MoonApu

MoonApu In a mission to entertain you all by creating funny content. Content will be relatable with you.
(1)

offer choltyce ❤️
10/08/2025

offer choltyce ❤️

04/08/2025

“যাই, এট্টু চা খেয়ে আসি” has always been my favourite excuse to cheer myself up.🫠

আড়ং এ নোটিস টানিয়েছে... ১ সেপ্টেম্বর থেকে আড়ং আর শপিং ব্যাগ প্রোভাইড করবেনা।  কাস্টমারকে নিজের ব্যাগ নিয়ে যেতে হবে কিং...
03/08/2025

আড়ং এ নোটিস টানিয়েছে... ১ সেপ্টেম্বর থেকে আড়ং আর শপিং ব্যাগ প্রোভাইড করবেনা। কাস্টমারকে নিজের ব্যাগ নিয়ে যেতে হবে কিংবা আড়ং থেকে রিইউজেবল ব্যাগ কিনতে হবে। সেই ব্যাগের দাম ৬০ টাকা প্রতি পিস। নরমাল কাপড়ের থলি, সুপারশপে যা দেয়। (এই একই ব্যাগ আগোরাতেও বিক্রি করে, ২০-৪০ টাকা প্রতি পিস। সাইজ অনুযায়ী।)

আড়ং থেকে অসংখ্য মানুষ জামা কাপড় এবং অন্যান্য সামগ্রী কেনেন "উপহার" দেয়ার জন্য। অনেকে শুধু ব্র‍্যান্ড ভ্যালুর জন্য আড়ং কেনেন। উপহারের দুনিয়াতে "আড়ং এর ব্যাগ" খুবই জনপ্রিয় । আমি নিজেও... উপহার দেওয়ার বেলায় আড়ং এর জিনিসই কেনার চেষ্টা করি। আড়ংয়ের ব্যাগে জিনিস থাকলে আর র‍্যাপিং করার দরকার হয় না। জিনিস যাই হোক না কেন, আড়ং এর ব্যাগ দেখলেই খুশি হয়ে যায় এমন অনেক মানুষ আছে... অনেকে তো এক্সট্রা ব্যাগ চেয়ে নেয় শপিং এর সময়, অনেকে আড়ং এর ব্যাগ যত্ন করে রেখে দেয়... পরে সেই ব্যাগের মধ্যে ভরে অন্য জিনিস গিফট করে। (আমি অনেকবার পাইসি এমন)
কথা হলো ৬০ টাকা করে যে কাপড়ের ব্যাগ পাওয়া যাচ্ছে ওতে গিফট দেওয়া সম্ভব না, বাজারের থলি ওইটা।

আড়ং যদি সত্যি সত্যি তাদের শপিং ব্যাগ দেওয়া বন্ধ করে দেয় তাহলে তাদের বেচাকেনায় একটা বড় রকমের পরিবর্তন আসবে বলে আমার ধারণা। যারা জিনিস কিনে ব্যবহার করেন শুধুমাত্র তারাই তখন কিনবেন। আমার মত জনগণ যারা মূলত এটা সেটা কিনে অন্যকে উপহার দেয়, কিংবা ব্যাগ নিতে মনে থাকে না... তারা কিনবে নাহ। 😅

(আড়ংয়ে গেলেই আমার সব সময় মনে হয় যে ১০০-২০০ টাকার জিনিসের জন্যেও এই যে বিপুল পরিমাণ ব্যাগ খরচ হচ্ছে, এটা বাড়াবাড়ি। ১০০ টাকার মাটির জিনিসের জন্য দুইটা ব্যাগ ব্যবহার করে স্টাফরা। পরিবেশবান্ধব সিদ্ধান্ত হেনতেন ইত্যাদি বললেও আমার ধারণা উনারা শপিং ব্যাগের অতিরিক্ত ইউজের কারণে লস ফেস করছেন... ব্যাগ বন্ধ না করে উনারা বরং সেলস স্টাফদের বেশি ব্যাগ খরচে নিষেধ করতে পারেন, এক্সট্রা ব্যাগ চাইলে পেমেন্ট কর‍তে হবে... এই ব্যবস্থা কর‍তে পারেন। কিংবা, কাপড়ের থলির পাশাপাশি কাগজের ব্যাগটাও বিক্রির ব্যবস্থা কর‍তে পারেন। যার লাগবে সে কিনে নিবে)
©️

02/08/2025

Girls are selecting their wedding outfit before selecting the man. 😐😐

Convocation of My Postgraduate Degree 🎓- 11th Convocation Of University of Asi Pacific ✨
28/07/2025

Convocation of My Postgraduate Degree 🎓
- 11th Convocation Of University of Asi Pacific ✨

Alhamdulillah ❤️Officially post graduated 🎓11th Convocation University of Asia Pacific ✨Thanks to Almighty Allah and my ...
27/07/2025

Alhamdulillah ❤️
Officially post graduated 🎓
11th Convocation University of Asia Pacific ✨
Thanks to Almighty Allah and my Parents for everything. It was a great journey with the University of Asia Pacific. I'm honored to be part of this. ⚖️

যারা বড় হয়ে গরীবের পাশে দাঁড়াতে চেয়েছিলেন তারা সরকারের পাশে গিয়ে দাঁড়ান,! 💁‍♀️
22/07/2025

