BD News24.com

BD News24.com BD News24.com

07/05/2025

ঘুমের উপকারিতা

"প্রতিদিন ৭ ঘণ্টা ঘুম না হলে কী হয়?"

"আপনি কি জানেন প্রতিদিন অন্তত ৭ ঘণ্টা ঘুম না হলে আপনার স্মৃতিশক্তি দুর্বল হতে পারে? শুধু তাই না—হৃদরোগ, ডায়াবেটিস এমনকি মানসিক চাপও বেড়ে যায়। সুস্থ থাকতে চাইলে, আজ রাত থেকেই সময়মতো ঘুমাতে শুরু করুন!"

07/05/2025

উচ্চ রক্তচাপ কমাতে ১ মিনিটের টিপস!"

"আপনার উচ্চ রক্তচাপ আছে? প্রতিদিন সকালে ৫ মিনিট ধ্যান বা প্রার্থনা করুন,
কম লবণ খান, আর দিনে অন্তত ২০ মিনিট হাঁটুন।
এই তিনটা অভ্যাসেই প্রেসার থাকবে নিয়ন্ত্রণে—চেষ্টা করে দেখুন!"

07/05/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

🇮🇳🇵🇰 ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বৃদ্ধি।প্রথমে, ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। কাশ্মীরের পেহেলগামে...
07/05/2025

🇮🇳🇵🇰 ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বৃদ্ধি।

প্রথমে, ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর, ভারত পাকিস্তানের আজাদ কাশ্মীর অঞ্চলে বিমান হামলা চালিয়েছে, যাতে জইশ-ই-মুহাম্মদের প্রধান মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত হয়েছেন। পাকিস্তান পাল্টা হামলা চালিয়েছে, এবং বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।"

10/08/2024

আমি আজকে বললাম ! বাংলাদেশকে ফকির বানিয়ে ছাড়বে এই সরকার । শেখ হাসিনা

18/03/2024

কেশ উজ্জ্বল রাখার পন্থা
চকচকে ঝলমলে চুল শুধু দেখতেই ভালোলাগে না, এটা চুলের স্বাস্থ্যকর মাত্রাও নির্দেশ করে।

তবে গোসল, নানান ধরনের পণ্য ব্যবহার, দূষণ- চুলের স্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলে। ফলে কেশ হয় নির্জিব।

আর এই অবস্থা থেকে পরিত্রাণে রয়েছে নানান উপায়।

কন্ডিশনারের পর ঠাণ্ডা পানি দিয়ে চুল ধোয়া

“চুলের বাইরের আবরণ বা কিউটিকলস অনেকটা টাইলসের মতো কাজ করে। মানে চুলে চকচকেভাব বজায় রাখে। যত বড় হয় চুল ততই অসমান ও কোঁকড়া হতে থাকে। আর আলো শোষিত হওয়ার কারণে চুলে পড়ে মলিন ভাব। এই সমস্যা কাটাতে ব্যবহার করতে হয় ঠাণ্ডা পানি”- রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে মন্তব্য করেন লন্ডনের পেশাদার কেশসজ্জাকর টিনা আউটেন।

ঠাণ্ডা পানি চুলের বাহ্যিক আবরণ বা ‘কিউটিকলস’ বুজে দেয়। ফলে চুলের অগ্রভাগ থাকে মসৃণ। যে কারণে চকচকেভাব আসে।

ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস’য়ের কেশসজ্জাকর মার্ক টাউনসেন্ড একই প্রতিবেদনে, প্রথমে কুসুম গরম পানি দিয়ে চুলে কন্ডিশনার ব্যবহারের পরামর্শ দেন।

তিনি বলেন, “গরম পানির কারণে কিউটিকেলস খুলে গিয়ে কিন্ডশনারে থাকা পুষ্টি ‍উপাদান চুলে ভালো মতো শোষিত হবে। তারপর ঠাণ্ডা পানিতে ধোয়ার ফলে কিউটিকলস হবে বন্ধ। ফলে পুষ্টি উপাদান ‍চুলে আটকা পড়বে। এতে চুলে আলো প্রতিফলিত হয়ে চকচকে ভাব দেখাবে।”

লিভ-ইন কন্ডিশনার ব্যবহার

গোসলে বেশি ভারী বা দুবার কন্ডিশনার ব্যবহারের প্রয়োজন নেই। ভারী কন্ডিশনার অনেক সময় চুলে মলিনভাব নিয়ে আসে।

টাউনসেন্ড বলেন, “দুবার কন্ডিশনার ব্যবহার করা অপচয়। যদি মনে হয় চুলে বাড়তি আর্দ্রতা প্রয়োজন তবে গোসলের পর ‘লিভ-ইন’ ব্যবস্থা গ্রহণ করা উপকারী।”

