01/06/2025
এক সময়ে পেপার প্রত্রিকার শিরোনাম ছিল যে সন্ত্রাসী, যাকে একনামে চিনতো, সেই কালা জাহাঙ্গীর এর কথা মনে পড়তেই ইন্টারনেটে সার্চ করে পুরনো কথা মনে করার চেষ্টা করলাম। তবে আজও সে আমার কাছে শীর্ষ সন্ত্রাসী, যার শেষ গল্পটি আমাদের কাছে এখনো অজানা....!!!
টানা কয়েকটা বছর যে কালা জাহাঙ্গীর আর তার দলবল মিলে ঢাকার বুকে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, যার নামে পুরো শহরটা কাঁপতো, সেই কালা জাহাঙ্গীর একদম নিখোঁজ হয়ে গেল আচমকা একদিন! বেঁচে আছে নাকি মরে গেছে সেটারও কোন নিশ্চিত খবর পাওয়া গেল না!
অন্ধকারের রাজত্বে জাহাঙ্গীরের পথচলা শুরু হয়েছিল ১৯৯২ সালেই। শুরুতে ছিঁচকে মাস্তানী, তোলাবাজী, এসব দিয়ে হাতেখড়ি। তবে শিক্ষিত হওয়ায় আন্ডারওয়ার্ল্ডের নেতাদের কাছেও তার আলাদা একটা কদর ছিল, বয়সে ছোট বলে কেউ অগ্রাহ্য করতো না তাকে। কিছুদিনের মধ্যেই বেশ কয়েকটা হত্যাকাণ্ডের সঙ্গে নাম জড়িয়ে যাওয়ায় পুলিশের তালিকায় উঠে গেল সে, মিরপুর এলাকা তখন জাহাঙ্গীরের নামে কাঁপে। তবে নামের আগে একটা বিশেষণ যুক্ত হয়ে নাম হয়ে গেছে 'কালা জাহাঙ্গীর'!
নিজের একটা গ্রুপ বানালো সে, নাম দিল 'ব্ল্যাক প্যান্থার'। বনিবনা না হওয়ায় এরপরে 'ফাইভ স্টার' নামের আরেক গ্রুপে গেল সে, সেখানে তার বন্ধুত্ব হলো পিচ্চি হান্নান নামের আরেক গ্যাংস্টারের সঙ্গে। দুজনেই সমান নৃশংস, সমান ভয়ংকর ছিল, জুটিটা তাই জমে উঠতে সময় লাগলো না। ১৯৯৬ সাল, কালা জাহাঙ্গীর তখন মোটামুটি অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। ঢাকার বুকে তাকে চ্যালেঞ্জ করার মতো সাহস আর কারো নেই।
এরমধ্যে জাহাঙ্গীরের নাম আলোচনায় চলে এলো কিসলু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে। চাঁদাবাজী তো চলছিলোই, এরমধ্যে নিয়মিতভাবে শুরু হলো খুন। ঢাকার ওয়ার্ড কমিশনার থেকে শুরু করে আইনজীবি বা ব্যবসায়ী- খুনের শিকার হতে লাগলেন অনেকেই। এগুলোর মধ্যে কোনটা ছিল কন্ট্র্যাক্ট মার্ডার, টাকার বিনিময়ে হত্যা। কাউকে আবার চাঁদা না দেয়ায় খুন করেছিল জাহাঙ্গীরের বাহিনী, যাতে কালা জাহাঙ্গীর চাঁদা চাইলে সেটা না দেয়ার সাহস কেউ না দেখায়!
টানা কয়েকটা বছর যে কালা জাহাঙ্গীর আর তার দলবল মিলে ঢাকার বুকে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, যার নামে পুরো শহরটা কাঁপতো, সেই কালা জাহাঙ্গীর একদম নিখোঁজ হয়ে গেল আচমকা একদিন! বেঁচে আছে নাকি মরে গেছে সেটারও কোন নিশ্চিত খবর পাওয়া গেল না। তবে কালা জাহাঙ্গীর বেঁচে আছে গুজব হয়ে। পুলিশের খাতায় তার নামের ফাইলটা বন্ধ হয়নি এখনও। অমীমাংসিত একটা রহস্য হিসেবেই দুর্ধর্ষ এই সন্ত্রাসী হয়তো থেকে যাবে আজীবন!
#সবুজবাগ_নিউজ
#সত্যের_পথে_নির্ভীক।