Creating mitu's dailylife

Creating mitu's dailylife সব কাজই নিয়তের উপর নির্ভর করে, আর প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করে সে তাই পায়।(সহীহ বুখারীঃ০১ মুসলিমঃ১৯০৭

13/10/2024

রাসুল (সা.) কখনো খাবারের দোষ ধরতেন না। আবু হুরায়রা (রা.) বলেন, ‘রাসুল (সা.) কখনো খাবারের দোষত্রুটি ধরতেন না। তাঁর পছন্দ হলে খেতেন আর অপছন্দ হলে ত্যাগ করতেন।’ (বুখারি, হাদিস: ৫১৯৮, ইবনে মাজাহ, হাদিস: ৩৩৮২)

18/09/2024

রহমতের বৃষ্টি দেখে দোয়া পড়া সুন্নত। হাদিসে পাকে এসেছে, হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বৃষ্টি হতে দেখলে বলতেন---

‘হে আল্লাহ! আপনি মুষলধারায় যে বৃষ্টি দিচ্ছেন, তা যেন আমাদের জন্য উপকারি হয়।' (বুখারি ১০৩২)

07/01/2023

আল্লাহ তাআলা বলেন - 'হে আমার বান্দারা, তোমরা আমাকে ডাকো।আমি তোমাদের ডাকে সাড়া দিব'
(সূরাঃআল গাফের -আয়াত-৬০)

05/01/2023

যমীনে এমন কোন প্রানী নেই,যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেননি।।
(সূরাঃ হুদ -আয়াতঃ৬)

03/01/2023

রাসূল (সাঃ) বলেছেন -খাবার খেয়ে শুকরিয়া আদায়কারী,রোজাদারদের ন্যায় মর্যাদাপ্রাপ্ত হবে।।
( তিরমিজিঃ ২৪৮৬)

01/01/2023

রাসূল (সা.) বলেছেন - যার মধ্যে তিনটি গুণ থাকবে সে ঈমানের স্বাদ অনুভব করবে।যার কাছে আল্লাহ ও রাসূল সর্বাধিক প্রিয় হবে। অন্য কোনো ব্যক্তিকে সে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবে। আল্লাহ কুফরি থেকে রক্ষা করার পর আবার তাতে ফিরে যাওয়া তার কাছে আগুনে নিক্ষেপের মতো অপছন্দনীয় হবে।।।
(মুসলিম : হাদিস নং :৪৩)

30/12/2022

রাসূলে পাক এরশাদ করেন-যে ব্যক্তি আমার উপর একবার দরুদপাঠ করবে,আল্লাহ পাক তার উপর দশটি রহমত অবতীর্ণ করবেন।।

28/12/2022

গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর তার সাথে ভাপা সর্ষে ইলিশ-এ যেনো অসাধারণ একটা জুটি!!

27/12/2022

পরহেজগারদেরকে যে জান্নাতের ওয়াদা দেয়া হয়েছে, তার অবস্থা নিম্নরূপঃ তাতে আছে পানির নহর,নির্মল দুধের নহর যার স্বাদ অপরিবর্তনীয়, পানকারীদের জন্য সুস্বাদু শরাবের নহর এবং পরিশোধিত মধুর নহর। তথায় তাদের জন্য আছে রকমারি ফলমূল ও তাদের পালনকর্তার ক্ষমা।পরহেজগাররা কি তাদের সমান, যারা জাহান্নামে অনন্তকাল থাকবে এবং যাদেরকে পান করতে দেয়া হবে ফুটন্ত পানি অতঃপর তা তাদের নাড়িভূঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে?????
(মুহাম্মদঃআয়াত ১৫)

"তুমি যদি পূর্ণভাবে আল্লাহর ওপর ভরসা করো,যেমনটা করা উচিত,তাহলে তিনি অবশ্যই তোমার সব প্রয়োজন পূরণ করবেন,যেমনটা তিনি পাখিদ...
25/12/2022

"তুমি যদি পূর্ণভাবে আল্লাহর ওপর ভরসা করো,যেমনটা করা উচিত,তাহলে তিনি অবশ্যই তোমার সব প্রয়োজন পূরণ করবেন,যেমনটা তিনি পাখিদের জন্য করেন। তারা ক্ষুদার্ত হয়ে বাসা থেকে বের হয়,কিন্তু ভরা পেট নিয়ে নীড়ে ফিরে "
- তিরমিযী......

24/12/2022

খাবারের স্বাদটা তখনই সুন্দর হয় যখন আপনি তা নিজের পরিবারের সাথে বসে খান। 🍮🍮

23/12/2022

এক ফোঁটা পানিতে সব মহাসাগরের সমস্ত রহস্য পাওয়া যায়।।🌊🌊

23/12/2022

রৌদ্র ভাবে আমার তেজে পাপড়ি হবে ক্লান্ত 🥀🥀
কিছু ফুল রাতেও ফুটে সূর্য যদি জানতো!🌸🌸 🌼🌼

Address

Mohammadpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Creating mitu's dailylife posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category