সবুজবাগ নিউজ - Shobujbagh News

সবুজবাগ নিউজ - Shobujbagh News সত্য প্রচারে নির্ভীক.......... https://www.youtube.com/channel/UCKmO7Y_TdKPoAsef2jttw9w

 #ব্রেকিং_নিউজ ঢাকা মহানগর দক্ষিন সিটি করপোরেশনের সবুজবাগ থানার আওতাভুক্ত ৫নং ওয়ার্ডের কালভার্ট রোডের উন্নয়ন প্রকল্পে দু...
03/06/2025

#ব্রেকিং_নিউজ

ঢাকা মহানগর দক্ষিন সিটি করপোরেশনের সবুজবাগ থানার আওতাভুক্ত ৫নং ওয়ার্ডের কালভার্ট রোডের উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়ম: ঠিকাদারি প্রতিষ্ঠান পালাতে গিয়ে এলাকাবাসীর বাধার মুখে।

#বিস্তারিত
ঢাকা সিটি কর্পোরেশনের অঞ্চল-২ এ চলমান একটি উন্নয়ন প্রকল্পে দুর্নীতি, অনিয়ম এবং দায়িত্বে অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে ইঞ্জিনিয়ার নাজমুল, সহকারী প্রকৌশলী বিকাশ বড়ুয়া এবং এনএসআই কর্মকর্তা জাহাঙ্গীরের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, এই তিন কর্মকর্তা পরস্পরের সঙ্গে যোগসাজশ করে ‘আইকা এন্টারপ্রাইজ’ নামক একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে টেন্ডার বিধিমালা উপেক্ষা করে কাজের অনুমতি দেন।

স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, আরসিসি ঢালাইয়ের মতো গুরুত্বপূর্ণ কাজেও রড ব্যবহার না করে নিম্নমানের ইট, বালু, পাথর ও সিমেন্ট দিয়ে নিম্নমানের কাজ করা হয়েছে। নকশা অনুযায়ী রাস্তার মাঝখানে কোনো আইল্যান্ডের কথা না থাকলেও সেখানে অপ্রয়োজনীয়ভাবে একটি আইল্যান্ড নির্মাণ করা হয়, যা প্রকল্পের নির্ধারিত পরিকল্পনার সুস্পষ্ট লঙ্ঘন।

এনএসআই কর্মকর্তা জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি তার প্রভাব খাটিয়ে পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারণ করেন এবং ইঞ্জিনিয়ার ও সহকারী প্রকৌশলীর সঙ্গে আর্থিক লেনদেনের মাধ্যমে প্রকল্পের কাজ পরিচালনা করেন।

ঘটনার চূড়ান্ত পর্যায়ে, ঠিকাদারি প্রতিষ্ঠান আইকা এন্টারপ্রাইজ অসম্পূর্ণ কাজ ফেলে দিয়ে বাকি মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় গতকাল স্থানীয় বাসিন্দারা বাধা দিলে প্রতিষ্ঠানটির লোকজন এলাকা ত্যাগ করতে ব্যর্থ হয়। এরপর একাধিকবার সংশ্লিষ্ট তিন কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা কেউ ফোনে সাড়া দেননি।

এলাকাবাসী এই ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন এবং অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

#সবুজবাগ_নিউজ
#সত্যের_পথে_নির্ভীক

 ্নয়নের_নামে_চলছে_ব্যক্তির_উন্নয়ন। ঢাকা মহানগর দক্ষিন সিটি করপোরেশনের আওতাভুক্ত সবুজবাগ থানার ৫ নং ওয়ার্ডের কদমতলা কালভা...
02/06/2025

্নয়নের_নামে_চলছে_ব্যক্তির_উন্নয়ন।

ঢাকা মহানগর দক্ষিন সিটি করপোরেশনের আওতাভুক্ত সবুজবাগ থানার ৫ নং ওয়ার্ডের কদমতলা কালভার্ট রোডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে।

#সবুজবাগ_নিউজ
#সত্যের_পথে_নির্ভীক

এক সময়ে পেপার প্রত্রিকার শিরোনাম ছিল যে সন্ত্রাসী, যাকে একনামে চিনতো, সেই কালা জাহাঙ্গীর এর কথা মনে পড়তেই ইন্টারনেটে সার...
01/06/2025

এক সময়ে পেপার প্রত্রিকার শিরোনাম ছিল যে সন্ত্রাসী, যাকে একনামে চিনতো, সেই কালা জাহাঙ্গীর এর কথা মনে পড়তেই ইন্টারনেটে সার্চ করে পুরনো কথা মনে করার চেষ্টা করলাম। তবে আজও সে আমার কাছে শীর্ষ সন্ত্রাসী, যার শেষ গল্পটি আমাদের কাছে এখনো অজানা....!!!

