Shanbin sohag

Shanbin sohag Welcome my channel I’m traveller and food lover tradition culture and interesting place I uphold

জীবন শেখায়— দূরত্ব, নীরবতা আর ধৈর্য সবসময় খারাপ না…কখনো কখনো এগুলোই আমাদের আরও শক্ত করে তোলে।হাঁটছি নিজের পথে।স্বপ্ন আছে...
01/12/2025

জীবন শেখায়— দূরত্ব, নীরবতা আর ধৈর্য সবসময় খারাপ না…
কখনো কখনো এগুলোই আমাদের আরও শক্ত করে তোলে।

হাঁটছি নিজের পথে।
স্বপ্ন আছে, চেষ্টা আছে, আর বিশ্বাস আছে —
একদিন সব ঠিকঠাক জায়গায় বসবে। ✨

কেউ দ্রুত এগিয়ে যাচ্ছে,কেউ থেমে আছে বাস স্টপে অপেক্ষায়…কেউ আবার ভুল বাসে উঠে নেমে যাচ্ছে মাঝপথেই।
30/11/2025

কেউ দ্রুত এগিয়ে যাচ্ছে,
কেউ থেমে আছে বাস স্টপে অপেক্ষায়…
কেউ আবার ভুল বাসে উঠে নেমে যাচ্ছে মাঝপথেই।

Big thanks to Shakil Ahmedfor all your support! Congrats for being top fans on a streak 🔥!
29/11/2025

Big thanks to Shakil Ahmed

for all your support! Congrats for being top fans on a streak 🔥!

25/11/2025

রাত যত শান্ত,
মন তত বেশি কথা বলে।

22/11/2025

ভূমিকম্প হলে কী করবেন? (ALARMING & AWARENESS

ভূমিকম্প হঠাৎ আসে — সময় দেয় না।
কিন্তু জ্ঞান থাকলে জীবন বাঁচানো যায়।

🏠 যদি ঘরের ভেতর থাকো:

✔️ Drop — Cover — Hold

নিচু হয়ে বসো

মাথা ঢেকে রাখো বালিশ, ব্যাগ বা হাতে

শক্ত জিনিস (টেবিল/বেডের নিচে) আশ্রয় নাও

যেটা ধরে রাখতে পারো সেটা শক্ত করে ধরো

✔️ দেয়াল বা জানালার পাশে দাঁড়াবে না

✔️ ফ্যান, লাইট, কাঁচ, শো-পিস, আলমারির নিচে যেও না

📵 লিফট ব্যবহার করবে না — কখনোই না।

🏢 বহুতল ভবনে থাকলে:

✔️ দৌড়াদৌড়ি করবে না
✔️ Everyone stay in place — building sway করা NORMAL
✔️ Earthquake থামলে সিঁড়ি দিয়ে বের হবে, লিফট নয়

🚶‍♂️ যদি বাইরে থাকো:

✔️ খোলা জায়গায় দাঁড়াও
✔️ গাছ, বিদ্যুৎ লাইন, বিল্ডিং বা ব্রিজের নিচে যেও না

🚗 গাড়িতে থাকলে:

✔️ রাস্তার পাশে থামো
✔️ সেতু, Flyover, Electric pole, বিল্ডিংয়ের নিচে থামবে না
✔️ গাড়ি বন্ধ করো, ভেতরে থাকো

🆘 ভূমিকম্পের পর কী করবেন?

