আলোকিত প্রকাশনী

আলোকিত প্রকাশনী আলোকিত প্রকাশনী।
সহীহ আক্বীদা মানহাজ ভিত্তিক বই প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ।

Alokitomart-এর পথচলার শুরু!— Sign of Purityসহীহ ইসলামী বই, হালাল পণ্য, পোশাক এবং হজ ও উমরাহ সেবা নিয়ে দেশের অন্যতম বিশ্ব...
14/08/2025

Alokitomart-এর পথচলার শুরু!
— Sign of Purity
সহীহ ইসলামী বই, হালাল পণ্য, পোশাক এবং হজ ও উমরাহ সেবা নিয়ে দেশের অন্যতম বিশ্বস্ত অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে alokitomart.com আপনাদের পাশে আছে। সহজ ও আস্থার সাথে সঠিক পণ্য ও সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে জীবনকে সুন্দর ও আলোকিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
ওয়েবসাইট লঞ্চের এই মাহেন্দ্রক্ষণে আপনাদের জন্য থাকছে বিশেষ কিছু উপহার!
১. যেকোনো মূল্যের পণ্য অর্ডারে পাচ্ছেন আকর্ষণীয় ৪০ পৃষ্ঠার একটি বই একদম বিনামূল্যে!
২. ১৫০০ টাকার পণ্য কিনলে উপহার হিসেবে থাকছে একটি আকর্ষণীয় ৩১২ পৃষ্ঠার বই (হার্ডকভার) এবং সাথে ৪০ পৃষ্ঠার বইটি তো থাকছেই!
৩. ২৫০০ টাকার পণ্য কিনে জিতে নিতে পারেন লটারির মাধ্যমে ১ লিটার জমজমের পানি। ৭ জন ভাগ্যবান বিজয়ী পাবেন এই সুবর্ণ সুযোগ। এছাড়াও পাচ্ছেন ৩১২ পৃষ্ঠার হার্ডকভারের বইটি এবং ৪০ পৃষ্ঠার বইটিও!
এই অফারটি চলবে ১৪ আগস্ট থেকে ২২ আগস্ট, ২০২৫ পর্যন্ত। অফার চলাকালীন সময়ে, যত টাকার পণ্যই কিনুন না কেন, ডেলিভারি চার্জ মাত্র ৬০ টাকা।
Alokitomart-এর সাথে আপনার পথচলা শুভ হোক!
আপনাদের পছন্দের সাইটের প্রোমোশনাল এই উদ্যোগে আপনাদের পাশে পাবো বলেই আমাদের প্রত্যাশা।

14/08/2025

সারপ্রাইজিং অফার আসছে!

বলুন ত কি হতে পারে ?

মুসলিম নারীর মাথার চুল বড় করা ইসলামের দাবি, বিনা প্রয়োজনে মাথা মুণ্ডন করা হারাম।সৌদি আরবের মুফতি শাইখ মুহাম্মাদ ইবন ইবরা...
28/07/2025

মুসলিম নারীর মাথার চুল বড় করা ইসলামের দাবি, বিনা প্রয়োজনে মাথা মুণ্ডন করা হারাম।
সৌদি আরবের মুফতি শাইখ মুহাম্মাদ ইবন ইবরাহীম রাহিমাহুল্লাহ বলেন, “নারীর চুল কাটা বৈধ নয়। কারণ, আলী রাদ্বিয়াল্লাহু ‘আনহু থেকে ইমাম নাসায়ী স্বীয় সুনান গ্রন্থে, উসমান রাদ্বিয়াল্লাহু ‘আনহু থেকে ইমাম বাযযার স্বীয় মুসনাদ গ্রন্থে এবং ইকরিমাহ রাদ্বিয়াল্লাহু ‘আনহু থেকে ইবন জারির তাবারি স্বীয় তাফসীর গ্রন্থে বর্ণনা করেন: “নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম নারীকে মাথা মুণ্ডন করতে নিষেধ করেছেন”। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে নিষেধাজ্ঞার অর্থ হারাম, যদি তার বিপরীত দলীল না থাকে।
মোল্লা আলী ক্বারী মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ ‘মিরকাত’ গ্রন্থে বলেন, “নারীর মাথা মুণ্ডনের ওপর নিষেধাজ্ঞার কারণ: পুরুষের পুরুষত্ব ও সৌন্দর্যের জন্য দাঁড়ি যেরূপ, নারীর নারীত্ব ও সৌন্দর্যের জন্য চুল/মাথার বেণী সেরূপ”।
বইঃ মুমিন নারীদের বিশেষ বিধান
লেখকঃ ড. সালেহ ইবন ফাওযান আল-ফাওযান
অনুবাদকঃ সানাউল্লাহ নজির আহমদ
সম্পাদনায়ঃ প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