যেমন- গোসলের পর চুলে তেল, সেরাম, মিস্ট ইত্যাদি ব্যবহার করা।

ত্বক উপযোগী উপাদান ব্যবহার

“এই সময়ে চুলের যত্ন নিতে মাথার ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়। তাই মুখের জন্য উপযোগী উপাদানও মাথার ত্বকে ভালো কাজ করে”- বলেন ক্যালিফোর্নিয়া ভিত্তিক সেলিব্রেটি কেশসজ্জাকর ক্লারিস রুবেনস্টেইন।

যেমন- হায়ালুরনিক অ্যাসিড সমৃদ্ধ স্পা শ্যাম্পু ও কন্ডিশনার বা হায়ালুরনিক সেরাম চুল উজ্জ্বল করতে ভূমিকা রাখে।

শুষ্ক চুলে শিয়াবাটার সমৃদ্ধ শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করা উপকারী। এছাড়া বায়োটিন, কোলাজেন, ভিটামিন বি সমৃদ্ধ পণ্য চুলের ও মাথার ত্বকের জন্য প্রয়োজনীয় উপাদান।

ক্ষতিকর উপকরণ এড়ানো

শ্যাম্পু, কন্ডিশনার বা চুলের জন্য যে কোনো পণ্য কেনার সময় উপকরণের তালিকা পড়ার পরামর্শ দেন, লাস ভেগাস ভিত্তিক কেশসজ্জার প্রতিষ্ঠান ‘ফিনিক্স স্যালন সুইটস’য়ের কেশসজ্জাকর জিনা রিভেরা।

যেসব পণ্যে সালফেট থাকে, সেগুলো চুল রুক্ষ ও মলিন করে দেয়।

অ্যাপল সাইডার ভিনিগার দিয়ে চুল ধোয়া

নানান কারণে চুলের কিউটিকলস’য়ে ময়লা জমে। ফলে পুষ্টি উপাদান শোষিত হতে না পেরে চুলে দেখা দেয় মলিন-ভাব।

চুল নির্জিব লাগলে, কয়েক দফা অ্যপল সাইডার ভিনিগার দিয়ে চুল ধোয়ার পরমর্শ দেন, রুবেনস্টেইন।

“এর ফলে জমে থাকা ময়লা চুল থেকে পরিষ্কার হবে ভালো মতো”- বলেন তিনি।

তেল ব্যবহার

টাউনসেন্ড বলেন, “যখন চুলের আগা ফেঁটে যায় তখন দেখতে বেশি মলিন লাগে। ভালোভাবে আর্দ্র রাখার জন্য কুসুম গরম তেল চুলে ব্যবহার করা উপকারী।”

সপ্তাহে কয়েকবার চুলের আগা-গোড়া ও মাথার ত্বকে তেল মালিশ করলে কেশে উজ্জ্বলভাব আনতে সাহায্য করে।

মোটা দাঁতের চিরুনি ব্যবহার

রাতের পরিচর্জার রুটিনে নিয়মিত মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর পরামর্শ দেন, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া’তে অবস্থিত ‘স্যালন ডিজেন’য়ের প্রতিষ্ঠাতা মারিয়া এলিজাবেথ।

এর ফলে মাথার ত্বকে থাকা ‘সিবেইশাস’ গ্রন্থি উদ্দীপ্ত হয়ে প্রাকৃতিক তেল বেশি নিঃসরণ ঘটে। যে কারণে মাথার ত্বক তৈলাক্ত থাকে আর চুলে আসে চকচকে-ভাব।

চুল ও মাথার ত্বকের গঠন একেকজনের ক্ষেত্রে একেকরকম হলেও দিনে একবার মাথা থেকে চুলের ডগা পর্যন্ত মোটা ব্রাশ দিয়ে আঁচড়ানো উপকারী।

চুলে গাঢ় রং করা

আউটেন’য়ের মতে, “চুলে কালো রং করলে বেশি আলো প্রতিফলিত হয়। যে কারণে চুল দেখতে চকচকে লাগে।”

সিল্কের বালিশের ওয়াড় ব্যবহার করা

এলিজাবেথ বলেন, “বিউটি স্লিপ’ বলে কোনো কথা নেই। বিছানায় শুলেই আমরা গড়াগড়ি দেই। বালিশে সিল্কের আবরণ ব্যবহার করলে চুলে ঘর্ষণ কম হয়। যে কারণে জটপাকে কম। ফলে চুলে মসৃণ-উজ্জ্বলভাবটা বজায় থাকে।”

#নিউজ #লাইফস্টাইল

🥹🥹শীত শেষ। গরমের দিন আসছে। অনেকদিন ফ্যানগুলো বন্ধ ছিল। প্রত্যেকের বাসার ফ্যানটা ছাড়ার আগে একটু ভাল করে ঝুলন্ত ফ্যান এর ন...
04/03/2024

