Miraz Patwary

Miraz Patwary I make Travel Vlog, Moto Vlog, Food Vlog, Reaction Video. I love to visit places on earth. ☺️🏍️✈🗺️🌍

All my content, you can reupload.

No copyright❌

Follow me on Youtube🔻

😂😂We love Anwar Tv
29/07/2025

😂😂
We love Anwar Tv

বৃষ্টির দিনে প্রিয় শহর লক্ষীপুর...☺️
28/07/2025

বৃষ্টির দিনে প্রিয় শহর লক্ষীপুর...☺️

অওকিগাহারা ফরেস্ট– জাপানএটা জাপানের এমন এক বন, যেটাকে বলা হয় “Suicide Forest”।এই বন এতটাই নীরব আর গভীর যে, পাখির আওয়াজও ...
27/07/2025

অওকিগাহারা ফরেস্ট– জাপান

এটা জাপানের এমন এক বন, যেটাকে বলা হয় “Suicide Forest”।
এই বন এতটাই নীরব আর গভীর যে, পাখির আওয়াজও পাওয়া যায় না!
অনেকে বলেন, এখানে আত্মা ঘোরাফেরা করে।
বিজ্ঞানীরা যতই ব্যাখ্যা দেন, যারা ভেতরে গেছেন তারা বলেন—বনের মাঝে দাঁড়ালে বুকের ভিতরটা কেমন যেন ধ্বংস হয়ে আসে…

📍 অনেকেই বলেন, এটা “the most haunted forest on Earth!”

ম্যাগনেটিক হিল – লাদাখ, ভারতএটা এমন একটা হিল যেখানে গাড়ি স্টার্ট ছাড়া নিজে নিজেই উঁচু দিকে উঠতে থাকে!বিজ্ঞান বলে, এটা এক...
26/07/2025

ম্যাগনেটিক হিল – লাদাখ, ভারত

এটা এমন একটা হিল যেখানে গাড়ি স্টার্ট ছাড়া নিজে নিজেই উঁচু দিকে উঠতে থাকে!
বিজ্ঞান বলে, এটা একটা অপটিক্যাল ইলিউশন। কিন্তু যারা নিজের চোখে দেখে এসেছেন, তারা বলেন—এখানে কিছু তো অলৌকিক আছে!

📍 লোকে বলেন, এটা "gravity defying hill!"

২০০ বছর আগে মারা গেছেন—but এখনও ঘরে বসে আছেন!"আপনি যদি ইন্ডিয়ার রাজস্থান যান, তাহলে এক গোপন ঘর দেখতে পাবেন যেখানে একজন ম...
26/07/2025

২০০ বছর আগে মারা গেছেন—but এখনও ঘরে বসে আছেন!"

আপনি যদি ইন্ডিয়ার রাজস্থান যান, তাহলে এক গোপন ঘর দেখতে পাবেন যেখানে একজন মানুষ ২০০ বছর ধরে বসে আছেন—হ্যাঁ, মৃত্যুর পরও!

১৮২৫ সালের দিকে একজন যোগী ছিলেন যার নাম গোরা বাবা। এই সাধু সবসময় ধ্যানমগ্ন থাকতেন। তার ভক্তদের বিশ্বাস ছিল, তিনি নাকি নিজের মৃত্যুর সময় ঠিক করতে পারতেন। একদিন তিনি বলে বসেন, “আমি এবার এমনভাবে ধ্যানমগ্ন হবো—যে এই দেহ আর জাগবে না।”

এরপর থেকেই তিনি এক ছোট্ট ঘরের মধ্যে ঢুকে যান এবং আর কোনোদিন বের হননি।

তাঁর মৃত্যুর পর, আশ্রমের লোকজন তাঁর দেহকে দাহ করেননি—বরং সেই ঘরটাই তালাবদ্ধ করে রাখা হয়। আজও সেই ঘরের মধ্যে কাঠের আসনে বসে আছেন সেই যোগী, একদম প্রথম দিনের মতোই!

