Mohammad Abu Saleh

Mohammad Abu Saleh আমার অফিসিয়াল পেইজে আপনাকে আন্তরিক অভিনন্দন৷
(3)

09/10/2025
চিন্তার বিষয়..
09/10/2025

চিন্তার বিষয়..

ইনশা আল্লাহ
08/10/2025

ইনশা আল্লাহ

07/10/2025

এক ভরি স্বর্ণের দাম দুই লাখ আর ওমরাহ করতে খরচ লাগবে দেড় লাখ।
বউকে স্বর্ণ না দিয়ে ওমরাহ উপহার দিন ইনশাল্লাহ।

06/10/2025

সতর ঢাকা নিয়ে যত উত্তর..🤪🤪🤪🤪

06/10/2025

যেই পা কুরআনের উপর চলে সেই পা মাটি স্পর্শ করার অধিকার হারিয়েছে..

06/10/2025

যেদিন থেকে মানুষের সামনে মিথ্যা প্রশংসা করা বন্ধ করেছি সেদিন থেকে তথাকথিত অনেক আপনজনদের আসল চেহারা চিনেছি..

05/10/2025

একজন পাগলের চুল কাটা নিয়ে যে অবস্থা তৈরী করলো, কুরআন অবমাননা সেই তুলনায় ইস্যুই নয়। আফসোস, এই দেশের আশা নেই।

ফিলিস্তিনের এই ছেলেটার নাম ফারেস আল আওয়াদ। বয়স খুব বেশি না, ১১ বছর মাত্র। ছেলেটা প্রায় প্রতিদিনই সমুদ্রের পাড়ে গিয়ে বসে ...
03/10/2025

ফিলিস্তিনের এই ছেলেটার নাম ফারেস আল আওয়াদ।
বয়স খুব বেশি না, ১১ বছর মাত্র। ছেলেটা প্রায় প্রতিদিনই সমুদ্রের পাড়ে গিয়ে বসে থাকে এবং আনমনে হাঁটে।

একজন ফটোগ্রাফার প্রায় সময়ই লক্ষ্য করতো ছেলেটাকে। দেখতো ছেলেটা এসে চুপচাপ বসে থাকে আর কি যেন খুঁজে।

ফটোগ্রাফার কৌতূহলী হয়ে একদিন ছেলেটাকে জিজ্ঞেস করেছিল- তুমি প্রতিদিন এই সমুদ্রের পাড়ে এসে কার জন্যে অপেক্ষা করো?

ছেলেটা ভারাক্রান্ত মনে উত্তর দিলো- সমুদ্রের ওই পার থেকে আসা জাহাজগুলোর জন্য অপেক্ষা করছি আমি। সবাই বলাবলি করছিল কিছু জাহাজ না-কি আসতেছে।

এতে না-কি মানুষজন আছে এবং তারা আমাদেরকে বাঁচাতে চেষ্টা করছে। আমি তাদের অপেক্ষাতেই আছি। ওরা আসলে আমার ভাই-বোনগুলো হয়তো একটু ভালো খাবার খেতে পারবে।

যতবারই কোন জাহাজ আসার খবর পায় এই ছেলেটা ভোরবেলা থেকে সমুদ্রের পাড়ে গিয়ে অপেক্ষা করতে থাকে কখন আসবে সেই জাহাজ।

কিন্তু সেই জাহাজগুলো আর আসতে পারে না, প্রতিবারই ধরে পড়ে যায় ই*সরা*য়েলি বাহিনীদের হাতে।

তারপর একরাশ মনখারাপ নিয়েই বাড়িতে ফিরে আসে ছেলেটা।

গতকাল সুমুদ ফ্লোটিলা জাহাজ আসার খবর শুনে অনেক বেশি আনন্দিত হয়েছিল ছেলেটা। শুনেছিল এবারে না-কি অনেক বেশি জাহাজ একসাথে আসতেছে, অনেক নামি-দামি লোক আসতেছে।

তাই সে ভেবেছিল এবার যে করেই হোক জাহাজ আসবেই, তাদেরকে এখান থেকে উদ্ধার করবে।

তাই ভোর থেকেই সমুদ্রের পাড়ে গিয়ে অপেক্ষা করছিল ছেলেটা। বাড়িতে তার বাবা-মা, ভাই-বোনেরাও অপেক্ষা করছিল।

কিন্তু ফিলিস্তিনের সমুদ্রের তীরের প্রায় কাছাকাছি পৌঁছানোর পরপরই ই*সরা*য়েলি জালিম বাহিনীরা জব্দ করে ফেলে জাহাজগুলোকে। তারপর সবাইকে গ্রেফতার করে ফেলে।

আশেপাশের সবাই বুঝতে পারছিল এবারেও জাহাজগুলো আসতে পারবে না। তাই সবাই যার যার মতো বাড়ি ফিরে যাচ্ছিল।

কিন্তু এই ছেলেটা তখনো সমুদ্রের পাড়ে ঠায় দাঁড়িয়ে ছিল। তার চোখ দুটো পানিতে ছলছল করছিল, মনে হচ্ছিল যেকোন মুহুর্তে কেঁদে দিবে।

এবারে সে অনেক বেশি আশাবাদী ছিল। ভেবেছিল এবারে যে করেই জাহাজগুলোকে পৌঁছাবে, ওদেরকে উদ্ধার করবে, একটু ভালো খাবার দিয়ে যাবে।

দিন যায়, মাস যায় কিন্তু ছেলেটার আশা আর পূর্ণ হয় না। তার পরিবারে ক্ষুধার্ত বাবা-মা আছে, ছোট ছোট
ভাইবোন আছে, তাদের খাবারের দরকার।

না খেয়ে প্রায় মুমুর্ষু হয়ে মারা যাচ্ছিল সবাই। তাই জাহাজগুলো আসাটা অনেক বেশি দরকার ছিল তার।

তাই আজকে সবাই বাড়ি চলে গেলেও মনখারাপ করে সমুদ্রের পাড়েই দাঁড়িয়ে ছিল ছেলেটা। পুরোটা সময় জুড়ে ছলছল করা চোখে তাকিয়ে ছিল সমুদ্রের তীরের দিকে।

অপেক্ষা করছিল ভুল করেও যদি কোন জাহাজ চলে আসে। কিন্তু কোন জাহাজই আসতে পারেনি, সবগুলোই জব্দ করে ফেলেছে ।

ছেলেটা তবুও যায়নি। ছলছল করা চোখ নিয়ে পুরোটা সময় জুড়ে সেখানেই দাঁড়িয়ে ছিল!

লেখা- Ibrahim Khalil Shawon

02/10/2025

মানুষের কোন পাপের কারণে তার রিজিক সংকুচিত হয়ে যায়⁉️

02/10/2025

প্রভু হে! একটি জলযান হলেও, তুমি সৈকতে ভিড়তে দাও। অভুক্ত ভাই-বোনেরা অধীর আগ্রহে তাদের অপেক্ষা করছে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Abu Saleh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category