
25/09/2024
সত্যিই কি ভূত বলে কোন কিছুর অস্তিত্ব আছে? শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে এই বিতর্ক। ভবিষ্যতেও চলবে। বিজ্ঞানিরা বহুদিন আগে ভূতের অস্তিত্ব নাকচ করে দিলেও, দেখা গেছে পৃথিবীর ৩০% মানুষ এখনও ভূত ও অতিপ্রাকৃতিক ঘটনায় বিশ্বাস করেন। আমরা প্রায় প্রত্যেকেই আমাদের জীবনে এমন কিছু লোককে চিনি বা জানি বা গল্প শুনেছি, যাঁরা ভূত দেখেছেন।
আসলে ভূতকে দেখা, শোনা ও লালনপালন করার জন্য পৃথিবীতে প্রচুর মানুষ আছেন। সেটা চেতনায় হতে পারে আবার বাস্তবেও হতে পারে। কিন্তু, সচক্ষে ভূত দেখেছেন বা ভুতুড়ে ঘটনার সাক্ষী থেকেছেন এমন কথা ক‘টা শুনতে পান? আর যাঁরা সচক্ষে ভূত দেখার দাবি করেন, তারা সেটা করেনই বা কেন আর কী করেই বা করেন? ভূত সম্পর্কিত বৈজ্ঞানিক ব্যখ্যা নিয়ে আরও বিস্তারিত জানতে লিংকের ভিডিওটি দেখতে পারেন -
ভিডিও লিংক: https://youtu.be/cdpZwbr4LiU