ইস্টিশন - istishon 1.2

ইস্টিশন - istishon 1.2 http://istishon.blog/
ইস্টিশন | প্রাণে প্রাণ মিলাবই.

সত্যিই কি ভূত বলে কোন কিছুর অস্তিত্ব আছে? শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে এই বিতর্ক। ভবিষ্যতেও চলবে। বিজ্ঞানিরা বহুদিন ...
25/09/2024

সত্যিই কি ভূত বলে কোন কিছুর অস্তিত্ব আছে? শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে এই বিতর্ক। ভবিষ্যতেও চলবে। বিজ্ঞানিরা বহুদিন আগে ভূতের অস্তিত্ব নাকচ করে দিলেও, দেখা গেছে পৃথিবীর ৩০% মানুষ এখনও ভূত ও অতিপ্রাকৃতিক ঘটনায় বিশ্বাস করেন। আমরা প্রায় প্রত্যেকেই আমাদের জীবনে এমন কিছু লোককে চিনি বা জানি বা গল্প শুনেছি, যাঁরা ভূত দেখেছেন।

আসলে ভূতকে দেখা, শোনা ও লালনপালন করার জন্য পৃথিবীতে প্রচুর মানুষ আছেন। সেটা চেতনায় হতে পারে আবার বাস্তবেও হতে পারে। কিন্তু, সচক্ষে ভূত দেখেছেন বা ভুতুড়ে ঘটনার সাক্ষী থেকেছেন এমন কথা ক‘টা শুনতে পান? আর যাঁরা সচক্ষে ভূত দেখার দাবি করেন, তারা সেটা করেনই বা কেন আর কী করেই বা করেন? ভূত সম্পর্কিত বৈজ্ঞানিক ব্যখ্যা নিয়ে আরও বিস্তারিত জানতে লিংকের ভিডিওটি দেখতে পারেন -

ভিডিও লিংক: https://youtu.be/cdpZwbr4LiU

হঠাৎই এল সেই মুহূর্ত— ‘ইউরেকা!’ তৈরি হল অপরাধী শনাক্তকরণের নতুন পদ্ধতি। গোটা বিশ্বের সামনে এল ‘ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন...
10/04/2023

হঠাৎই এল সেই মুহূর্ত— ‘ইউরেকা!’ তৈরি হল অপরাধী শনাক্তকরণের নতুন পদ্ধতি। গোটা বিশ্বের সামনে এল ‘ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন’। উনবিংশ শতকের শেষের দিক দুই বাঙালি— কাজী আজিজুল হক, সঙ্গে হেমচন্দ্র বসুর হাত ধরেই এসেছিল এই অভূতপূর্ব আবিষ্কার।

হঠাৎই এল সেই মুহূর্ত— ‘ইউরেকা!’ তৈরি হল অপরাধী শনাক্তকরণের নতুন পদ্ধতি। গোটা বিশ্বের সামনে এল ‘ফিঙ্গারপ্রিন্ট ভ....

আজকের বাঙালি মুসলিমদের ধর্মীয় অনুভূতি দেখে আপনি হয়তো বিশ্বাস করতে চাইবেন না, তারা অধিকাংশই একটা সময়ে ছিল হিন্দু অথবা বৌদ...
10/04/2023

আজকের বাঙালি মুসলিমদের ধর্মীয় অনুভূতি দেখে আপনি হয়তো বিশ্বাস করতে চাইবেন না, তারা অধিকাংশই একটা সময়ে ছিল হিন্দু অথবা বৌদ্ধ। তবে এটা ঐতিহাসিক সত্য। আর বাংলার মানুষের ইসলাম ধর্ম গ্রহণের কারণ ব্যাখ্যার জন্য চার ধরনের তত্ত্ব উপস্থাপন করা হয়েছে। এই তত্ত্বগুলো হলো মুসলমান শাসকদের ইসলাম ধর্ম প্রচারে আনুকূল্য, ব্রাহ্মণ্যবাদের উৎপীড়নের বিরুদ্ধে নিম্নবর্ণের বিদ্রোহ, হিন্দু উৎপীড়নের ফলে উৎপীড়িত বৌদ্ধদের ইসলাম গ্রহণ এবং মুসলিম পীরদের ধর্ম প্রচার।

বাঙালি মুসলমানের অনুভূতি যে ঠিক কোন জায়গায় এটা বোঝা বড় মুশকিল। কথায় কথায় বাঙালি মুসলমানের অনুভূতিতে আঘাত লাগে। আ...