১. মুসলিম নারীর পোশাক ব্যাপক প্রশস্ত হওয়া জরুরি, যেন তার সমস্ত শরীর পর-পুরুষ থেকে আচ্ছাদিত থাকে, যারা তার মাহরাম নয়। মাহ...
27/07/2025

১. মুসলিম নারীর পোশাক ব্যাপক প্রশস্ত হওয়া জরুরি, যেন তার সমস্ত শরীর পর-পুরুষ থেকে আচ্ছাদিত থাকে, যারা তার মাহরাম নয়। মাহরামের সামনে সে পরিমাণই খুলবে যতটুকু খোলা রাখার রীতি রয়েছে; যেমন- তার চেহারা, দুই হাতের কব্জি ও দুই পা।
২. পোশাক তার চারপাশ আচ্ছাদনকারী হওয়া চাই। এরূপ স্পষ্ট নয় যা তার চামড়ার রঙ প্রকাশ করে দেয়।
৩. এত সংকীর্ণ নয় যা তার অঙ্গের পরিমাণ স্পষ্ট করে দেয়। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا، قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ، وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ، رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ، لَا يَدْخُلْنَ الْجَنَّةَ، وَلَا يَجِدْنَ رِيحَهَا، وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا».
“জাহান্নামী দু’ ধরনের লোক এমন আছে যাদের আমি (এখনো) দেখতে পাইনি। একদল লোক, যাদের সাথে গরুর লেজের ন্যায় চাবুক থাকবে, তা দিয়ে তারা লোকজনকে পিটাবে। আর একদল স্ত্রীলোক, যারা বস্ত্র পরিহিত হয়েও বিবস্ত্রা, যারা অন্যদের আকর্ষণকারিণী ও আকৃষ্টা, উটের ঝুঁকে পড়া কুজের ন্যায় তাদের মাথা। ওরা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি তার খুশবুও পাবে না। অথচ এত এত দূর থেকে তার খুশবু পাওয়া যায়।”
শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ বলেন, ‘বস্ত্র পরিহিত উলঙ্গ নারী’র ব্যাখ্যায় বলা হয়, সে এমন পোশাক পড়বে যা তার শরীর ঢাকবে না। সে বস্ত্র পরিহিত হলেও প্রকৃতপক্ষে উলঙ্গ। যেমন, পাতলা কাপড় পরিধানকারী, যা তার শরীরের চামড়া প্রকাশ করে দেয় অথবা খুব সংকীর্ণ, যা তার শরীরের ভাঁজ প্রকাশ করে দেয়, যেমন নিতম্ব ও হাতের বাহুর ভাঁজ ইত্যাদি। নারীর পোশাক হবে প্রশস্ত ও মোটা, যা তাকে ঢেকে নেয় এবং তার শরীরের কোনো অংশ ও আকৃতি প্রকাশ করে না।
৪. পোশাকের ক্ষেত্রে পুরুষের সাদৃশ্য গ্রহণ না করা। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম পুরুষের সাদৃশ্য গ্রহণকারী নারীর ওপর লা‘নত করেছেন। অনুরূপ লা‘নত করেছেন পুরুষের অঙ্গ-ভঙ্গী গ্রহণকারী নারীদের ওপর। পুরুষের সাথে নারীর সাদৃশ্য গ্রহণ করার অর্থ প্রত্যেক সমাজে যেসব পোশাক পুরুষদের সাথে সেগুলো নারীদের পরিধান করা।
শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ রাহিমাহুল্লাহ বলেন, “পুরুষ ও নারীর পোশাকে ব্যবধান সৃষ্টিকারী বস্তু তা-ই যা তাদের প্রত্যেকের সাথে যথাযথ ও সামঞ্জস্যপূর্ণ। পুরুষের জন্য শোভনীয় পোশাক পুরুষরা পরিধান করবে এবং নারীদের জন্য শোভনীয় পোশাক নারীরা পরিধান করবে এটিই শরী‘আতের নির্দেশ। নারীদের প্রতি নির্দেশ রয়েছে তারা ঢেকে থাকবে ও পর্দা করবে, প্রকাশ্যে আশা ও সৌন্দর্য প্রকাশ করা তাদের পক্ষে বৈধ নয়। এজন্য আযান, তালবিয়া, সাফা ও মারওয়ায় উঠার সময় তাদের ওপর আওয়াজ বুলন্দ করার নির্দেশ নেই। ইহরামে তারা সেরূপ কাপড় খুলবে না যেরূপ পুরুষরা খুলে। কারণ, পুরুষদের নির্দেশ করা হয়েছে মাথা খোলা রাখতে, সাধারণ কাপড় পরিধান না করতে, সাধারণ কাপড় বলতে শরীরের মাপে তৈরি পোশাককে বুঝায়, যেমন জামা, পায়জামা, কোর্ট ও মোজা... নারীদেরকে কোনো পোশাক থেকে নিষেধ করা হয়নি। কারণ সে আদিষ্ট ঢেকে থাকা ও পর্দার, তার খিলাফ করা তার পক্ষে বৈধ নয়। কিন্তু তাকে নেকাব ও হাত মোজা থেকে নিষেধ করা হয়েছে। কারণ, এগুলো শরীরের মাপ মতো তৈরি করা, যা তার প্রয়োজন নেই... অতঃপর তিনি বলেন, নারী এগুলো ছাড়াই স্বীয় চেহারা পুরুষদের আড়াল করবে... অতঃপর তিনি বলেন, ‘নিহায়াহ’ গ্রন্থে রয়েছে: পুরুষ ও নারীর পোশাকে পার্থক্য থাকা জরুরি, যার দ্বারা পুরুষরা নারীদের থেকে পৃথকভাবে চিহ্নিত হয়। নারীদের পোশাকে যদি আড়াল করা ও পর্দার বিষয়টি গুরুত্ব পায় তাহলে পর্দার আসল উদ্দেশ্য হাসিল হবে। পোশাক যদি পুরুষদের সাধারণ পোশাক হয়, তাহলে সেটা থেকে নারীদের নিষেধ করা হবে... অতঃপর তিনি বলেন, যদি পোশাকে পর্দা কম হয় ও পুরুষের সাথে সামঞ্জস্য থাকে, তাহলে দু’টি বিবেচনায় তার থেকে নারীদের নিষেধ করা হবে”।
৫. নারী ঘর থেকে বের হওয়ার সময় দৃষ্টি আকর্ষণকারী সৌন্দর্য গ্রহণ করবে না, তাহলে (নিষিদ্ধ) সৌন্দর্য প্রকাশকারী নারীদের অন্তর্ভুক্ত হবে।
বইঃ মুমিন নারীদের বিশেষ বিধান
লেখকঃ ড. সালেহ ইবন ফাওযান আল-ফাওযান
অনুবাদকঃ সানাউল্লাহ নজির আহমদ
সম্পাদনায়ঃ প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