টানা কয়েকটা বছর যে কালা জাহাঙ্গীর আর তার দলবল মিলে ঢাকার বুকে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, যার নামে পুরো শহরটা কাঁপতো, সেই কালা জাহাঙ্গীর একদম নিখোঁজ হয়ে গেল আচমকা একদিন! বেঁচে আছে নাকি মরে গেছে সেটারও কোন নিশ্চিত খবর পাওয়া গেল না!

অন্ধকারের রাজত্বে জাহাঙ্গীরের পথচলা শুরু হয়েছিল ১৯৯২ সালেই। শুরুতে ছিঁচকে মাস্তানী, তোলাবাজী, এসব দিয়ে হাতেখড়ি। তবে শিক্ষিত হওয়ায় আন্ডারওয়ার্ল্ডের নেতাদের কাছেও তার আলাদা একটা কদর ছিল, বয়সে ছোট বলে কেউ অগ্রাহ্য করতো না তাকে। কিছুদিনের মধ্যেই বেশ কয়েকটা হত্যাকাণ্ডের সঙ্গে নাম জড়িয়ে যাওয়ায় পুলিশের তালিকায় উঠে গেল সে, মিরপুর এলাকা তখন জাহাঙ্গীরের নামে কাঁপে। তবে নামের আগে একটা বিশেষণ যুক্ত হয়ে নাম হয়ে গেছে 'কালা জাহাঙ্গীর'!

নিজের একটা গ্রুপ বানালো সে, নাম দিল 'ব্ল্যাক প্যান্থার'। বনিবনা না হওয়ায় এরপরে 'ফাইভ স্টার' নামের আরেক গ্রুপে গেল সে, সেখানে তার বন্ধুত্ব হলো পিচ্চি হান্নান নামের আরেক গ্যাংস্টারের সঙ্গে। দুজনেই সমান নৃশংস, সমান ভয়ংকর ছিল, জুটিটা তাই জমে উঠতে সময় লাগলো না। ১৯৯৬ সাল, কালা জাহাঙ্গীর তখন মোটামুটি অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। ঢাকার বুকে তাকে চ্যালেঞ্জ করার মতো সাহস আর কারো নেই।

এরমধ্যে জাহাঙ্গীরের নাম আলোচনায় চলে এলো কিসলু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে। চাঁদাবাজী তো চলছিলোই, এরমধ্যে নিয়মিতভাবে শুরু হলো খুন। ঢাকার ওয়ার্ড কমিশনার থেকে শুরু করে আইনজীবি বা ব্যবসায়ী- খুনের শিকার হতে লাগলেন অনেকেই। এগুলোর মধ্যে কোনটা ছিল কন্ট্র‍্যাক্ট মার্ডার, টাকার বিনিময়ে হত্যা। কাউকে আবার চাঁদা না দেয়ায় খুন করেছিল জাহাঙ্গীরের বাহিনী, যাতে কালা জাহাঙ্গীর চাঁদা চাইলে সেটা না দেয়ার সাহস কেউ না দেখায়!

টানা কয়েকটা বছর যে কালা জাহাঙ্গীর আর তার দলবল মিলে ঢাকার বুকে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, যার নামে পুরো শহরটা কাঁপতো, সেই কালা জাহাঙ্গীর একদম নিখোঁজ হয়ে গেল আচমকা একদিন! বেঁচে আছে নাকি মরে গেছে সেটারও কোন নিশ্চিত খবর পাওয়া গেল না। তবে কালা জাহাঙ্গীর বেঁচে আছে গুজব হয়ে। পুলিশের খাতায় তার নামের ফাইলটা বন্ধ হয়নি এখনও। অমীমাংসিত একটা রহস্য হিসেবেই দুর্ধর্ষ এই সন্ত্রাসী হয়তো থেকে যাবে আজীবন!

