Mohammad Abu Saleh

Mohammad Abu Saleh আমার অফিসিয়াল পেইজে আপনাকে আন্তরিক অভিনন্দন৷
(3)

শাহবাগ থেকে কাচা কলিজা পোড়া গন্ধ আসতেছে....!
23/08/2025

শাহবাগ থেকে কাচা কলিজা পোড়া গন্ধ আসতেছে....!

23/08/2025

থালাপতি তো মোদিকে থালাবাটি ধরিয়ে দিচ্ছে,
খালিবাটি হইয়া পালাইব। ফ্যাসিবাদের পতন হয় আজ হোক কাল।
অনেকে বলবে আপায় গিয়া কুফা লাগাইছে।

মালেকের অগ্নিঝরা ভাষণ সহ্য করতে না পেরে সেদিন তোফায়েল, মাহফুজ আনামরা ইটের উপর মাথা রেখে মালেকের মাথা থেতলে দিয়েছিল।৫৬ বছ...
22/08/2025

মালেকের অগ্নিঝরা ভাষণ সহ্য করতে না পেরে সেদিন তোফায়েল, মাহফুজ আনামরা ইটের উপর মাথা রেখে মালেকের মাথা থেতলে দিয়েছিল।

৫৬ বছর পেরিয়ে গেছে, মাহফুজ আনামদের জায়গায় তাদের উত্তরসূরী মেঘমল্লাররা জায়গা করে নিয়েছে। মালেকের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছে ফরহাদরা। সেই ফরহাদ সম্পর্কে মেঘমল্লার মন্তব্য করেছে- "ফরহাদ একটা চ্যালেঞ্জ।" গতকাল থেকে তোফায়েলের উত্তরসূরীদের ভূকিকায় নামবে হয়ত আবিদ অথবা নাছির নাছিরেরা।

ফরহাদদের নিরাপত্তার মালিক তো স্বয়ং তাদের রব, কিন্তু মালেকের মতো করে ফরহাদরাও যে বাতিলের চক্ষুশূল হচ্ছে, ফরহাদদেরকেও যে মালেকের মতো করে থেতলে দেওয়ার উদ্যোগ তারা নেবেনা- একথা আমরা নিশ্চিতভাবে বলতে পারিনা।

ফরহাদদের জন্য চাই বেশি বেশি দোয়া, আর চাই বাহ্যিক কিছু অতিরিক্ত নিরাপত্তাবিধান। আমরা আমাদের আর কোনো মালেককে হারাতে চাই না।

22/08/2025

সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ৷
চন্দ্রনাথ পাহাড়, চন্দ্রনাথ মন্দিরে একদিন৷

উনি এসব বলে কেন...?
22/08/2025

উনি এসব বলে কেন...?

নবীর দেশে নয় সে আবু জাহেলের দেশে বসবাস করে।ছেলে ইমুতে মেসেজ পাঠিয়েছে-“বাবা আপনার নামে ২০ হাজার টাকা ছেড়েছি, এ টাকা দিয়ে ...
21/08/2025

নবীর দেশে নয়
সে আবু জাহেলের দেশে বসবাস করে।

ছেলে ইমুতে মেসেজ পাঠিয়েছে-
“বাবা আপনার নামে ২০ হাজার টাকা ছেড়েছি, এ টাকা দিয়ে আপনি ডাক্তার দেখাবেন, ফল কিনে খাবেন। গোপন নাম্বারে পাঠিয়েছি, আপনি আইডি কার্ড নিয়ে জনতা ব‍্যাংকে গেলেই টাকা পেয়ে যাবেন”।
(গোপনীয়তার স্বার্থে পিন নাম্বারটি দিলাম না)।

ছেলের কথা মতো বাবা আজ জনতা ব‍্যাংক গৌরীপুর শাখায় এসেছেন টাকা তোলার জন‍্য। বেশ অসুস্থ শরীর তাঁর। কোনমতে লাঠিতে ভর করে চলাফেরা করেন। বললাম- এই শরীর নিয়ে একা একা আসা ঠিক হয়নি আপনার।
তিনি জানালেন- সাথে আনার মতো কাউকে পাননি বলে কষ্ট করে একাই এসেছেন। টাকা তুলে ডাক্তার দেখিয়ে তারপর বাড়ি ফিরবেন।

মুরুব্বিকে আমার রুমে বসিয়ে সহকর্মীকে বললাম ওনার টাকাটা পে-আউট করে দেয়ার জন‍্য। কিছুক্ষণ পর আমার সহকর্মী জানালো, এই টাকার বেনিফিসিয়ারী তিনি নন, অন‍্য আরেকজন। পরবর্তীতে গোপন পিন নাম্বারটি আমি নিজে কয়েক বার মিলিয়ে দেখলাম, সহকর্মীর কথাই সত‍্যি। পরে ভদ্রলোকের কাছে জানতে চাইলাম উল্লেখিত ব‍্যাক্তিকে আপনি চিনেন কিনা। নাম শোনতেই তাঁর দু’চোখে জলের তান্ডব দেখলাম!
অভাগা বাবা কাঁদতে কাঁদতে লাঠিতে ভর দিয়ে চলে গেলেন।

তখন নায়ক রাজ্জাকের “বাবা কেনো চাকর” সিনেমাটির কথা মনে পড়ে গেল। হৃদয়ে বাজতে লাগলো- আমার মতো এমন সুখী নেইতো কারো জীবন…..

বুঝতে পারলাম, ছেলে তার শ্বশুরকে পাঠানো মেসেজটি ভুলক্রমে বাবার মোবাইলে পাঠিয়ে দিয়েছেন। ঘন্টা দেড়েক পর একজন তড়তাজা ভদ্রলোক এসে সে টাকা উঠিয়ে নিয়ে গেলেন। তারঁ সাথেও কথা হল। জানতে চাইলাম কে টাকা পাঠিয়েছেন।
মাঝ বয়োসী ভদ্রলোক জানালো - “আমার জামাই, নবীর দেশে থাকে। খুব ভালো ছেলে, কয়েক মাস পর পর শরীর চেকআপের জন‍্য টাকা পাঠায়। পাগল একটা জামাই!, দোয়া করবেন স‍্যার।

আমি কিছুক্ষণের জন‍্য স্তব্দ হয়ে গেলাম। ভাবলাম বাবা ছেলেকে বড় করে নবীর দেশে পাঠিয়েছিলেন ঠিকই, এখন সে আবু জাহেলের দেশে বাস করে……

#মোহাম্মদ জসীম উদ্দীন
ব‍্যবস্থাপক
জনতা ব‍্যাংক পিএলসি.
গৌরীপুর শাখা।

21/08/2025

যে নুরানি মাদ্রাসার শিক্ষক তার আর শাস্তির দরকার নাই৷

21/08/2025

সেরা ছাত্র সংগঠন কোনটি.?
(ছাত্রশিবির) (ছাত্রদল)
(ছাত্র মজলিস) (ইসলামী আন্দোলন)

19/08/2025

পারিনা, তাও সুন্দর পরিবেশ থেকে একটু চেষ্টা করলাম...

19/08/2025

পাহাড় আমার সব সময় ই ভালো লাগে...
#পাহাড়_ব্লগ৫

19/08/2025

খিলাফত শাসন ব্যাবস্থা ছাড়া
মানুষের মধ্যে কখনোই
রাজনৈতিক শান্তি আসবেনা৷

Address

Maghbazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Abu Saleh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category