Gas line, electric switch, stove বন্ধ করো

মোবাইলে অতি দরকার ছাড়া কল দিও না — SMS ব্যবহার করো

সবাইকে নিরাপদ খোলা স্থানে রাখো

“হাজার ক্লান্তি, হাজার শব্দের ভিড়ের মাঝেওএই শহরটা বাঁচিয়ে রাখে মানুষের আশা।”
21/11/2025

“হাজার ক্লান্তি, হাজার শব্দের ভিড়ের মাঝেও
এই শহরটা বাঁচিয়ে রাখে মানুষের আশা।”

20/11/2025

মিলেমিশে স্বপ্ন হয়ে যায়।
Luxury brand থেকে শুরু করে budget-friendly shop, food court, aquarium, fountain show— সবকিছুই এক জায়গায়।
Walking করলে মনে হবে শুধু mall না, একটা আলাদা জগত।

নতুন সকাল মানেই নতুন শুরু।গতকাল যেমনই কাটুক না কেন,আজকে আবার নতুনভাবে চেষ্টা করার সএক কাপ চা, একটু শান্তি,আর মনে কৃতজ্ঞত...
19/11/2025

নতুন সকাল মানেই নতুন শুরু।
গতকাল যেমনই কাটুক না কেন,
আজকে আবার নতুনভাবে চেষ্টা করার স

এক কাপ চা, একটু শান্তি,
আর মনে কৃতজ্ঞতা রাখো।
হয়তো আজকেই তোমার জীবনের
সবচেয়ে সুন্দর দিন হতে পারে। ☀️✨

#শুভসকাল #নতুনদিন #মর্নিংভাইব #পজিটিভলাইফ #বাংলাক্যাপশন #লাইফ #হোপ #মোটিভেশন #স্মাইল #মনখারাপভালোথাকো

18/11/2025

সময় সব ঠিক করে — যদি তুমি থেমে না যাও।
দুঃখের দিন চলেই আসে,
কিন্তু কোনো দুঃখ স্থায়ী নয় —
স্থায়ী হয় শুধু বদল, শেখা আর উন্নতি

17/11/2025

একদিন রাহিম স্কুলে গেল খুব ক্লান্ত হয়ে।
সারাদিন গেম খেলে রাত ৩টা পর্যন্ত জেগেছিল।

ক্লাসে বসেই সে ঘুমিয়ে পড়লো।
স্যার জিজ্ঞেস করলো—
👉 “রাহিম! বলো তো, পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষ কে?”

রাহিম আধা চোখ খুলে বললো—
😴 “যে ঘুমায় সে… কারণ সে অন্যের কথায় মাথা নষ্ট করে না।”

সবার সামনে পুরো ক্লাস হাসতে লাগলো।

স্যারও হাসি ধরে রাখতে পারলো না, কিন্তু শেষে বললো—
👉 “বুদ্ধিমান হও, কিন্তু দায়িত্ব ভুলে নয়!”

শিক্ষা:
মজা করো, ঘুমাও, খেলো — কিন্তু সময় মেনে। তাহলেই জীবন স্মার্ট হবে! 😆👌

Metro rail Bangladeshবাংলাদেশের প্রথম মেট্রো রেল, ঢাকা মেট্রো রেল, ঢাকা শহরের যানবাহন সমস্যা সমাধানে একটি গুরুত্বপূর্ণ ভ...
14/11/2025

Metro rail Bangladesh

বাংলাদেশের প্রথম মেট্রো রেল, ঢাকা মেট্রো রেল, ঢাকা শহরের যানবাহন সমস্যা সমাধানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মেট্রো রেলের কিছু বৈশিষ্ট্য:

- দ্রুত এবং সময়সাশী
- সাশ্রয়ী এবং সুবিধাজনক
- পরিবেশবান্ধব এবং নিরাপদ
- আধুনিক এবং সুবিধাজনক স্টেশন

মেট্রো রেলের রুট:

- উত্তরা থেকে ময়মনসিংহ রুট
- কমলাপুর থেকে মতিঝিল রুট

মেট্রো রেলের সময়সূচী:

- সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত

#মেট্রো_রেল #ঢাকা_মেট্রো_রেল #বাংলাদেশ #যানবাহন_সমস্যা #পরিবহন #সুবিধা

Address

Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shanbin sohag posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shanbin sohag:

Share

Category