10/07/2025

“ইসলাম কি শুধু নামাজ, রোজা, হজ আর যাকাতের নাম?
না, ইসলাম তো পুরোটা জীবন।

দুআ থেকে শুরু করে লেনদেন, তাওহিদ থেকে শুরু করে আদব-আখলাক,
দাম্পত্য জীবন থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র, অর্থনীতি —
কোথায় নেই ইসলাম?

এই যে আমাদের চারপাশে এত প্রশ্ন—
দুই রাকাত নামাজের পর কোন দুআ পড়ব?
লেনদেনে কোনটা সুদ, কোনটা নয়?
মসজিদের ওয়াকফের টাকা কিভাবে ব্যয় হবে?
জানাজা পড়াতে গিয়ে ভুল হলে কী হবে?
প্রতিদিনকার ছোট ছোট কাজগুলোতে কীভাবে সুন্নাহ মেনে চলব?

সব প্রশ্নের উত্তর যেন এক মলাটে, এক বইয়ের পাতায়—
এই বইটা সেই স্বপ্নের মতো।

শাইখ মুহাম্মাদ ইবনে ইবরাহীম আত্তুওয়াইজিরী (হাফিযাহুল্লাহ) রচিত
“কুরআন ও সুন্নাহর আলোকে ইসলামী ফিকাহ”—
প্রায় ২০০০ পৃষ্ঠার বিশাল এক সফর।
দুই খণ্ডে সাজানো, তাওহিদ থেকে শুরু করে আদব-আখলাক, দুআ-যিকির, লেনদেন,
ইবাদত, আল্লাহর পথে দাওয়াহ— সব কিছুই বিষয়ভিত্তিকভাবে।

এমন একটা বই, পড়তে পড়তে আপনার মনে হবে—
‘আরে, ইসলাম তো এভাবেই জানা উচিত ছিল!’

এই বই একজন মুসলিমের জন্য ইসলামের মৌলিক জ্ঞান পেতে যথেষ্ট।
কেউ যদি এই একটাই বই পড়েন, ইন শা আল্লাহ, ইসলামের প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয়ের
প্রাথমিক ধারণা পেয়ে যাবেন।

আমাদের বাংলাভাষী ভাইবোনদের জন্য এমন একটি সম্পদ আল্লাহ কবুল করুন।
আমীন।

বইয়ের তথ্য:
নাম: কুরআন ও সুন্নাহর আলোকে ইসলামী ফিকাহ
মূল লেখক: শাইখ মুহাম্মাদ ইবনে ইবরাহীম আত্তুওয়াইজিরী
অনুবাদ, সংশোধন ও তত্ত্বাবধান: শাইখ আবু আহমাদ সাইফুদ্দিন বেলাল মাদানী

পৃষ্ঠা সংখ্যা: প্রথম খণ্ড ৯৬৮ পৃষ্ঠা + দ্বিতীয় খণ্ড ৯০৪ পৃষ্ঠা
কভার: হার্ড কভার
কাগজ: ৮০ গ্রাম ক্রিম অফ-হোয়াইট

প্রকাশনী: আলোকিত প্রকাশনী

আলহামদুলিল্লাহ, এই বই আমাদের কাছে স্টকে রয়েছে।
অর্ডার করতে ইনবক্স করুন 01747370727

একটু ভাবুন তো, জীবনের পথটা যখন আঁকাবাঁকা হয়, যখন মন দিশেহারা লাগে, তখন একচিলতে আলো কতখানি দরকার! সেই আলো, যা মনকে শান্ত ...
08/07/2025

একটু ভাবুন তো, জীবনের পথটা যখন আঁকাবাঁকা হয়, যখন মন দিশেহারা লাগে, তখন একচিলতে আলো কতখানি দরকার! সেই আলো, যা মনকে শান্ত করবে, আত্মাকে দেবে সঠিক পথের সন্ধান।

আমাদের প্রিয় নবীজী (সা.)-এর দেখানো পথই তো সেই আলোর দিশা। তাঁর পবিত্র জীবন আর বাণীগুলোই আমাদের সবচেয়ে বড় সম্পদ। আর সেই অমূল্য বাণীর এক বিশাল সংগ্রহ হলো 'সহীহ আল বুখারী'।

তবে অনেকে হয়তো ভাবেন, এত বড় বই পড়া কি সহজ? বিশাল জ্ঞানের সমুদ্র, তল খুঁজে পাবো কী করে? এই ভাবনা থেকেই আসে এক দ্বিধা।

ঠিক এই কারণেই এসেছে 'সংক্ষিপ্ত সহীহ আল বুখারী'। যেন এক বিশাল বাগান থেকে বেছে আনা কিছু সুরভিত ফুল। যে ফুলগুলো আপনার জীবনে সুগন্ধ ছড়াবে, পথ দেখাবে সহজ আর সুন্দর করে। ঈমানের কথা, নামাজের নিয়ম, রোজা-হজ-জিহাদ— জীবনের সব জরুরি বিষয়গুলোই এখানে পাবেন সংক্ষেপে, খুব সহজে।

যখন চারপাশে নানা মতের ভিড়, যখন মন চায় খাঁটি সত্যের দেখা পেতে, তখন এই বইটি হতে পারে আপনার একান্ত আশ্রয়। এ যেন প্রিয় নবীজীর পবিত্র বাণীগুলো আপনার হাতের কাছেই রাখা, যখন খুশি তখনই যেন ছুঁয়ে দেখা যায়।

নিজের জীবনকে সুন্দর করতে, সত্যকে জানতে আর আলোর পথে চলতে, এই বইটি আপনার পাশে থাকুক। আজই সংগ্রহ করুন আপনার কপি, আর খুঁজে নিন আপনার মনের সব প্রশ্নের সহজ উত্তর।