#সবুজবাগ_নিউজ
#সত্যের_পথে_নির্ভীক।

নিচের দুটো দাবিই ভুয়া।দাবি ১: অন্তর্বর্তী সরকার মাত্র ৮ মাসে বাংলাদেশকে ৪৭তম ক্ষমতাধর রাষ্ট্রে পরিণত করেছে।দাবি ২: র‍্যা...
08/04/2025

নিচের দুটো দাবিই ভুয়া।

দাবি ১: অন্তর্বর্তী সরকার মাত্র ৮ মাসে বাংলাদেশকে ৪৭তম ক্ষমতাধর রাষ্ট্রে পরিণত করেছে।

দাবি ২: র‍্যাংকিংটিতে বাংলাদেশ আগে ৪০তম ছিল, ৮ মাসে পিছিয়ে এখন ৪৭তম হয়েছে।

মূলত, দাবিগুলোর সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে ইউএস নিউজ (US NEWS) নামে একটি ওয়েবসাইটের নাম।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, ইউএস নিউজ মূলত মার্কিন মিডিয়া কোম্পানি যারা সংবাদের পাশাপাশি গেল কয়েক বছর ধরে নিয়মিত বিভিন্ন ক্যাটাগরির র‍্যাঙ্কিং ও বিশ্লেষণ প্রকাশ করে আসছে। আজ যে র‍্যাঙ্কিং নিয়ে আলোচনা হচ্ছে তাতে দেখা যাচ্ছে, ৮৯টি দেশের মধ্যে সামগ্রিকভাবে বাংলাদেশের অবস্থান ৭১তম। এছাড়া দেশের বিভিন্ন ক্যাটাগরিভিত্তিক র‍্যাঙ্কিংও আছে। যেমন, ক্ষমতা বা পাওয়ারের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান দেখাচ্ছে ৪৭তম। আলোচনা এটি নিয়েই।

রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, এই তালিকাটি আজই বা এ বছর প্রকাশ হয়নি। তালিকাটি প্রকাশিত হয়েছে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর। মূলত জরিপের তথ্য ব্যবহার করে এই র‍্যাঙ্কিং প্রকাশিত হয়। এই র‍্যাঙ্কিংয়ের জরিপ হয়েছে ২০২৪ সালের ২২ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত।

অর্থাৎ, সর্বশেষ যে র‍্যাঙ্কিং ইউএস নিউজের ওয়েবসাইটে রয়েছে তা বাংলাদেশের বিগত আওয়ামী লীগের সরকারের সময়ে হওয়া জরিপের ওপর ভিত্তি করে প্রকাশিত হয়েছিল।

রিউমর স্ক্যানার ইউএস নিউজের ওয়েবসাইটের বিভিন্ন সময়ের আর্কাইভ বিশ্লেষণ করে দেখেছে, সাইটটি প্রতি বছরের সেপ্টেম্বরে এই র‍্যাঙ্কিং প্রকাশ করে থাকে এবং এ সংক্রান্ত জরিপ হয় সে বছরের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে।

যেমন,

২০২৩ সালেরটি প্রকাশিত হয় সে বছরের ০৬ সেপ্টেম্বর (জরিপ হয় সে বছরের ১৭ মার্চ থেকে ১২ জুন)। বাংলাদেশের অবস্থান পাওয়ারে ৪০তম, ওভারঅল: ৬৯তম (মোট ৮৭ দেশের মধ্যে)।

একইভাবে, ২০২২ সালেরটি প্রকাশিত হয় সে বছরের ২৭ সেপ্টেম্বর (জরিপ হয় সে বছরের ৩০ এপ্রিল থেকে ১৩ জুলাই)। বাংলাদেশের অবস্থান পাওয়ারে ৪৪তম, ওভারঅল: ৭১তম (মোট ৮৫ দেশের মধ্যে)।

এসব তথ্য বিশ্লেষণ থেকে এটা নিশ্চিত যে, ২০২৫ সালের র‍্যাঙ্কিং এখনও প্রকাশ করেনি ইউএস নিউজ। রেওয়াজ অনুযায়ী তা চলতি বছরের সেপ্টেম্বরে প্রকাশিত হবে।

দাবি অনুযায়ী, বাংলাদেশ ১২৩তম স্থান থেকে উন্নীত হয়ে বর্তমানে ৪৭তম অবস্থানে এসেছে বলে বলা হলেও ওয়েবসাইটটির আর্কাইভ বিশ্লেষণ করে রিউমর স্ক্যানার দেখতে পায়, বাংলাদেশ এই র‍্যাঙ্কিংয়ে প্রথম অন্তর্ভুক্ত হয় ২০২২ সালে। ওই বছর থেকে পরবর্তী সময়গুলোতে র‍্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত দেশের সংখ্যা ছিল যথাক্রমে: ২০২২ সালে ৮৫টি, ২০২৩ সালে ৮৭টি এবং ২০২৪ সালে ৮৯টি। এ পর্যন্ত কোনো বছরেই র‍্যাঙ্কিংয়ে ১২৩টি দেশ অন্তর্ভুক্ত ছিল না, ফলে বাংলাদেশের কখনো ১২৩তম অবস্থানে থাকার দাবি বাস্তবসম্মত নয়।

