23/11/2025
'সুতরা' সামনে রেখে সালাত আদায় করা:
الصلاة إلى سترة :
عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: (إِذَا وَضَعَ أَحَدُكُمْ بَيْنَ يَدَيْهِ مِثْلَ مُؤْخِرَةِ الرَّحْلِ فَلْيُصَلِّ، وَلَا يُبَالِ مَنْ مَرَّ وَرَاءَ ذَلِكَ).
মুসা ইবনে ত্বালহা রাদ্বিয়াল্লাহু ‘আনহু তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ নিজের সামনে “বাহনের জিনের পিছনের কাঠের ন্যায়” কিছু রেখে নিয়ে সালাত আদায় করে তখন তার সম্মুখ দিয়ে কেউ অতিক্রম করলে তার কোনো পরোয়া করার দরকার নেই। [মুসলিম: ৪৯৯]
* السترة هي: ما يجعله المصلي أمامه حين الصلاة، مثل: الجدار ، أو العمود، أو غيره.
* সুতরা হলো, যাকে সামনে করে বা সামনে রেখে মুসল্লী সালাত আদায় করে। যেমন, দেওয়াল অথবা কোনো কাঠ কিংবা অন্য কোনো জিনিস।
বইঃ ১০০ সুসাব্যস্ত সুন্নাত
অনুবাদ-সম্পাদনাঃ প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া