বইঃ সংক্ষিপ্ত সহীহ আল বুখারী
লেখকঃ ইমাম যাইন উদ্দীন আহমাদ বিন আবদুল লতীফ আয যুবাইদী (রহ.)
অনুবাদকঃ মো: আবদুল্লাহ্ শাহেদ আল-মাদানী
প্রকাশনী: আলোকিত প্রকাশনী

বইটি সংগ্রহ করতে ইনবক্স করুন অথবা কল করুন 👉 01747-370727

“জান্নাত… শুনলেই বুকের ভেতর কেমন কেঁপে ওঠে, তাই না?”কেউ ভাবে— জান্নাত মানে সোনার প্রাসাদ।কেউ ভাবে— স্বর্গের হুর, ঝরনা, ম...
07/07/2025

“জান্নাত… শুনলেই বুকের ভেতর কেমন কেঁপে ওঠে, তাই না?”

কেউ ভাবে— জান্নাত মানে সোনার প্রাসাদ।
কেউ ভাবে— স্বর্গের হুর, ঝরনা, মিশকের বাতাস।
কেউ ভাবে— ফলের বাগান, সুখের ভান্ডার।

কিন্তু জান্নাতের সবচেয়ে বড় সুখ কী জানেন?
রাব্বের দীদার।

একবার রাসুলুল্লাহ (সা.) বলেছিলেন—

“আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য এমন জিনিস প্রস্তুত রেখেছি, যা কোন চোখ দেখেনি, কোন কান শোনেনি, আর যা কোন মানুষের মনেও আসেনি।” (সহীহ বুখারী)

ভাবতে পারেন, এমন কিছু, যা কল্পনাতেও নেই?

কিন্তু… জান্নাত কি শুধু স্বপ্নের কথা?

না ভাই, না।
জান্নাতের পথ আমাদের সামনে খোলা।
শর্ত একটাই— বিশুদ্ধ ঈমান।

এই বইতে পাবে—
🌿 জান্নাতের বর্ণনা, যা চোখ ভিজিয়ে দেয়।
🌿 কুরআন-হাদীসের আলোকে জান্নাত লাভের ১৭০টি উপায়।
🌿 এমন সব আমল, যা জান্নাতের দরজাগুলো আপনার জন্য খুলে দেবে।

রাসুল (সা.) বলেছেন—

“যে ব্যক্তি অন্তরে ইখলাসের সাথে বলে, ‘লা ইলাহা ইল্লাল্লাহ’, সে জান্নাতে প্রবেশ করবে।” (সহীহ বুখারী)

কিন্তু শুধু বলা নয়।
এই কালিমার হক আদায় করতে হবে।
তাই এই বই পড়বে।
নিজের জন্য, প্রিয়জনের জন্য।
কারণ জান্নাত কোন গল্প নয়, জান্নাত আমাদের লক্ষ্য।

চলেন, সেই পথে হাঁটি…
যেখানে শেষ প্রান্তে রাব্বের দীদার আমাদের জন্য অপেক্ষা করছে।

প্রকাশনী: আলোকিত প্রকাশনী

বইটি সংগ্রহ করতে ইনবক্স করুন অথবা কল করুন 👉 01747-370727

আপনি কি সেই যুগের কথা জানেন?যখন ক্ষমতা আর জুলুমের থাবায় সত্য চাপা পড়েছিল?যখন ন্যায় আর ইনসাফের ধ্বজা উঁচিয়ে ধরার জন্য...
05/07/2025

আপনি কি সেই যুগের কথা জানেন?
যখন ক্ষমতা আর জুলুমের থাবায় সত্য চাপা পড়েছিল?
যখন ন্যায় আর ইনসাফের ধ্বজা উঁচিয়ে ধরার জন্য প্রয়োজন ছিল অদম্য সাহসের?

আমাদের মুসলিম উম্মাহর ইতিহাসে এমন কিছু অধ্যায় আছে, যা শুধু একটি ঘটনা নয়, বরং গোটা মানবতার জন্য শিক্ষণীয় এক মহাকাব্য। আর এর মধ্যে অন্যতম হলো কারবালার মর্মস্পর্শী ঘটনা। কিন্তু দুঃখজনকভাবে, এই মহান শাহাদাতকে ঘিরে প্রচলিত হয়েছে কত শত মিথ্যা, কত অতিরঞ্জন!