২০২৪ সালের সেপ্টেম্বরের এই র‍্যাঙ্কিং নিয়ে হঠাত আলোচনা শুরুর প্রেক্ষাপটও জানার চেষ্টা করেছে রিউমর স্ক্যানার। গত ১০ ফেব্রুয়ারি Asian SEA Story নামে একটি ফেসবুক পেজ থেকে ইউএস নিউজকে সূত্র দেখিয়ে শিরোনামে ২০২৫ সালের র‍্যাঙ্কিং দাবি করে এ সংক্রান্ত প্রথম পোস্টটি করা হয় বলে প্রতীয়মান হয়। এরপর Global Statistics নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে গত ০৬ এপ্রিল রাতে একই পোস্ট করা পরই বিষয়টি আলোচনায় আসে।

অর্থাৎ, অন্তবর্তী সরকারের ৮ মাসে ৪৭তম হওয়া কিংবা ৮ মাসে ৭ পিছিয়ে ৪৭তম হওয়া সংক্রান্ত দুটো দাবিই ভুয়া।

11/02/2025

সমাজবিরোধীরা কোনো ব্যক্তিকে হুমকি দিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স

সাম্প্রতিক সময়ে সমাজবিরোধীরা দেশের নানা শ্রেণি-পেশার মানুষকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করছে মর্মে পুলিশের দৃষ্টিগোচর হয়েছে। কোনো ব্যক্তিকে কোনো ধরনের হুমকি প্রদান করা আইনের দৃষ্টিতে অপরাধ।

কোনো ব্যক্তি এ ধরনের হুমকির শিকার হলে তৎক্ষণাৎ জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

বাংলাদেশ পুলিশ দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর।

সমাজবিরোধী শক্তি কোনো শান্তিপ্রিয় নাগরিককে হুমকি প্রদান করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

10/02/2025

আসলে কি ঘটেছিলো বই মেলা স্টলে

10/02/2025

আগামীকাল সারা বাংলাদেশ ১১/০২/২৫ ইং তারিখ *যৌথ বাহিনীর ট্রাফিক চেকপোস্ট ডিউটি* হবে।

*হেলমেট এবং মোটরসাইকেলের কাগজ* ব্যতীত কেহ মোটরসাইকেল নিয়ে বের হবেন না। যদি কাউকে কাগজ ও হেলমেট ব্যাতীত মোটরসাইকেল সহকারে যৌথ বাহিনী আটক করে তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সাবধানে চলাফেরা করবেন নিরাপদে বাড়ি ফিরবেন।

ধন্যবাদ।

*ডেমরায় অটোরিকশা চালক উষান মিয়া হত্যার চাঞ্চল্যকর ঘটনায় দুর্ধর্ষ অটোরিকশা ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ...
09/02/2025

*ডেমরায় অটোরিকশা চালক উষান মিয়া হত্যার চাঞ্চল্যকর ঘটনায় দুর্ধর্ষ অটোরিকশা ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ*

রাজধানীর ডেমরায় ছিনতাইয়ের উদ্দেশে অটোরিকশা চালক উষান মিয়া হত্যার চাঞ্চল্যকর ঘটনায় দুর্ধর্ষ অটোরিকশা ছিনতাইকারী চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ হাবিবুর রহমান ওরফে হাবিব (৩৪), ২।মোঃ ফালান ভুইয়া ওরফে আকাশ (২৯), ৩।মোছাঃ আঁখি আক্তার(৩২), ৪।মোঃ নাজিম হোসেন (৪২) ও ৫।মোঃ আমান হোসেন (৩৭)।

ডেমরা থানা সূত্রে জানা যায়, গাইবান্ধার উষান মিয়া (৪২) দীর্ঘদিন ধরে রাজারবাগ কালীবাড়ি এলাকায় অন্যের অটোরিকশা ভাড়া নিয়ে চালিয়ে জীবিকা নির্বাহ করতো। গত ২১ জানুয়ারি ২০২৫ বিকেলে অটোরিকশা নিয়ে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে পরের দিন সকাল ১০:৪৫ ঘটিকায় ডিএনডি খালে (ঢাকা ওয়াসা খাল) উষান মিয়ার মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনায় ভিকটিম উষান মিয়ার বড় ভাই মোঃ সুজা মিয়ার অভিযোগের প্রেক্ষিতে ডেমরা থানায় একটা হত্যা মামলা রুজু করা হয়।

