The Right Path

The Right Path Islamic discussion and information page.Please like and follow our page to support us.
(5)

27/09/2025
10/09/2025

যত বেশি আপনি আল্লাহ্ তায়ালার সান্নিধ্যে আসবেন, ইসলামের পথে দৃঢ়ভাবে চলতে থাকবেন, ততই লক্ষ্য করবেন যে আপনার আশেপাশের মানুষের সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করছে। এরা হতে পারে আপনার খুব কাছের মানুষ,বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন বা পরিচিত-অপরিচিত অনেকেই। এই দূরে সরে যাওয়ার প্রক্রিয়া কখনো তাদের পক্ষ থেকে ঘটবে, আবার কখনো আপনার পক্ষ থেকেও ঘটতে পারে।

এর কারণ হলো, তখন আপনার সঙ্গে তাদের চিন্তা-চেতনা, ধ্যান-ধারণার মধ্যে একটি বড় অদৃশ্য ফারাক সৃষ্টি হতে শুরু করে। কিন্তু আশেপাশের মানুষের এই কমে যাওয়াকে খুব স্বাভাবিকভাবে মেনে নিতে হবে। এতে হতাশ হওয়া যাবে না। কারণ আপনি তখনই দেখতে পাবেন - মানুষের দৃষ্টিভঙ্গি আপনার প্রতি বদলাতে শুরু করেছে।

আমার কাছে এটি এক ধরনের প্রক্রিয়ার মতো মনে হয়, যেখানে মহান আল্লাহ্ রাব্বুল আলামীন বান্দাকে এমন মানুষদের থেকে দূরে সরিয়ে দেন, যাদের উপস্থিতি দ্বীনের পথে তার দৃঢ়তার জন্য সহায়ক নয়। আর এর মধ্যেই রয়েছে আল্লাহ্ পাকের এক বিশেষ রহমত।

এই প্রক্রিয়া একা একাই চলতে থাকবে। তবে একসময় আল্লাহ্ তায়ালা চাইলে আবার আপনার চারপাশকে দ্বীনি চিন্তাধারার মানুষদের দ্বারা পরিপূর্ণ করে তুলবেন, ইনশাআল্লাহ্। তখন জীবনে নেমে আসবে এক অন্যরকম প্রশান্তি ও সুকুন। 🖤

Address

Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when The Right Path posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Right Path:

Share