NHS Stories

NHS Stories প্রকৃতির মায়ায় আবদ্ধ, মানুষের প্রতি নিবেদিত, খুজে বেড়াই জীবনের রং

একজন ভ্রমণপ্রিয় মানুষ, নতুন জায়গা নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে ভালোবাসি। আমার পরিবার আমার সবচেয়ে বড় শক্তি, ভ্রমণের গল্প, মানুষের হাসি আর জীবনের ছোট ছোট আনন্দ আমাকে অনুপ্রাণিত করে!

19/08/2025

Nowrin at the Palace

18/08/2025

Cycling at the Palace

14/07/2025

জামতলা সি বিচ, সুন্দরবন

আমরা শুরু করেছিলাম আমাদের যাত্রা ভোর ৫ টায়, ট্রেইলটা প্রায় তিন কিলোমিটার, ঘন জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছাতে হয় এই অনন্য এক সমুদ্রসৈকতে। প্রায় ৪০ মিনিট হাটার পর সব শেষে হঠাৎ করেই গাছপালা সরতে সরতে চোখের সামনে চলে আসে বিশাল সমুদ্র, আর সেটাই জামতলা সি বিচ

নিঃসঙ্গ, নির্জন, নেই মানুষের কোলাহল, শুধু প্রকৃতি আর আপনি

12/07/2025

ক্রিকেট, উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা, আর আমরা বাংলাদেশিরা ক্রিকেটকে ভালোবাসি হৃদয়ের অন্তঃস্থল থেকে। জাতীয় দল সবসময় আমাদের প্রত্যাশা পূরণ না করলেও, ক্রিকেট যেন আমাদের সত্তায় মিশে আছে।

ঢাকা শহরে খেলার জায়গা খুঁজে পাওয়া দুঃসাধ্য। পূর্বাচলে কিছু মাঠ থাকলেও এত দূর যাওয়া নিয়মিত সম্ভব হয়ে ওঠে না। কিন্তু তাই বলে কি ক্রিকেট থেকে দূরে থাকব? কখনোই না!

আমরা, উইকেন্ড ক্রিকেট গ্রুপ, প্রতি শুক্রবার মোহাম্মদপুরের কাছাকাছি একট সুন্দর মাঠে শর্ট পিচ ক্রিকেট খেলি। মাঠে পা রাখার সঙ্গে সঙ্গেই সারাদিনের দুশ্চিন্তা ও সপ্তাহজুড়ে জমে থাকা কাজের চাপ যেন মিলিয়ে যায়। হাসি-ঠাট্টা, দুর্দান্ত সব শট, চমৎকার ফিল্ডিং আর রোমাঞ্চকর মুহূর্তগুলো আমাদের উইকেন্ডকে করে তোলে প্রাণবন্ত।

ক্রিকেট আমাদের শুধু আনন্দই দেয় না, এটি আমাদের জন্য একটা বন্ডিং গড়ে তোলে, বলতে ইচ্ছা হয় life is beautiful

গ্রামের বৃষ্টি, প্রকৃতির এক অনন্য সৌন্দর্য 🌿🌦️ গ্রামের মাটির গন্ধ, বৃষ্টির টুপটাপ শব্দ, আর সবুজ গাছপালার মাঝে প্রকৃতি যে...
18/01/2025

গ্রামের বৃষ্টি, প্রকৃতির এক অনন্য সৌন্দর্য 🌿

🌦️ গ্রামের মাটির গন্ধ, বৃষ্টির টুপটাপ শব্দ, আর সবুজ গাছপালার মাঝে প্রকৃতি যেন তার মনের কথা শোনাচ্ছে। 💚

আপনারা কি গ্রামের বৃষ্টির এমন মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করেছেন? মন্তব্যে জানাতে ভুলবেন না! 🏡✨

ভিডিওটা দেখে ভালো লাগলে, শেয়ার করুন এবং প্রকৃতির এই সৌন্দর্য সবার সাথে ভাগ করে নিন!

https://youtu.be/ytUj157DBno


#বাংলাদেশ
#গ্রাম
#বৃষ্টি
#প্রকৃতি

Experience the calming beauty of rain in a peaceful village setting. 🌿✨Watch as the soothing rain transforms the landscape, highlighting the lush greenery a...