জীববৈজ্ঞানিক দৃষ্টিতে একজন ব্যক্তি মানুষ আর একটা শিম্পাঞ্জির মধ্যে বিশেষ প্রভেদ নেই। কে ভালো টিকে থাকতে পারে, তা দেখার জ...
13/02/2023

জীববৈজ্ঞানিক দৃষ্টিতে একজন ব্যক্তি মানুষ আর একটা শিম্পাঞ্জির মধ্যে বিশেষ প্রভেদ নেই। কে ভালো টিকে থাকতে পারে, তা দেখার জন্য একটা মানুষ আর একটা শিম্পাঞ্জিকে যদি কোনো বিপদসঙ্কুল-নির্জন দ্বীপে ছেড়ে আসা হয়, তাহলে কিন্তু মানুষটা নয়, শিম্পাঞ্জিটাই জিতবে!

প্রায় সত্তর হাজার বছর আগে, আফ্রিকার নির্জন-নিঃসীম প্রান্তরে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো আমাদের পূর্বপুরুষ আদি .....

দীর্ঘদিন স্বামী প্রবাসে থাকার সুযোগে স্ত্রীরা পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ছে। এই বিষয়টি সমাজে ব্যাপক আকার ধারণ করছে। দেখা গে...
13/02/2023

দীর্ঘদিন স্বামী প্রবাসে থাকার সুযোগে স্ত্রীরা পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ছে। এই বিষয়টি সমাজে ব্যাপক আকার ধারণ করছে। দেখা গেছে বর্তমানে যত নারী বা পুরুষ ঘটিত কেলেঙ্কারি দেখা যাচ্ছে তার অধিকাংশ স্বামী প্রবাসী। এমনও দেখা গেছে, স্বামীর সব সম্পদ কৌশলে ভাগিয়ে নিয়ে পরকীয়া ছেলের সাথে চলে যাচ্ছে। নিজের সন্তান পর্যন্ত হত্যা করতে দ্বিধা করছে না পরকীয়া নারী বা পুরুষ।

২০১৮ সালে ভারতের সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, পরকীয়া আর অপরাধ নয়৷ এই রায়ে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে৷ অনেকে বলে....

স্যালবার্ডের বরফে যার মধ্যে প্রায় ২৬ ধরনের পিএফএএস যৌগ পাওয়া গেছে বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা। প্রশ্ন থেকে যায়, চিরতুষারাব...
13/02/2023

স্যালবার্ডের বরফে যার মধ্যে প্রায় ২৬ ধরনের পিএফএএস যৌগ পাওয়া গেছে বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা। প্রশ্ন থেকে যায়, চিরতুষারাবৃত এই অঞ্চলে, যেখানে মানুষের বাস নেই বললেই চলে, সেখানে কীভাবে এসে পৌঁছাল এই বিষাক্ত যৌগ?

পার অ্যান্ড পলিফ্লুরো-অ্যালকিল। বিগত কয়েক বছর ধরেই বেশ চর্চায় রয়েছে এই বিশেষ রাসায়নিক যৌগটি। যেভাবে ক্লোরোফ্লু.....

