীবন দিয়ে হলেও এদেশের মা...
25/07/2025

দিল্লি না ঢাকা‌? ঢাকা ঢাকা
আমরিকা না ঢাকা? ঢাকা ঢাকা
#ডঃ_ইউনুস_সাহেব_শুনে_রাখুন_এই দেশের জনগন জীবন দিয়ে হলেও এদেশের মাটিতে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় হতে দিবে না ইনশাআল্লাহ
আর জ/*ঙ্গি টঙ্গীর নাটকও বন্ধ করুন এঈগুলা জনগন আর খায় না
Elias Hossain তুমি সমকামিতা দলের দালালি বন্ধ কর

কার যেন জীবনের শেষ ছুটির দরখাস্ত 😥😥
24/07/2025

কার যেন জীবনের শেষ ছুটির দরখাস্ত 😥😥

23/07/2025

লাশের সংখ্যা নিয়ে সর্বপ্রথম গুজব তার..! যে ৩ লক্ষকে ৩০ লক্ষ বলে প্রচার করেছিলো...

জুনায়েদ পলক। তরুন বয়সে এমপি এরপর মন্ত্রী।  এখন জেলখানায়!  চোখে পানি!  গতকাল আমি খুলনা নতুন জেলখানার ভেতরে ঘুরে দেখলাম। ক...
23/07/2025

জুনায়েদ পলক। তরুন বয়সে এমপি এরপর মন্ত্রী।

এখন জেলখানায়! চোখে পানি!
গতকাল আমি খুলনা নতুন জেলখানার ভেতরে ঘুরে দেখলাম। কেমন দম বন্ধ লাগছিল৷ অথচ এই রকম একটা জেলের একটা ছোট্ট খোপে বন্দি হতে হয়েছে এই মন্ত্রীর। সেখানে কথা বলার মত মানুষ নেই, মোবাইল নেই! দিন রাতের হিসাব নেই!
কত বছর থাকতে হবে তার ঠিক নেই! হয়তো বাবর সাহেবের মত বৃদ্ধ বয়সে.. তারপর দল থেকে বাতিলের খাতায়!

একটাই ত জীবন! কি নিদারুন অপচয়!

ক্ষমতায় থাকাকালীন কি ছিল না?
গাড়ি,বাড়ি,লোকজন, কর্মী, ক্ষমতা, টাকা -- এখন প্রিয় স্ত্রীও নেই৷

এই ছবিটি একটা চরম শিক্ষা! এখন যারা ক্ষমতায়, আগামীতে যারা,ক্ষমতায় আসবেন তাদের জন্য।
কত প্রভাবশালীরা এখন চুপসে গেছে। কেউ সালাম দেয় না, ভালমন্দ জিজ্ঞেস করে না। অথচ আগে কি সম্মান!!

এই পলক যাদের জন্য করেছে তারা গুষ্টিশুদ্ধ দেশ ছাড়া। তাদের একজন আত্মীয়ও গ্রেফতার নেই,আটক নেই।

এর আগে লূৎফুজ্জামান বাবর কে দেখেছিলাম! কি প্রভাব! স্বরাষ্ট্র মন্ত্রী!
সে এখন কারামুক্ত হলেও দলের কোথাও নেই। চিকিৎসার জন্য এদেশ সেদেশ!

রাজনীতি বড়ই কুটিল খেলা!

তথ্য সংগ্রহীত

Address

Maghbazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Abu Saleh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category