A glimpse into the heartbeat of Bangladesh! 🚆✨ Watch how life unfolds in the metro—vibrant, chaotic, and full of stories...
11/01/2025

A glimpse into the heartbeat of Bangladesh! 🚆✨ Watch how life unfolds in the metro—vibrant, chaotic, and full of stories.

Life in a metro is a story of resilience, culture, and daily hustle. In this video, we dive into the unique experiences of Bangladeshi metro life—its bustlin...

গাঁও গেরামের গল্প https://youtu.be/0cdy3_34lmw?si=QUjY6MbwYtHhs8Ua
07/01/2025

গাঁও গেরামের গল্প

https://youtu.be/0cdy3_34lmw?si=QUjY6MbwYtHhs8Ua




Discovering the Beauty of Naogaon | A Memorable GetawayOur journey took us to the serene and picturesque region of Naogaon, where nature meets tradition in t...

নায়রির ছাদে এক অনন্য মধ্যাহ্নভোজন, টাঙ্গুয়ার হাওড় https://youtu.be/ugUhYibN8k0 #টাঙ্গুয়ার_হাওড়
07/01/2025

নায়রির ছাদে এক অনন্য মধ্যাহ্নভোজন, টাঙ্গুয়ার হাওড়

https://youtu.be/ugUhYibN8k0

#টাঙ্গুয়ার_হাওড়

Imagine sitting on the rooftop of a boat, surrounded by the endless waters of Tanguar Haor, enjoying a delicious lunch with your friends or family. The gentl...

25/10/2024

Nature's Symphony: Tanguar Haor Adventure

Just back from an amazing trip to Tanguar Haor, surrounded by water! The stunning landscapes took our breath away. Grateful for the memories made in this beautiful hidden gem of Bangladesh!

Thanks Nayori-নায়রী

12/10/2024

৮-১০ বছর বা তারও বেশি হয়ে গেছে এক এক জনের জাতীয় দলে, তাও একটা অর্ডিনারি বাউন্সার হিট করতে পারে না, সঞ্জু, হার্দিক যেখানে জায়গায় দাঁড়িয়ে লং অফের উপর দিয়ে ছয় মারে সেখানে আমাদের টপ অর্ডারের ব্যাটারগুলো গায়ের জোরে মেরে বাউন্ডারি পার করতে পারে না,

বোলিং তো আরও এলোমেলো—যেন কোনো পরিকল্পনা নেই, বাংলাদেশ কখনোই ধারাবাহিকভাবে ভালো দল ছিল না। মাঝে মাঝে অপ্রত্যাশিতভাবে ভালো কিছু পারফর্ম করেছে, আর সেই পারফর্ম দেখেই পরবর্তী ৫০ ম্যাচের জন্য ছাড়পত্র পেয়ে গেছে। অথচ, এই দলের যে পরিমাণ সুযোগ-সুবিধা, অর্থ এবং পাবলিক সাপোর্ট পায়, তার অর্ধেক পেলে নেপাল বা আফগানিস্তান আরও ভাল রেজাল্ট দিত (যদিও তারা ইতোমধ্যেই বাংলাদেশ থেকে অনেক এগিয়ে আছে)

আজকের ম্যাচেও লড়াই করার ন্যূনতম ইচ্ছাও দেখা গেল না। সেই পুরানো সম্মানজনক হারের গল্প। এভাবে আর চলতে পারে না। দলকে নিয়ে হতাশা এমন জায়গায় পৌঁছে গেছে যে, এখন হয়তো ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেওয়ার সময় এসে গেছে, সবার, আমাদের সবার!

19/09/2024

দিন দিন মনে হচ্ছে, আমরা কেন যেন পাথর হয়ে যাচ্ছি, আমাদের ভেতরের মানবিক বোধ যেন ধীরে ধীরে মুছে গেছে একেবারে, ফরিদপুরের মধুখালীতে দুজন মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে কিছুদিন আগে। এর আগেও আমরা দেখেছি ডাকাত সন্দেহে ছয়জন শিক্ষার্থীকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। আবার ছেলেধরা সন্দেহে রেনু আক্তারকে নৃশংসভাবে পিটিয়ে মেরে ফেলার ঘটনা মনে আছে?