থানা সূত্রে আরো জানা যায়, তদন্তাধীন এই মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ৯ ফেব্রুয়ারি ২০২৫ মধ্যরাতে যাত্রাবাড়ীর ধলপুর হতে মোঃ ফালান ভুইয়া ওরফে আকাশকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভোরে মুগদা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ হাবিবুর রহমান ওরফে হাবিব নামে আরো একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুসারে জানা যায়, ঘটনার দিন অর্থাৎ ২১ জানুয়ারি ২০২৫ বিকেলে হাবিবুর রহমান আরো কয়েকজনসহ ভিকটিম উষান মিয়ার অটোরিকশায় উঠে শাহবাগ থেকে ডেমরা এলাকায় আসে। সেখানে হাবিব কৌশলে উষান মিয়াকে ৪/৫টি ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার চেষ্টা করে। কিন্তু উষান মিয়া অচেতন না হওয়ায় তাকে মেরে ফেলে মৃতদেহ ডিএনডি খালে ফেলে দেয় তারা। পরবর্তীতে অটোরিকশাটি ডেমরার পশ্চিম সানারপাড়ের মোঃ আমান হোসেনের নিকট ৪৫ হাজার টাকায় বিক্রি করে সেই টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় তারা।

থানা সূত্রে আরো জানা যায়, এই চক্রের আরো তিন সদস্য মোছাঃ আঁখি আক্তার, মোঃ নাজিম হোসেন ও মোঃ আমান হোসেন গত ৩১ জানুয়ারি ২০২৫ অটোরিকশা ছিনতাই ও ক্রয় করার অভিযোগে ডেমরা থানা পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে জেল হাজতে রয়েছে।

গ্রেফতারকৃতরা গরিব, অসহায়, সহজ-সরল ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের ভাড়ার কথা বলে অটোরিকশায় ওঠে। পরবর্তীতে সুবিধাজনক জায়গায় নিয়ে তাদের ঘুমের ঔষধ খাইয়ে অজ্ঞান করে বা মলম লাগিয়ে বা মারধর করে অথবা চাপাতির ভয় দেখিয়ে বা ইলেকট্রিক শক দিয়ে এমনকি হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে তা স্বল্পমূল্যে আমান হোসেনের কাছে বিক্রি করে দেয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সূত্র -DMP

09/02/2025

#ব্রেকিং_নিউজ
অপারেশন ডেভিল হান্ট -
সারাদেশে গ্রেফতার ১৩০৮ ডেভিল!

*গণবিজ্ঞপ্তি*
22/01/2025

*গণবিজ্ঞপ্তি*

*সবুজবাগে বিদেশী পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি*রাজধানীর সবুজবাগ এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্...
22/01/2025

*সবুজবাগে বিদেশী পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি*

রাজধানীর সবুজবাগ এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ সাঈদ (৩৬), ২। মোঃ হৃদয় সরকার (২৭) ও ৩। মোঃ আনোয়ার হোসেন (২৪)।
আজ বুধবার (২২ জানুয়ারি ২০২৫ খ্রি.) সকাল ০৬:০০ ঘটিকায় সবুজবাগ থানার বাসাবো টেম্পু স্ট্যান্ড এলাকার শহীদ জিয়া বাসাবো উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে ডিবি- লালবাগ বিভাগের একটি চৌকস দল।

ডিবি-লালবাগ সূত্র জানায়, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সবুজবাগ থানার বাসাবো টেম্পু স্ট্যান্ড এলাকার শহীদ জিয়া বাসাবো উচ্চ বিদ্যালয়ের সামনে কতিপয় দুষ্কৃতকারী অপরাধ সংঘটনের উদ্দেশে অস্ত্র-গুলিসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে দ্রুত উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ডিবি-লালবাগ বিভাগের একটি চৌকস দল। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর সময় সাঈদ, হৃদয় ও আনোয়ারকে একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় আকাশ, রফিক, সাকিব ও শান্ত নামের চারজন কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃত তিনজন ও পলাতক চারজনের বিরুদ্ধে সবুজবাগ থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতরা ও পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে লাইসেন্স ব্যতীত অবৈধ বিদেশি পিস্তল ও তাজা গুলি ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখে আসছে মর্মে প্রাথমিকভাবে স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

17/05/2024

Address

Shobujbagh
Dhaka
1214

Website

Alerts

Be the first to know and let us send you an email when সবুজবাগ নিউজ - Shobujbagh News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সবুজবাগ নিউজ - Shobujbagh News:

Share