জম্মু ও কাশ্মীরের রেয়াসি জেলায় লিথিয়ামের ভান্ডারের হদিস পেয়েছে দেশের ভূতাত্ত্বিক সর্বেক্ষণ। ৫৯ লাখ টন লিথিয়ামের সন্ধান প...
13/02/2023

জম্মু ও কাশ্মীরের রেয়াসি জেলায় লিথিয়ামের ভান্ডারের হদিস পেয়েছে দেশের ভূতাত্ত্বিক সর্বেক্ষণ। ৫৯ লাখ টন লিথিয়ামের সন্ধান পাওয়া গিয়েছে সেখানে। পরিমাণটা কিন্তু মোটেই কম নয়। ভারতের মতো উন্নয়নশীল দেশে প্রথম বার যে এই পরিমাণ লিথিয়ামের খোঁজ পাওয়া গেল, তা উল্লেখযোগ্য।

ভারতে প্রথম বার হদিস পাওয়া গিয়েছে লিথিয়ামের।- সূত্র আনন্দবাজার। ভারতের কাছে এ এক বিরাট প্রাপ্তি বটে। যে সাদা সোন.....

ভিডিও লিংক: https://youtu.be/gn4X-Of-1Pkদাসদের বেচাকেনার জন্য বরাদ্দ দিন ছিল এই দিনটি, যাকে আমরা ব্ল্যাক ফ্রাইডে বলে জান...
13/02/2023

ভিডিও লিংক: https://youtu.be/gn4X-Of-1Pk

দাসদের বেচাকেনার জন্য বরাদ্দ দিন ছিল এই দিনটি, যাকে আমরা ব্ল্যাক ফ্রাইডে বলে জানি। আসলে অক্টোবর মাসের শেষ দিনে হ্যালোইন, নভেম্বর মাসে থ্যাংকসগিভিং, ডিসেম্বরে বড়দিন পেরিয়েই নতুন বছরের প্রস্তুতি… এতরকম উৎসবের তোড়জোড় করার জন্য ধনীদের কাজের লোক প্রয়োজন হত। পাশাপাশি খামারবাড়িতেও তখন ফসল তোলার মওশুম। এর জন্য প্রয়োজন অনেক শ্রমিক। তাই নভেম্বর মাসের শেষ শুক্রবার আমেরিকার প্রায় সর্বত্রই বসত একটা বিশেষ ধরনের হাট। এই হাটে শুধুমাত্র দাস বেচাকেনা হত। কালো মানুষদের বেঁচাকেনার দিনটিকে ব্ল্যাক ফ্রা্ইডে বলা হত।

১৮ কিংবা ১৯ শতকের ভারতে এই ছবি অচেনা ছিল না। বরং কম বয়সে মেয়ের বিয়ে দেওয়াই ছিল সমাজের রীতি। কিন্তু ২০২৩ সালে দাঁড়িয়েও ব...
13/02/2023

১৮ কিংবা ১৯ শতকের ভারতে এই ছবি অচেনা ছিল না। বরং কম বয়সে মেয়ের বিয়ে দেওয়াই ছিল সমাজের রীতি। কিন্তু ২০২৩ সালে দাঁড়িয়েও বাল্যবিবাহ এবং নাবালিকাদের বৈধব্যের ছবিটা পাল্টায়নি রাজস্থানে।

মেয়ের বয়স ১০ থেকে ১২ বছর পেরোলেই বিয়ের সানাই বেজে ওঠে বাড়িতে। পাত্রের হাতে মেয়েকে সঁপে দিয়ে দায়মুক্ত হন বাবা-মা। ...

খাতসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, আইপিপিগুলোর জ্বালানি তেলের মজুদ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যাবে আগামী মার্চ পর্যন্ত। তবে এটুক...
12/02/2023

খাতসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, আইপিপিগুলোর জ্বালানি তেলের মজুদ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যাবে আগামী মার্চ পর্যন্ত। তবে এটুকুও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনের জন্য যথেষ্ট নয়। জ্বালানি তেল আমদানি করতে না পারলে এপ্রিল থেকে সারা দেশে বিদ্যুতের লোডশেডিং তীব্র হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।

তহবিল সংকটে পড়েছে দেশের বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো (আইপিপি)। আর এর কারণ বকেয়া বিদ্যুৎ বিলের অর্থ দেরিতে ছাড় হও.....

Address

Motijheel C/A
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when ইস্টিশন - istishon 1.2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইস্টিশন - istishon 1.2:

Share