বিজ্ঞান বলবে, এটা মমি। কিন্তু স্থানীয়রা বলেন, এটা অলৌকিক।

24/07/2025

Golmal hain bhai Golmal😄

শিশু আরিয়ান আর নেই...🥺💔😭এই শিশুটির কথা সবারই মনে থাকবে। অনেক শিশু দগ্ধ হয়ে মারা গিয়েছে, কিন্তু তাদের ভিডিও এভাবে আসেনি।...
22/07/2025

শিশু আরিয়ান আর নেই...🥺💔😭

এই শিশুটির কথা সবারই মনে থাকবে। অনেক শিশু দগ্ধ হয়ে মারা গিয়েছে, কিন্তু তাদের ভিডিও এভাবে আসেনি। গতকাল ঘটনার পরপরই এই বাচ্চাটির ভিডিও দেখেছি। সমস্ত শরীর পুড়ে চামড়া ঝুলে ঝুলে পড়ছিল। এই অবস্থায় বাচ্চাটি দৌড়ে এসেছে, তারপরও হাঁটছিল, এক সময় দাঁড়িয়ে যায়। সবাই বাচ্চাটিকে তাকিয়ে দেখছিল, কেউ ভিডিও করছিল, ছবি তুলছিল। কিন্তু বাচ্চাটিকে জড়িয়ে ধরার মত কেউ ছিল না। বাচ্চাটি নিশ্চয়ই ওর মাকে অথবা তার বাবাকে খুঁজছিল। আমাদের ক্ষমা করে দিও আরিয়ান

ঢাকা থেকে কুমিল্লা আসার পথে ইলিয়টগঞ্জ নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রিয় Saiful Islam ভাই ইন্তেকাল করেন । ...
22/07/2025

ঢাকা থেকে কুমিল্লা আসার পথে ইলিয়টগঞ্জ নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রিয় Saiful Islam ভাই ইন্তেকাল করেন । তিনি Furious Motoclub Comilla (FMC) ক্লাবের সম্মানিত এডমিন ছিলেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
Bike Bangla Club (BBC) এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।
আল্লাহতায়ালা যেন প্রিয় ভাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন আমিন।

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো-১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্র...
22/07/2025

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো-

১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে

২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে

৩. শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা — এই জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে

৪. নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে

৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে

৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে।

মাহরিন চৌধুরী মাইলস্টোন স্কুলের একজন কো-অর্ডিনেটর ছিলেন। যে ভবনে বিমানটি আ'ঘাত হানে তিনি সে ভবনেই ছিলেন। আ'গুন লাগার পর ...
22/07/2025

মাহরিন চৌধুরী মাইলস্টোন স্কুলের একজন কো-অর্ডিনেটর ছিলেন। যে ভবনে বিমানটি আ'ঘাত হানে তিনি সে ভবনেই ছিলেন।
আ'গুন লাগার পর উনার বের হয়ে যাবার সুযোগ ছিল। কিন্তু তিনি নিজে বের না হয়ে ক্লাসরুমে ছুটে যান তার সন্তানতুল্য শিক্ষার্থীদের উদ্ধার করার জন্য। প্রত্যক্ষদর্শীরা বলেন তিনি অন্তত ২০ জন শিক্ষার্থীর জীবন বাঁচিয়েছেন। কিন্তু একটা পর্যায়ে তার নিজের শরীরে আ'গুন ধরে যায়।
তার শরীরের প্রায় ৮০ ভাগ দ'গ্ধ হয়ে যায়। মু'মূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের বা'র্ণ ইউনিটে আনা হয়। অবস্থা খারাপ হতে থাকায় লাইফ সাপোর্টে নেয়া হয়...

সালাম জানাই এই মা'কে...

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Miraz Patwary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Miraz Patwary:

Share

Category