সত্যকে জানতে চান? আপনার মন কি এখনো সেই প্রশ্নগুলো নিয়ে দ্বিধাগ্রস্ত—

সত্যিই কি ঘটেছিল কারবালায়?
কারা ছিল সেদিন সত্যের পক্ষে?
আর কারা ছিল মিথ্যার কালো ছায়ায়?
আজকের এই অস্থির সময়ে, যখন ফিতনার ঢেউ চারিদিকে, যখন সত্য আর মিথ্যাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা চলে, তখন আমাদের প্রয়োজন ইতিহাসের বিশুদ্ধতম দলিল। সেই দলিল, যা নির্মোহভাবে তুলে ধরবে হোসাইন রাদিয়াল্লাহু ‘আনহু’র জীবন, তাঁর সংগ্রাম আর কারবালার সঠিক ইতিহাস।

আর সেই আলোর ঝলক নিয়েই এসেছে এক অসাধারণ গ্রন্থ— "হোসাইন রাদিয়াল্লাহু ‘আনহু’র জীবনী ও কারবালার সঠিক ইতিহাস"।

আপনারা জানেন, আমাদের কাজ হলো সত্যকে তার নিজস্ব আলোয় আলোকিত করা। আবেগ নয়, যুক্তি আর প্রমাণের ভিত্তিতে। এই বইটি সেই কাজটিই সুচারুভাবে করেছে। এটি শুধু একটি তথ্যভাণ্ডার নয়, এটি এক আলোকবর্তিকা—
~জন্ম সেই পরিবেশে, যখন সত্যের জন্য প্রয়োজন ছিল দৃঢ়তার: হোসাইন ~রাদিয়াল্লাহু আনহু'র জীবন মানে শুধু ইতিহাস নয়, এ এক প্রেরণার গল্প।
~যে শেখায়— কেমন হবে ঈমানের পরীক্ষায়?
~কীভাবে জুলুমের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে হয়?
~আর কিভাবে নিজের প্রাণ দিয়েও দ্বীনের সম্মান রক্ষা করতে হয়?

আজকের এই সময়ে, যখন মানুষ কেবল চটকদার শিরোনামে সত্য খোঁজে, তখন এই বই— "হোসাইন রাদিয়াল্লাহু ‘আনহু’র জীবনী ও কারবালার সঠিক ইতিহাস" শিখায়, হোসাইন (রা.)-কে ভালোবাসা মানে তাঁর আদর্শকে ধারণ করা, সত্যের পথে অবিচল থাকা।

এই বই ছাত্রের জন্য,
তরুণের জন্য,
মায়ের জন্য,
বাবার জন্য,
আর সেই ভাইদের জন্য,
যারা চায় তাদের হৃদয়ে সত্যিকারের শাহাদাতের চেতনা জন্মাক, যারা কারবালার সঠিক শিক্ষা উপলব্ধি করতে চায়।

→ পড়ুন।
→ শিখুন।
→ কারবালার শিক্ষা নিজের জীবনে ধারণ করুন।

বইঃ হোসাইন রাদিয়াল্লাহু ‘আনহু’র জীবনী ও কারবালার সঠিক ইতিহাস
লেখকঃ ড. মুহাম্মাদ ইবন আব্দুল হাদি শাইবানী ও মুহাম্মাদ সালিম আল-খিদর
অনুবাদকঃ আব্দুল্লাহ মজুমদার
প্রকাশনী: CWI

অর্ডার করতে ইনবক্স করুন অথবা কমেন্ট করুন 01747-370727

“আমার গুনাহ কি এত বড় যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না?”একবারও কি এই প্রশ্নটা নিজেকে করেছি ?কত রাত কেটে যায়, বালিশ ভিজে চ...
03/07/2025

“আমার গুনাহ কি এত বড় যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না?”

একবারও কি এই প্রশ্নটা নিজেকে করেছি ?

কত রাত কেটে যায়, বালিশ ভিজে চোখের জলে…
অথচ পাপের বোঝা যেন নামছেই না কাঁধ থেকে।

জানেন?
কবিরা গুনাহ মানে শুধু ‘বড় পাপ’ না।
এটা সেই সব পাপ, যা মানুষের ইমানকে কাঁপিয়ে দেয়,
যা মানুষকে জাহান্নামের দ্বারপ্রান্তে নিয়ে যায়!

