13/11/2023
একটা সময় ছিল যখন সবাই ফেইসবুক শুধু টাইম পাস এবং এনটারটেইনমেন্ট এর জন্য ব্যবহার করতো।
কিন্তু এখন?
এখন ২০২৩ সাল। সবাই এখন ফেইসবুকে বিজনেস এবং তাদের নেটওয়ার্কিং এর জন্য ব্যবহার করে। এমন অসংখ্য মানুষ আছে যারা শুধু ফেইসবুকের মাধ্যমে তাদের পন্য অথবা সার্ভিস সেল করে মাসে ৫থেকে ১০ লাখ টাকা ইনকাম করছে। এমনকি এমন অনেকে আছে যারা মাসে ১ কোটি টাকার পণ্যও বিক্রি করছে। এসব করছে সুধিমাত্র ফেইসবুক পেইজের মাধ্যমে। এদের মেধ্য কারো আবার আলাদা ওয়েবসাইটও নেই।
ভাবতে পারেন? শুধু ফেইসবুক পেইজ দিয়ে কি আসলেই সম্ভব? জি সম্ভব এবং এটাই সত্যি। আপনার কাছে অবাক লাগছে কারণ আপনি ফরমুলা গুলো জানেন না। এধনের অবস্থানে পৌঁছতে হলে কি কি বিষয় খেয়াল রাখতে হবে?
১. ফেইসবুক এলগোরিদম কিভাবে কাজ করে সেটা বুঝতে হবে।
২.ফেইসবুক পেইজে অরগানিকভাবে কিভাবে কাজ করতে হয় এবং পেইজ গ্রো করতে হয় সেটা শিখতে হবে।
৩.সঠিক ভাবে আকর্ষনীয় এবং ইফেকাটিভ কন্টেন্ট তৈরি করতে হবে।
৪.সঠিক নিয়মে বুস্ট করতে জানতে হবে। রাইট কাস্টমার টার্গেট করা শিখতে হবে। ফেইজবুক এ্যড সম্পর্কে যথেষ্ট নলেজ থাকতে হবে।
৫. কাস্টমার সার্ভিস এবং সেলস এপ্রোচ ঠিক রাখতে হবে। কিভাবে সেল করতে হবে সেটা জানতে হবে।
৬.প্রোডাক্ট কোয়ালিটি ভালো হতে হবে। কাস্টমারের প্রয়োজনটা বুঝতে হবে।
৭. প্রাইজ মার্কেটের তুলনায় রিজনেবল দেয়ার চেস্টা করতে হবে
৮.নির্দিষ্ট একটি প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারলে ভাল।
৯.এমনভাবে সার্ভিস এবং প্রোডাক্ট কোয়ালিটি এনসিওর করতে হবে যেন একজন কাস্টমার দ্বিতীয়বার আবার আপনার কাছে থেকে পণ্য কিনতে আসে যেটাকে রিপিটেড কাস্টমার বলা হয়।
১০.আপনার পেইজের অবশ্যই একটি গ্রুপ থাকতে হবে এবং সেখানে এক্টিভলি কাজ করতে হবে। কারন গ্রুপ মালটি ডাইমেনশন ওয়াইজ কাজ করে যেটা আপনার পেইজ করেনা।
১১.মনে রাখতে হবে এভারেজ পিপলের মত চিন্তা শক্তি, ইচ্ছা শক্তি,ডেডিকেশন,ধৈর্য,লারনিং এটিটিউড থাকলে আপনি যা চান সেটা হবেনা। আপনার অবশ্যই এক্সট্রাঅরডিনারি পিপল এর মত থট প্রোসেস হতে হবে এবং বেস্ট আউট অফ বেস্ট হওয়ার চেষ্টা কররে হবে। অবশ্যই নিজের উপর বিশ্বাস রাখবে হবে।
এসব বিষয়ে ফোকাস রাখলে অনেক দূর যাওয়া সম্ভব বলে আমি বিশ্বাস করি।
- © Editohub