🥹🥹শীত শেষ। গরমের দিন আসছে। অনেকদিন ফ্যানগুলো বন্ধ ছিল। প্রত্যেকের বাসার ফ্যানটা ছাড়ার আগে একটু ভাল করে ঝুলন্ত ফ্যান এর নাট বোল্ট চেক করে নিন।

নিজে বাঁচুন, পরিবারকে দুর্ঘটনা থেকে বাঁচাতে সচেতন হোন।

লাইফে শুধু এতটুকু বড় হতে চাই যেন উনাদের পাশে দাড়াতে পারি....😔
26/02/2024

লাইফে শুধু এতটুকু বড় হতে চাই যেন উনাদের পাশে দাড়াতে পারি....😔

25/11/2023

যে ৫ উপায়ে চিকিৎসক দূরে রাখে আপেল
BD News 24 Healthy life style

29/10/2023

বুড়া চাচারে কঠিন ধোলাই দিলো চাচি bd news 24.com
#বাংলাদেশখবর

নগরকান্দায় তুচ্ছ ঘটনা নিয়ে দুই গ্রুপের  সংঘর্ষ -  বাড়ি ঘর ভাংচুর আহত ২৫মিজানুর রহমান নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি ঃফরিদ...
18/07/2022

নগরকান্দায় তুচ্ছ ঘটনা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ - বাড়ি ঘর ভাংচুর আহত ২৫

মিজানুর রহমান
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি ঃ

ফরিদপুরের নগরকান্দয় তুচ্ছ ঘটনা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বাড়ি ঘর ভাংচুর সহ আহত ২৫ জনের খবর পাওয়া গেছে। নগরকান্দা উপজেলার কোদালিয়া শহিদ নগর ইউনিয়নের ছোট পাটকান্দি গ্রামের সিরাজ মোল্লা ও ইউসুফ মোল্লার সাথে দীর্ঘ দিন যাবত গ্রাম্য দলাদলি চলে আসছিলো তারই ধারাবাহিকতায় ১৫ জুলাই শত্রুবার সকাল ৬ টার সময় তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের সর্মথকরা সংঘর্ষে লিপ্ত হয়ে বাড়ি ঘর,দোকান ভাংচুর সহ এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়।আহতরা হলেন সাহেদ আলী ও ইউসুফ মাতুব্বর সমর্থক ১.হায়দার আলী (৪৫),২. শহিদ শেখ(৫০),৩.জাহাঙ্গীর মোল্লা (২৫),৪.রাজিব(২২),৫.মামুন মোল্লা (২২),৬.আবদুর রউফ ((৫৩),৭.মান্দার শেখ (২৬,৮.রবিউল শেখ (২২),৯.বকুল মোল্লা (৪৫),ও সিরাজ মোল্লা সমর্থক১০.রুবেল মোল্লা (২২), ১১.কাসেম মোল্লা (৩৫),১২.লাবলু মোল্লা(৩৫),১৩.আক্কাস সেখ(৪৫),১৪.বতু মোল্লা(৩৫),১৫.সুসন মোল্লা(৩৫),১৬.হিরু মোল্লা(৫০),১৭.বাবলু(৫০),১৮.হায়দার মাতুব্বর (৩৫)১৯.সাঈদ মাতুব্বর(২৫),২০.সাব্বির মাতুব্বর(২০) নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।অন্যরা প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে বাড়িতে ফিরে গেছে বলে আহতের স্বজনরা বলেন। আহত হায়দার আলী বলেন আতিক ডাক্তারের একটি মুরগী তার ভাই রায়হান এর ঘরে গেলে মুরগী ধরে রাখতে বল্লে মুরগীর মালিক আতিক ডাক্তারের পরিবারের লোকজন বলে মুরগী যাবে উৎপাত করবে ধরে রাখতে পারবনা কথা কাটাকাটির এক পর্যায় আতিক ডাক্তারের ছেলেরা মিলে রায়হান এর মেয়েকে মারধর করে।এরই রেশ ধরে এই সংঘর্ষ হয়েছে বলে জানান।তবে সাহেদ আলী মাতুব্বর বলেন বিয়েতে দাওয়াত না দেওয়ায় ও গ্রামের বড়বাড়ির মোস্তফা মাতুব্বর কে তার বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়ার জন্য গেলে তাদের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।নগরকান্দা থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন সংঘর্ষের খবর শুনে ঘটনা স্হানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এখন এলাকা শান্ত রইছে। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মিজানুর রহমান
১৫ জুলাই ২০২২

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD News24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share