তবে আশার কথা কী জানেন?
এই পাপ থেকে মুক্তির উপায়ও আছে।
তাওবা আছে।
আছে গুনাহ মাফের প্রতিশ্রুতি।

আর সেই উপায়গুলোই একে একে সাজানো হয়েছে —
শায়খ আব্দুল্লাহিল হাদি বিন আব্দুল জলীল মাদানির লেখা এই বইতে।

▪️ ১০০ কবিরা গুনাহের নাম ও ব্যাখ্যা
▪️ প্রতিটি পাপ থেকে বাঁচার করণীয় ও উপায়
▪️ আল-কুরআন ও সহীহ হাদীসের আলোকে প্রমাণ

এই বইটা পড়বো।
নিজের জন্য। প্রিয়জনের জন্য।
কারণ, একদিন আমরা সবাই চলে যাবো।
সেদিন পাপের বোঝা নিয়ে নয় — বরং আল্লাহর ক্ষমা নিয়ে ফিরতে হবে।

প্রকাশনী: আলোকিত প্রকাশনী

বইটি সংগ্রহ করতে ইনবক্স করুন অথবা কল করুন 👉 01747-370727

“বলতে পারো ভাই,আমরা কি বেঁচে আছি?নাকি শুধু নিঃশ্বাস নিচ্ছি?”চারপাশে আগুন,নাম তার ফিতনা।কখনও চিন্তার জগতে,কখনও নারীর স্বা...
02/07/2025

“বলতে পারো ভাই,
আমরা কি বেঁচে আছি?
নাকি শুধু নিঃশ্বাস নিচ্ছি?”

চারপাশে আগুন,
নাম তার ফিতনা।
কখনও চিন্তার জগতে,
কখনও নারীর স্বাধীনতার নামে,
কখনও আবার দ্বীনের ব্যাখ্যা নিয়ে খেলা।

একদল বলে — “মডারেট হও।”
আরেকদল বলে — “গণতন্ত্রই মুক্তি।”
কেউ টানে ডান দিকে,
কেউ টানে বাঁ দিকে।

→ সত্য-মিথ্যা গুলিয়ে যাচ্ছে,
→ হকের কথা বলতে ভয় লাগে,
→ দ্বীনের নামেই আবার ফিতনা ছড়ায় অনেকে।

এই বই “ফিতনার এই যুগে বাঁচার উপায়”
ঠিক সেই আগুন থেকে বাঁচার মানচিত্র।

→ ফিতনা কী? কেন আসে?
→ মুনাফিকদের আসল চেহারা কেমন?
→ নারীদের জন্য ফিতনার সময়ে করণীয় কী?
→ কীভাবে চিনবে হক আর বাতিলের পার্থক্য?

সব বলা আছে সহজ ভাষায়,
কোনো কচকচি নয়,
সরাসরি হৃদয়ের সাথে কথা বলে।

আজকের এই সময়ে,
যখন মানুষ দ্বীন নিয়েই দ্বিধায় পড়ে,
তখন এই বই শেখায়—
“দাঁত দিয়ে কামড়ে ধরো হক,
আর দূরে থাকো ফিতনার বাজার থেকে।”

এই বই ছাত্রের জন্য,
তরুণের জন্য,
মায়ের জন্য,
আর সেই ভাইদের জন্য,
যারা চায় ফিতনার সাগরে ভেসে না যেতে।

→ পড়ুন।
→ শিখুন।
→ ফিতনা থেকে বাঁচুন।

বইঃ ফিতনার এই যুগে বাঁচার উপায়
লেখকঃ শায়খ সালেহ আল-ফাওযান, শায়খ সালেহ আল-উসয়মী, শায়খ আব্দুস সালাম আশ-শুয়াই'ইর
অনুবাদকঃ ইয়াকুব বিন আবুল কালাম
প্রকাশনীঃ আদ-দা’ওয়াহ আস-সালাফিয়্যাহ

🕌 “কারণ, ফিতনা থেকে বাঁচতে না পারলে,
দ্বীনও থাকবে না, দুনিয়াও থাকবে না…”

“জন্ম সেই বছর,যখন আকাশ থেকে নেমে এসেছিল পাখির ঝাঁক,আর হাতি-কামানের সেনাবাহিনী ধুলায় মিশে গিয়েছিল।৫৭১ সালের ১২ রবিউল আউয়া...
01/07/2025