কিন্তু গতকালের ঘটনা যেন এই নৃশংসতার আরও এক ধাপ ওপরে।

তোফাজ্জেল, এক আধা-পাগল মানুষ, যার পরিবারে আর কেউ বেঁচে নেই—মা, বাবা, ভাই সবাই মারা গেছে। এমন একজন অসহায় মানুষকে দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। প্রথমবার পিটিয়ে তাকে আহত করা হয়, এরপর রাতের খাবার খাওয়ানো হয়, এবং পরে তাকে আবার পিটিয়ে হত্যা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত জায়গায় এত বড় নৃশংসতা কীভাবে মেনে নেওয়া সম্ভব?

এই ঘটনার মূল অভিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী, যারা একজন অসহায় মানুষকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। এই নৃশংসতার কোনো যুক্তি নেই, কোনো ক্ষমা নেই। তোফাজ্জেল হত্যার দ্রুত বিচার হোক এবং এই জঘন্য অপরাধের নেপথ্যে যারা রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক

23/08/2024

আলহামদুলিল্লাহ, বন্যার পানি ধীরে ধীরে কিছু কিছু জায়গা থেকে নামতে শুরু করেছে, তবে পরিস্থিতির উন্নতি হতে আরও সময় লাগবে, কিন্তু আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বন্যার পরবর্তী পরিস্থিতি বা আফটারম্যাথ। পানি নেমে যাওয়ার পরপরই দেখা দেবে নতুন সংকট—পরিস্কার পানি, খাদ্য, চিকিৎসা, এবং পুনর্বাসনের মতো জরুরি প্রয়োজনীয়তা।

আজকে একটি জিনিস দেখে বুঝতে পারলাম যে এমন স্বাধীনতাই আমরা চেয়েছিলাম, ব্যক্তিগত ও সাংগঠনিক উদ্যোগে সংগৃহীত ত্রাণ নিয়ে টিএসসিতে গাড়ির দীর্ঘ সারি দেখে বিশ্বাস হচ্ছিল না। নৌবাহিনী, সেনাবাহিনীসহ বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান তাদের এক দিনের বেতন বন্যার্তদের দান করেছে, যা দেশের মানুষের প্রতি তাদের দায়িত্ববোধ ও মানবতার উদাহরণ। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোও তাদের কর্মচারীদের সাহায্য করতে উৎসাহিত করছে, এবং ছাত্র, শিক্ষক, ব্যবসায়ীসহ সমাজের সব স্তরের মানুষ নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসছেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, যাকে আমরা আমাদের দান করার জন্য এবং মানুষের কল্যাণে কাজ করার জন্য সবচেয়ে বিশ্বাসযোগ্য মনে করি, সেখানে স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য মানুষের মধ্যে প্রতিযোগিতা দেখা গেছে। এই ফাউন্ডেশনের প্রতি মানুষের এবং মানুষদের প্রতি তাদের এতটা আস্থা এবং ভালোবাসা সত্যিই অকল্পনীয়! সবাই জীবনের ঝুঁকি উপেক্ষা করে যার যা কিছু আছে তা নিয়েই বন্যায় আক্রান্ত অসহায় মানুষদের সাহায্য করতে ছুটে চলেছে।

ধর্ম, জাতি, বা বর্ণের পার্থক্য ভুলে দেশের মানুষ তাদের সঞ্চিত অর্থ অকাতরে দান করছেন। সাম্প্রতিক ছাত্র-জনতা আন্দোলনের সফলতা আমাদের দেখিয়ে দিয়েছে যে, আমরা এক হয়ে কাজ করলে দেশের জন্য অনেক বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি। আজ আমরা দেখছি, মানুষের এই ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।

এইভাবে একতাবদ্ধ থাকলে, আমরা যে কোনো অপশক্তিকে মোকাবিলা করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। আসুন, এক হয়ে কাজ করি এবং আমাদের এই ঐক্য ও সহানুভূতির ধারাকে অব্যাহত রাখি। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে তাদের নতুন জীবন শুরু করার পথ প্রশস্ত করি এবং যে যেভাবে পারি ওই অসহায় বন্যার্ত মানুষদের সাহায্যে এগিয়ে আসি।



Address

Dhaka
1209

Telephone

+8801937128444

Website

Alerts

Be the first to know and let us send you an email when NHS Stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NHS Stories:

Share