যারা বড় হয়ে গরীবের পাশে দাঁড়াতে চেয়েছিলেন তারা সরকারের পাশে গিয়ে দাঁড়ান,! 💁‍♀️

ক্যান্সারের বিরুদ্ধে আমার বোন নওরিনের ২য় যুদ্ধে জীবন বাঁচাতে এগিয়ে আসুন । আমার বোন, আফরোজ জাহান নওরিন, একজন ক্যান্সার যো...
04/03/2025

ক্যান্সারের বিরুদ্ধে আমার বোন নওরিনের ২য় যুদ্ধে জীবন বাঁচাতে এগিয়ে আসুন ।

আমার বোন, আফরোজ জাহান নওরিন, একজন ক্যান্সার যোদ্ধা। মাত্র ১৯ বছর বয়সে, সে সাইনোভিয়াল সারকোমা নামক একটি বিরল এবং আক্রমণাত্মক ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করেছিল। দীর্ঘ সময়ের যন্ত্রণাময় চিকিৎসার মধ্যে দিয়ে, সে যখন বেঁচে থাকার যুদ্ধ করছিল ঠিক সেই সময় আমাদের পরিবার এক গভীর শোকের মধ্য ডুবে যায় — আমাদের প্রিয় বাবা কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যান। এর আগে, ২০১৬ সালে, আমরা আমাদের মাকেও হারিয়েছি। বাবা-মা দুজনকেই হারিয়ে, আমাদের পরিবার সম্পূর্ণ অভিভাবকহীন হয়ে পড়েছে।

এই অপূরণীয় ক্ষতি সত্ত্বেও, নওরিন হার মানেনি। ২০২১ সালে, সে ৯ মাস ধরে দিল্লিতে চিকিৎসা নিয়েছে, অস্ত্রোপচার এবং ৩৩টি রেডিওথেরাপি সেশন সম্পন্ন করেছে। অনেক কষ্ট সহ্য করে সে সুস্থ হয়ে দেশে ফিরেছিল, নতুন করে বেঁচে থাকার স্বপ্ন নিয়ে।

⚠ কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, ২০২৪ সালে ক্যান্সার আবার ফিরে এসেছে...

২০২৪ সালের ডিসেম্বর মাসে, ডাক্তাররা তার ফুসফুসে দুটি টিউমার শনাক্ত করেছেন—একটি বাম ফুসফুসে ৬.৮ সেমি এবং অন্যটি ডান ফুসফুসে ২.২ সেমি। নওরিন বর্তমানে ভারতের দিল্লিতে চিকিৎসাধীন রয়েছে। ডাক্তাররা Ifosfamide + Doxorubicin নামক অত্যন্ত তীব্র ৬টি কেমোথেরাপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যা সম্পন্ন করতে ৫ মাসেরও বেশি সময় লাগবে এবং পুরো চিকিৎসার জন্য দিল্লিতেই থাকতে হবে।
এই কেমোথেরাপীর কারনে নওরিনের হৃৎপিণ্ড এবং লিভার মারাত্মক রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।

🔹 প্রথম কেমোথেরাপি সেশন ইতোমধ্যে ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত ৩ দিন ধরে সম্পন্ন হয়েছে
🔹 ২টি সেশন সম্পন্ন হওয়ার পর তার শারীরিক অবস্থা পরীক্ষা করা হবে, এবং অস্ত্রোপচার করার সুযোগ আছে কিনা তা নির্ধারণ করা হবে

আনুমানিক চিকিৎসার খরচ:
➡ প্রতিটি কেমোথেরাপি সেশনের খরচ: বাংলাদেশি টাকায় ২ লাখ+
➡ ৬টি সেশন সম্পন্ন করতে প্রয়োজন: প্রায় ১২ লাখ টাকা
➡ ২টি কেমোথেরাপীর পর অস্ত্রোপচার করতে আরও: ৮-১০ লাখ টাকা
➡ অন্যান্য খরচ: Cardio Toxicity Injection, Immune Booster Injection, হাসপাতালে ভর্তি, পরীক্ষা (PET-CT, MRI, Blood Profim), চিকিৎসকের পরামর্শ, ওষুধ, এবং যাতায়াত ব্যয়
➡ মোট আনুমানিক খরচ: প্রায় ২৫-৩০ লাখ টাকা

আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু বাবা-মাকে হারানোর পর এত বড় আর্থিক বোঝা আমাদের পরিবারের জন্য বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

🙏 আপনার সাহায্যই আমাদের শেষ আশার আলো

আমি বিনীতভাবে আপনাদের সাহায্য চাইছি। একটি অনুদান, এই পোস্টটি শেয়ার করা, অথবা আল্লাহ্‌র কাছে দোয়া করা—যেকোন সহায়তাই নওরিনের জীবন বাঁচাতে পারে। আপনার সহানুভূতি ও উদারতার জন্য চিরকৃতজ্ঞ থাকব।

📌 অনুদান পাঠানোর তথ্য:
📌 BKash (Personal): 01601022565
-Nagad (Personal): 01711185572

👉 শেয়ার করুন এবং আমাদের সাহায্য করুন!
আল্লাহ্‌ আমাদের সকলকে উত্তম প্রতিদান দিন।

😭😭
04/03/2025

😭😭

08/08/2023

Today was the last class in our university life💔
See you again
Gonna miss you guys 💔

Address

Dhaka
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when MoonApu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MoonApu:

Share

Category