“জন্ম সেই বছর,
যখন আকাশ থেকে নেমে এসেছিল পাখির ঝাঁক,
আর হাতি-কামানের সেনাবাহিনী ধুলায় মিশে গিয়েছিল।

৫৭১ সালের ১২ রবিউল আউয়াল।
মক্কার আকাশে এক নতুন আলো ঝলমল করলো।

নাম— মুহাম্মদ ﷺ।
যিনি এলেন ভাঙতে শিরক,
মুছে দিতে অন্ধকার।

→ জন্ম ইয়াতীম হয়ে,
→ বুক চিরে হৃদয় শুদ্ধির ঘটনা,
→ খাদিজার সাথে বিয়ে,
→ হেরা গুহায় ওহির প্রথম আলো,
→ গোপনে, তারপর প্রকাশ্যে দাওয়াত,
→ তায়েফের পথে রক্তাক্ত পা,
→ বদর-উহুদ-খন্দকের যুদ্ধ,
→ মক্কা বিজয়,
→ বিদায় হজ্জের বাণী,
→ আর এরপর মদীনার মাটিতে চিরনিদ্রা।

কিন্তু তাঁর ﷺ জীবনী মানে শুধু ইতিহাস নয়,
এ এক আলোকিত মানচিত্র।
যা শেখায়— কেমন হবে নেতা? কেমন হবে স্বামী?
কীভাবে ক্ষমা করতে হয়?
আর কিভাবে নিজের চোখের জলে উম্মতের জন্য প্রার্থনা করতে হয়।

আজকের এই অস্থির সময়ে,
যখন ভালোবাসা মানে কেবল শিরোনাম,
তখন এই বই—
“সংক্ষিপ্ত নবী জীবনী”
শিখায়, নবী ﷺ কে ভালোবাসা মানে নিজেকে বদলে ফেলা।

এই বই মায়ের জন্য,
বাবার জন্য,
ছেলের জন্য,
মেয়ের জন্য।
আর সেই ভাইদের জন্য,
যারা চায় তাদের হৃদয়ে সত্যিকারের নবীপ্রেম জন্মাক।

→ পড়ুন।
→ শিখুন।
→ নবীজীবনকে ভালোবাসুন।

বইঃ সংক্ষিপ্ত নবী জীবনী
লেখকঃ আয-যুলফি দা‘ওয়াহ সেন্টার
অনুবাদ-সম্পাদনাঃ প্রফেসর ড. আবু বকর মুহাম্মদ যাকারিয়া
প্রকাশনীঃ আলোকিত প্রকাশনী

🕌 “কারণ, যে মুহাম্মদ ﷺ-কে চেনে, সে আর অন্ধকারে হারায় না।”

📸 মমতাজ বেগম জেলেও ধর্মীয় বই পড়ে সময় কাটাচ্ছেন…আপনি এখনো সিহাহ সিত্তায় আটকে?👉 পুরো বুখারী শেষ না পারলেও, আলোকিত প্রকাশ...
01/07/2025

📸 মমতাজ বেগম জেলেও ধর্মীয় বই পড়ে সময় কাটাচ্ছেন…

আপনি এখনো সিহাহ সিত্তায় আটকে?

👉 পুরো বুখারী শেষ না পারলেও, আলোকিত প্রকাশনীর
⭐ সংক্ষিপ্ত বুখারী ⭐
১ খণ্ডেই পড়ে ফেলুন!

✅ সহজ ভাষা
✅ আরবি টেক্সটসহ

অর্ডার করুন ➤ 01747-370727

Address

Dhaka

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Friday 00:00 - 00:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8801747370727

Alerts

Be the first to know and let us send you an email when আলোকিত প্রকাশনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

আমাদের পথ চলা

জাহেলিয়াতের অন্ধকার দূর করতেই ইসলামের আবির্ভাব, ইসলামের আলো যখন ছড়িয়ে পড়েছে, জাহেলিয়াতের অন্ধকার তখন আলোকিত হয়ে গেছে। সেই আলোকেই সাধ্যমত বিকশিত করতে আলোকিত প্রকাশনীর পথ চলা।

আলোকিত প্রকাশনী। সহীহ আক্বীদা মানহাজ ভিত্তিক বই প্রকাশে প্রতিশ্রুতি বদ্ধ।