
26/07/2025
অবাক হবেন ছবিগুলো দেখলে।
এই কিশোরদের কাঁধে যা দেখছেন তা কিন্তু স্কুল কলেজের বই বা শিক্ষা সামগ্রী নয়।
দেশ মাতৃকার জন্য যুদ্ধে শত্রুকে আঘাত করার জন্য বোমা সাদৃশ্য কোনো বস্তুও নয় ।
অথবা পরিবারের কষ্ট লাঘব করতে কিশোর বয়সেই কাঁধে কোন বোঝা বয়ে দিন মজুরের কাজও নয়।
এটি কুমিল্লা সদর দক্ষিণের কনেশতলা গ্রাম নামক একটি জায়গার বিভিন্ন বাড়ির ভিতর দিয়ে কাঁধে করে নিয়ে যাচ্ছে গাঁজা।
এই গাঁজা ছড়িয়ে দেয়া হবে আশপাশের বিভিন্ন এলাকায়।
ভিতরে হয়তো ইয়াবা সহ অন্যান্য মাদক সামগ্রী।
এদেরকে পুলিশে ধরলে থানায় চলে আসে রাজনৈতিক দালালরা।
এদের এসব বিক্রির ভাগ পায় রাজনৈতিক দলের নেতা নামক চামচাগুলো।
সারা দেশের একই অবস্থা।
এসব দেখলে বুক ফেটে যায়।
অথচ রাজনৈতিক নেতাদের সন্তানদের নিজেদের এলাকাতেও রাখেনা এবং দেশেও রাখেনা।